ঈশ্বরের পদধ্বনিলেখক শংকর হালদার শৈলবালা
রচনাকাল : ২৯ জানুয়ারি ২০২৫
নুপুরের খুনকুনি, মন্দিরের ঘণ্টাধ্বনি,
কানে আসে স্পষ্ট, মনে রাখে স্মৃতি।
কিন্তু কোথায়, ঈশ্বরের পদধ্বনি?
শুনি না কেন, সেই সুরের মৃদু গানি?
হৃদয়ের গভীরে, খুঁজি তার ছায়া,
মনের কোণে, তার নাম ধরা।
কিন্তু শব্দহীন, নিরব তার আহ্বান,
কেন শুনতে পাই না, তার স্পন্দন?
হয়তো শব্দে নয়, অনুভূতিতে তার বাস,
প্রকৃতির কোলে, তার স্পর্শের আভাস।
পাতার খসা, বাতাসের হিসিট,
সবকিছুতে তারই স্পন্দন মিশে থাকে।
তার পদধ্বনি শুনতে, মনকে শান্ত করি,
প্রকৃতির কোলে, নিজেকে হারিয়ে ফিরি।
তার আশীর্বাদে, জীবন হয় সুন্দর,
ঈশ্বরের পদধ্বনি, মনে রাখি চিরকাল।
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।