এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুর অ্যাপ সংক্রান্ত ইস্যু

    Pinaki
    অন্যান্য | ০২ জুন ২০২০ | ৬৫০৮ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • গুরুর অ্যাপ এসে গেছে প্লেস্টোরে। যাঁরা এখনও নামাননি, নামিয়ে ফেলুন এখান থেকে
    https://play.google.com/store/apps/details…
    বুবুভায় বা হরিদাস পাল সেক্শনে নতুন লেখা আপলোড হলে আপনার ডিভাইসে নোটিফিকেশন পওয়ার কথা। তা কোনো কারণে না পেলে (নোটি ডিজেবল করা থাকলে অন্য কথা) বা ব্যবহার করতে গিয়ে অন্য কোনো ইস্যু পেলে এখানে জানান। জানানোর সময় আপনার ফোনের মডেল, অ্যান্ড্রয়েড ভার্শন আর কোনো প্রাসঙ্গিক স্ক্রীণশট থাকলে সেগুলো এখানে দিন। এই টইটা থাকুক অ্যাপ বিষয়ক সমস্যার জন্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • বিপ্লব রহমান | ০৩ জুন ২০২০ ০৫:৩৩731778
  • গুরুর পুরনো গুগল ক্রোমির এপের সাথে প্লে স্টোরের এপের পার্থক্য নাই।

    ভাবতে ভাল লাগছে, বছর দুয়েক আগে যখন গুরুর এপ নিয়ে লিখেছিলাম, টইপত্রের অনেকেই তখন ভেটো দিয়েছিলেন, এক সৈকত  দা ছাড়া। 

    জানিয়ে রাখি, বাংলা ভাষায় প্রথম ব্লগের এপ চালু করে এপারের সামহোয়্যারইন ডটনেট। তবে সরকারি রোষানলে ওই ব্লগ সাইটটি আর নাই।

    জ্জয় গুরু

  • বিপ্লব রহমান | ০৩ জুন ২০২০ ১৭:৩৫731785
  • প্রস্তবনা: গুরুর এপে "লো ভার্সন" অপশন রাখা হোক। এতে শুধু টেক্সট দেখাবে, ছবি বা ভিডিও স্লিপিং নয়। 

    আন্তর্জালের গতি মন্থর হলে পাঠকের  ভরসা।       

  • রৌহিন | ০৩ জুন ২০২০ ২৩:৩৬731793
  • একটা সমস্যা হল স্ক্রিন রোটেশন অফ রাখলেও নিজে থেকেই রোটেট হয়ে যাচ্ছে (,মোবাইলে)
  • r2h | 2405:201:8805:37c0:5da:bac4:5e67:***:*** | ০৩ জুন ২০২০ ২৩:৪৬731794
  • আমার এখনো কৌতুহল - একটা টেক্সট কন্টেন্ট প্রধান পোর্টালের জন্যে অ্যাপ কেন দরকারী।
    মানে, টিং টিং করে অষ্টপ্রহর অ্যালার্ট না এলে আমরা মনে করে একটা পছন্দের আলোচনা অবসর সময়ে চেক করতে পারবো না?

    অ্যাপ স্বাগত, টেকনোলজিও স্বাগত, আমার মত লোকের কথা শুনলে এখনো শিলালিপি, না না, এখনো লিপির আবিষ্কারই হতো না।

    কিন্তু, সিরিয়াসলি?
  • সম্বিৎ | ০৪ জুন ২০২০ ০০:২৫731796
  • আ্যপটা তো মনে হচ্ছে হাইব্রিড আ্যপ। নোটিফিকেশন পাওয়া ছাড়া এর ব্যবহারের উপযোগিতা কী? 

  • বাবুই | 150.129.***.*** | ০৪ জুন ২০২০ ০৬:০৬731797
  • অ্যাপ ইন্সটল করলে যে ব্রাউজারে খুলছি তাতে কুকি জমে যাচ্ছে, সেই ব্রাউজার দিয়ে আর লগ ইন না করে গুরুতে ঢোকা যাচ্ছে না (অ্যাপ আনইন্সটল করলেও), যদি না ব্রাউজারের জমানো কুকি উড়িয়ে দিই। এরকম দুষ্টুমি কাম্য নয়।

  • বিপ্লব রহমান | ০৪ জুন ২০২০ ০৭:০১731801
  • এপ আইকন হলুদ কেন? 

