এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কী ভাবে ধরা পড়লেন শাহাজাদী জেব উন্নিসা?

    upal mukhopadhyay লেখকের গ্রাহক হোন
    ১২ সেপ্টেম্বর ২০২৪ | ২৯৪ বার পঠিত
  • ষোল শো আশিতে শাহাজাদা আকবর বাপের বিরুদ্ধে বিদ্রোহ করে পালিয়ে যাবার পর ঔরঙ্গজেবের দিদবান - গুপ্তচর নেটওয়ার্ক সারা শাহী মহলের ভেতর ছানভিন করতে শুরু করে দিল। তারা খুঁজে বেড়াচ্ছে কাকে কাকে শাহাজাদা আকবর চিঠি লিখেছেন। সবাই জানে আকবর অনেক দূরে পালিয়েছেন। এত দূরে যে বাদশাহের হুকুমতও সেখানে চলে না, সেই সুদূর দাক্ষিণাত্যে ছত্রপতি শম্ভাজি মহারাজের রাজ্যে। কিন্তু তাঁর সঙ্গে কাদের কাদের যোগ ছিল, তাঁকে গোটা শাহী মহলের কারা কারা যুক্ত ছিল বাগী শাহাজাদার সঙ্গে এটা জানা খুব জরুরী। সন্দেহের তালিকায় নাম ছিল শাহাজাদী জেব উন্নিসার। আলমগীর আর কাউকে বিশ্বাস করতে পারছেন না, তাঁর সবচেয়ে নির্ভরযোগ্য যিনি ছিলেন সেই শাহাজাদা আকবরই যদি বাপের খেলাপ চলে যায় তবে আর রইলো কে? ছেলেদের মধ্যে মোয়াজ্জম বেয়াড়াপনায় জন্য কিছুদিন সপুত্র জেল খেটে ছিলেন গোলকোন্ডার কুতুব শাহীদের সঙ্গে গোপনে চিঠি চালাচালি করে তাদের প্রতি নরম মনোভাব জন্য। সে চিঠিও ধারা পড়ে যায়। আলমগীরের নিযুক্ত হারেমের মহিলা প্রধান - মহালদার এখন শাহাজাদী জেব উন্নিসাকেও ছাড়ছে না।সে তীক্ষ্ণ বুদ্ধি ধরে, ধীরে ধীরে তদন্তের জাল গুটিয়ে আনে। হারেমের চার স্তর নিরাপত্তা বেষ্টনী। একেবারে বাইরের দিকে চার দরজারপাশ ঘিরে থাকে আহাদি খানজাদ - তিমুরিদ অভিজাত সেপাইসালাররা আর তাদের ফৌজ। দরজার ভেতর রাজপুত বলশালী সেপাইরা তলোয়ার উঁচিয়ে রয়েছে। তারা লড়াইতে পেছোতে জানে না আর এটাই তাদের দুর্বলতা। মরার জন্য, মরতে দমতক তারা লড়ে, সে জন্য আলমগীর তাদের স্বভাবকে কাজে লাগিয়েছেন হারেমের পাহারার। তার পরের বেষ্টনীতে থাকছে দুর্ধর্ষ অপর লিঙ্গের যোদ্ধারা, আর একেবারে ভেতরে মহিলা ছাড়া কেউ ঢুকতে পারে না। সেখানে হারেমের ভেতর নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্বে আছে শয়ে শয়ে উর্দুবেগী -মহিলা সেপাইয়ের দল। তারা যেমন জেনানার রক্ষা করে তেমনি বাদশাহের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব তাদের আর কে না জানে বাদশাহ অনেকটা সময়েই হারেমে কাটান। উর্দুবেগীরা তাতার, হাবশী বা কাশ্মীরি হয়। কাশ্মীরিদের নেওয়ার কারণ তারা পর্দানশীন নয়। এই নারী যোদ্ধারা তলোয়ার, খঞ্জর বা দূরপাল্লার যুদ্ধে যা লাগে সেই বর্শা ছোঁড়া অথবা তীরন্দাজিতে বিশেষ দক্ষ, নিশ্চয়ই বন্দুকবাজিতেও তারা কম যেত না। আদৌ নরম সরম ভোগের আড্ডা নয় হারেম, আদৌ নরম ছিলেন না শাহাজাদী জেব উন্নিসাও, রীতিমত অস্ত্র শস্ত্রে প্রশিক্ষিত। তাঁর যুদ্ধে অংশ নেবার কথা বলা আছে কিন্তু যুদ্ধে নারীর কথা পুরুষ জয়গাথা লিখিয়ে তারিখকাররা লেখেনি অতএব জেব উন্নিসা বাদ পড়েছেন।

    মহালদার দেখল শাহাজাদীকে, বলশালী জেব উন্নিসাকে ভয় পাওয়ানো যাবে না। সে ছানভিন করছে হারেমে কে কে ঢুকেছে আর তাদের উদ্দেশ্যই বা কী। তার অধীন সমস্ত দারোগা - সুপারিন্টেন্ডেন্টদের ধরে পড়ল সে। দিনের সব খবর, কে এসেছে গেছে তা বাদশাহের কাছে লিখিত পাঠ করা হয়েছে। সেসব লিখিত জবান – মহিলা ওয়াকিয়ানবিশরা লিখেছে। সে সব খুঁজে তালিকা মিলিয়ে দেখা গেল, শাহাজাদী জেব উন্নিসাকে শাহাজাদা আকবর এই এই দিনে কিছু চিঠি পাঠিয়েছিলেন। সে চিঠি বাদশাহের কাছে পেশ করতে বাধ্য করা হচ্ছে জেব উন্নিসাকে, বাধ্য করছে মহালদার, বাধ্য করছে মোঘল হারেমের আঁটোসাঁটো কাঠামো। কী লেখা ছিল সেসব চিঠিতে, কী কী লেখা থাকতে পারে ?

    শাহাজাদা আকবর লিখছেন, '' আপনার যা সব তা আমারো বটে আর আমার যা অর্জন সব আপনারই জন্য।'' অন্য একটা চিঠিতে দেখা গেল লেখা আছে, " দৌলত আর সাগর মলের বরখাস্ত বা নিয়োগ আপনার ইচ্ছেতেই হবে। আমি আপনার সর্ব বিষয়ে সব আদেশকেই কোরান আর নবীর মহান ঐতিহ্যের মতো পবিত্র মনে করি আর যথাযথ ভাবে মেনে চলি।''

    ব্যাস, দুয়ে দুয়ে চার হয়ে, জেব উন্নিসা বিদ্রোহে আস্কারা দেবার অপরাধে কয়েদ হলেন সেলিমগড় কেল্লার কোন এক ঘুপচি কোনায়। যেখান থেকে বাইরে শাহাজাহানাবাদের কেল্লা এ মুবারক থেকে আলো দেখা যায় বটে কিন্তু শাহাজাহানাবাদের কলতান, তার শায়েরদের মেহফিলের শব্দ শোনা না মুমকিন। তাঁর বার্ষিক চার লাখ টাকা ভাতা বাজেয়াপ্ত হলো, সমস্ত সম্পত্তি ক্রোক করলেন আলমগীর।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন