আমরা যারা যুদ্ধু নিয়ে হচ্ছি বিষম ব্যস্ত যুদ্ধু টা যে কেমন জিনিষ বুঝতে সময় নষ্ট। নষ্টামী টা করছে কারা? আসল কারা হিরো? বুঝতে গিয়ে গা ঘামিয়ে মুন্ডু নড়োচড়ো! মুন্ডু কোথায় খুঁজতে গেলে চোখ জোড়া তো চাই--চোখ তো আঠায় আটকে গেছে এবিপি পাতায়।তাই তো বলি গরমকালে আম পেকেছে কত্তটুকটুকে লাল আম কিনেছি খাচ্ছি করে গত্তআম খানা তো লালই ছিল কেটে দেখি কি বাবাইরেতে লাল সে আম খানি মদ্দিতে কমলা। ... ...
মানুষটা আমি মোটেও তেমন সাধাসিধে নই বাওয়া /গুরুর লেখা পড়ছি বলেই শিষ্য হব এমন না।/কাটব ছিঁড়ব দাঁতও দেখাব এমন আমার পেশীর জোর/খুব সাবধান, দুরেই থাকো গুঁতিয়ে দিলে পারবে না।/আঁতেল কিবা খায় না মাখে জন্মে বাপু বুঝিনি/তাই রাশভারী আর ঝোলা ব্যাগের খপ্পরেতে আমি নেই। ... ...
chaitali lahiri আঁতেল হতে পারলেননা। তাঁর পড়ার উপযুক্ত বইঃ লজ্জাবতী লবঙ্গলতা ... ...
তখন ২০০৩ সাল যদি ভুল না করি, আজকাল বয়স হচ্ছে তো সময় গুলিয়ে ফেলি, তাই মার্জনা চেয়ে নিলাম প্রথমেই। তো সেই সময়ে আমাদের হাতে এসে পড়ে গুরুর একটি ম্যাগাজিন, সম্ভবত বইমেলা থেকে। কী বলব শুরু করে শেষ ইস্তক পড়ে তবে নিস্তার পেলাম। বর বৌ দুজনেই কাড়াকাড়ি করে পড়ে ফেললাম পুরোটা। যতদুর মনে পড়ে ম্যাগাজিন টির পাতার কোনো অংশই ফাঁকা ছিল না। সবখানটায় কিছু না কিছু কারিকুরি বা বলা যায় কারিগরী তে ঠাসা। চমকে গেলাম। আরও চাই আরও পড়ব কিন্তু কোথায় পাই। তখন তো গুগল বাবা নেই। বইয়ের শেষে ঠিকানা দেখে সাবস্ক্রাইব করলাম। এলো, আসতে থাকল আর আমরাও গভীরে আরও গভীর প্রেমে ... ...