কি দিয়ে দূরত্ব মাপো দনডি নাকি ফিতে কি দিয়ে বৈশাখ মাপো কি দিয়ে শ্রাবণ কি দিয়ে হিংসা মাপো কি দিয়ে বা খিদে যাহারা অতীত লেখে তাহারাও মাপে সুতানুটি , কলকাতা কতদূর সব্বাই বসে বসে মাপে দূরত্ব মাপে অহরহ দূরত্ব মেপে যায় লোকটা নদীর কাছে বসে ভাবে কোথায় জন্মের আগে কোথায় জন্মের পরে দাগ কাটা যায়। জীবন কি বৃত্তাকারে মাপে? অসতো মা জ্যোতির্গময়। ... ...
মনের খেয়ালে হাত দিয়ে গড়ে যুগল মূর্তি। হয়তো বুদ্ধ হয়তো শিল্পী বহুৎ সেয়ানা রূপ ভালোবাসে, তৈরিও করে রূপসী বাংলা নিজের মনের নির্জন কোনে অহংকারের দ্রুত চলাচল টের পেয়েছে কি? কেউ কেউ ভাবে আসলে পাগল ঠিক নেই কিছু দেখা যাক কবে হবে ওর শেষ এক্কাদোক্কা, সাপ লুডু খেলা আসলে লোকটা খুঁজে খুঁজে ফেরে তার কৈশোর রং মিলান্তি। ... ...
দাড় নেই, হাল নেই খয়রি পালে হাওয়া লাগে জোর আমরা দুজন যাত্রী আমরাই কেবল এ এক অদ্ভুত যাত্রা ইচ্ছে নেই কোথাও যাওয়ার অথচ হাওয়ার মাঝি থামতে জানেনা তাই বিষন্ন বিকেলের সূর্য ডুবে যায় জলরং ছিটকে পড়ে জলের উপরে জল পাখি উড়ে যায়, বলে আয় আকাশের দিকে ওর চোখ ওরা কি আকাশ চেনে? আমাদের নিজস্ব কোন ডানা নেই বলে হয়তোবা একদিন ওখানেই নিয়ে যাবে শূন্যতার অনন্ত গভীরে।। ... ...