গুরুর পুরনো গুগল ক্রোমির এপের সাথে প্লে স্টোরের এপের পার্থক্য নাই।
ভাবতে ভাল লাগছে, বছর দুয়েক আগে যখন গুরুর এপ নিয়ে লিখেছিলাম, টইপত্রের অনেকেই তখন ভেটো দিয়েছিলেন, এক সৈকত দা ছাড়া।
জানিয়ে রাখি, বাংলা ভাষায় প্রথম ব্লগের এপ চালু করে এপারের সামহোয়্যারইন ডটনেট। তবে সরকারি রোষানলে ওই ব্লগ সাইটটি আর নাই।
জ্জয় গুরু
গুরুচণ্ডালীর মোবাইল এপ প্রস্তাবনা নিয়ে দিকদারি পুরনো এই টই এ
প্রস্তবনা: গুরুর এপে "লো ভার্সন" অপশন রাখা হোক। এতে শুধু টেক্সট দেখাবে, ছবি বা ভিডিও স্লিপিং নয়।
আন্তর্জালের গতি মন্থর হলে পাঠকের ভরসা।
আ্যপটা তো মনে হচ্ছে হাইব্রিড আ্যপ। নোটিফিকেশন পাওয়া ছাড়া এর ব্যবহারের উপযোগিতা কী?
অ্যাপ ইন্সটল করলে যে ব্রাউজারে খুলছি তাতে কুকি জমে যাচ্ছে, সেই ব্রাউজার দিয়ে আর লগ ইন না করে গুরুতে ঢোকা যাচ্ছে না (অ্যাপ আনইন্সটল করলেও), যদি না ব্রাউজারের জমানো কুকি উড়িয়ে দিই। এরকম দুষ্টুমি কাম্য নয়।
এপ আইকন হলুদ কেন?
কটকটে হলদে পেঁচার বদলে মেরুণ বা ধুসর রং নিয়ে আসুন, সর্বত্র গুরুচণ্ডালী লোগোর এই রং ব্যবহার করছে।এতে চোখেরও আরাম।
গুরুর টেকিগণ ভেবে দেখতে পারেন।
r2h,
আপনার কৌতুহলের জবাবে কয়েক নোক্তা।
প্রযুক্তিগত সুবিধায় অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় সাইটগুলোর মোবাইল ব্রাউজারের সংখ্যা তুলনামূলক ভাবে অনেক বেশী। মানুষের সময় দ্রুত কমে আসছে যে!
এ কারণেই জনপ্রিয় সাইটগুলোকে আরও বেশী পাঠক বান্ধব করতে প্রথমে মোবাইল ভার্সন ও পরে এখন এপ ভার্সন জরুরি হয়ে পড়েছে।
মোবাইল এপই স্মার্ট প্রযুক্তি, মোবাইল ভার্সন নয়, ডেস্কটপ ভার্সন তো নয়ই ।
খেয়াল করে দেখবেন, একারণে ফেসবুক, বিবিসি থেকে শুরু করে সব বড় সাইটগুলো মোবাইল এপের দিকেই ঝুঁকছে।
আবার দেখুন, কর্মব্যস্ত জীবনে ঘুম থেকে উঠে সিঁড়ি ভেংগে দৈনিক সংবাদপত্র নিয়ে এসে পড়ার চেয়ে এপ ভার্সনে সামান্য ডেটা খরচ করে তা পড়ে ফেলা অনেক সহজ ও সাশ্রয়ী।
আবার এপ থেকে টিভিও দেখা যাচ্ছে, সিনেমা, নাটক তো বটেই।
তাহলে পেঁচা সমগ্র শুধু ঢাউস ডেস্কটপের খোপে আটকে থাকবে কেন?
r2h,
*ফেসবুক, বিবিসি, খবরের কাগজ, মোবাইলেই টিভি দেখা ইত্যাদি প্রসংগক্রমে এসেছে। এপের ব্যবহার বাড়ছে বোঝাতে। অবশ্যই তাদের উদ্দেশ্য গুরুচণ্ডালীর সাথে যায় না। সে যাক।
* "সাইটগুলোর মোবাইল ব্রাউজারের সংখ্যা তুলনামূলক ভাবে অনেক বেশী''-এর মানে কী?
খুব সহজ, বিশ্বের দেশে দেশে একই সাইটের ডেস্কটপ, ল্যাপটপ ইত্যাদি ব্রাউজারের চেয়ে মোবাইল ও ট্যাব ব্রাউজারের সংখ্যা বেশী। অর্থাৎ মোবাইল থেকেই ইন্টারনেট সার্ফিং করা বাড়ছে।
আরও জানতে এই লেখাটি পড়তে পারেন
*"গুরু কখনোই ডেস্কটপে আবদ্ধ ছিল না। "
মাফ করবেন। কথাটি বোঝাতে পারিনি।
বলতে চেয়েছি, বরাবরই গুরুচন্ডালী ডটকম সাইটি ছিল ডেস্কটপ ভার্সন। অর্থাৎ ঢাউস ডেস্কটপ/ ল্যাপটপেই সাইটটিতে এতোদিন লেখাপড়া করা যেত।
কিন্তু গুরুচণ্ডালীকে আরও বেশী পাঠক বান্ধব করতে ডেস্কটপ ভার্সনের পাশাপাশি প্রথমে এলো এর মোবাইল ভার্সন, আর এখন এপ।
*টেকনো কানা চণ্ডালের নিবেদন আপাতত এই। শুভেচ্ছা
পুনশ্চঃ নোটিফিকেশন, মেমোরি ইত্যাদি ক্যাচাল থাকলে এপ ভার্সন নেবেন না। সেক্ষেত্রে আগের ডেস্কটপ ভার্সন ব্যবহার করুন। জটায়ুর ভাষায়, ভেরি সিম্পল! :ডি
Icm
"মুশকিল হল, পাঠক আর বেশি কম্পুটারে আসেন না, তিনি মোবাইল ফোন থেকেই বেশির ভাগ কনটেন্ট পড়েন। সেক্ষেত্রে, যদি মোবাইল ফোনে তাকে জানানো যায় যে নতুন লেখা এসেছে, তাহলে তিনি সেটি সম্পর্কে সহজেই অবহিত হতে পারেন। এটি হল ব্যবহারিক উপযোগিতা।
এই নোটিফিকেশনটি ফোনে ঠিকভাবে পাঠাতে গেলে, অর্থাৎ অ্যাপটি খোলা না থাকলেও মেসেজটি ফোনের স্ক্রিনে ভেসে উঠবে..."
অনেক ধন্যবাদ। এতোক্ষণ ধরে এ কথাই বলতে চেয়েছি
ICM
পুনশ্চঃ অফটপিকে এখানেই বলি, একটু টেকি সাহায্য চাই। ব্লগ পোস্টে লেখার শিরোনাম বদলে দিতে গিয়ে দেখি দুটি পোস্ট হয়েছে, বানান ভুলের এই পোস্টটি কিছুতেই সরাতে পারছি না।
অনুগ্রহ করে এই পোস্টটি মুছে দিন, প্লিজ হেল্প
*ইয়ে, সমস্যা মিটেছে। অনেক ধন্যবাদ
icm,
অফ টপিকে আগের কথার জেরে :
গুরুচন্ডালী সাইটের নতুন সংস্করণে নিজস্ব ব্লগ সম্পাদনার সুযোগ তৈরি হয়েছে, এ তো খুবই ভাল কথা, এরই মধ্যে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি। অবশ্য "সম্পাদনা" বোতাম অনেক সময় কাজ করে না, বিশেষ করে পুরোনো ব্লগ পোস্টের ক্ষেত্রে তো নয়ই।
*চণ্ডালের প্রস্তাব :
নিজস্ব ব্লগ পোস্টের লেখা "সম্পাদনা"র পাশাপাশি "ড্রাফট" ও "মুছে ফেলা"রও সুযোগ তৈরি করা হোক। কারণ এই তিনটিই ব্লগ লেখালেখির ক্ষেত্রে লেখকের স্বীকৃত প্রাপ্য।
আপনাকে ধন্যবাদ।
icm,
ও আচ্ছা, এইবার বুঝেছি। অনেক ধন্যবাদ (ওয়াই)