এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • বিহার : কিছু কথা

    Eman Bhasha লেখকের গ্রাহক হোন
    ১৫ নভেম্বর ২০২৫ | ৭০ বার পঠিত

  • বিষয়ে কোনও সন্দেহ নেই, সং... পরিবার মাটি কামড়ে পড়েছিল। গত কয়েকমাস ধরে উত্তরপ্রদেশ হরিয়ানা গুজরাট মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড থেকে নেতা মন্ত্রী সাংসদরা এলাকা ধরে বাস করেছেন। নিয়মিত প্রচার করেছেন। ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার কাজে সহায়তা করেছে আধার কার্ড এবং স্থানীয় নেতারা। 
    বাইরে থেকে ভোটার এসেছে সত্য। কিন্তু এটাও অস্বীকার করা ভুল হবে যে, স্থানীয় ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখেছেন এই ভোট বিশেষজ্ঞ বহিরাগত নেতারা। শুধু মিডিয়া বাইট দিয়ে মিছিল করে চলে আসেন নি। ছাত্রজীবনে দেখেছি, ছাত্র ও যুবনেতা কৃষক নেতাদের অন্য এলাকায় পাঠানো হতো। বর্ধমানের সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত নেতাদের পাঠানো হতো মালদহে। 

    সঙ্ঘ পরিবার রেজিমেন্টেড দল। 
    ওঁদের সব নেতা বিজেপির মতো ভোগী হয়ে যাননি। 

    ত্রিপুরায় জয়ের পর আদিবাসী এলাকায় খোঁজ নিতে গিয়ে দেখি, মহারাষ্ট্র থেকে বর্ষীয়ান সঙ্ঘ সেবক এলাকায় পড়ে আছেন কয়েক বছর ধরে। নিরামিষভোজী মানুষ শুয়োরের মাংস, শুঁটকি খেয়েছেন, বিশ্বাস অর্জন করার জন্য। ফিরে এসে বমি করেছেন। ওঁদের ভাষা শিখেছেন। ছোটদের সঙ্গে খেলছেন। পড়াচ্ছেন। রা. মিশন এই ব্যাপারে সহায়তা করে চলেছে পশ্চিমবঙ্গে। রা. মিশনে পড়া আদিবাসী সম্প্রদায়ভুক্ত ছেলেদের বেশিরভাগ বিজেপি সমর্থক। এটা ত্রাণ দিতে গিয়ে দেখেছি। 

    আমার মত লিখছি
    ১. সার মারফৎ লালু সমর্থক যাদব ও মুসলিম বিশেষ করে মহিলাদের নাম বাদ দেওয়া হয়েছে। 
    ২. প্রচুর নাম ঢোকানো হয়েছে। এবার ভোটার তালিকা এলোমেলো। পরিবার অনুযায়ী নেই। ফলে শহরাঞ্চলে বা বাজার এলাকায় কার নাম এলো কার নাম গেলবোঝা খুব কঠিন। খুব অভিজ্ঞ ছাড়া পারবেন না মেলাতে। 

    ৩. বিহারে জাতপাত ও ধর্ম বৈষম্য খুব প্রকট। যাদব ও মুসলিমরা অন্য সম্প্রদায়ভুক্ত গ্রামে ঢুকতে পারেননি। 
    বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট প্রায় ৩০ হাজার কম ছিল মহাগাঁঠবন্ধনের। 

    ৪. অন্তত ১০ লাখ মানুষ এসেছেন বিহারে। কারও কারও মতে ত্রিশ লাখ এরা ঘুরে ঘুরে বিভিন্ন বুথে কোথাও স্বনামে কোথাও বেনামে ভোট দিয়েছেন। সাতটি পোস্ট পাবেন জুবায়েরের। যেখানে হরিয়ানা দিল্লি বিহার তিন রাজ্যেই ভোট দিয়ে ফেসবুক পোস্ট করেছেন একই ব্যক্তি। এঁরা কেউ অধ্যাপক, কেউ প্রাক্তন সাংসদ, কেউ সাংসদ কন্যা। 
    এরা এতটাই বেপরোয়া, কারণ জানেন, কিচ্ছু হবে না। 
    কারণ, ইয়ে অন্দর কা বাত হ্যায়, সবকুছ হামারা সাথে হ্যায়। 
    ৫. বিরাট বিরাট পদযাত্রা করলেও ভোটপ্রচারে নামতে দেরি করেছে। 
    ৭. নিজেদের মধ্যে অনৈক্য প্রকট। ফ্রেন্ডলি ফাইট- ভুল বার্তা দিয়েছে। 
    ৮. নীতীশকে কটাক্ষ করা ঠিক হয়নি। ব্যঙ্গ ভালো চোখে নেয়নি। 
    ৯. টাকা কে না চায়? দারিদ্র্য পীড়িত বিহারে দেড় কোটি মহিলাকে মমতা মডেলে ১০ হাজার টাকা করে দেওয়া-- একটা বিরাট ঘটনা। 
    রাহুল গান্ধী ২০২৪ এ নির্বাচনী ইস্তেহারে প্রতি শ্রুতি দিয়েছিলেন জিতলে পরিবার পিছু ছয় হাজার টাকা দেবেন। নির্বাচন কমিশন সেটা বলতে নিষেধ করে। অথচ বিহারে নগদ টাকা দেওয়া হল। নি. ক. নীরব। 
    ১০. গোদি মোডিয়ার লাগাতার প্রচার। 
    ১১. ইভিএম বদল ঘটেছে। রাস্তায় ভিভিপ্যাট পাওয়া গেছে। 
    ১২. প্রচুর মহিলা ও পুরুষকে ভোটকেন্দ্র থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। 
    ১৩. প্রার্থীদের খুন পর্যন্ত করা হয়েছে। 
    ১৪. প্রার্থীদের অপহরণ করা হয়েছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাঁর, তাঁর প্রত্যক্ষ আদেশে। 
    ১৫. জেলে পাঠানো হয়েছে দুজন সিপিআই (এম এল) প্রার্থীকে। 
    ১৬. প্রশ্ন অনেক: জনসভা ফাঁকা, প্রার্থীর মাথায় গোবর, চেয়ার নিয়ে পালানো আগে দেখা যায় নি। 
    তবু এত্ত জয়। 
    ১৭. তবে ধন্যবাদ। ২৪৩ টাই তো নেয়নি। 
    ১৮. ওয়েসির মিম এবং পিকে-র দল ভোট কেটেছে। 
    যদিও শতাংশের হিসেবে ভোট কমেনি। 
    ১৯. ভোট ইঞ্জিনিয়ারিং অসাধারণ সন্দেহ নেই। 
    ৩৫ টা ছেড়ে দিয়েছে!!! 
    জয় জয় জ্ঞা. ক. নন্দ।
     
     
     
     

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2402:e280:2141:1e8:d37:31fe:86a5:***:*** | ১৫ নভেম্বর ২০২৫ ১৮:১৭735789
  • " রা. মিশন এই ব্যাপারে সহায়তা করে চলেছে পশ্চিমবঙ্গে। রা. মিশনে পড়া আদিবাসী সম্প্রদায়ভুক্ত ছেলেদের বেশিরভাগ বিজেপি সমর্থক"
     
    রামকেষ্ট মিশন, ইস্কন ইত্যাদিরা যে চাড্ডিদের হয়ে জমি তৈরি করছে তাতে কোন সন্দেহ নেই। 
  • | ১৫ নভেম্বর ২০২৫ ১৯:৫৭735793
  • এইবার খিস্তিদীপ এসে এখানে বমি করতে শুরু করবে। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন