এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা  সমাজ

  • একটি খবর ও কিছু কথা

    দীপ
    আলোচনা | সমাজ | ০৩ সেপ্টেম্বর ২০২২ | ২৫৭৭ বার পঠিত
  • সংবাদসূত্রে প্রকাশ, ৩১ সপ্তাহের গর্ভবতী ভারতীয় পর্যটকের মৃত্যুতে পদত্যাগ করলেন পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রী। ঐ ভারতীয় তরুণী পর্তুগালে বেড়াতে এসে অসুস্থ হয়ে পড়েন, চিকিৎসা অব্যবস্থায় তাঁর মৃত্যু হয়। এতে স্থানীয় মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়, শেষপর্যন্ত এই জনরোষ প্রশমিত করতে পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেন।

    পর্তুগালের নাগরিকদের অসংখ্য ধন্যবাদ। ঐ মহিলা তাঁদের দেশের নাগরিক নন, শুধু বেড়াতে গেছিলেন। তাসত্ত্বেও তাঁরা ঐ অসহায় তরুণীর পাশে দাঁড়িয়েছেন, চিকিৎসা অব্যবস্থার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করেছেন। মনে করিয়ে দিয়েছেন, মন্ত্রী ও অন্যান্য নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব সাধারণ মানুষের নিরাপত্তা বিধান। সেই দায়িত্বপালনে ব্যর্থ হলে নাগরিকদের কাছে তাঁকে উত্তর দিতে হবে! গণতান্ত্রিক কাঠামোয় জনপ্রতিনিধিকে সেই প্রশ্ন করার অধিকার আছে, আর সেই প্রশ্নের উত্তর দিতে তিনি বাধ্য। গণতন্ত্রে শাসকের ঔদ্ধত্যের কোনো স্থান নেই, পর্তুগালের জনসাধারণ পর্তুগাল সরকারকে এই সত্য মনে করিয়ে দিয়েছেন।

    কিছু গুণ না থাকলে কোনো ব্যক্তি বা জাতি কখনো‌ উঠতে পারে না!

    আর আমাদের দেশে? কৈফিয়ৎ দেওয়া তো দূরস্থান, পরিবর্তে সাধারণ মানুষের ন্যায়সঙ্গত প্রশ্ন ও আন্দোলনকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। শাসকগোষ্ঠী প্রতিমুহূর্তে বুঝিয়ে দেন তাঁরা বিশেষ শ্রেণীর অন্তর্ভুক্ত; তাঁদের কোনো প্রশ্ন করার অধিকার সাধারণ মানুষের নেই। তাই সাধারণ মানুষ প্রশ্ন করলে তাঁরা কখনো তাচ্ছিল্য প্রদর্শন করেন, কখনো ঔদ্ধত্যপূর্ণ প্রত্যুত্তরে মনে করিয়ে দেন তাঁরা সমালোচনার উর্ধ্বে! আর রাষ্ট্রশক্তি ও প্রশাসনকে ব্যবহার করে সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনকে বিনাশ করতে সচেষ্ট হন!

    তাই স্বাধীন ভারত নিয়ে আলোচনা করতে গিয়ে দেখি আমাদের দেশে খাদ্য আন্দোলনের মিছিলে পুলিশ লাঠি চালিয়ে মানুষ মারে, সাতের দশকে সিদ্ধার্থ ও রুণু সন্ত্রাসের রাজত্ব চালায়, শিলাদিত্য-অম্বিকেশ মিথ্যা মামলায় গ্রেফতার হন, আনিস খানকে খুন করা হয়। জরুরি অবস্থা জারী করে গণতান্ত্রিক আন্দোলনের পথ অবরুদ্ধ করা হয়। শিখদাঙ্গা, গুজরাট দাঙ্গায় হাজার মানুষের মৃত্যু হয়; কারো কোনো শাস্তি হয় না!

    টেট, এস‌এসসি, সিএসসি, মাদ্রাসা - সব নিয়োগ নিয়ে একের পর এক দু্র্নীতির অভিযোগ ওঠে! লক্ষ লক্ষ পদ শূন্য পড়ে থাকলেও বছরের পর বছর ধরে কোনো নিয়োগ হয় না! প্যানেলে নাম থাকা সত্ত্বেও কোনো রহস্যময় কারণে শিক্ষকনিয়োগ স্থগিত হয়ে যায়! আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর পুলিশ লেলিয়ে দেওয়া হয়! আর অদ্ভুতভাবে প্রভাবশালী নেতানেত্রীদের সন্তান ও ঘনিষ্ঠ ব্যক্তিদের চাকরি হয়ে যায়! পার্শ্বশিক্ষকেরা তাদের ন্যায়সঙ্গত দাবী জানাতে গেলে তাদের উপর পুলিশ ঝাঁপিয়ে পড়ে! মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়, কোনো উৎস জানা জায় না! নেতার দেহরক্ষীর সম্পত্তি একশো কোটি ছাড়িয়ে যায়! সাধারণ মানুষ হাসপাতালে চিকিৎসা পায় না, রোগী বেডের অভাবে মাটিতে শোয়, হাসপাতালে দালালরাজ চলে; আর দাগী রাজনৈতিক অপরাধী ও দুর্নীতিগ্রস্ত মন্ত্রীকে বাঁচানোর জন্য সরকারী হাসপাতালে দামী কেবিন সাজিয়ে রাখা হয়!

    আর বামপন্থীরা(!!!) তো আরো চমৎকার! মুখে আদর্শের বুলি আউড়ে তাঁরা এক‌ইভাবে ঔদ্ধত্য প্রদর্শন করতে থাকেন! স্বয়ং মুখ্যমন্ত্রী গণতান্ত্রিক আদর্শ বিস্মৃত হয়ে বলে ওঠেন, "They have been paid back by their own coin!" মরিচঝাঁপি, সিঙ্গুর-নন্দীগ্রাম তাঁদের আমলেই ঘটে, থানা থেকে ভিখারি পাসোয়ান নিখোঁজ হয়ে যায়! তসলিমার ব‌ই নিষিদ্ধ করা হয়, তসলিমাকে রাজ্য থেকে তাড়ানো হয়! মহাবিপ্লবী মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রসূন মুখার্জী ও বিনীত গোয়েল নামক দুই পোষ্য সারমেয় তসলিমার বাড়িতে গিয়ে তাঁকে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাবার হুমকি দেন!

    কারো কোনো শাস্তি হয়না, সবাই বহাল তবিয়তে থাকে!

    চোপ, গণতন্ত্র চলছে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:c1b7:64d0:3f79:***:*** | ০৩ সেপ্টেম্বর ২০২২ ১৯:২৮738362
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:c1b7:64d0:3f79:***:*** | ০৩ সেপ্টেম্বর ২০২২ ১৯:২৮738363
  • কারো কোন শাস্তি হয় না।
  • ar | 108.26.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২২ ২১:১১738364
  • Narendra Modi 'allowed' Gujarat 2002 anti-Muslim riots

    https://www.bbc.com/news/world-south-asia-13170914

    But its June 24 judgment dismissing Zakia Jafri’s appeal against the court-appointed Special Investigation Team’s exoneration of Narendra Modi from his share of the responsibility – as chief minister – for the 2002 Gujarat riots, and therefore of responsibility for her husband and their relatives’ death in the Gulberg society massacre, is the most questionable of them all.
    https://thewire.in/government/modi-zakia-jafri-command-responsibility
    ""কারো কোনো শাস্তি হয়না, সবাই বহাল তবিয়তে থাকে!
    চোপ, গণতন্ত্র চলছে!"""
    laugh
  • b | 2a0b:f4c2:1::***:*** | ০৪ সেপ্টেম্বর ২০২২ ০০:২১738368
  • খাঁটি কথা, দীপ। মরিচঝাঁপি থেকে গুজরাট সেই ট্র্যাডিশন সমানে চলছে।
     
    কারো কোনো শাস্তি হয়না, সবাই বহাল তবিয়তে থাকে!
    চোপ, গণতন্ত্র চলছে!
     
    অমোঘ সত্য।
  • -:) | 2405:8100:8000:5ca1::c6:***:*** | ০৪ সেপ্টেম্বর ২০২২ ১০:০৯738369
  • বিশ্বরঞ্জন পান্তুয়া বি সেজে এয়েচে  বিজি?
  • দীপ | 2402:3a80:1cd7:2fca:d8b1:c758:2f12:***:*** | ০৮ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪৪738375
  • *সেই ট্র্যাডিশন!!!*    
     
     _সুকান্ত লাহা।_ 
    ----------------------------
     
    জেরুজালেমে ঘোড়ার আস্তাবলে 
    যীশুর জন্মাতে তখনও 
    তিনশো চুরাশি বছর দেরি ;
    জন্ম নিলেন এ্যারিস্টটল! 
     
    শুধু গ্রীস নয়
    সারা বিশ্ব নড়েচড়ে উঠলো 
    মানুষটার কথাবার্তায়!
    গ্রীক বীর আলেকজান্ডারকে 
    টিউশন পড়িয়ে ফেরার পথে 
    গার্জেনদের জটলায় দাঁড়িয়ে  
    বললেন, 
    "শিক্ষার শেকড়ের স্বাদ তেতো হলেও ফল মিষ্টি" ;
    এতগুলো বছর পরে
    মানুষটা নেই, 
    রয়ে গেছে কথাগুলো 
    আগুনের মতো সত্যি হয়ে! 
     
    তারও আগে
    এথেন্স একাডেমির বারান্দায় দাঁড়িয়ে 
    সোচ্চার কন্ঠে 
    বলে গেলেন প্লেটো, 
    "রাজনীতিতে অংশগ্রহণে অনীহার 
    অন্যতম শাস্তি হলো 
    নিজের চেয়ে নিকৃষ্টদের দ্বারা শাসিত হওয়া!"
    মিথ্যে নয়! 
    মিথ্যে নয় কথাগুলো! 
     
    দুহাজার ছশো বছর আগেই বোধহয় 
    মানুষটা জানতেন 
    এমএলএম এমপি হয়ে 
    বিধানসভা কিংবা পার্লামেন্টে পৌঁছাতে গেলে 
    এমএ এমএসসি পিএইচডি 
    অথবা 
    মিনিমাম কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই 
    বরং 
    এমএ এমএসসি পিএইচডি'রাই 
    নন ম্যাট্রিক এমএলএম এমপি'দের পিছনে
    হাত কচলাতে কচলাতে 
    স্যার স্যার করে ঘুরবে! 
     
    তার চেয়েও বহু আগে 
    পৃথিবীতে যীশু আসার 
    চারশো সাতাশ বছর আগে 
    হেমলক ভর্তি কাপে
    নিশ্চিন্তে চুমুক দিতে দিতে 
    প্লেটোর মাস্টারমশায় সক্রেটিস বলে গেলেন, 
    "এমন একটা সময় আসবে 
    যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে 
    অনুশোচনা করবে, 
    মুর্খরা তাদের মুর্খতার জন্য 
    গর্ব করবে, 
    আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতির জন্য 
    উল্লাস করবে!"
     
    সক্রেটিস থেকে শুরু করে 
    প্লেটো এ্যারিস্টটল হয়ে 
    জিওর্দানো ব্রুনো কোপারনিকাস গ্যালিলিও ---
    রাষ্ট্রযন্ত্রের নির্লজ্জতার 
    ধারাবাহিক ইতিহাস ;
    সত্যের কন্ঠরুদ্ধ করার ট্র্যাডিশনাল বর্বরতা ;
    যার লেটেস্ট বাংলা ভার্সন :
    "মাস্টারমশাই, আপনি কিছুই দেখেননি!"
     
    পৃথিবীর মোস্ট সিনিয়র মাস্টারমশাই
    সবকিছু দেখেশুনে
    মৃত্যু নিশ্চিত জেনেও
    হাসতে হাসতে তুলে নিলেন
    এ কাপ ফুল অফ হেমলক ;
    দাউদাউ আগুনে 
    পুড়ে গেলেন জিওর্দানো ;
    নিশ্ছিদ্র খুপরিতে 
    মস্তিষ্ক অবশ হয়ে আসার শেষ মূহুর্ত পর্যন্ত 
    গ্যালিলিও উচ্চারণ করে গেলেন, 
    ইট মুভস্ 
    ঘুরছে, ঘুরছে, পৃথিবী ঘুরছে! 
     
    হ্যাঁ! ঘুরছে! 
    পৃথিবী ঘুরছে!
    আজও ঘুরেই চলেছে
    ঘুরবেও অনন্তকাল ---
    এটা বিলাসিতা নয়, বিজ্ঞান ;
    আর মাস্টারমশাইও সবকিছু দেখছেন, এটা বিশ্বাস!
  • দীপ | 2402:3a80:1cd7:2fca:d8b1:c758:2f12:***:*** | ০৮ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪৫738376
  • ফেসবুকে প্রাপ্ত কবিতাটি সবার সঙ্গে ভাগ করে নিলাম। আশা করি ভালো লাগবে।
  • দীপ | 42.***.*** | ১৮ এপ্রিল ২০২৩ ২৩:৪১740012
  • দীপ | 42.***.*** | ১৮ এপ্রিল ২০২৩ ২৩:৪৬740013
  • গত দুবছরে পুলিশ কাস্টডিতে মৃত্যুর খতিয়ান। সবার প্রথমে উত্তরপ্রদেশ, তারপর‌ই পশ্চিমবঙ্গ।
    স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, কিভাবে প্রত্যেকটি রাজনৈতিক দল পুলিশ প্রশাসনকে ব্যবহার করেছে।
    এটা মাত্র গত দুই বছরের রিপোর্ট। পঁচাত্তর বছরের হিসাব নিলে সংখ্যাটা কোথায় দাঁড়াবে ভাবলেও আঁতকে উঠতে হয়! 
    এরপর‌ও রাজনৈতিক দলগুলোর পোষ্য স্তাবকেরা  তাদের নেতা ও দলের উদ্দেশ্যে সাফাই গাইতে আসে!
  • দীপ | 42.***.*** | ১৮ আগস্ট ২০২৩ ২২:০৫740618
  • রেহানা বললেন “আমি আগেও বলেছি, আবার বলছি – আমার লড়াই শুধু ফয়জানের জন্যে নয়। যত ছেলেমেয়ে হোস্টেলে থেকে পড়াশোনা করে, এই লড়াই তাদের সবার বাবা-মায়ের জন্যে। আমরা এই প্রতিষ্ঠানগুলোকে বিশ্বাস করে তাদের হাতে আমাদের ছেলেমেয়েদের ছেড়ে দিয়ে যাই। অথচ তাদের যত্ন নেওয়ার বদলে কখনো কখনো আমাদের হাতে তার নির্জীব দেহটা ফেরত দেওয়া হয়। এ জিনিস বন্ধ করতেই হবে। আশা করি আদালতও তাই বলবে।”
  • দীপ | 2402:3a80:1989:6f8:578:5634:1232:***:*** | ১১ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫২743667
  • ফেসবুক থেকে প্রাপ্ত -

    আবারও পুলিশি হেফাজতে ভয়াবহ পুলিশি নির্যাতন। এবার ঘটনাস্থল কেরালার পালাক্কড়। এক আরএসএস কর্মীকে শারীরিক ভাবে হেনস্থা করার একটি মামলায় গত ২৪ আগস্ট সন্ধ্যাবেলা পালাক্কড় উত্তর থানার পুলিশ আব্দুর রহমান(১৮) এবং বিলাল(২০) নামের দুই ভাইকে থানায় তুলে নিয়ে যায়। ধৃতদের আইনজীবী রশিদ জানিয়েছেন- সাব ইন্সপেক্টর সুদীশ কুমার যখন যখন পুলিশের টিম নিয়ে এসে বাড়িতে ঢোকে; তখন বাড়িতে একজনও পুরুষ সদস্য ছিলেন না। ছোটো বোন তাদের বাবাকে ফোন করতে চাইলে তাকেও 'তুলে নেওয়ার' হুমকি দেওয়া হয়। পরে পরিবারের লোকজন সব জানতে পেরে থানায় ফোন করলে পুলিশ আব্দুর এবং বিলালকে পুলিশি হেফাজতে রাখা হয়নি বলে দাবী করে।
    এরপর কী ঘটে? আব্দুর রহমান সংবাদমাধ্যমের সামনে যা বলেছেন তা ভয়াবহ। আব্দুর রহমান জানিয়েছেন যে দশ জন পুলিশকর্মী দুই ভাইয়ের পায়ে মারতে শুরু করে। দড়ি দিয়ে বেঁধে মারা হয়। তাদের থাইয়ের ওপর দাঁড়িয়ে তাদের মাথায় মারা হয়। এরপর দুজন পুলিশকর্মী  তাদের বুকের ওপর বসে পড়ে এবং বাকি পুলিশকর্মীরা লাইটার দিয়ে তাদের যৌনাঙ্গ জ্বালিয়ে দেয়। একই সঙ্গে যৌনাঙ্গে পিপার স্প্রে দেওয়া হয়। এই কাণ্ড ঘটানোর সময়ে এসআই সুদীশ কুমার বলে- এখন তোরা আর কোনও মুসলিমের জন্ম দিতে পারবি না। আব্দুর রহমানের এক বন্ধু এই সমস্ত ঘটনা সবিস্তারে ব্যাখ্যা করে একটি ভিডিও বানায়। সেই বন্ধুকে প্রথমে ভয় দেখানো হয় এবং তারপর "মিথ্যা খবর" ছড়ানোর অভিযোগে আইপিসি-র ১৫৩(এ) ধারায় এফআইআর করা হয়। দুই যুবকের মা কেরালার মুখ্যমন্ত্রী, ডিজিপি এবং জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ জানিয়েছেন।
    সম্প্রতি পুলিশি অত্যাচারে জর্জ ফ্লয়েডের মৃত্যুতে উত্তাল হয়েছে গোটা বিশ্ব। তারপরেও পুলিশি হেফাজতে নির্যাতন থামার লক্ষণ নেই। কদিন আগে তামিলনাড়ুতে ভয়াবহ পুলিশি অত্যাচারে বাবা ছেলে; জয়রাজ এবং বেনিক্স একসঙ্গে মারা যান। কয়েকদিন আগে খোদ প্রধানমন্ত্রী পুলিশকর্মীদের নিয়ে একটি মিটিং করতে গিয়ে পুলিশকে "সিংহম" হতে বারণ করেছেন। অথচ এইরকম ঘটনা ঘটতেই থাকছে। একইসঙ্গে দেশে বেড়েই চলেছে পুলিশি এবং বিচারবিভাগীয় হেফাজতে মৃত্যুর সংখ্যা। 
    ১৯৯৭ সালে ডি.কে.বসু বনাম পশ্চিমবঙ্গ রাজ্য মামলায় সুপ্রিম কোর্ট পুলিশকে একটি নির্দেশিকা বেঁধে দেয়। যা পরে সিআরপিসি অর্থাৎ কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের অন্তর্ভুক্ত হয়। কিন্তু বারবার অভিযোগ ওঠে যে পুলিশ সেই নির্দেশিকা মেনে চলছে না। ওই নির্দেশিকা মোতাবেক কাউকে গ্রেপ্তারের সময়ে পুলিশ একজন নিরপেক্ষ সাক্ষীকে তারিখ, সময় সবকিছু পরিষ্কার করে লিখে একটি মেমো দেবে। তার নীচে যাকে গ্রেফতার করা হচ্ছে তিনি স্বাক্ষর করবেন। যিনি গ্রেপ্তার হচ্ছেন; তাঁর নিকটতম আত্মীয়কে গ্রেপ্তারের খবর এবং গ্রেপ্তারের স্থান অবশ্যই জানাতে হবে। গ্রেপ্তারের পরে থানায় নিয়ে এসে ওই ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। আগে থেকে কোনও আঘাত লেগে থাকলে সেগুলি ডাক্তারের কাছে নথিভুক্ত থাকবে। তা বাদে সমস্ত শারীরিক অত্যাচারকেই পুলিশি নির্যাতন হিসাবে ধরা হবে। কাউকে গ্রেপ্তার করার ২৪ ঘন্টার মধ্যে তাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। বহু সময়েই এই নিয়মাবলী মানা হয় না।
    ২০০৬ সালে প্রকাশ সিং বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলার রায়ে সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে স্পষ্ট এবং বিশদ নির্দেশিকা দিয়ে প্রতিটি রাজ্যে পুলিশি নির্য়াতনের বিরুদ্ধে অভিযোগ জানানো এবং তদন্ত করার জন্য কমিশন গঠনের নির্দেশ দেয়। পুলিশি নির্যাতন রুখতে আরও নানাবিধ পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়। কিন্তু বহু রাজ্য আজও সেই কমিশন তৈরি করেনি। অসংখ্য ঘটনায় দেখা যায় পুলিশ আইন মেনে চলছে না। দেশের অধিকাংশ মানুষ যেহেতু তাঁদের প্রাপ্য আইনি অধিকারের বিষয়ে জানেন না; ফলে এই কাজ অবাধে হয়েও চলেছে। একইসঙ্গে দোসর হয়েছে বলিউড সিনেমা। পুলিশকে "জাজ, জুরি, এক্সিকিউশনার" হিসাবে দেখানো হয় মুহুর্মুহু। পুলিশি হেফাজতে নির্যাতনের মত চূড়ান্ত বেআইনি বিষয়কেও "হিরোইক" করে দেখানো হয়। যৌনদৃশ্য নিয়ে সিবিএফসি-র যতটা মাথাব্যথা; তার এক শতাংশও এই বিষয়ে দেখা যায় না। অভিযুক্ত, অপরাধীর পার্থক্য ভুলিয়ে দেওয়া হয়। ভুলিয়ে দেওয়া হয় যে চরম অপরাধীরও মানবাধিকার থাকে। স্কুল স্তরের সিলেবাসে যদি আইন এবং সংবিধানের মূলগত বিষয়গুলোকে রেখে এবং নানাভাবে মানুষকে তাঁদের নূন্যতম আইনি অধিকারের বিষয়ে সচেতন করা যায়; এই অবস্থা অনেকটা পাল্টাতে বাধ্য।
    © Sabyasachi Mukherjee
  • দীপ | 42.***.*** | ১১ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫743668
  • চার বছর আগের কথা। আবার মনে করিয়ে দিলাম!
    সারা দেশ জুড়ে রাষ্ট্রশক্তি এইভাবে তাদের দমনপীড়ন চালায়। যদিও কারো কিছু হয়না! নির্লজ্জ নেতা ও প্রশাসন বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, ততোধিক নির্লজ্জ শাসকেরা এদের হয়ে সাফাই গাইতে আসে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন