এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • পৃথিবীতে সুন্দরীদের খুব প্রয়োজন

    পাগলা গণেশ লেখকের গ্রাহক হোন
    ২৩ নভেম্বর ২০২৫ | ২৮৯ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • এই লেখাটা আমার জন্য খুব স্পেশাল। কারণ গত দুমাস ধরে আমি একটাও লেখা (কবিতা, গল্প) লিখতে পারি নি। এই জিনিসটা আমি খেয়াল করেছিলাম বেশ আগেই, তবে তেমন পরোয়া করিনি। গত একমাস ধরে চেষ্টা করছিলাম কিছু লেখার, কিন্তু দুএক লাইনের বেশি কিছুতেই এগোতে পারছিলাম না। তবে গত কয়েকদিনে খুব প্রাণপণ চেষ্টায় আজকে কয়েকটা লাইন মাথায় এল। তারপর আস্তে আস্তে লিখতে এটা দাঁড়াল। তবে এটা যে খুব ভালো লেখা হয়েছে তা নয়, তবে খরা কাটল তো!

    পৃথিবীতে সুন্দরীদের খুব প্রয়োজন।
    চারিদিকে এত খুন-জখম, রক্ত ও মাংসের আঁশটে গন্ধ সহ্য করার জন্য,
    একটা সুন্দর মুখ চোখের সামনে থাকা দরকার।
    আমি জানি সে আমাকে ভালবাসে না, বাসবেও না কোনোদিন,
    কিন্তু সে আমাকে শান্তি দেয়,
    আবার রক্ত ঝরানোর উৎসাহ দেয়।

    ওরা সবাই রবিবার, ছুটির দিন -
    কিন্তু আনন্দ, সুখ সব ক্ষণজন্মা -
    আবার কাজে যেতে হয় সোমবার।
    তবু, ওদেরকে দরকার, ওরা পেনকিলার।

    আমি এতদিন বেঁচে আছি শুধুমাত্র আমার বংশরক্ষার জন্য,
    আমি শুধু আমার অপত্যের জন্ম দিতে চাই,
    তাদের মধ্যে বেঁচে থাকতে চাই।
    যদি কোনো সুন্দরী আমাকে দয়া করে,
    আমার সন্তানরা অগ্রাধিকার পাবে বংশরক্ষার দৌড়ে,
    আমি বেঁচে যাব।

    ওরা (সুন্দরীরা) ভোরবেলায় পাখির গানের মতো,
    উদীয়মান লোহিত সূর্যের মতো,
    বনফুলের মতো,
    রজনীগন্ধার বা চন্দনের সুবাসের মতো,
    সুখস্বপ্নের মতো।
    ওদের আমি ভালবাসি।
    ওদেরকে আমার খুব দরকার, পৃথিবীর দরকার।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রীমল্লার বলছি | ২৩ নভেম্বর ২০২৫ ২২:৫২736064
  • যদি কোনওদিনও কোনও মেয়েকে প্রেম প্রস্তাব করার সুযোগ পেতে পারি, তবে তোমার এই লেখাটা শুনিয়েই সেই মেয়ের কাছে আমার প্রস্তাব রাখব, প্রেমের! 
     
    ভাল আছ তো পাগলা গণেশ? 
  • Veni, vidi, vici | 103.***.*** | ২৪ নভেম্বর ২০২৫ ০০:০৭736067
  • 1. " ওরা পেনকিলার" ।..হেঃহেঃ মেডিকেল স্টোরে সুন্দরীদের স্টক দেখিনা কেন ?
    2. "আমি এতদিন বেঁচে আছি শুধুমাত্র আমার বংশরক্ষার জন্য" ।।.আরে ছো : শুধু বংশরক্ষার জন্য ?? তাহলে এসব আখাম্বা "কবিতা" গুলো লেখার জন্য নয় ?
    3. "ওরা (সুন্দরীরা) ভোরবেলায় পাখির গানের মতো,
    উদীয়মান লোহিত সূর্যের মতো,
    বনফুলের মতো,
    রজনীগন্ধার বা চন্দনের সুবাসের মতো,
    সুখস্বপ্নের মতো।
    ওদের আমি ভালবাসি।
    ওদেরকে আমার খুব দরকার, পৃথিবীর দরকার।" 
     
    ...আরো অনেক ভ্যারাইটি আছে আরেকটু রয়ে সয়ে দেখে যান । বিছুটি পাতা, ভিমরুল , বুলডোজার  ছিনে জোক , গভীর দুঃস্বপ্ন ও অবিরাম বুক-ধড়ফড়ানি সহ বিষাক্ত আতঙ্ক উদ্রেককারী ।..বোনাস হিসেবে মানিক বন্দোপাধ্যায়ের "মাটির সাকি"  থেকে  দুটো অমূল্য প্যারাগ্রাফ  অ্যাটাচ করে দেওয়া গেল (অনলাইন ওসিআর করা, ভুলটুল থাকতে পারে একটু আধটু )...
     
    ---> " ওমনিবাস ট্রেন, ছটা সতেরো মিনিটে ছাড়িয়া বজবজ যাইবে। ট্রেনটি এমনি সংক্ষিপ্ত যে
    মেয়েগাড়ির বাহুল্য নাই। গাড়ি ছাড়িবার কয়েক মিনিট পূর্বে উঠিয়া সুশ্রী মেয়েটি ঠিক সামনে শক্ত
    হইয়া বসিয়া আছে। মুখের দিকে চাহিবার ইচ্ছাও যেন হয় না। ভয় করে! মনে হয ক্ষণকাল চাহিযা
    থাকিলে পাতলা ঠোঁটদুটি শুষ্ক ও শীর্ণ হইয়া উঠিবে, মসৃণ গাল ভাঙিয়া ব্রণের দাগে ভরিযা যাইবে,
    ভাসা-ভাসা চোখদুটি বুভুক্ষায় মুমূর্ষু পশুর চোখের মতো পীড়িত ও সকাতব হইয়া উঠিবে, কপালে
    দেখা দিবে তেলমাখা চটচটে ঘাম! রূপ দেখিলে দুচোখ কুরূপের স্বপ্নে বিভোর হইয়া যায়! কী
    আতঙ্কেই মিনিটগুলি ভরিয়া উঠিল।"   
    ----> "শয্যায় পড়িয়া আছ চামড়া-ঢাকা একটা কঙ্কাল, বাসর-
    রাত্রিতেও যাব ওষ্ঠে মধুর বদলে জুটিয়াছিল দাঁতের ফাঁকে ফাঁকে পচা খাদ্যকণার দুর্গন্ধ, আজ সাত
    বছরের বেশি যে তাহার মনকে উপবাসী রাখিয়া দুবেলা যোগাইয়াছে শুধু রাঁধা ভাত। তিনটি
    পেটমোটা শিশুর শিয়রে বসিয়া আছে একটা কলেপেষা জীবন্ত ইক্ষুদণ্ড...."
  • Manali Moulik | ২৪ নভেম্বর ২০২৫ ০০:১৩736068
  • Veni, vidi, vici মহাবিরক্তি লাগলো পড়ে আপনার কমেন্টটা!
  • শ্রীমল্লার বলছি | ২৪ নভেম্বর ২০২৫ ০০:১৮736069
  • Veni, vidi, vici | ২৪ নভেম্বর ২০২৫ ০০:০৭ 
     
    মাথায় কিস্যু ঢুকল না! কী যে লিখলেন....! 
  • Veni, vidi, vici | 103.***.*** | ২৪ নভেম্বর ২০২৫ ০০:২২736070
  • @Manali Moulik সে তো হতেই পারে (আমার যেমন কবিতাটা পড়ে বিরক্ত লাগছিল) ,আরেকটু স্পেসিফিক করে বলুন, তাহলে ভবিষ্যতে সংশোধনের চেষ্টা করা যাবে  |
  • Veni, vidi, vici | 103.***.*** | ২৪ নভেম্বর ২০২৫ ০০:২৪736071
  • @শ্রীমল্লার বলছি খুবই দুঃখিত যে একেবারে কিসুই আপনার মাথায় ঢুকল না 
  • শ্রীমল্লার বলছি | ২৪ নভেম্বর ২০২৫ ০০:২৭736072
  • Veni, vidi, vici | ২৪ নভেম্বর ২০২৫ ০০:২৪
     
    আসলে মাথারও মন নেই, যে এইমুহূর্তে এমন কিছু বোঝার...  wink​​​​​
  • পাগলা গণেশ | ২৪ নভেম্বর ২০২৫ ০০:৪৬736075
  • Vini vidu vici স্বাগত।
    আপনার বিরক্তির জন্য আমি দুঃখিত।
     
    আসলে ব্যাপারটা কী জানেন,পৃথিবীতে বেশিভাগ মানুষ ভেড়া।এবারে আমার লেখা যে একেবারে জঘন্য তাতে কোনো সন্দেহ নেই,আর আপনাকে সুখ(পাঠসুখ অবশ্যই) দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই।ভেঙেই বললাম,কারণ,রূপক বা গূঢ়ার্থ স্বাভাবিক চেতনার যে স্তরে বোঝার করবার চলে,সে স্থান আপনার পদধূলিধন্য হয়নি নিশ্চিত।না হোক,আপনার অজ্ঞতা দীর্ঘজীবী হোক।
     
    তবে আমি চেষ্টা করব ভবিষ্যতে আপনার পড়ার যোগ্য, অতি উচ্চমানের গরম,তরল,সহজপাচ্য সাহিত্যকর্ম নিয়ে হাজির হওয়ার।যাতে আপনার রুচি সম্মানিত বোধ করে।
     
    ততক্ষণ পর্যন্ত আপনার কাছে ক্ষমা ভিক্ষা করছি।মাফ করবেন,এমন জঘন্য লেখার জন্য।
  • পাগলা গণেশ | ২৪ নভেম্বর ২০২৫ ০০:৪৭736076
  • শ্রীমল্লার ধন্যবাদ।
    একদম ভালো আছি।আপনি কেমন আছেন?
  • পাগলা গণেশ | ২৪ নভেম্বর ২০২৫ ০০:৪৮736077
  • শ্রীমল্লার মাফ করো,কেমন আছো?
  • পাগলা গণেশ | ২৪ নভেম্বর ২০২৫ ০০:৪৯736079
  • Vini vidi vici আপনি তো অনেকক্ষণ দাপিয়ে বেড়িয়েছেন! এই জঘন্য লেখার পিছনে অনেক সময় ব্যয় হয় গেল না আপনার!
  • শ্রীমল্লার বলছি | ২৪ নভেম্বর ২০২৫ ০০:৫৫736080
  • @পাগলা গণেশ | ২৪ নভেম্বর ২০২৫ ০০:৪৮
     
    আমিও খুব ভালই আছি। লেখার সঙ্গে সংসার করছি। ঝগড়া হচ্ছে, অভিমান হচ্ছে, আবার রাত বাড়লে আদরও করছি লেখাকে! আমার আদরে সাড়াও দিচ্ছে দিব্যি! সবমিলিয়ে দারুণ আছি! 
  • পাগলা গণেশ | ২৪ নভেম্বর ২০২৫ ০১:১৩736082
  • শ্রীমল্লার বাহ্বেশ রোম্যান্টিক ব্যাপার তো?
     
    আপনার সঙ্গে তাহলে প্রেমের সম্পর্ক।আমার সাথে সামাজিক সম্পর্ক রাখে হারামজাদারা।বেশি কাছে ঘেঁষতে দেয় না।
  • শ্রীমল্লার বলছি | ২৪ নভেম্বর ২০২৫ ০১:২৩736084
  • @পাগলা গণেশ | ২৪ নভেম্বর ২০২৫ ০১:১৩ 
     
    আমি কিন্তু লেখার কথা বলছি। smiley
     
  • পাগলা গণেশ | ২৪ নভেম্বর ২০২৫ ০২:০৩736087
  • শ্রীমল্লার আমিও লেখার কথাই বলছি।মানুষকে বলা যায়!
  • শ্রীমল্লার বলছি | ২৪ নভেম্বর ২০২৫ ০২:০৯736088
  • smileysmileysmiley
    লেখো, আরও লেখো! বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করো নিজের মতো ক'রে... 
  • . | ২৪ নভেম্বর ২০২৫ ০২:৪০736090
  • যা বুঝলাম, লেখার প্রেমিকেরা নিজেদের মধ‍্যে গল্প করছে। লেখা একজন সুন্দরী নারী।
  • শ্রীমল্লার বলছি | ২৪ নভেম্বর ২০২৫ ০৩:১৯736092
  • @. | ২৪ নভেম্বর ২০২৫ ০২:৪০ 
     
    খুব দারুণ বলেছেন! সত্যি বলতে লেখার সঙ্গে আমার বিয়ে হ'য়ে গিয়েছে অনেকদিন হল... মানিয়ে গুছিয়ে সংসার করছি দু'জনে... কখনও সে আমার আবদার মেটাচ্ছে, কখনও আমি তার... smiley
  • Vini, vidi, vici | 103.***.*** | ২৪ নভেম্বর ২০২৫ ০৭:৩৩736094
  • @পাগলা গণেশ , আপনার লেখা নিয়ে নেগেটিভ কমেন্ট করেছি এবং স্বাভাবিকভাবেই অপনার খারাপ লেগেছে । আমি সে প্রগলভতার জন্য ক্ষমাপ্রার্থী ।আসলে প্রথম কমেন্টটা হালকা চালে একটু মজা করেই লেখা । পরে মানালী দেবীর কমেন্ট ও তার প্রত্যুত্তর থেকে ব্যাপারটা অনভিপ্রেতভাবে সিরিয়াস হয়ে যায় । 
    আপনার লেখা নিয়ে যেটা আমার প্রাথমিক অস্বস্তি সেটা "বংশরক্ষা করার জন্য সুন্দরী চাই " ভাবনাটা । "পুত্রার্থে ক্রিয়ন্তে ভার্যা " এই ধারনাটা প্রাচীন, এবং মানব-মানবীর সম্পর্ককে এটা ছোট করে বলেই আমার মনে হয় । 
    যাই হোক দ্বিমত থাকতেই পারে , একটু ক্ষমাঘেন্না করে নেবেন ৷ ভাল থাকবেন ।
  • kk | 2607:fb91:4c21:664d:980a:534a:fb92:***:*** | ২৪ নভেম্বর ২০২৫ ০৯:০৭736095
  • ওপেন ফোরামে লেখা দিলে পাঠকের ভালো না লাগা জানানো কমেন্টও আসবেই। সব লেখা সবার ভালো লাগবে তা তো আর হয়না! লেখা ভালো লাগেনি বলে পাঠককে যদি শুনতে হয় তিনি "অজ্ঞ" সেটাই বা কেমন কথা হলো? আমার ব্যক্তিগত ভাবে মনে হয় সব কমেন্ট খোলামনে নিতে পারলে শেষ অব্দি লেখকেরই লাভ। অবশ্য এই ফোরামে অনেকবারই দেখেছি যে নেগেটিভ কমেন্ট বা ক্রিটিসিজম দেখলে অনেক লেখক বেশ অপছন্দ করেন।
  • পাগলা গণেশ | ২৪ নভেম্বর ২০২৫ ১১:২৩736096
  • Vini vidi vici বাস্তবিক রাগ হয়েছিল।কিন্তু 'পুত্রার্থে ক্রিয়ন্তে ভার্যা ',এ মত আমরও নয়।কিন্তু এটা প্রকৃতির নিয়ম।আপনি চান বা না চান,এটা কটু বাস্তব,যে যে যত সুন্দর/সুন্দরী,sex appeal যত বেশি,তার এ পৃথিবীতে টিকে থাকার সম্ভাবনা তত বেশি।তবে একথাও ঠিক,মানুষের যৌন আকর্ষণ এত সহজ গণিত নয়,কিন্তু সৌন্দর্য,  sex appeal বেশি হলে সে অন্যদের থেকে এগিয়ে থাকে।
     
    মানুষের সভ্যতা আজ মেরে কেটে দশ হাজার বছরের,কিন্তু বিবর্তন কোটি কোটি বছরের পুরোনো।তাই আপনি সভ্যতা দিয়ে বিচার করলেও,বিবর্তন এখনো অনেক শক্তিশালী।
     
    বি: দ্র:-আমি যদিও সভ্যতার পক্ষেই।অন্যভাবে নেবেন না যেন।আর আমার একটা লেখায় আমার দৃষ্টিভঙ্গি বিচার করে বসবেন না যেন।আমাকে জানতে গেলে আমার ব্যাপারে অনেককিছুই জানতে হবে।তার আগে আমার চরিত্রহনন করে বসবেন না।
     
    ক্ষমা করবেন।
  • পাগলা গণেশ | ২৪ নভেম্বর ২০২৫ ১২:১০736098
  • Kk দেখুন, সমালোচনা করলে খারাপ তো লাগেই।অস্বীকার করব না।কিন্তু সেজন্য অজ্ঞ আমি বলিনি।আমি বলেছি ন্যারো দৃষ্টিকোণের জন্য।
  • Ranjan Roy | ২৪ নভেম্বর ২০২৫ ১৩:৩৭736100
  • গুরুচন্ডালির একটি ইউএসপি --খিল্লি করা। তার মানেই লেখককে অপমান করার ইচ্ছে এমন নয়। এখানে বাবা বাছা বা মন রাখা কথাবলার রেয়াজ নেই। 
    আপনারা নতুন বলে রেগে গেছেন। আগে অনেক বেশি খিল্লি হত। 
     
    ভিনি ভিডি ভিসি গণেশের নারী নিয়ে গতানুগতিক মিষ্টি মিষ্টি বিশেষণ নিয়ে পালটা উদাহরণ দিয়েছেন । আপনারা রেগে না গিয়ে পালটা দিন। জমে যাবে। 
    উনি প্রথাগত রোমান্টিক স্তুতির কুয়াশার বিরুদ্ধে বলেছেন। 
    দেখুন, কবি মণীশ ঘটক প্রয়াত হলে শক্তি চট্টো দেশ পত্রিকায় একটি দীর্ঘ এবং চমৎকার অবিচুয়ারি লিখেছিলেন। ক'টা লাইন স্মৃতি থেকে তুলে দিচ্ছিঃ 
     
    দেবী তো নহ, বলত তোমায় কেমনে পূজা করি? 
    তোমার মুখে দিব্য বিভা বৃথাই খুঁজে মরি। 
    আছে তোমার ললিত বাহু, নিটোল দুই স্তন্, 
    তপ্ত তনু ---- পরসন। 
     
    শেষ করছেন এই বলে যে নারীর মধ্যে দেবীকে পাইনি বটে, কিন্তু যা পেয়েছি তাই 'নিয়েছি বুকে তুলে'। 
     
    কী বলবেন! 
     
    ২ আর ভাই গণেশ, 'পুত্রার্থে ক্রিয়তে ভার্যা" নারীকে প্রজননের যন্ত্র মনে করে বলা। এবং এর ফলেই কন্যাভ্রূণ হত্যার প্রবণতা হয়। না, বিবর্তনের তত্ত্ব এমন ধারণাকে সমর্থন করে না।
    বংশধারা মেয়ের দিক থেকে নয় কেন?
     
    যখন আমরা জানি যে সন্তানের মাতা কে সে ব্যাপারে কোন সংশয় নেই, কিন্তু পিতার ব্যাপারে সবসময় নিঃসংশয় হওয়া যায় না! আর বংশধারা রক্ষার পেছনে থাকে সম্পত্তি রক্ষার এবং প্রকারান্তরে অমর হওয়ার আকাঙ্খা। 
    কিন্তু আমি চোখ বুঁজলে পৃথিবীর কি এসে যায়! 
     
  • পাগলা গণেশ | ২৪ নভেম্বর ২০২৫ ১৬:০৯736102
  • Ranjan roy ওটাই তো আমি বলেছি।যে পৃথিবীতে প্রতিটি প্রাণীর একমাত্র লক্ষ্য অমর হওয়া।যেহেতু তা হতে পারে না,তাই সন্তান বিয়োয়,তার মধ্য দিয়ে বেঁচে থাকতে চায়।
     
    আমি পারলে তো বিয়ে জিনিসটাকেই তুলে দিতাম।আর মেয়েরা যে শুধুমাত্র সন্তান উৎপাদনের যন্ত্র নয়, তা তো আমিও মানি এবং জোর দিই যাতে অন্যরাও না মানে।
     
    কিন্তু আমার কথার অন্য মনে হচ্ছে দেখে খারাপ লাগছিল।খারাপ লেগেছিল,তবে রাগ করে কথাগুলো বলিনি।
  • পাগলা গণেশ | ২৪ নভেম্বর ২০২৫ ১৬:১২736104
  • Vini vidi vici ভাই আপনাকে অনেক কথা বলে ফেলেছি।তার জন্য আমি সত্যিই খুব দুঃখিত। পারলে ক্ষমা করবেন।
  • Veni, vidi, vici | 23.237.***.*** | ২৪ নভেম্বর ২০২৫ ১৭:২০736106
  • @kk, একমত, লেখালিখির ক্ষেত্রে  ইনডিফারেন্সের থেকে সমালোচনা সবসময়ই শ্রেয় মনে হয় ৷ অন্তত যেটা নিয়ে লিখছি সেটা নিয়ে আলোচনা করা যায় ।

    @Ranjan Roy,  হ্যাঁ , "ক্রিয়তে" টা ভুল করে "ক্রিয়ন্তে" লিখেছিলাম আগের কমেন্টে । সংস্কৃত একেবারেই জানি না |

    @পাগলা গণেশ , সে ঠিক আছে ৷ আপনার কমেন্ট আমার গায়ে লাগে নি ৷ গালাগালি সবচাইতে বেশী গায়ে লাগে যদি নিজের ভেতরে ভেতরে কোথাও সন্দেহ হয় , গালাগালির খানিকটা সত্যি I এক্ষেত্রে সেটা হয় নি ।
  • Ranjan Roy | ২৪ নভেম্বর ২০২৫ ১৮:৩৪736110
  • @পাগলা গণেশ
     
    তোমার লেখার টাইটেল ভারি ভাল লাগল, আমোদ পেয়েছি। এই নিয়ে একটা কথা মনে পড়ে গেল।
    সত্তরের দশক। ছত্তিশগড় থেকে কোলকাতায় এসেছি ক'দিনের জন্য। ভালো ভালো বাংলা নাটক এবং সিনেমা দেখব ইচ্ছে।
    সিনিয়রদের পাল্লায় পড়ে গেলাম মেট্রোতে দুপুরের শো-- বোধহয় ইংগমার বার্গম্যানের ফিল্ম। বেশ কঠিন। ইহুদী এবং বৌদ্ধ প্রতীক ছিল মনে পড়ছে। নায়িকা বিবি অ্যান্ডারসন। 
    আমি বাংলা মিডিয়াম, তাই কিস্যু বুঝি নি। এখনও ঘরে বসে নেটফ্লিক্সে ফিল্ম দেখি ইংরেজি সাব টাইটেল চালিয়ে। কানে শুনে নয়। 
     
    সে যাকগে বাইরে এসে প্রদীপ বললেন-- বিবি অ্যান্ডারসন ভাল অভিনেত্রী, কিন্তু সুন্দরী নন। যদি সুন্দরী হতেন তো আমরা আরও গভীরে গিয়ে বুঝতে পারতাম। 
    আমি খচে গিয়ে বললাম-- মানে, স্পষ্ট করে বলুন।
    --নায়িকা সুন্দরী হলে দর্শক সহজে একাত্ম হয়ে যায়। নায়িকার সুখদুঃখ, ব্যথা বেদনা অনায়াসে দর্শকের সুখদুঃখ হয়ে যায়। 
     
    রাগের চোটে অন্য বাসে উঠে পড়লাম।
    কিন্তু মনের ভেতর কাঁটা খচখচ করছে। কোথাও কি ওর কথার মধ্যে এক চিমটি তেতো সত্য লুকিয়ে আছে?
     
    পরে কলেজে এবং চাকরি ক্ষেত্রে দেখলাম --সুন্দরী মেয়েরা খানিকটা অ্যাডভান্টেজ পায় বটে। ওদের অনেক অনায্য আবদার স্যারেরা বা বস  মেনে নেন। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন