এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • লেখায় চির তরুণ নবারুণ 

    Sankar Tutu Speaking লেখকের গ্রাহক হোন
    ২৩ জুন ২০২১ | ১৪৩৩ বার পঠিত
  • একটি ননসেন্স ও অ্যাবসার্ড লেখা।

    আপনাদের মনে পড়ে, সেই যে সেই জানলাটা খোলা ছিল না? যে জন্য মাছিটা বেরোতে পেরেছিল, সেই জানলাটা খোলাই ছিল। ঐ খোলা জানলাটুকু দিয়েই লোকে শুনতে পেল, কয়েকটা কণ্ঠস্বর একযোগে বলে চলেছে,

    ক্যাট ব্যাট ওয়াটার ডগ ফিশ
    ক্যাট ব্যাট ওয়াটার ডগ ফিশ
    ক্যাট ব্যাট ওয়াটার ডগ ফিশ

    এমনিতে ঐ ঘরে তালা দেওয়া ছিল এবং অনেকদিন অবধি কেউ ঢোকেনি। কিন্তু দেখা গেল ভেতরে জনকতক মিলে কি একটা গভীর, গোপন গুপ্ত (দেখছেন, আমি অনুপ্রাস জানি?) মিটিং করছে। মুণ্ডুগুলো জড়ো হয়েছে এক জায়গায়। বেশ বোঝা যাচ্ছে, এর মধ্যে একজন মেইন লোক আর বাকীরা সাব অর্ডিনেট কেননা বাকীরা ওকে গুরু বলে ডাকছে। এখানে প্রকাশ থাক যে মুণ্ডু মানে কিন্তু মাথা নয়, খুলি। সকলেই মৃত, অর্থাৎ কংকাল। বেশ বোঝা গেল “পরলোক রহস্য” কাজে লেগেছে এবং “মৃতের সহিত কথোপকথন” ইহাকেই বলে। তবে কিনা নিজেও মৃতদেহ হয়ে ওঠার পর।

    মিটিং-এর আলোচনার এজেন্ডা হল, তোষকের নীচে লুকোনো বিস্ফোরক কি ভূল সময়ে ব্যবহৃত? ওগুলো ফেটে গিয়ে বড়জোর শ্মশানের একটা দেয়াল ভেঙে দিয়েছিল। ওরা সকলেই একমত যে এ কাজ একটা সামান্য হিসি দিয়েও করা সম্ভব। বাঙালি লাইন দিয়ে পেচ্ছাপ করে অমন অনেক দেয়াল ফেলে দিয়েছে। তাতে রাষ্ট্রযন্ত্রের বিন্দুমাত্র হেলদোল হয় না। এভাবে বিস্ফোরণ আসলে বারুদ ও “মাল চার্জ করার” ওয়েস্টেজ। রাষ্ট্র নামক মালটাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিতে না পারলে কোন লাভ নেই।

    মরার এই সুবিধে হল স্থান কালে তুড়ি মেরে যে কোন টাইম পিরিয়ডে চলে যাওয়া যায়। এই ২০২১-এ এসে দেখে এ তো শালা ফ্যাসিবাদ তো একদম নাঙ্গা আর খুল্লমখুল্লা। এখন মনে হচ্ছে ভুল সময়ে “মাল চার্জ করা” হয়ে গেছে। ভালো করে ঘুমোলে যে সব ঠিকঠাক হয় না, সেটা যেমন ললিতকুমার আর শোভারানী জানতেন, আজ মিটিং-এ প্রধান খুলিটি বুঝল, শালা অন্তিমে ফ্লপ করে গেল। সে কেবলই ভাবতে লাগল, আজকের এই সময়ে যদি জন্মানো যেত আর চতুর্দিকে “মাল চার্জ করা” যেত, তবে কি রাষ্ট্র ভয়ের চোটে পেট্রলের দাম একটু কমাত? তাহলে কি পেট্রল দিয়ে আগুন নেভানো যেত? মাথা, থুড়ি, খুলি গুলিয়ে যাচ্ছে। মিটিং ক্যানসেল। চল্, আজকের মত ফুটে যাই।

    পরের দিন গলফ গ্রীনের একটা বাড়ির সামনে একটা চিরকুট পাওয়া গেল। একটা ছোট্ট চিঠিঃ

    নবারুণ বাবু,

    বড্ড ভুল সময়ে আমাকে জন্ম দিলেন। মেরেও ফেললেন। আর তো কিছু করার রইল না। আবার যে জন্মাবো, তারও উপায় নেই। আপনি নিজেও যে বড্ড অসময়ে চলে গেছেন। বিস্ফোরণটা আজ এই সময় দরকার ছিল।

    যাকগে, শুভ জন্মদিন স্যার।

    ইতি,

    হারবার্ট সরকার।
    ***********************************************

    প্রসঙ্গতঃ

    তা সে যতই অক্ষয়কুমার বড়াল লিখে যান যে,

    “বৃথা আসি, বৃথা যাই
    কিছুই উদ্দেশ্য নাই”

    তবু আমি রবীন্দ্রনাথেই ভরসা রেখে এই ফালতু আজেবাজে অর্থহীন যত বকবক এই গুরুর পাতায় আপনাদের কান, সরি চোখ ঝালাপালা করে দিতে পোস্টালুম। কেননা,

    জীবনের ধন কিছুই যাবে না ফেলা।

    আর তাই, এই ধন ধনধনাধন করে আপনাদের দেখাতে এলাম। আহ্, বুঝতে পারছেন না, আমিও যে এট্টু পড়াশুনো করি, নবারুণ পড়ে জাতে ওঠার চেষ্টা করছি, সেটা না দেখালে হয়? আমি যে চোখে চশমা আঁটা এক মহা পণ্ডিত, সেটা এট্টু দেখাতে হবে না? তাহলে কি দাঁড়াল? আপনাদের, মানে গন্যিমান্যিদের দলে আমাকে চেয়ার না দিন, নিদেন একটা টুল দেবেন না?
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন