এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • এক্স ইজিকাল্টু প্রেম দেখে সিজিদ্দা, সিনেমা ও স্যাটায়ার

    Archan Mukherjee লেখকের গ্রাহক হোন
    ৩০ জুলাই ২০২২ | ১৩১১ বার পঠিত | রেটিং ৪.৫ (২ জন)
  • এক্স ইজিকাল্টু প্রেম(X=Prem) দেখে যে যে ভাবের উদ্রেক হলো, তা নিম্নরূপ:-

    ১। সৃজিত মুখার্জি ওয়েডিং ফটোগ্রাফি করা শুরু করলে বেশি প্রেম পাবে, বেসিক ফ্রেম পাবে, বেশি ফেম পাবে। 
    ২। সাদাকালোর ওপরে হলুদ দিয়ে লিখে লিখে গোটা সিনেমাটা Aestheticism-এর যে লেভেলে উত্থিত হয়েছে, আমার ইন্সটাগ্রাম-ইনফ্লুয়েঞ্জা বান্ধবী আর ফেসবুকিয়ান ক্যালকাটাসরাস অনুপমের ফীডও অত জমকালো না।
    ৩। শুধুমাত্র খানকয়েক চুমু আর ফোরপ্লে দেখিয়ে সিনেমাটা A রেটেড হয়ে গিয়েছে বলেই বাঙালি আজও সেক্স টয় নামটুকু শুনেই উদ্ভাসিত, উচ্চকিত।
    ৪। সিনেমা শেষ হওয়ার পর সিনেমার কোনো গানই গুনগুন করতে পারছিনা, তাহলে আমারও কি "স্মৃতিরা গেছে পরবাস"?
    ৫। সিনেমা সাধারণত জীবনের প্রতিচ্ছবি। এটা বেসিকালি কোন জীবন? এত ছন্দময় তো হীরকরাজার দরবার বা "দাদার কীর্তি"র ছন্দবাণী ক্লাবও না। 
    ৬। ক্লাস ১০ এর মতো যদি প্রশ্ন আসে, "সিনেমাটির নামকরণের তাৎপর্য উল্লেখ ক'রো", আমি অনায়াসে সেই প্রশ্নে একটা রসগোল্লা পেয়ে যাবো। 
    ৭। ফেসবুক শেখায় এক্স ইজিকাল্টু কেউটে সাপ। অঙ্ক শেখায় এক্স ইজিকাল্টু এ-ব্রহ্মাণ্ডে-যা-কিছু। সৃজিতবাবু শেখায় এক্স ইজিকাল্টু এ-ব্রহ্মাণ্ডে-যা-কিছু-স্নিগ্ধ(প্রজাপতি-সূর্যমুখী ইমোজি)
    ৮। বুঝলাম, ভালো বাংলা বলতে গেলে ইঞ্জিরিটা জানা কমপালসারি। ফাকিউ বলাটা নেসেসারি। আর কবিতা পাওয়াটা লাক্সরি। 

    প্রসঙ্গত একটা অপ্রাসঙ্গিক কথা; যে দুজন নারী চিত্রিত হয়েছে সিনেমায়, তারা বেসিকালি একটা আস্ত রক্তনিশান। একজন নিজের উড-বি'র মর্নিং উডের কারণ হবে হবে আরেকজনের মাথাখারাপ করবে, আরেকজন শুধু (কী যেন) সদা-মা-ষষ্ঠীকে না sadomasochistic-এ বাঁচবে বলে ৩০ বছর ধরে বরের পুরোনো স্টক হাতড়াবে। 

    ৯। যেই মুহূর্তে মনে হলো, সিনেমাটা নায়িকার কোনো গোপন প্রেমিকা থাকতে পারবে না ধারণাটা দিয়ে LGBT-কে তুড়ি মারছে, অমনি আরেক সীনে দেখি নায়ক পাঁঠার বোনার, থুড়ি, বোনের রস শুষছে।(তবে এটাও হতে পারে যে সে তার স্ত্রীকে শেখাচ্ছিল।)
    ১০। সায়েন্স ফিকশান আছে যেহেতু, তাই এই সিনেমার একটা কমিক ভার্শান আসছে বছরের আনন্দমেলা পুজাবার্ষিকীতে চাই-ই চাই।

    দেখতে চাইলে দেখে ফেলুন, নইলে দিন ঘুম,
    কারণ কবি বলেছেন, ভালোবাসারই মরশুম।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হজবরল | 185.22.***.*** | ৩০ জুলাই ২০২২ ১৪:৩৫510573
  • x=prem, শেরদিল , সাবাশ মিঠু বক্স অফিসে এবং ক্রিটিক্যালি (!) ডাহা ফ্লপ করার পর সিজিদ্দা -' আমাকে আমার মত ডুবতে দাও , আমি বঙ্গভূষণ ত পেয়েই গিয়েচি' 
  • π | ৩০ জুলাই ২০২২ ২২:০৬510583
  • দাদার সিনেমা, সেই রাজকাহিনি থেকেই দেখার সাহস বিশেষ করিনা আর। দুঃঃসাহস হোক বা পাকচক্র, গুমনামী বাবা,  এক যে ছিল রাজা, শজাহান রিজেন্সি দেখে ফেলেও,  যাজ্ঞে।
     
    তবে, টুকটাক অংশ যা দেখেছি,  ৮ এ একদম ক ঃ)
     
    আর এটার তো গান নিয়ে অনেকে উলুতপ্লুত, সেগুলো শুনেছিলাম।  এই লেখকের সঙ্গে একমত। কোনটা আবার নিজে থেকে পছন্দের গান হিসেবে চালিয়ে শুনতে ইচ্ছে করবেনা। 
  • ঝর্না বিশ্বাস | ৩১ জুলাই ২০২২ ০৯:১২510608
  • দারুন লিখেছেন। সিনেমেটা দেখেই এত বেশি হিচকি  উঠছিল কী বলব। বাংলা রেসিপি তে ইংরেজি ককটেল দিয়ে যা হলো তা হজম করতে গিয়ে বেশ ভুগলাম
  • Sunetra Sadhu | ০১ আগস্ট ২০২২ ০৯:১৪510644
  • স্মৃতি লোপ পেয়ে প্রেমের অনুভূতি চলে যাওয়াটা জাস্ট নেওয়া যাচ্ছে না। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন