আমার প্রথম গল্পদাদু চলে গেলেন। প্রথম কেন শুধু, একমাত্রও বলা চলে। যদিও তাঁকে একবার বা দুবারই পেয়েছিলাম, এরপরে নতুন গল্পদাদু আসেন আর তাঁর আসরেই পরে আরো অনেক বেশি বার গেছি, গান করেছি, তবু আমার কাছে গল্পদাদু বলতে পার্থ ঘোষই ছিলেন। রেডিওর এপার থেকে গলায় যে স্নেহ ভরসা উষ্ণতা আর প্রশ্রয়ের আশ্রয়স্থল মনে হত, সামনে থেকেও মানুষটি অমনই বলে হয়তো ... ...
সেই দূরদর্শনে নববর্ষের বৈঠকী আড্ডা শোনার জন্য ইস্কুলের দিনগুলোর থেকেও তাড়াতাড়ি উঠে পড়া, আর অনুষ্ঠান শুনে প্রতিবারের মতই সেই নাক সিঁটকানো ... তা হোক। ভাল কিছু ও তো ছিল। সেই সেবার , 'শূন্য হৃদয়পদ্ম নিয়ে যা' লাইনটা যেমনি আসছিল, জলের উপর একটা লত্পত করতে থাকা পদ্মফুলের উপর ক্যামেরা ফোকাস করছিল,দেখে আমাদের কি হাসি, কিন্তু ঐ চক্করে ধীরেন মিত্তিরের গলায় ঐ অমন পদ্মার ঢেউ রে ও তো শোনা ... ...
'গ্যালাক্সিটা যেন ছানার পায়েস'। প্রথম যেদিন এই বাক্যবন্ধ পড়ি, কতটা চমকে গেছিলাম, আজও মনে আছে। যেমন চমকে গেছিলাম বাকি একের পর এক লেখা পড়ে, কী অনায়াস সহজ স্বতঃসফূর্ত বিচরণে যে লেখাগুলো হয়ে উঠেছে উঠেছে একেকটা কবিতা৷ কবিতাগুলো ছবি আর ছবিগুলো কবিতা।খুলে যাচ্ছিল এতদিন নাগালের বাইরে থাকাঅন্যই একটা জগত। একটা গ্যালাক্সি। রুকুর গ্যালাক্সি। রুকুদের গ্যালাক্সি।অটিজম সচেতনতা দিবস তো আমাদের মত মানুষদের সচেতন করার জন্যে, যারা প্রায় জানেইনা, 'আমাদের নিজেদের মত' না হওয়া মানেই অক্ষমতা নয়, বহুসময়েই বিশেষভাবে সক্ষমতা, অন্যদের 'নিজেদের মত'। ... ...
TNQ-Janelia India COVID-19 DistinguishedLecture Series টা বেশ ভাল হল। D:জো ডেলা রিসি সানফ্রান্সিস্কো এলাকায় কীভাবে স্ক্র্যাচ থেকে কী কী কাজ কীভাবে হল,দেখালেন। UCSF এর গ্র্যাড স্টুডেন্টরা ভলান্টিয়ার করেই তো বিশাল কর্মযজ্ঞ নামিয়েছে দেখলাম। ওঁদের টেস্টিং এর সাপ্লাই চেন অন্য সরকারি কি বেসরকারি ল্যাবের থেকে কীভাবে আর কেন বেটার,তাও দেখালেন। সব জায়গা যদি এই মোডে চলতে পারত !তবে সানফ্রান্সিসকোতে নেইবারহুড কন্সেপ্ট নেই ? স্যামপ্লের যা আনালিসিস দেখালেন,বললেন apple,google এ কাজ করা লোকজনের প্রতিবেশীই হয়ত একেবারেই খারাপ অবস্থায়, কাজকর্ম হারিয়েছেন কি ফার্লো কি বাইরে বেরতে বাধ্য হয়েছেন, কাজ করতে। মানে পুরো ওয়ার্ক ফ্রম হোম আফোর্ড করা লোকের পাশেই একেবারেই সেটা করতে না পারা লোকজন। ... ...
"...মায়ের মৃত্যুর পর একবার ঊনকোটি গিয়েছিলাম, কয়েকবার দেখা ক্ষীণ ঝর্ণাধারা, নীচে সীতাকুণ্ড। সীতাকুন্ডের জলকে একটু ছুঁয়ে দেখলাম, ঝট করে মনে হল মায়ের মৃতহাত, ঠান্ডা। বহুদিন ঊনকোটি নিয়ে কিছু লাইন লেখার চেষ্টা করেছি। অনেকবার দেখা জিনিসকে নিয়ে কিছু লেখা যায় না। আবছা করে আঘাত দিয়ে যায় যে মানুষ, যে বন্ধু, যে প্রেম, যে নদীর শরীর, দ্রুত চলে যাওয়া কোন স্টেশনের সাইনবোর্ড, এক ঝলকের জন্য দেখা কুটির প্রাঙ্গনে দড়িতে ঝোলানো হলুদ শাড়িটি অনেক বেশী কবিতাসূত্র দেয়। যার কাঁধে মাথা, যার সঙ্গে মিশে আছি দিনরাত, কবিতা তাকে ভয় পায়।... " পুরো লেখাটাই সুন্দর লাগল তো বটেই, এই অংশটা বেশিকরে। কেন? রিলেট করতে পারলাম বলে কি? ভেবে দেখলাম, ... ...
করোনার সময় গান্ধী থাকলে কি করতেন এনিয়ে ল্যান্সেটে একটা ভাল প্রবন্ধ প্রকাশিত হয়েছিল।ডাঃ অভয় বাংগ এর লেখা। সেই পদ্মশ্রযিডাঃ বাংগ, যাঁর শিশু ও মায়ের মৃত্যু কমানোর ফেনোমেনাল কাজ আছে, প্রত্যন্ত অতিদরিদ্র আদিবাসী অধ্যুষিত অঞ্চলে, স্ত্রী ডাঃ রাণী বাংগ এর সংগে, যে কাজ দেশেবিদেশে হু, হপকিন্স ইউনিসেফ ল্যান্সেট থেকে শুরু করে বহু জায়গায় বহুপ্রশংসিত পুরস্কৃত, স্বীকৃত, দেশেও যে মডেল সরকারি পলিসিতে গৃহীত। ২০০৫ সালে টাইম ম্যাগাজিনের গ্লোবাল হেলথ হিরো ছিলেন।আরো প্রচুর কাজ আছে। কাজ বলতে একেবারে বড় স্কেলে বহু মানুষকে ইম্প্যাক্ট করার মত কাজ। আর সেইসব মানুষ মূলতঃ প্রান্তিক, মূলনিবাসী। এখন ওঁর বক্তৃতা চলছে, আইসিএমআর এর গান্ধীজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে। গান্ধী এবং স্বাস্থ্য নিয়ে। ... ...
মা যে হল ঘরে ছিলেন, তার এ মাথা থেকে ও মাথা এত দূর যে শেষ অব্দি মা'র চোখ পৌঁছাতো না। সারাদিন লাঠি দিয়ে ঘর আর বাথরুম মোছা হতো। নার্সদের ব্যস্ততার কোনো সীমা ছিল না। সকাল থেকে রাত তাঁরা এ রোগী থেকে ও রোগীর মাথার কাছে ছুটে বেড়াচ্ছেন।হাগিজ পাল্টে দেওয়া, পরপর ঘড়ি ধরে ওষুধ খাওয়ানো, ইনজেকশন দেওয়া, অনেককে খাইয়েও দিতে হতো। দুপুরে বাড়ির লোকদের সাথে ভিডিও কলে দেখা করিয়ে দিতেন তাঁরাই। সারারাত তাঁরা কেউ না কেউ হলঘরে পায়চারি করতেন। মা'র হাসপাতালে থাকাকালীন ওই ওয়ার্ডে একজনেরও মৃত্যু হয়নি। খান দশেক বেড ফাঁকা ছিল বেশ কিছুদিন। -- লিখেছেন কাজরী রায়চৌধুরী(পুনঃপ্রকাশ) ... ...