আকাশে কুয়াশা,নীচে সবুজ বনে লুকিয়ে আদিম নৃশংসতা,
এখনও ওখানে বাতির আলো নিভে যায়-
নিয়ে গেলে মানুষ ভুলে যায় সভ্যতা কাকে বলে,
আমি দেখেছি, আমার দাঁত-নখ বড় হয়ে গিয়েছিল,
গায়ের বড় লোম আরো বড় হয়েছিল,
আমি তিনটে পাখির গলা ছিঁড়ে রক্ত খেয়েছি সেদিন,
ঘরে এসে মুখ মুছে প্রাণপণ চেষ্টা করেছি ভালোমানুষ সাজার,
কিন্তু আমি নিজেকে কি করে মিথ্যা বোঝাব?
তারপর নিজেই আবিষ্কার করেছি,"আমি তো ওদেরই একজন,
শুধু ভান করেছি আলাদা হওয়ার।"
এখানে আমি নিজেকে পেয়েছি নিজেদের মাঝে।
আমি কুৎসিত,আমি বিকলাঙ্গ,
কিন্তু ওরা ফিরিয়ে দেয়নি আমাকে,
বরং উপহার দিয়েছে বর্বরতা, নৃশংসতা।
আমি কৃতজ্ঞ সবার কাছে,
এই বন, আকাশ,গাছপালা,পশুপাখি সবার।
আমি ভুলে গিয়েছিলাম আমি যাদের প্রেমে পড়েছি আগে,
যাদের ভালোবেসেছি-
তারা কেউ নয়,
আমাকে এখানেই মানায়,
আমি এদেরই একজন।
আমি থেকে যাব যতদিন বেঁচে রব।
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।