এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • প্রতিভা সরকারের লেখা রসিকার ছেলে নিয়ে দু-চার কথা : 

    taniya banerjee লেখকের গ্রাহক হোন
    ২০ মার্চ ২০২৪ | ৩১৩ বার পঠিত
  • প্রতিভা সরকারের লেখা পড়বার পরে কিছু লিখতে আমার ভীষনই সমস্যা হয়। প্রথমত আমি সে অর্থে রিভিউ লিখতে জানিনা, চেষ্টাও যথেষ্টই ত্রুটিপূর্ণ যে তাতে সন্দেহ নেই। তবে যে কথাগুলো মনের মধ্যে বুদবুদ করে ওঠে সেগুলো অক্ষর মালার সাহায্য নিয়ে প্রকাশের প্রয়াস চালাই, আর ঠিক এই কারনেই সমস্যার জন্ম।

    এই লেখিকার লেখা পড়ে কিছু লিখে ফেলার কিছুদিন পরে আমার নিজের আর সেই লেখার সাথে মনের ভাব মেলেনা, আসলে এসবের জন্য দায়ী ওনার কলমের ধার। একই লেখা ইচ্ছে করে কদিন পর পর আবার করে পড়ার আর প্রতিটি পঠন শেষেই আমার নতুন নতুন অনুভূতি হয়। রসিকার ছেলে প্রথম পড়ার পরে স্তম্ভিত এবং লজ্জিত হয়েছিলাম। যে দেশ চাঁদে আর মঙ্গল গ্রহতে লোক পাঠায় সেই দেশে এমনটাও হয়? আর লজ্জিত হয়েছিলাম মেট্রো শহরের বাইরে কত কম চিনি এই দেশকে সেটা অনুমান করে। ঐরকম নোংরা জল, মাগো ভাবলেই গা গুলিয়ে বমি পায় এক শ্রেণীর মানুষের গার্হস্হ্য চাহিদা মেটায়!! এ'কি বিশ্বাস হয়? আর কি নিখুঁত ভাবে ছবি এঁকেছেন লেখিকা সেই দূষিত ঝর্ণার। এর পরে আবার করে যখন পড়লাম তখন রসিকাকে দেখে অবাক হলাম, ঐ রকম পরিবেশের একটা মেয়ে, যে কিনা কত অল্প বয়সে মা বাবা হারিয়ে ঠাকুমার সাথে ভাগ্যর ফেরে ঝুপড়িতে থাকছিল সে'ও কবিতা লেখে কেমন করে? যে মেয়েটা মা হবার মূহুর্ত খোলা আকাশের নীচে কি ভীষণ ভয়ানক পরিস্হিতির ভিতর একলা ভয়ে আতঙ্কে কাটিয়েছিল সে কেমন করে তার সেই নাড়ি ছেঁড়া ধনের অমন বিয়োগান্তক ঘটনার পরেও শোকে পাথর না হয়ে আহত বাঘিনীর মতন হয়ে যেতে পারে সেই ভেবে। আর তারপরে নিজেও একজন মা হয়ে সেই পেছনের সারির লাল চেয়ারে বসা ছেলেটার জন্য চোখ ভিজিয়ে ফেলেছিলাম। আর সব শেষে ধিক্কার দিয়েছি নিজেকে, অমন নোংরামি চলে যে শিক্ষা প্রতিষ্ঠানের চমকদার নামের নীচে সেখানেই নিজের সন্তানের চান্স পাবার খবরে কেমন গর্বিত হই সে কথা ভেবে। অজান্তেই বুক কেঁপে উঠেছে ভেবে আচ্ছা এই যে সব হচ্ছে কোথাও আমিও কি তবে এর নীরব অংশীদার, তবে আমার বাছার গায়ে কোনো পাপের ছায়া পড়বে না তো?

    'রসিকার ছেলে' পাঠককে যে আয়নার সামনে দাঁড়াতে বাধ্য করেছে তা'ও মেকআপ বিহীন চেহারাতে। এমনই লেখনীর তেজ প্রতিভা সরকারের। কতখানি তীব্র কলম হলে পাঠকের মনে এমন নানান মিশ্র অনুভূতির স্রোত চলে তা যারা প্রতিভা সরকারের পাঠক তারাই জানেন। এমন সব লেখনীকে কি নেহাতই শৌখিন সাহিত্য বলা চলে? এ যে সমাজ-সংসারের জীবন্ত নগ্ন দলিল।আমার মতন নগন্য পাঠকের অন্তত এমনটাই স্হির বিশ্বাস। এসবের সাথেই কিন্ত রয়েছে দক্ষিণ ভারতের প্রত্যন্ত গ্রামীণ প্রকৃতির অপরূপ বর্ণন। যে রাতে রসিকা মা হলো সেই রাতের তারায় ভরা আকাশের কি অদ্ভুত সুন্দর ছবি যে এঁকেছেন পাঠিকা, কিম্বা যে জঙ্গুলে পথ হেঁটে রসিকার বাবা চলাফেরা করতেন। সবকিছুই যেন পড়তে পড়তে ছবির মতন চোখের সামনে দেখা যায়।

    লেখাটি হ্যাঁ 'লেখা'ই বলছি সজাগ ভাবে; উপন্যাস বলে একে সাজানো গল্পের তকমা দিতে ঠিক আমার মন সায় দিচ্ছেনা। আবার একথা ঠিক যে এ লেখা সামাজিক পরিসংখ্যানের নীরস দলিল মাত্র নয়। স্বীকার করছি, একে বিশেষিত করবার মতন সঠিক নামকরণ করা আমার অসাধ্য...... সে যাইহোক, রসিকা আর তার ছেলে এবং পারিবার পরিপার্শ্ব সম্বন্ধে আমার প্রথম পরিচিত ঘটেছিলো শারদীয়া পত্রিকার পাতাতে। এরপর নন্দন বইমেলাতে গুরুচন্ডালীর ঘরে উঁকি দিয়েছিলাম রসিকার ছেলের ভূমিষ্ট হবার মূহুর্তেই। পরম মমতাতে হাত বুলিয়েছিলাম, গন্ধ নিয়েছিলাম প্রাণ ভরে আর রসিকার মতনই আপনমনে ফিসফিস করে বলেছিলাম এ বই সংগ্রহ করে বারে বারে পড়তে হয় নিজেকে চারপাশের মেকি পরিবেশেও অপরিবর্তিত রাখার জন্য। এমন বই-ই পারে পাঠককে সচেতন রাখতে, সদা সজাগ রাখতে, সতেজ রাখতে দূষিত সমাজনীতির মাঝে।

    সেদিন যখন রসিকার ছেলের জন্ম মূহুর্তে গুরুর ঘরে উপস্থিত হয়েছিলাম তখন প্রতিভা সরকারের 'ফরিশতা ও মেয়েরা' বইটি'ও সংগ্রহ করেছি। আসলে গুরুর বইয়ের দাম কিন্ত বেশ লঘু তাই লোভ সামলানো মুশকিল। সে বই এখনও পড়া শেষ হয়নি। পড়ার পরে আবার করে নানান রকম অনুভূতির যে দোলাচল ঘটবে লেখিকার কলমের যাদুতে, সে কথা বন্ধুদের শোনাবার ইচ্ছে রইল যদি গুরু অনুমোদন করে।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Prativa Sarker | ২০ মার্চ ২০২৪ ১৮:৩৩529610
  • ধন্যবাদ জানাই তানিয়া ব্যানার্জিকে। রসিকার ছেলে তাকে এমনভাবে ভাবিয়েছে, এটা জানতে পারা আমার পক্ষে খুব আনন্দের। 
  • Suparna Bhattacherjee | 223.223.***.*** | ২১ মার্চ ২০২৪ ১১:১১529632
  • প্রতিভা সরকারের কলম তানিয়া ব্যানার্জীর মত আমাকেও বিভিন্ন শ্রেণীর মানুষের সামনে দাঁড় করিয়ে দেয়। এক নগ্ন,বাস্তব,হাটখোলা যাপনের সঙ্গে পরিচিত হতে হতে ভাবি আমরা কেমন করে অন্ধ হয়ে থাকি। 
    তানিয়া,এতো সুন্দর প্রতিবেদন খুব কম পড়েছি। যে প্রতিবেদন গল্পটি পড়ার জন্য আকুল করে তোলে,সেই সত্য প্রতিবেদন। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন