এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • দিনবদলের ইস্তেহার

    Sandipan Majumder লেখকের গ্রাহক হোন
    ১৪ এপ্রিল ২০২৫ | ২১২ বার পঠিত
  • অসুস্থ শরীরে, ভোর হওয়ার আগেই এই লেখা লিখছি। কারণ কিছু জরুরী কাজ এই সময়েও ফেলে রাখা যায় না।

    আমি শুধু নই আমার রাজ্য অসুস্থ, আমার দেশ অসুস্থ, আমার পৃথিবী অসুস্থ। সে আর সূর্যস্নাত ভোর দেখবে কিনা সন্দেহ।

    কারা এই অসুস্থতার ভাইরাস ছড়াচ্ছে ? কারা অন্ধকারকে দীর্ঘস্থায়ী করার জন্য বলছে  ভোরের দরকার নেই, রাত্রিই ভালো ? কাদের জগদ্দল উপস্থিতি বেঁচে থাকার বিশ্বাসটুকুও কেড়ে নিচ্ছে আমাদের ?

    আমরা জানি তাদের নাম । আপাতত তাদের এই নামেই ডাকা যাক--- তেনো (তিনিই সব), ছেনো (সব ছিন্নভিন্ন,বিভাজিত  করে দেয় যে ) আর  নেনো ( লিঙ্গসর্বস্ব খ্যাপাটে এক দেশনায়ক যে দেশটির প্রভাব বিশ্বে সর্বাধিক)।

    আমাদের রাজ্যে তেনো আর ছেনোর বাইনারির বাইরে বেরোতেই হবে। এরা দুজনে মিলে সব ন্যারেটিভ  তৈ রি করবেন, আমাদের তুর্কীনাচন নাচাবেন – এটা যে কত অসহনীয় হয়ে উঠছে তা শিক্ষক দুর্নীতি আর সূতি সামশেরগঞ্জের ঘটনায় প্রকাশিত। এসব নিয়ে বেশি বলতে চাই না। বলার যেটা কী করণীয়।

    করণীয় একটাই, তৃতীয় বিকল্প তৈরি করা। রাজনৈতিক বিকল্প। বিকল্প রাজনৈতিক মঞ্চ গঠনের মাধ্যমে।
     
    কীরকম হবে সেই  মঞ্চের গঠন ? তেনো আর ছেনোদের বাইরে যে দলগুলি আছে তাদের মঞ্চ ? একবারেই নয় । কোনো পুরোনো দলকে মানুষ গ্রহণ করছে না তাদের পুরোনো রাজনৈতিক ব্যাগেজের জন্য, এটা বাস্তবতা।

    কিন্তু সেই সব দলের সাধারণ সদস্য সমর্থকরা? যাঁরা রাজনৈতিক আদর্শবোধকে আজও মানেন, যাঁরা ধান্দাবাজ নন, যাঁরা দু পয়সা কামানোর জন্য, ব্যক্তিগত সুবিধার জন্য কোনো দল করেন নি তাঁরা কোথায় যাবেন ? হতাশায় নিমজ্জিত হওয়াই  কী তাঁদের ভবিতব্য ? একেবারেই নয়। তাঁদের জন্যই হোক এই মঞ্চ।
     
    কীরকম হবে এই মঞ্চের গঠন। আনুভুমিক। দুএকজন সমন্বয়কারী থাকলেই হবে। শুধু অভয়া কাণ্ডে যে সীমাবদ্ধতা ছিল সেটা থাকলে চলবে না। গ্রমাঞ্চলেও ছড়িয়ে দিতে হবে এই মঞ্চকে। আর সবার ওপর থাকতে হবে কয়েকটা আদর্শে অকুন্ঠ আস্থা--- গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়, পরিবেশ চেতনা, নারীর অধিকার চেতনা। এর সঙ্গে থাকতে হবে অন্যের কথা শোনার  ধৈর্য  ও  সহনশীলতা।
     
    কী বললেন, আপনারা লেনিনীয় পার্টি সংগঠন করেন ?  হ্যাঁ , সেটা আপনার পার্টিতে অনুশীলন করুন। এখানে সেটা চলবে না। একসময় ভারতের কম্যুনিস্ট পার্টির বহু সদস্য কংগ্রেসের মধ্যে কাজ করেছিলেন। কংগ্রেসের ঢিলেঢালা সাংগঠনিক রীতিনীতি মেনেই। কোনো ক্ষতি হয় নি তাতে। কেরলের গোটা কম্যুনিস্ট পার্টিটাই সেভাবে গড়ে উঠেছিল। আর এখানে কিচ্ছু দখল করার থাকবে না। ড্যুয়াল মেম্বার হয়ে কাজ করুন। কোনো অসুবিধা নেই। কিন্তু যেখানে আপনি কম্যুনিস্ট সেখানে আপনি কম্যুনিস্ট। এখানে আপনি শুধু একজন কমন এজেন্ডার শরিক , সংবেদনশীল, সহমর্মী মানুষ।
     
    আর রাজনীতি করতেই হবে। ভোটে লড়তে হবে প্রয়োজনে।  ক্ষমতা দখল  নিজেরা না করলে হবে না। এখন তেনো, ছেনো, নেনোরা এতই অসংবেদনশীল যে কোনো প্রেসার গ্রুপ ট্রুপের কথা শোনে না।
     
    সেটা সম্ভব ? কেন সম্ভব নয় ? দিল্লীতে আপের  উথ্বান দেখেন নি ? লাটিন আমেরিকার দেশে দেশে এমন ঘটনা ঘটেছে   যে দু আড়াই বছর আগে  তৈরি দল বা মঞ্চ ক্ষমতায় চলে এসেছে।
    বাম কংগ্রেস বলবে আপনারা তো আমাদের ভোট কেটে নেবেন। আপনাদের সহজ অংকটা বলি যে পার্সেন্টেজের ভোট আপনারা পাচ্ছেন সেটা আপনাদের কমিটেড ভোট। এরা আপনাদেরকেই ভোট দেবে যে কোনো পরিস্থিতিতে এটা ধরেই নিলাম। এবার আপনাদের ভোট যদি কয়েক পার্সেন্ট বাড়ে, রামের কিছু ভোট যদি বামে ফেরেও ( সে সম্ভাবনাও যদিও খুব একটা দেখা যাচ্ছে না ) সেটা তো আপনাদের জেতার মত হবে না ,লাভ হবে তেনোদের, তাদের জয়ের ব্যবধান বাড়বে। তার চেয়ে নতুন বিকল্প মানুষের কাছে যাক।
     
    এলাকায় এলাকায় মঞ্চ তৈরি করুন।অবশ্যই আগে পারলে গ্রামে।  বিকল্প মঞ্চ। রাজনৈতিক মঞ্চ। নতুন রাজনীতির মঞ্চ। বাম, কংগ্রেস ,নকশাল তো বটেই , তেনো ছেনোর  সমর্থক সাধারণ অচোর, অসাম্প্রদায়িক ( এই দুটোই মাপকাঠি থাক) ভোটাররাও  আসতে পারে। তর্ক  বিতর্ক হোক। স্বপ্ন থাকুক। দুঃস্বপ্নের ভার আর বইতে পারছি না। শয়নে জাগরণে।
     

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দীপ | 2402:3a80:198d:9a09:778:5634:1232:***:*** | ১৪ এপ্রিল ২০২৫ ১১:৩২542363
  • আপনারা সারাজীবন অজস্র বাতেলা মেরেছেন। বাতেলা না মেরে আগে কাজ করুন।
    প্রকাশ কারাত, সীতারাম ইয়েচুরিরা দিল্লিতে চল্লিশ বছর ধরে রাজনীতি করে, একটা আসন‌ও কোনোদিন জেতেনি! 
    বাতেলা না মেরে কাজ করুন!
  • দীপ | 2402:3a80:198d:9a09:778:5634:1232:***:*** | ১৪ এপ্রিল ২০২৫ ১১:৪৪542364
  • দিনের পর দিন ধরে ইসলামিক মৌলবাদী শক্তি বাংলাদেশে শক্তিসঞ্চয় করেছে। এখন পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে। 
    বিগত ত্রিশ বছরের বেশি সময় ধরে তসলিমা নাসরিন, শাহরিয়ার কবির এদের বিরুদ্ধে লেখালেখি করেছেন। আপনারা কোনো গুরুত্ব দেননি! বরং এঁদেরকেই গালাগালি দিয়েছেন! 
    মহাবিপ্লবী বুধু ভটচায তসলিমার ব‌ই নিষিদ্ধ করে তসলিমাকে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দেন! 
    কোনোদিন প্রতিবাদ করেছেন? 
    বেইমানটি অবশ্য অর্ধমৃত অবস্থায় পাপের প্রায়শ্চিত্ত করে পটল তুলেছে! 
     
    গত সেপ্টেম্বরে বাংলাদেশের মৌলবাদী সরকার শাহরিয়ার কবিরকে গ্রেফতার করেছে। শাহরিয়ার কবির প্রচণ্ড অসুস্থ, তাঁর সহকর্মীরা শাহরিয়ার কবিরের মুক্তির দাবি তুলেছেন! পাকিস্তান, তুরস্কের মানবাধিকার সংস্থা তাঁর মুক্তির দাবী জানিয়েছেন। আপনাদের গলা থেকে একটা আওয়াজ বেরোয়নি! 
     
    আপনারা আব্বাসকে প্রোলেতারিয়েত নেতা বলে প্রচার করেছেন! তার কীর্তিকলাপ আমরা সবাই জানি! 
     
    এখন এসেছেন বাতেলা মারতে!
     
    ছাগু ও তাদের সহযোগীকুল ভদ্রভাষা বোঝেনা!তাদের একমাত্র দাওয়াই কামাল পাশা!
  • Sandipan Majumder | ১৪ এপ্রিল ২০২৫ ১৪:৩১542371
  • @দীপ, আমার বাতেলায় এত ভয় পেয়ে গেলেন যে এত বড় বড় কমেন্ট নামাতে হল। কেন, তাহলে কি বাতেল্লাবাজিতে নতুন কোনো মাত্রা  যোগ করতে সক্ষম হলাম?
    আর অদ্ভুত ব্যাপার, ব্রাত্যর গাড়ি চাপা দেওয়ার ঘটনার মত এখানেও রাগার কথা মূলত তিনুদের, রেগে গেল চাড্ডি। 
    রঙ্গিলা রে, নাচ বোলিয়ে।
  • কৌতূহলী | 115.187.***.*** | ১৪ এপ্রিল ২০২৫ ১৪:৩৩542372
  • বিভিন্ন ধারার বামদলকে, সাথে প্রগ্রেসিভ যুক্তিবাদী, নারীবাদী, মানবাধিকার গ্রুপগুলো নিয়ে মঞ্চ তৈরী করা যায় অবশ্যই, কিন্তু সেখানে কংগ্রেস একদমই খাপ খাবে না। আর যদি কংগ্রেসকে নিতে হয়, তাহলে তৃণমূলকেও না নেওয়ার কোন যৌক্তিকতা নেই, কারণ আইডিওলজিক্যালি এঁরা এঁকে অন্যের উল্টোপিঠ। অবশ্যই এটা আমার ব্যক্তিগত মতামত।
  • দীপ | 42.***.*** | ১৪ এপ্রিল ২০২৫ ১৪:৩৬542373
  • সাধে কি বলে, "রামের পাঁঠা, বামের পাঁঠা; তফাৎ শুধু একটা ফুটকির!"
     
    সোজা কথা সোজাভাবে বলা প্রয়োজন!
    মুর্শিদাবাদে ইসলামী মৌলবাদী শক্তি সাধারণ মানুষের ওপর আক্রমণ চালিয়েছে! ধর্মনিরপেক্ষ দেশে গরীব হিন্দুরা নিরাপত্তার জন্য মুর্শিদাবাদ থেকে মালদায় আশ্রয় নিয়েছে! রাজ্য সরকার ও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি! তারা নীরব দর্শক হয়ে দেখেছে!
     
    আগেও বলেছি, আবার বলছি। ইসলামী মৌলবাদকে তোষণ করে শান্ত করা যায়না। হাসিনা করতে গেছিলেন, এরা হাসিনাকেই দেশ থেকে তাড়িয়েছে!
    কামাল পাশা এই সত্য খুব ভালোভাবে বুঝেছিলেন! সেজন্যই একশো বছর আগে তুরস্কে এদের চাবকে সিধে করেছিলেন!
     
    এটাই একমাত্র পথ, এছাড়া আর অন্য কোনো পথ নেই!
  • কৌতূহলী | 115.187.***.*** | ১৪ এপ্রিল ২০২৫ ১৪:৩৮542374
  • বীররা তো প্রতিটা ইস্যুতেই তিনুদের পাশেই আছে। সে ব্রাত্যবাবুর ইস্যুই হোক আর অভয়া ইস্যু। এ আর নতুন কী। তাই এগুলো নিয়ে বললে তিনুদের আগে বীররা রাগবে।
  • দীপ | 2402:3a80:198d:e3f:778:5634:1232:***:*** | ১৪ এপ্রিল ২০২৫ ১৪:৩৮542375
  • তিনু-চাড্ডি ভাই ভাই,
    মাকু নাচে ধেই ধেই।
  • Sandipan Majumder | ১৪ এপ্রিল ২০২৫ ১৫:১৬542376
  • @ কৌতুহলী, লেখাটা পড়ে দেখুন, আমি কোনো রাজনৈতিক দলের জোটের কথা বলি নি -- কংগ্রেস বা তৃণমূল।  আমি কতগুলো নীতিতে বিশ্বাসী মানুষের জোটের কথা বলেছি। বিশ্বাস করুন, এখনো আমি নেহেরুবাদে বিশ্বাসী, আর্থিক বৈষম্য বিরোধী কংগ্রেস সমর্থক পাই আমার শহর বহরমপুরে। তাকে বাদ দিয়ে এই জোট করব কেন?  আবার বিজেপিকে ভোট দিয়েছে, শুধু অসহায় প্রতিষ্ঠানবিরোধিতা থেকে কিন্তু সাম্প্রদায়িক নয়, এমন মানুষও দেখেছি। এদের সংখ্যা কম, কিন্তু নগণ্য নয়।
  • কৌতূহলী | 115.187.***.*** | ১৪ এপ্রিল ২০২৫ ১৬:০৩542379
  • @সন্দীপনবাবু, ঠিকই, সে তো এটা বহু তৃণমূল ভোটার বা সমর্থকের ক্ষেত্রেও খাটে। অসহায় প্রতিষ্ঠানবিরোধীতা থেকে যদি কেউ বিজেপিকে বেছে নেয়, তাহলে বিজেপিকে আটকানোর অসহায়তা থেকে বাঁচার জন্য তৃণমূলকে আঁকড়ে ধরেছে এঁদের দুর্নীতির সমর্থক না হয়েও, এই সংখ্যাটা আরও বেশি।
  • Sandipan Majumder | ১৪ এপ্রিল ২০২৫ ১৬:৫৬542380
  • @কৌতূহলী,অবশ্যই। এঁদেরকে বাদ দিয়ে  তো কোনো পরিবর্তনই হবে না। কিন্তু এদের সামনে একটা শক্তিশালী বিকল্প দেওয়া দরকার।
  • Kuntala | ১৪ এপ্রিল ২০২৫ ১৬:৫৯542381
  • সিপিআই তো কংগ্রেসের প্রোগ্রেসিভ অংশের সংগে হাত মিলিয়ে চলার জন্য পশ্চিমবঙ্গেও জোট বেধেছিল। ফলাফল ভালো হয়নি, সাইনবোর্ড শুদ্ধু সিপিএমের আমলে উড়ে যায়, অস্তিত্ব বিলোপ যাকে বলে।
    যদিও ডাঙ্গে বা  কুমারমঙ্গলমের গভীর প্রভাব এখনও পর্যন্ত কংগ্রেসের মধ্যে রয়ে গেছে।
    আপনার এই প্রস্তাব টি আমার ভালোই লাগছে। আলোচনা চলুক, তবে লেখকেরা দয়া করে একটু নিজেদের আবেগকে নিয়ন্ত্রণে রাখলে ভালো হয়।
  • স্বাতী রায় | ১৪ এপ্রিল ২০২৫ ১৮:৫২542385
  • আইডিয়াটা খুব ভাল। কিন্তু সমস্যা একটাই। এই যে পলিটিকাল পরিচিতির ব্যাগেজ ঝেড়ে ফেলে খোলা মন নিয়ে কথা শোনা, কথা বোঝা এবং তার ভিত্তিতে কাজ করা এটার জন্য একটা ইমোশনাল ম্যাচুওরিটি লাগে, সেটা এদেশের খুব বেশি মানুষের মধ্যে পাবেন না। আর সেই সঙ্গে যে বিষয় গুলো আপনি বলেছেন, "গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়, পরিবেশ চেতনা, নারীর অধিকার চেতনা। এর সঙ্গে থাকতে হবে অন্যের কথা শোনার ধৈর্য ও সহনশীলতা।" এই বিষয় গুলো বেশ ধোঁয়াশায় ভরা। একজনের ধারণার সঙ্গে আরেকজনের ধারণা মেলে না। আর তথাকথিত শিক্ষিত মানুষের বক্তব্য এত কিছুর পরেও কত গুজব আর ইমোশন নির্ভর  সেটা তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যায়। 
    আর এই দেশে এখন সার্বিক শিক্ষার যা অবস্থা, তাতে এই কথাগুলোর মানে সর্বস্তরের মানুষ এর বোধগম্য হওয়া খুব কঠিন। 
    তবু কিছু একটা পজিটিভ কাজ হওয়া দরকার। যদি শুরু করতে পারেন তো অনেক শুভেচ্ছা রইল। 
  • Sandipan Majumder | ১৪ এপ্রিল ২০২৫ ১৯:০৩542386
  • @Kuntala, আমি কিন্তু দলীয় সমন্বয় বলছি না। বলছি যে যার নিজের দল করুন এখানে নতুন কমন এজেণ্ডা, কমন ঝাণ্ডা নিয়ে মঞ্চ করুন, প্রয়োজনে ভোটে লড়ুন। তৃতীয় বিকল্প দিন।
  • Sandipan Majumder | ১৪ এপ্রিল ২০২৫ ১৯:১০542387
  • @স্বাতী রায়, ইস্যুভিত্তিক এগোলে ব্যাপারগুলোতে অনেক ঐক্যমত্য প্রতিষ্ঠা সম্ভব। যেমন নির্ভয়ে কথা বলা ও ভোটদানের অধিকার -- গণতন্ত্র, সরকারের কোষাগার থেকে ধর্মীয় উৎসবে টাকা দেওয়ার বিরোধিতা --- ধর্মনিরপেক্ষতা, জলাভুমি বোজানোর বিরুদ্ধে --- পরিবেশরক্ষা ইত্যাদি। কিছুটা এগোতে পারলে আর প্রকৃত আদর্শবোধ থাকলে নতুন এজেণ্ডা তৈরি হতে পারে।
  • Sandipan Majumder | ১৪ এপ্রিল ২০২৫ ১৯:২৭542388
  • ঐকমত্য।
  • কৌতূহলী | 115.187.***.*** | ১৪ এপ্রিল ২০২৫ ২০:৩২542389
  • জেন্ডার, কাস্ট, মাইনরিটি অপ্রেশন এর বিরুদ্ধে, বিজ্ঞানমনস্কতার পক্ষে, মানবাধিকারের পক্ষে (এবং সেই সূত্রেই বিনা বিচারে জেলবন্দীদের মুক্তির দাবিতে), ভাষিক ও সাংস্কৃতিক ইম্পোজিশন এঁর বিরুদ্ধে, রাজ্যগুলোর ওপর কেন্দ্রের ডমিনেন্সির বিরুদ্ধে শিক্ষা চিকিৎসা ইস্যু, শ্রমিক কৃষকদের অধিকার রক্ষা, সবকটা ইস্যুই সামনে আনা দরকার। আজকের দিনে কোনটাই কম গুরুত্বপূর্ণ নয়। আর পরিবেশ ইস্যুর কথা তো আপনি বলেইছেন। এই প্রতিটা ইস্যুর কোন একটা উইং এ যারা কাজ করেন, তাঁদের মঞ্চে আহ্বান জানানো উচিত।
  • কৌতূহলী | 115.187.***.*** | ১৪ এপ্রিল ২০২৫ ২০:৩৫542390
  • আর আপনি যেরকম প্ল্যান এঁর কথা বলছেন, সেটা যৌথ মঞ্চ হিসাবেই সফল হবে। ভোটে লড়তে গেলে বিফল হবে।
  • Sandipan Majumder | ১৫ এপ্রিল ২০২৫ ১৬:৪৮542396
  • @কৌতুহলী, সময় পেলে আমার এই পুরনো লেখাটি একটু পড়বেন।
     
    স্বপ্নপূরণের ইস্তেহার 
    _----------------------

    গত শতাব্দীর ইতিহাস হল স্বপ্নভঙ্গের ইতিহাস । একটু ভুল হল হয়ত, স্বপ্নর সঙ্গে বাস্তবের  দূরত্ব গঠনের ইতিহাস। স্বপ্নগুলো তাই বলে হারিয়ে যায় না। কিন্তু সঠিক আধার সে পায় না। সেই আধার  মানে কি? একটা মঞ্চ,সংগঠন বা  রাজনৈতিক দল। বাংলা তথা ভারতে এরকম  একটা ঘটনা ঘটা দরকার। কিন্তু চাইলেই কি তা  ঘটবে?   তারজন্য একটা  সঠিক বিচারধারা দরকার, দরকার তার অনুগামী। সেরকম একটা চেষ্টা যদি করা যায় তবে নিকট ভবিষ্যতে তা ফলবতী হতে পারে।
    এরকম প্রচেষ্টা মানে কি? একটা সত্যিকারের আদর্শবাদী  দল গড়া? মানে শুদ্ধতর, বিপ্লবীতর দল গড়া যে প্রচেষ্টা গত একশ বছরে ক্রমাগত হয়েছে ? না,  গত শতাব্দীর যে ভাবনাচিন্তাগুলো অনড়,  জগদ্দল পাথরের মত বার বার মৌলিক চিন্তার ,সৃজনশীলতার পথ রোধ করে দাঁড়িয়েছে সেগুলিকে বর্জন না করে আর এগোনো যাবে না। প্রচুর জিনিষকে বর্জন করতে হবে । যেমন স্তালিনীয় দৃষ্টিভঙ্গি, তা সে সংগঠন পরিচালনার ক্ষেত্রেই হোক বা  শাসনযন্ত্রের মডেল হিসেবে। ব্যক্তি স্তালিন কেমন লোক ছিলেন , দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারকে রুখে দিয়ে মানবজাতিকে বাঁচিয়ে দিয়েছিলেন কিনা সেসব আমাদের বিচার্য বিষয়ই নয়। বিষয় এটা, গণতন্ত্রকে কোনো অজুহাতেই খর্ব করা যাবে না, তার জন্য দাম দিতে হলেও। সমাজ  যদি এই গণতান্ত্রিকতাকে নিজের শরীরে গ্রহণ করতে পারে, তাহলে ভবিষ্যতে তার মূল্য সুদে আসলে ফেরত পাওয়া যাবে।
    তার মানে, আমরা কি পুঁজিবাদের বিরুদ্ধে কথা বলছি? হ্যাঁ, বলছি। এই মুহূর্তে পুঁজিবাদ যে জায়গায় দাঁড়িয়ে আছে তা মানব সভ্যতার পক্ষে চরম বিপদজনক—সেটা সামাজিক বৈষম্যই হোক বা পরিবেশ দূষণ যে কোনো প্রশ্নে। আমরা কি তাহলে বামপন্থার পক্ষে কথা বলছি? হ্যাঁ, বলছি, কিন্তু সেটা একুশ শতকের  বামপন্থা যা মানব প্রজাতিকে অমরত্ব প্রদানের আশ্বাস দেয় না, শুধু তার অসুখগুলি নিরাময়ের চেষ্টা করে, শুশ্রুষার পন্থা নিরূপণে ব্রতী হয়। কোনো সুদৃঢ় সংগঠন বা মতাদর্শের কথা আমরা বলছি না। আমরা যে নমনীয় সেটা আমাদের দুর্বলতা নয়, সেটাই  আমাদের শক্তি। আমরা শুধু বলতে পারি নৈতিকতার ক্ষেত্রে বিন্দুমাত্র আপস আমরা মানি না। যে উন্নয়ন মানুষের চোখের জল ঝরাবে তাকে আমরা প্রত্যাখ্যান করব। আমাদের রাজ্যে বাম আমলে যে  ভ্রান্ত শিল্পনীতি নেওয়া হয়েছিল  এবং এখনো তার জয়গান গাওয়ার ঐতিহ্য যা  রয়েছে আমাদের তাকে বর্জন করতে হবে। 
    তাই বলে সাধারণ বাম কর্মী সমর্থক যারা প্রচলিত বাম দলগুলিকে অন্তর থেকে ভালো বাসেন, সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেন তাদেরকে বাদ দিয়ে আমাদের চলতে হবে ? হ্যাঁ, প্রচলিত বিপ্লবী দলগুলো তাই করে বটে। কিন্তু আমাদের সংগঠন সবাইকে নিয়ে চলবে। কিন্তু এমন তার গঠনতন্ত্র হবে যে কোনো দল এসে দখল করবে এরকম  দখল করার কিছু থাকবে না। এখানে কোনো দলের প্রতিই আত্যন্তিক ঘৃণা থাকবে না। বিরোধিতা যা হবে সব নীতিভিত্তিক, ইস্যুভিত্তিক। এমনকি ইস্যুভিত্তিক সমর্থনও কোনো ক্ষেত্রে থাকতে পারে। একমাত্র সাম্প্রদায়িক ফ্যাসিবাদী দলের ক্ষেত্রেই হয়ত সমর্থনযোগ্য কিছু পাওয়া যাবে না কারণ তাদের কর্মসূচির সবকিছুই  মানবকল্যাণের পরিপন্থী। 
    আলোচনা শুরু করলাম । আমরা মার্কসের চিন্তা, আম্বেদকরের চিন্তা, চৈতন্যর চিন্তা, রেনেসাঁসের চিন্তা—এসবকে বিষয় করব, অগ্রাধিকার দেব। কিন্তু কোনো ব্যক্তি বা চিন্তাধারাকেই  বিচারধারার ওপর পূজার বেদীতে স্থান দেব না।

    সৌজন্যঃ গণতান্ত্রিক সমাজবাদ পেজ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন