#কবিতা#সত্যেরস্বরে
#শংকরহালদারশৈলবালা
সত্যের স্বরে
লেখক : শংকর হালদার শৈলবালা
রচনাকাল : ২৭ জানুয়ারি ২০২৫
সত্যের পথে চলি, অবিচল হয়ে,
মৃত্যু আসুক, তবু ভয় নাই আমার মনে।
জীবনের শেষ নয়, মৃত্যু শুরুর সূচনা,
অনন্ত যাত্রায়, সত্যই আমার সঙ্গী সত্য।
কথা মিথ্যা বললে, মন হবে অশান্ত,
সত্যের আলোয়, মন হবে সুস্থ আর স্বাস্থ্যবান।
সামাজিক বাঁধন ভাঙি, সত্যের পথে চলি,
মৃত্যু আসুক, তবুও পিছু হটব না আমি।
সত্যের জয় হবে, মিথ্যার পরাজয়,
অন্ধকার ছাড়বে, আসবে আলোর রশ্মি।
সত্যের পথে চললে, মন হবে নির্মল,
সুখ শান্তি পাবে, জীবন হবে সুন্দর।
সত্যের স্বরে কথা বলি, সাহসী হয়ে,
মৃত্যু ভয় করে না, সত্যের পথিক।
অনন্ত জীবনের জন্য, সত্যই আমার ধন,
সত্যের পথে চলতে থাকব, যুগ যুগান্তরে।
~~~~~~
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।