জমা করুন।
আচ্ছা, একটু একটু দেখেশুনে নানা ভাংচুরের খবর ছড়াবেন। বিজেপির আইটি সেল ফেক নিউজ ছড়িয়ে দাঙ্গা বাঁধাতে চাইছে।
অর্ক লিখেছে, সুপরিকল্পিত ভাবে ফেক কন্টেন্ট ফ্যাক্টরির মাল বাজারে ছড়িয়ে দিয়ে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে। বন্ধুদের হাতজোড় করে অনুরোধ করি যে শুভবুদ্ধি দিয়ে সাম্প্রদায়িক শক্তিকে এই বাংলায় রুখে এসেছেন, সেই শক্তি ব্যবহার করেই অপতথ্য যাচাই করুন। স্ক্রিনশট, হোয়াটস অ্যাপ মেসেজ-এগুলি তথ্যের সঠিক সোর্স নয়।হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয় ব্যবহারই করা হয় মেরুকরণের রাজনীতিকে বৈধতা দেওয়ার জন্য। কোনও ছবি সত্যি না ফেক জানতে গুগল রিভার্স ইমেজ ব্যবহার করুন, হাতের কাছেই আছে।
জেনে রাখুন, এই বাংলায় হিন্দু মুসলিম করার একটি সুযোগও ছাড়বে না সাম্প্রদায়িক শক্তি, আপনি তার বোরে হলে রক্তের দাগ আপনার হাতে লাগবে। অশান্তির সংস্কৃতি চিরতরে বন্ধ করতে নাগরিক আন্দোলনের অংশীদার হোন, প্রশাসনের দ্বারস্থ হোন, সহনাগরিকে ভরসা রাখুন, গুজব-অপতথ্যে নয়।
"যে শুভবুদ্ধি দিয়ে সাম্প্রদায়িক শক্তিকে এই বাংলায় রুখে এসেছেন......."
এটা কবে হল?
সংখ্যালঘু নরম সাম্প্রদায়িকতাকে ব্যবহার করে তিনোরা তৃতীয়বার ক্ষমতায় এল আর সংখ্যাগুরু সাম্প্রদায়িকতা বিজেপিকে ৩৮% ভোট দিয়ে ৩ থেকে ৭৭ এ পৌঁছে দিয়েছে।
রাজনীতিতে বেঁচে থাকার জন্য দুদলের কেউই এই সাম্প্রদায়িকতার পুনর্বার ব্যবহার করতে দ্বিধা করবে না।
অন্ধ হলে কি আর প্রলয় বন্ধ থাকে?
"The 2021 state Assembly election is the moment when the idea of Bengal turns away from socially progressive, politically reforming agendas to regress in time, back to the early 19th century."
https://www.indiatoday.in/news-analysis/story/west-bengal-elections-ideologies-to-caste-the-emerging-identity-politics-1780714-2021-03-18