এইবার ওপেনিং ছেড়ে আমরা কিছু গোল্ডেন রুল শিখে নি। যেগুলো ফলো করলে আমাদের খেলা অনেকটাই বেটার হয়ে যাবে:
১. এই রুলের কথা আগেই বলা হয়েছে। e4,e5,d4,d5 এই চারটে হল দাবার বোর্ডের সবচেয়ে মাঝখানে র চারটে ঘর। এর অন্ততঃ একটা ঘর আপনার দখলে থাকা আবশ্যিক।একাধিক হলে আরো ভালো হয়
২. আগে ঘোড়া বার জরুন আক্রমণে পরে গজ। এটাও প্রমাণিত সত্য।
৩. ক্যাসলিং করুন যত দ্রুত সম্ভব। লেটেস্ট বাই ১০ মুভস।
৪. ক্যাসেল করার পরে রাজার সামনের বোড়ে গুলো অকারণে সরাবেন না এতে রাজার সামনের গার্ড রা সরে যায়।প্রতিপক্ষের রাজা কে আক্রমণ করা সহজ হয়ে যায়।
৬. কোন বোড়ে চালার সময় অনেক ভেবে চিন্তে চালুন।
কারণ বোড়ে পিছিয়ে আসতে পারে না
৭. শুরুতে একই ঘুঁটি দুবার চালবেন না এতে আপনার সামগ্রিক টেম্পো ব্যাহত হয়।
বিভিন্ন বিশ্বসেরা দের গোল্ডেন রুল অফ চেস
৮. ড: ইমানুয়েল লাসকার, যেকোন চাল দেবার আগে আরেক বার ভাবুন। হয়তো এর থেকেও ভালো কোন একটা চাল আছে।
৯. বটভিনিক বলেছেন দুটি পক্ষের অন্যান্য বল এবং বোড়ের সংখ্যা সমান হলে যার মন্ত্রী র দিকের বোড়ে র বেশী তার জয় সুনিশ্চিত।
১০. ববি ফিশার গোল্ডেন রুল অফ চেস :- যদি প্রতিপক্ষের কোন ঘুঁটি তোমার অর্ধে থাকে তাহলে প্রথমে তাকে বাঁধা দাও।তারপরে তাকে কেটে দাও। ফিশার বলেছেন আমার জীবনের ৭৫% ম্যাচ এই সহজ নিয়ম মেনে জিতেছি।
১১. ক্যাপাব্লাঙ্কা বলেছেন কোন এক মুহুর্তে কে কার থেকে এগিয়ে আছে বোঝার জন্যে দাবার বোর্ডের ওপর এক ওলক তাকান। যার বল এবং বোড়ে অন্য পক্ষে র মধ্যে বেশি সংখ্যা য় ঢুকে আছে। সেই এগিয়ে আছে।