অকুলানিশিলেখক শংকর হালদার শৈলবালা
রচনাকাল : ২৯ জানুয়ারি ২০২৫
নিশি রাতে একা ঘরে, মন কাঁদে নিরবে,
চাঁদের আলোয়, স্বপ্নের নাও ভাসে নিশ্চলে।
তোমার সঙ্গে বনে যাই, কেন ভয় করি?
সমাজের বাধা ভেঙে, মনকে মুক্ত করি।
তোমার কোলে, প্রকৃতির, শান্তি পাবো আমি,
চিরন্তন সুখের স্বপ্ন, মনের মন্দিরে জ্বালাই।
নক্ষত্রের আলোয়, নিজেকে হারিয়ে যাই,
তোমার সঙ্গে, নতুন জীবন গড়াই।
লাজ লজ্জা, সমাজের বাঁধন, ভাঙি চুরমার করে,
তোমার সঙ্গে, মিলিত হই, মনের স্বর।
বনের গভীরে, প্রেমের গান গাই,
তোমার সঙ্গে, স্বর্গ সাজাই।
~~~~~~~
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।