    কটকটে হলদে পেঁচার বদলে মেরুণ বা ধুসর রং নিয়ে আসুন,  সর্বত্র গুরুচণ্ডালী লোগোর এই রং ব্যবহার করছে।এতে চোখেরও আরাম।       

    গুরুর টেকিগণ ভেবে দেখতে পারেন।   

  • বিপ্লব রহমান | ০৪ জুন ২০২০ ০৭:৫৬731803
  • r2h,  

    আপনার কৌতুহলের জবাবে কয়েক নোক্তা।  

    প্রযুক্তিগত  সুবিধায় অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় সাইটগুলোর মোবাইল ব্রাউজারের সংখ্যা  তুলনামূলক ভাবে অনেক বেশী। মানুষের সময় দ্রুত কমে আসছে যে!     

    এ কারণেই জনপ্রিয় সাইটগুলোকে আরও বেশী পাঠক বান্ধব করতে প্রথমে মোবাইল ভার্সন ও পরে এখন এপ ভার্সন জরুরি  হয়ে পড়েছে।           

    মোবাইল এপই স্মার্ট প্রযুক্তি,  মোবাইল ভার্সন নয়, ডেস্কটপ ভার্সন তো নয়ই ।

    খেয়াল করে দেখবেন, একারণে ফেসবুক, বিবিসি থেকে শুরু করে সব বড় সাইটগুলো মোবাইল এপের দিকেই ঝুঁকছে। 

    আবার দেখুন,  কর্মব্যস্ত জীবনে  ঘুম থেকে উঠে সিঁড়ি ভেংগে দৈনিক সংবাদপত্র নিয়ে এসে পড়ার চেয়ে এপ ভার্সনে সামান্য ডেটা খরচ করে তা পড়ে ফেলা অনেক সহজ ও সাশ্রয়ী। 

    আবার এপ থেকে টিভিও দেখা যাচ্ছে, সিনেমা, নাটক তো বটেই। 

    তাহলে পেঁচা সমগ্র শুধু ঢাউস ডেস্কটপের খোপে আটকে থাকবে কেন?              

                  

  • r2h | 2405:201:8805:37c0:50d6:ff68:541:***:*** | ০৪ জুন ২০২০ ১১:১৮731804
  • অ্যাপের রচনা তো ভালো হয়েছে।

    কিন্তু
    • 'সাইটগুলোর মোবাইল ব্রাউজারের সংখ্যা তুলনামূলক ভাবে অনেক বেশী'-এর মানে কী?
    • মোবাইল স্মার্ট প্রযুক্তি তো বুঝলাম, কিন্তু ঠিক কেন? উপযোগিতা কী? লোকে বলে, তাই?
    • ফেসবুক, বিবিসি - এদের লক্ষ্য, পারপাস, ব্যাবহারকারী সবই গুরুর থেকে আলাদা। ওরা করেছে বলেই আমরা করবো, ওরকম হয় না।
    • গুরুর সঙ্গে খবরের কাগজের তুলনা এল কোত্থেকে, এইটা কেবারেই বুঝলাম না। আমি অবশ্য ব্যক্তিগতভাবে সারাদিন নেটে নিউজ পোর্টাল দেখলেও সকালে চায়ের সঙ্গে খবরের কাগজটা চাই। তবে ব্যক্তিগত পছন্দের কথা থাক।
    • গুরুতে নাটক টিভি এইসবও আপাতত দেখা যায় না।
    • গুরু কখনোই ডেস্কটপে আবদ্ধ ছিল না। ঐ কথাটার কোন মানে নেই।

    আমার এইসব প্রশ্ন ঠিক গুরু কর্তৃপক্ষের কাছে নয়। আমার প্রশ্ন ফেসবুকপালিত, সহজিয়া, ইন্টুইশনহীন, লার্নিংকার্ভফোব, প্রতি পদে অ্যালার্ট, নোটিফিকেশনের ওপর নির্ভরশীল জনরুচির প্রতি।
  • | ০৪ জুন ২০২০ ১১:৩৫731806
  • ন্যাড়াদার প্রশ্নটা আমারও। নোটি ছাড়া এর আর অন্য উপযোগীতা কী?

    এছাড়া আরও বক্তব্য হল খামোখা অ্যাপ নামিয়ে খানিক মেমোরি খাওয়াবো কেন? আমি বা আমার মত অনেকেই একাধিক সংবাদপত্র এবং একাধিক সাইট নিত্যদিন ঘেঁটে থাকি। এবার ওলা, উবের, বিগবাস্কেট, গ্রোফার্স, ডিমার্ট, স্যুইগি জোম্যাটো, এক আধটা ব্যাঙ্কের অ্যাপ, হোয়াটস্যাপ, টেলিগ্রাম, ট্যুইটার, ট্রু কলার এগুলো প্রায় সব্বার থাকে। এছাড়া ইউটিউব, ফেসবুক ইত্যাদিও প্রচুর লোকে অ্যাপ দিয়েই ব্যবহার করে। এর সাথে ৬-৭ টা সংবাদপত্র, গুরুচন্ডা৯, এবং আলাপ ইত্যাদির অ্যাপ যোগ করার সার্থকতা কী?

    আমি সাধারণভাবে অ্যাপগুলোকে ফোর্সড স্টপ করে রাখি, দরকারমত ব্যবহার করে আবার ঘুম পাড়িয়ে দিই মেমোরি খালি রাখতে। এবার উপরোক্ত প্রত্যেকটার নির্দিষ্ট ব্যবহার আছে, কাজে লাগে। ফেসবুক অ্যাপ যদিও আমি ব্যবহার করি না, কিন্তু যারা করে তারাও কতগুলো সুবিধের জন্য করে। যেমন চট করে ভিডিও বা ছবি আপলোড করা, মার্কেটপ্লেস ব্যবহার করা ইত্যাদি। গুরুতে তো এগুলো নেই।

    সেক্ষেত্রে টেকনিকালি কী সুবিধে হবে? আর ভবিষ্যতের রোডম্যাপ কী (মানে ছবি, লাইভ ইত্যাদির প্ল্যান আছে কিনা? বা সরাসরি বই কেনা?) ? এইদুটো হল গিয়ে আমার প্রশ্ন।
  • | ০৪ জুন ২০২০ ১১:৩৮731807
  • ন্যাড়াদার প্রশ্নটা আমারও। নোটি ছাড়া এর আর অন্য উপযোগীতা কী?

    এছাড়া আরও বক্তব্য হল খামোখা অ্যাপ নামিয়ে খানিক মেমোরি খাওয়াবো কেন? আমি বা আমার মত অনেকেই একাধিক সংবাদপত্র এবং একাধিক সাইট নিত্যদিন ঘেঁটে থাকি। এবার ওলা, উবের, বিগবাস্কেট, গ্রোফার্স, ডিমার্ট, স্যুইগি জোম্যাটো, এক আধটা ব্যাঙ্কের অ্যাপ, হোয়াটস্যাপ, টেলিগ্রাম, ট্যুইটার, ট্রু কলার এগুলো প্রায় সব্বার থাকে। এছাড়া ইউটিউব, ফেসবুক ইত্যাদিও প্রচুর লোকে অ্যাপ দিয়েই ব্যবহার করে। এর সাথে ৬-৭ টা সংবাদপত্র, গুরুচন্ডা৯, এবং আলাপ ইত্যাদির অ্যাপ যোগ করার সার্থকতা কী?

    আমি সাধারণভাবে অ্যাপগুলোকে ফোর্সড স্টপ করে রাখি, দরকারমত ব্যবহার করে আবার ঘুম পাড়িয়ে দিই মেমোরি খালি রাখতে। এবার উপরোক্ত প্রত্যেকটার নির্দিষ্ট ব্যবহার আছে, কাজে লাগে। ফেসবুক অ্যাপ যদিও আমি ব্যবহার করি না, কিন্তু যারা করে তারাও কতগুলো সুবিধের জন্য করে। যেমন চট করে ভিডিও বা ছবি আপলোড করা, মার্কেটপ্লেস ব্যবহার করা ইত্যাদি। গুরুতে তো এগুলো নেই।

    সেক্ষেত্রে টেকনিকালি কী সুবিধে হবে? আর ভবিষ্যতের রোডম্যাপ কী (মানে ছবি, লাইভ ইত্যাদির প্ল্যান আছে কিনা? বা সরাসরি বই কেনা?) ? এইদুটো হল গিয়ে আমার প্রশ্ন।
  • r2h | 2405:201:8805:37c0:50d6:ff68:541:***:*** | ০৪ জুন ২০২০ ১১:৪৮731808
  • অমার মতে, কয়েকটা জিনিস হতে পারে, ভবিষ্যতেঃ

    • বই কেনা - এই জিনিসটা আমি স্ট্রংলি চাই।
    • বেঙ্গলইনফোকে কোথাও একটা ইন্টিগ্রেট করে, কী করা ঠিক পরিষ্কার না, কিন্তু কিছু একটা কোলাবোরেটিভ করা।
    • লেট৬৬ের কাজকর্ম ইন্টিগ্রেট করে কিছু।
    • ছোটখাটো ব্যানার অ্যাড টাইপের কিছু থেকে একটু রেভিনিউ উপার্জনের কথা ভাবা যেত, তবে আপনারা তো আবার অ্যাড দেখলেই লাফিয়ে ওঠেন।
    • আম্পানের জন্যে যেমন একটা ডোনেশনের প্ল্যাটফর্ম হয়েছে, তার জন্যে হয়তো অ্যাপের কিছু বাড়তি উপযোগিতা থাকতে পারে টেকনিক্যালি।
    • নিউজলেটার সাবস্ক্রিপশন, মেম্বারশিপ এইসবের ক্ষেত্রে বাড়তি সুবিধে কি হবে কিছু?
  • বিপ্লব রহমান | ০৪ জুন ২০২০ ১২:০১731809
  • r2h, 

    *ফেসবুক, বিবিসি, খবরের কাগজ,  মোবাইলেই টিভি দেখা  ইত্যাদি প্রসংগক্রমে এসেছে। এপের ব্যবহার বাড়ছে বোঝাতে। অবশ্যই তাদের উদ্দেশ্য গুরুচণ্ডালীর সাথে যায় না।   সে যাক। 

    * "সাইটগুলোর মোবাইল ব্রাউজারের সংখ্যা তুলনামূলক ভাবে অনেক বেশী''-এর মানে কী?   

    খুব সহজ, বিশ্বের দেশে দেশে একই সাইটের ডেস্কটপ, ল্যাপটপ ইত্যাদি ব্রাউজারের চেয়ে মোবাইল ও ট্যাব ব্রাউজারের সংখ্যা বেশী। অর্থাৎ মোবাইল থেকেই ইন্টারনেট সার্ফিং করা বাড়ছে।      

     আরও জানতে এই লেখাটি পড়তে পারেন 

     https://m.economictimes.com/tech/software/how-mobile-browser-is-making-a-comeback-and-challenging-apps/articleshow/51592510.cms

    *"গুরু কখনোই ডেস্কটপে আবদ্ধ ছিল না। "

    মাফ করবেন। কথাটি বোঝাতে পারিনি।

    বলতে চেয়েছি,  বরাবরই গুরুচন্ডালী ডটকম সাইটি ছিল ডেস্কটপ ভার্সন। অর্থাৎ ঢাউস ডেস্কটপ/ ল্যাপটপেই সাইটটিতে এতোদিন লেখাপড়া করা যেত। 

    কিন্তু গুরুচণ্ডালীকে  আরও বেশী পাঠক বান্ধব করতে ডেস্কটপ ভার্সনের পাশাপাশি প্রথমে এলো এর মোবাইল ভার্সন, আর এখন এপ। 

    *টেকনো কানা চণ্ডালের নিবেদন আপাতত এই।  শুভেচ্ছা               

  • বিপ্লব রহমান | ০৪ জুন ২০২০ ১২:০৬731810
  • পুনশ্চঃ নোটিফিকেশন,  মেমোরি ইত্যাদি ক্যাচাল থাকলে এপ ভার্সন নেবেন না।  সেক্ষেত্রে আগের ডেস্কটপ ভার্সন ব্যবহার করুন।  জটায়ুর ভাষায়,   ভেরি সিম্পল! :ডি           

  • lcm | 99.***.*** | ০৪ জুন ২০২০ ১২:৩৪731811
  • গুরুচন্ডালি প্রাথমিকভাবে একটি ওয়েব সাইট, মোবাইলে গুরুচন্ডালি পড়ার জন্য মোবাইল ফোনে ব্রাউজার খুলে https://guruchandali.com এ গেলেই সাইটটি অ্যাকসেস করা যায়।

    আবার যেমন ধরুন, হোয়াটসঅ্যাপ - এটি প্রাথমিকভাবে একটি মোবাইল অ্যাপ, এর ওয়েব সাইট একটি আছে বটে, কিন্তু সেখানে গেলে কীভাবে মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে সেই নির্দেশ দেওয়া আছে, ঐটুকুই। এদের একটি ডেস্কটপ অ্যাপও আছে।

    ওয়েব সাইট থাকলে, আবার অ্যাপের দরকার কী?

    নোটিফিকেশন - পাঠককে নিয়মিত মেসেজ পাঠানো যে নতুন লেখা এসেছে, বা, লেখকদের জানানো যে তাদের লেখায় কিছু মন্তব্য এসেছে। বা, পাঠককে সুযোগ দেওয়া যে কোন কোন লেখাগুলি তিনি পছন্দ করেন, এবং সেই লেখা সম্পর্কিত মন্তব্য বা লেখালেখির আপডেট যেন তাকে সঙ্গে সঙ্গে জানানো হয়।

    প্রশ্ন হল এসব না করলেও তো অসুবিধে নেই, পাঠক/লেখক ওয়েব সাইটে এসেই এসব দেখতে পারেন - যে নতুন লেখা কী কী এল, বা, কোন লেখায় কে কি মন্তব্য করল - যেভাবে এখন দেখেন।

    মুশকিল হল, পাঠক আর বেশি কম্পুটারে আসেন না, তিনি মোবাইল ফোন থেকেই বেশির ভাগ কনটেন্ট পড়েন। সেক্ষেত্রে, যদি মোবাইল ফোনে তাকে জানানো যায় যে নতুন লেখা এসেছে, তাহলে তিনি সেটি সম্পর্কে সহজেই অবহিত হতে পারেন। এটি হল ব্যবহারিক উপযোগিতা।

    এই নোটিফিকেশনটি ফোনে ঠিকভাবে পাঠাতে গেলে, অর্থাৎ অ্যাপটি খোলা না থাকলেও মেসেজটি ফোনের স্ক্রিনে ভেসে উঠবে... ইত্যাদি... যেভাবে অন্যান্য মোবাইল অ্যাপে হয় -- এই জিনিসটি করতে গেলে ফোনের একটি অ্যাপ থাকলে সুবিধে হয়। ফোনের ব্রাউজার থেকে ঠিক অন্যান্য মোবাইলে অ্যাপের মতন নোটিফিকেশন পাঠানো মুশকিল।

    এই হল নোটিফিকেশন সংক্রান্ত সুবিধে।

    এছাড়া মোবাইল থেকে ব্যবহারকারীর অনুমতিসাপেক্ষে জানা সম্ভব লোকেশন, এবং প্রাসঙ্গিক কিছু তথ্য। ফোনের ক্যামেরা এবং অডিও ডিভাইস অ্যাকসেস করা সম্ভব।

    একটি উদাহারণ দিলে ব্যাপারটি বোঝা যাবে, ধরা যাক আপনি গুরুচন্ডালির একটি লেখা সংক্রান্ত একটি বইয়ের সন্ধান পেয়েছেন কোথাও, কোনো লাইব্রেরিতে বা কারও বাড়িতে, আপনি চট করে ফোনে বইটির ছবি, বা, বিশেষ কোনো অংশের ছবি তুলে কোনো মন্তব্যে বা লেখায় আপলোড করে ফেললেন। এর ব্যবহারিক উপযোগিতা নিয়ে বিশেষ সন্দেহ নেই, যদিও এটি পড়ে বাড়িতে এসে কম্পুটারে বসেও করা সম্ভব।

    আবার, গুরুচন্ডালির বই কেনাবেচা সংক্রান্ত ব্যাপারেও, ফোন অ্যাপ থাকলে সেখানে অন্য ফোন অ্যাপ দিয়ে পেমেন্ট করার ব্যাপারে কিছু সুবিধে পাওয়া যেতে পারে। এতে করে ক্রেডিট কার্ড এবং ইত্যাদি ব্যাপার আবার ভরতে হয় না, এরকম অনেক পে-বাই-ফোন অ্যাপ/ফিচার আজকাল এসেছে।

    এগুলি হল কয়েকটি উদাহারণ।

    আসল কারণ হল, গুরুচন্ডালির সাইটটির ব্যবহারকারীদের এক বড় অংশ আজকাল আসেন ফোন থেকে। তো, সেক্ষেত্রে এসব চিন্তাভাবনা প্রাসঙ্গিক বলেই মনে হয়।
  • lcm | 99.***.*** | ০৪ জুন ২০২০ ১২:৩৮731812
  • *পরে বাড়িতে এসে কম্পুটারে বসেও করা সম্ভব।
  • | ০৪ জুন ২০২০ ১৩:০৫731813
  • ছবি কিন্তু এখনো ডাইরেক্ট দেওয়া যায় না, ভিডিওও না। ক্লাউডে বা কোন হোস্টিং সাইটে তুলে তবে দিতে হয় হে ল্যাদোশ। সেক্ষেত্রে মেমোরি ম্যানেজমেন্ট একটা বড় ইস্যু থাকছেই।

    আর মোবাইলে ব্রাউজারের থ্রু দিয়ে এই সাইটগুলো ব্যবহারের সুবিধে হল একবারে ব্রাউজারের ক্যাশে টেম্প ফাইল ক্লিয়ার করলে ল্যাঠা চোকে।
  • lcm | 99.***.*** | ০৪ জুন ২০২০ ১৩:১৯731814
  • হ্যাঁ, সেকথা ঠিক। এখন ব্রাউজার থেকে গুরুর সাইটে ছবি আপলোডের ব্যবস্থা ব্যবহারকারীদের কাছে নেই। তাদেরকে ছবিটিকে অন্য কোনো সাইটে (পোস্টইমেজ ইত্যাদি) আপলোড করে ছবির ইউআরএল লিংকটি এনে পেস্ট করতে হয়।

    গুরুর মোবাইল অ্যাপ-এর ক্ষেত্রে ফোনের মেমরি খেয়ে নেওয়ার ব্যাপারটা হয়ত তত গুরুত্বপূর্ণ হবার কথা নয় - অন্তত এখনও পর্যন্ত। একটি কারণ, ন্যাড়া যে কথা লিখেছে - অ্যাপটি, এখন অন্তত যে ফর্মে আছে - সেটি হল হাইব্রিড অ্যাপ। অর্থাৎ, আভ্যন্তরীণ প্রযুক্তিগতভাবে এটি একটি পিওর নেটিভ মোবাইল অ্যাপ নয়। বেসিক্যালি, অ্যাপটির মধ্যে ফোনের ব্রাউজার খুলে তাতে কনটেন্ট দেখানো হয়। ব্যবহারকারী অতশত বুঝতে পারেন না, অন্য চারটি পিওর নেটিভ অ্যাপের মতন দেখায়। তো এক্ষেত্রে, মেমরি যেটি লাগে সেটি হল ব্রাউজার চলার জন্য যতটুকু মেমরি দরকার, এবং কিছুটা অ্যাপটির জন্য - সেটি তেমন কিছু হবার কথা নয়। মানে তেমনই হওয়া উচিত।
    অনেক অ্যাপ খোলা রেখে দিলে, ব্যবহার না করলেও ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন জিনিসপত্র চালাতে থাকে যাতে ফোনের মেমরি এবং কম্পিউটিং পাওয়ার ব্যবহৃত হয়। সেটা দেখাও যায়, যে কোন অ্যাপ কতটা রিসোর্স নিচ্ছে। গুরু মোবাইল অ্যাপের ক্ষেত্রে সেরকম রিসোর্স লাগার কথা নয়।
  • বিপ্লব রহমান | ০৪ জুন ২০২০ ১৮:১৫731819
  • Icm 

    "মুশকিল হল, পাঠক আর বেশি কম্পুটারে আসেন না, তিনি মোবাইল ফোন থেকেই বেশির ভাগ কনটেন্ট পড়েন। সেক্ষেত্রে, যদি মোবাইল ফোনে তাকে জানানো যায় যে নতুন লেখা এসেছে, তাহলে তিনি সেটি সম্পর্কে সহজেই অবহিত হতে পারেন। এটি হল ব্যবহারিক উপযোগিতা।

    এই নোটিফিকেশনটি ফোনে ঠিকভাবে পাঠাতে গেলে, অর্থাৎ অ্যাপটি খোলা না থাকলেও মেসেজটি ফোনের স্ক্রিনে ভেসে উঠবে..."

    অনেক ধন্যবাদ। এতোক্ষণ ধরে এ কথাই বলতে চেয়েছি      

  • বিপ্লব রহমান | ০৪ জুন ২০২০ ১৮:২০731820
  • ICM 

    পুনশ্চঃ অফটপিকে এখানেই বলি,    একটু টেকি সাহায্য চাই। ব্লগ পোস্টে লেখার শিরোনাম বদলে দিতে গিয়ে দেখি দুটি পোস্ট হয়েছে, বানান ভুলের এই পোস্টটি কিছুতেই সরাতে পারছি না।

    অনুগ্রহ করে এই পোস্টটি মুছে দিন, প্লিজ হেল্প

    https://www.guruchandali.com/comment.php?topic=17669

  • বিপ্লব রহমান | ০৪ জুন ২০২০ ১৮:৩৭731821
  • *ইয়ে, সমস্যা মিটেছে।  অনেক ধন্যবাদ    

  • dc | 103.195.***.*** | ০৪ জুন ২০২০ ১৮:৪৪731822
  • আমি ঠিক এই নোটিফিকেশানের ভয়েই অ্যাপ ইনস্টল করিনা :d
  • lcm | 2600:1700:4540:5210:b09f:770d:9783:***:*** | ০৫ জুন ২০২০ ০১:৩০731830
  • ফোনে গুরুর লেখার নোটিফিকেশন ব্যাপারটা নিয়ে কয়েকটি কথা বলেই ফেলি।

    প্রথমত, ডিসি যে কথা বলল, নোটিফিকেশন ওয়ালা অ্যাপ অনেক ইউজার পছন্দ করেন না। তারা অ্যাপটির নোটিফিকেশন অফ করে রেখে দেন, বা, অ্যাপ আনইন্সটল করে দেন। নোটিফিকেশন অফ করে দিলে, গুরুর অ্যাপের ক্ষেত্রে ব্রাউজারে সাইট খোলা আর অ্যাপ খোলার মধ্যে বিশেষ তফাৎ থাকে না।

    লোকজন সাধারণত ফোনে কি ধরনের নোটিফিকেশন পান -- মিসড ফোন কল, ব্যাংক বা ক্রেডিট কার্ড ট্রান্স্যাক্শনের নোটিশ, ক্যালেন্ডারে আপকামিং মিটিং অ্যালার্ট --- আর আছে, এসবের ওপরে - সোশ্যাল মিডিয়া - হোয়াটসঅ্যাপ/ফেসবুকমেসেঞ্জার/অন্যান্য-অ্যাপ এর বিভিন্ন মেসেজ -- ইন্ডিভিজুয়াল ইউজারের থেকে, বিভিন্ন ইউজার গ্রুপ থেকে - যার মধ্যে আছে - নিউজ, গ্রিটিং, চুটকি, ছড়া, ভিডিও, গান ইত্যাদি, ইত্যাদি --- তো এই সব ভিড়ের মধ্যে গুরুতে লেখা বেরিয়েছে মেসেজ এল, এবং, তাই দেখে ইউজার পুলকিত হয়ে গুরুতে চলে এলেন এবং লেখাটি পড়লেন।

    একটি আইডিয়া হচ্ছে যে, ভাল লেখা বেরোলে লোকে ঠিকই এসে পড়ে যাবে, হয়ত দুদিন বাদে পড়বে, কিন্তু খবর পেয়ে যাবে।

    কিন্তু অন্য বক্তব্য হল যে, সে সব দিন আর নেই যে ভাল লেখা বেরোলেই যথেষ্ট - এখন লেখা যে বেরিয়েছে সেই খবরটি লোকের ফোনে ফোনে পৌঁছে দিতে হবে, থাক না সেই নোটিফিকেশন অন্যান্য ক্যাটক্যাটে ফুলের ছবিসহ সুপ্রভাত মেসেজগুলির মধ্যে লুকিয়ে, ভিড়ের মধ্যে থেকে পাঠক গুরুর নোটিফিকেশন দেখে ক্লিক করবে।

    একটি মতামত, হল গুরুচন্ডালির কনটেন্ট তো ঠিক ওরকম নয়, লোকজন সময় নিয়ে ভাল করে পড়বে, ধীরেসুস্থে মন্তব্য টাইপ করবে -- ইট ইজ নট সোয়ালোয়িং, ইট ইস রেলিশিং, ডাইজেস্টিং দ্য কনটেন্ট।

    কাউন্টার পয়েন্ট হল - ধুর মশাই, কার এখন অত সময় আছে। টেস্ট ক্রিকেটের দিন শেষ। এখন গুরুর লেখা পড়ব, দুম করে ফোন থেকে চারটে কমেন্ট টাইপ করব, ব্যস, অন্য অ্যাপে চলে যাবো, অন্য কিছু করব।

    তো এই যে কনফ্লিক্ট, এটা ন্যাচারাল। পাঠকে/লেখক/ইউজারের সঙ্গে এনগেজমেন্ট, এটার ধরন পাল্টাচ্ছে, কনফিউশন ও থাকছে - - এই সব নিয়েই চলছে আর কি।
  • বিপ্লব রহমান | ০৬ জুন ২০২০ ০৬:২৫731858
  • icm, 

    অফ টপিকে আগের কথার জেরে : 

    গুরুচন্ডালী সাইটের নতুন সংস্করণে নিজস্ব ব্লগ সম্পাদনার সুযোগ তৈরি হয়েছে, এ তো খুবই ভাল কথা, এরই মধ্যে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি। অবশ্য "সম্পাদনা" বোতাম অনেক সময় কাজ করে না,  বিশেষ করে পুরোনো ব্লগ পোস্টের ক্ষেত্রে তো নয়ই। 

    *চণ্ডালের প্রস্তাব :       

    নিজস্ব ব্লগ পোস্টের লেখা  "সম্পাদনা"র পাশাপাশি "ড্রাফট" ও "মুছে ফেলা"রও  সুযোগ তৈরি করা হোক। কারণ এই তিনটিই  ব্লগ লেখালেখির ক্ষেত্রে লেখকের স্বীকৃত প্রাপ্য।   

    আপনাকে ধন্যবাদ।       

  • lcm | ০৬ জুন ২০২০ ০৯:২২731861
  • বিপ্লব,
    ব্লগের নতুন কোনো আর্টিকল শুরু করলে, শুরুতে Publish Status কে No রাখুন, তারপরে জমা দিন, তাহলে লেখাটি সেভ করা থাকবে কিন্তু পাবলিশ হবে না, ড্রাফট ভার্সান-এর মতন। পরে সময়মতন আরও লিখে, বা এডিট করে সব ঠিকঠাক মনে হলে পাবলিশ করতে পারবেন। কিন্তু লেখাটি একবার পাবলিশ করে দিলে, আর আনপাবলিশ করা যাবে না। তবে, পাবলিশড লেখা পরে এডিট করা যাবে, শেষে আরও লেখা যাবে, বা কোনো ভুল সংশোধন করা যাবে।

    লেখার মধ্যে ছবি বা ইউটিউব লিংক দিতে চাইলে, যথাস্থানে ইমেজ/ইউটিউব url পেস্ট করে দিন | ফরম্যাটিং যথাযথ হয়েছে কিনা দেখার জন্য (এখানে) ক্লিক করুন।

    নির্দেশাবলী এখানে আছে https://www.guruchandali.com/comment.php?topic=13230

    সেখানে থেকে দিলাম -
    "- একটি লেখা শুরুতে Publish Status=N রাখতে পারেন, তাহলে লেখাটি প্রকাশিত হবে না, কিন্তু একবার Y করে দিয়ে 'জমা দিন' বাটন ক্লিক করে জমা দিলে, অর্থাৎ লেখাটি প্রকাশ করে দিলে আর সেটির পাবলিশ স্টেটাস বদলানো যাবে না
    - প্রকাশিত বা অপ্রকাশিত যে কোন লেখা আপনি পরে সম্পাদনা করতে পারেন, নতুন অংশ জুড়তে পারেন, বদল করতে পারেন। খেয়াল রাখবেন, প্রকাশিত লেখা বার বার বদল করা কাম্য নয়, পাঠক বিভ্রান্ত হতে পারেন
    - লেখা সম্পূর্ণ মুছে দেওয়া যায় না, যদি লেখা মুছতে চান, ইমেল করুন guruchandali@gmail.com ঠিকানায়"
  • বিপ্লব রহমান | ০৭ জুন ২০২০ ১১:১১731877
  • icm, 

    ও আচ্ছা, এইবার বুঝেছি।  অনেক ধন্যবাদ  (ওয়াই)      

  • r2h | 2405:201:8805:37c0:d1ba:78c0:c795:***:*** | ১৫ জুন ২০২০ ২০:৪৮732192
  • এটা অ্যাপ সংক্রান্ত নয়, কিন্তু এখানেই লিখি, ঠিক টইটা খুঁজে পাচ্ছি না।

    এই লেখায় গিয়ে লেখকের নামে ক্লিক করলামঃ https://www.guruchandali.com/comment.php?topic=17637।

    কিন্তু তাতে কল্লোল, কল্লোল দাশগুপ্ত, লাহিড়ী, মুস্তাফা সব চলে আসছে। এটা নিয়ে কিছু করা যায়?
  • r2h | 2405:201:8805:37c0:d1ba:78c0:c795:***:*** | ১৫ জুন ২০২০ ২০:৫২732193
  • https://www.guruchandali.com/book.php - এখানে পোস্টারটা ছোট করে ব্যানার মত করে দেওয়া যায়? একে তো অনেকটা জায়গা নিচ্ছে, বইয়ে পৌঁছতে স্ক্রোল করতে হচ্ছে, আর ছবিটাও, পুরোটা কখনোই একসঙ্গে স্ক্রীনে আঁটছে না।

    অন্যান্য পাতার মত নীচে মন্তব্য করার সুযোগ থাকলে কেমন হয়? বই ডেলিভরি ইত্যাদি সংক্রান্ত পোস্ট চাইলে করা যাবে।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন