এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান 

    Antareep Mandal লেখকের গ্রাহক হোন
    ০৭ জুলাই ২০২৩ | ৪৬০ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • সত্তরের দশকে ভারতবর্ষে কেউ যদি চীনের চেয়ারম্যানকে নিজের চেয়ারম্যান বলত, তবে অবধারিতভাবে ধরে নেওয়া যেত যে সে অতিবামপন্থী কোন রাজনীতির সমর্থক। বর্তমান ভারতবর্ষে কেউ যদি চীনে নিজের স্বর্গস্থাপন করে, আপনি অবধারিতভাবে ধরে নিতে পারেন যে সে অতিদক্ষিণপন্থী কোন রাজনীতির সমর্থক। একইসঙ্গে আবার এই পরোক্ত গোষ্ঠী পূর্বোক্ত গোষ্ঠীকে সত্তরের দশকে চীনকে সমর্থন করার জন্য দেশদ্রোহী বলে আখ্যা দেয়। এখানেই ইতিহাস ভূগোল সব গুলিয়ে যায়। সেদিন চীনের চেয়ারম্যান ভারতের চেয়ারম্যান হলেই তো তাহলে চৈনিক স্বর্গরাজ্য আজ ভারতেও প্রতিষ্ঠিত হত। জেনে হোক না জেনে হোক, সেদিনের নক্সালরা তো তাহলে ভুল কিছু করেনি, বরং দেশের ভালোই চেয়েছিল। সব দেখেশুনে কবি তাই স্মিতহাস্যে কেবল ক'ন, "সেই যদি নথ খসালি..."

    তাতে অবশ্য অতিদক্ষিণপন্থীরা দ্বিগুণ রেগে গিয়ে বলে যে না তখন চীন মাওবাদী ছিল, গরীব ছিল, খেতে পেত না, চাষবাস করত, ঝাঁ-চকচকে শহর টহর বানাতো না, কুল গ্যাজেট-ট্যাজেট বানাতো না। তাই তখন যারা চীনের চেয়ারম্যানকে নিজের চেয়ারম্যান বলত তারা সব দেশদ্রোহী। এখন দেখ চীন কত উন্নতি করেছে। তাই এখন যারা চীনের নামে অজ্ঞান তারাই সাচ্চা দেশপ্রেমী।

    এ কেমন ছেলেভুলানো কথা! একনায়কতন্ত্রে অমন নিজের ইচ্ছামতো গাছেরও খাবো তলারও কুড়োব...অমন হয় নাকি! মানে চীনের চেয়ারম্যান আমার মনের মত কাজ করলে আমার চেয়ারম্যান, আর না করলেই তাকে গলাধাক্কা দিয়ে বার করে দাও! ইয়ে স্যার, ওটাকেই গণতন্ত্র বলে। নিজের পার্টির একনায়কতন্ত্র তো সকলেই চায়। নিজের বিরুদ্ধপার্টির একনায়কতন্ত্র তো কাউকে কখনো চাইতে দেখিনি। তখন সকলেরই গণতন্ত্রের কথা মনে পড়ে। কিন্তু এই যে 'এটা নয় ওটা' বা 'ওটা নয় এটা'...এই ধরণের ব্যক্তিগত মতামত জিনিসটাই তো একনায়কতন্ত্রে চলে না। ওভাবে কাঁটা বেছে যদি খাওয়া যেত, তাহলে তো কোথাও আর গণতন্ত্র থাকত না, সব একনায়কতন্ত্র হয়ে যেত। 'Enlightened Despotism'-এ Despot-টি যে সবসময় Enlightened-ই হবেন এটা গ্যারান্টি করা গেল না বলেই তো গণতন্ত্রের মত এরকম গোলমেলে একটা জিনিসের অবতারণা করা।

    একটা জিনিস গড়তে যা সময় লাগে, ভাঙতে লাগে তার অতি ক্ষুদ্র একটি ভগ্নাংশ। পরপর খানদশেক এরকম Enlightened despot কয়েক শতাব্দী ধরে যা গড়েন, তা সব গুঁড়িয়ে একাকার করে দেওয়ার জন্য মাত্র একখানি Unenlightened despot-ই যথেষ্ট। এবং চীনারা সেটা বিলকুল জানে কারণ তাদের দীর্ঘ ইতিহাসে এটা অজস্রবার ঘটেছে। রাষ্ট্রবিজ্ঞানীদের চর্চায় এর একটা পোষাকি নামও আছে: "Bad emperor problem". কিন্তু সমস্যাটার কথা সকলে জানলেও, সমাধান এর কারো কাছেই কিছু নেই। এই সমাধান একটা আবিষ্কার হলেই, বিশ্বাস করুন, এই গোলমেলে গণতন্ত্র আর কোথাও টিকবে না। চৈনিক স্বর্গরাজ্য সর্বত্রই প্রতিষ্ঠিত হবে। শী জিনপিংয়ের মধ্যে ইতিমধ্যেই অনেকে মাওয়ের ছায়া দেখতে পাচ্ছেন। কিন্তু তা যদি নাও হয়, আরেকটা মাও যে কোনদিন চীনের মসনদে বসবে না, এইটে কোনক্রমে গ্যারান্টি করা গেলেই চীনের চেয়ারম্যান আমারও চেয়ারম্যান। সেটা যদ্দিন না হচ্ছে, তদ্দিন এই ভাঙাচোরা গণতন্ত্রটাকেই তালিতাপ্পা দিয়ে যদ্দূর নিয়ে যাওয়া যায় তদ্দূরই নাহয় চলুক।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন