এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কথা বলতেই হবে হবেই

    Eman Bhasha লেখকের গ্রাহক হোন
    ৩০ মার্চ ২০২৪ | ২৯৬ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • কোনও কোনও বন্ধু বলছেন, বলছেন, কিছু বিষয়ে নীরব থাকতে। উত্তর না দিতে।

    উত্তর না দিয়ে দিয়েই তো এই সর্বনাশ।
    রামায়ণ মহাভারতে মাংস ভক্ষণ আছে লিখলে ধর্মীয় অনুষ্ঠান মানেই প্রায় নিরামিষ প্রসঙ্গ আসতো না।
    রাম কী মাংস খেতেন তা লিখলে কোটি কোটি শিশু অন্তর বিষাক্ত হতো না।

    শিবাজির দেহরক্ষী মুসলিম মাদানি মেহতর।
    গোলন্দাজ বাহিনীর প্রধান মুসলিম।
    রাজস্বসচিব মুসলিম।

    এইসব লিখলে ৩৪ বছর ধরে,  তাহলে শিবাজিকে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার নায়ক বানানো সহজ হতো না‌।
    রাণা প্রতাপের সেনাপতির নাম আফগান মুসলিম হাকিম খান শূর জানালে প্রতাপকে হিন্দু নায়ক বানানো কঠিন হতো।

    বিষাক্ত বয়ান ও বাচনের মোকাবিলা না করা মানে তাকে পাকাপোক্ত করার কাজে সাহায্য করা।

    ক্ষমতার লড়াই ছিল, মধ্যযুগে।
    ধর্মের লড়াই নয়।
    ১৮৫৭-র মহাবিদ্রোহের পর হিন্দু মুসলমান ঐক্যে ফাটল ধরাতে হিন্দু মুসলমান ইতিহাসের অবতারণা অতি অসভ্য ব্রিটিশ সাম্রাজ্যের।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বকলম -এ অরিত্র | ৩০ মার্চ ২০২৪ ২০:৫৫529994
  • "কিছু বিষয়ে নীরব থাকতে"
     
    আমি এইরকমই কথা ভাটিয়ালিতে বলেছি বটে, ঠিক কী এবং কেন বলেছি ব্যাখ্যা করছি। অন্য কেউ বলে থাকলে একই কারণে বলছেন কি না বলতে পারবো না অবশ্য।
     
    পাঁচটি বিষয় উদাহরণ হিসেবে নিলাম। ১) হিন্দু মুসলমান (হিমু), ২) পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া (পপি), ৩) সিএএ (কা), ৪) নির্বাচনী বন্ড (নিব) ও ৫) চাকরি-বেকারত্ব (চাবে)।
     
    এবারে যারা বিজেপিকে সমর্থন করছে বা করে ফেলতে পারে তারা যে সবাই পাঁচটি বিষয়েই বিজেপিকে ঠিক মনে করছে তা নয়। তারা হিমু ও পপি বিষয়ে হয়তো (ধরে নিন এটাই ঠিক) বিজেপিকে ঠিক মনে করছে, কিন্তু অন্য তিনটি নিয়ে তারা খুশি নয়।
     
    এবারে সারা বছর আমরা প্রত্যেক নীতিগত জায়গায় বিজেপির বিরুদ্ধে সোচ্চার হবো, ছেড়ে দেওয়ার প্রশ্নই নেই, কারণ হিমু বা পপি বিষয়ে তাদের তৈরি ন্যারেটিভটা ঠিক নয়, ক্ষতিকর। আর সেটাই আমরা করেছি, আবার করবো।  কিন্তু তাহলেও অনেকে বোঝেননি, বা আদৌ মানেন না, তারা সব বুঝেই বিজেপিকে সমর্থন করেন।
     
    এবারে ভোটের মুখে এসে আমরা কি সেটা খুব একটা পাল্টাতে পারবো? আমার মনে হয় পারবো না। এখন তারা নতুন করে যুক্তি শুনে মত পাল্টাবেন তার সম্ভাবনা খুবই কম, বিশেষ করে হিমু বা পপি বিষয় গুলো এবং সেই সংক্রান্ত আলোচনা ও যুক্তি প্রতিযুক্তি  গুলো এতই পুরোনো যে এই ব্যাপারে বহু মানুষের স্থির বদ্ধ ধারণা আছে যা খুব বড় কোনো ঘটনা ছাড়া সাধারণ আলোচনায় পাল্টাবে না। 
     
    তাহলে এখন ভোটের মুখে আমরা কী চাইবো? আমরা চাইবো যে মানুষ এই কয়েকটা দিন সেই বিষয়গুলো মাথায় রাখুক যেগুলোতে তারা বুঝেছে বিজেপির রূপ এবং সেই ক্ষেত্রে বিজেপিকে পছন্দ করছে না। যেমন কা, নিব ও চাবে। চাইবো যে যেদিন ভোটের বুথের দিকে যাবে রাস্তায় যেন এই তিনটি বিষয় তাদের মাথায় ঘোরে। তাহলেই এই মুহূর্তে সবচেয়ে লাভ। তাহলে হতেও পারে তারা বিজেপির বোতামে চাপ দিলেন না নিজের ছেলে মেয়ের ভবিষ্যত ভেবে। চাইবো না যে তাদের মাথায় হিমু বা পপি ঢুকুক আর তাদের ভুল ধারণা ভুল দৃষ্টিভঙ্গি গুলো তাদের বিজেপির দিকে ঠেলে দিক। 
     
    ঠিক যেমন স্কুলে সারা বছর আমরা কোনো বিষয়ের প্রত্যেকটা চ্যাপ্টার পড়তাম, চেষ্টা করতাম, কারণ সবটাই ভালো করে জানা শেখা উচিত। কিন্তু পরীক্ষার আগের দিন আর নতুন বা যেগুলো অত ভালো বুঝিনি সেই চ্যাপ্টার গুলো বেশি পড়তাম না, বরং যেগুলো পড়েছি বুঝেছি সেগুলো যেন ভুল না করে আসি তার দিকে মন দিতাম। সেই রকম।
     
    ভোটের আগে স্ট্রাটেজি, সাধারণ নীতি নয়।
  • Eman Bhasha | ৩১ মার্চ ২০২৪ ১৪:৫২530058
  • ধন্যবাদ।
     
    অর্থনৈতিক বিষয় ও ভারতীয় রাজনীতি সমাজ পরিবেশন বিজ্ঞান চেতনা শিক্ষা স্বাস্থ্য সবকিছুর বিপর্যয় ঘটানো হয়েছে।
    তাকে থাকতে পুরানো দিন, ধর্ম কাশ্মীর পাকিস্তান হিন্দু মুসলমান প্রসঙ্গ তোলা হচ্ছে সন্দেহ নেই।
    তবু অর্থনৈতিক সমস্যার পাশাপাশি এগুলোর অল্প হলেও জবাব দিতে হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন