
এটি কাল্পনিক ছড়া । বর্তমান কোনো রাজনৈতিক ব্যক্তিত্বর সাথে মিল পেলে তা অনভিপ্রেত ।
............................................................
রগড়ানো রোগ
রমিত চট্টোপাধ্যায়
রগড়ানো রোগ থাকলে কারুর
চিকিৎসা খুব শক্ত
সেখান থেকেই সংক্রামিত
হয় অগণন ভক্ত
তেনার আতস কাঁচেই ধরা
পড়ছে দুধে সোনা
হুমকিবাজি আর কুকথা
যায়না হাতে গোনা
ত্রিশূল হাতে নিশান তুলে
রক্ষা করেন 'মাতা'
রামের নামে ভোটটা দিলে
তবেই পরিত্রাতা
গ্যাসের দামে লাগলে ছ্যাঁকা
বলেন জ্বালাও ঘুঁটে
রোগ তাড়াতে গোমূত্র খাও
রোজ সকালে উঠে
বললে পরে পাল্টা কথা
বলবে," থামো ন্যাকা !
তোমার মতো সেলিব্রিটি
অনেক আছে দ্যাখা "
আরো নানান কীর্তি কলাপ
বলব নাকো জোরে
ওনার কানে উঠলে কথা
রগড়ে দেবেন ধরে !

তিলকূট | 202.8.***.*** | ০৯ এপ্রিল ২০২১ ২২:০৩104572রগড় ভালোই জমেছে, চালিয়ে যান।
aranya | 2601:84:4600:5410:99b3:5cea:9033:***:*** | ০৯ এপ্রিল ২০২১ ২২:২৮104573দিব্য হয়েছে :-)
@রমিত
ধন্যবাদ , সবাই মন্তব্য করলে বেশ উৎসাহ পাই।
দু | 47.184.***.*** | ০৯ এপ্রিল ২০২১ ২৩:২১104575বাহ বাহ :)
সুর্যশেখর | 2405:8100:8000:5ca1::8e:***:*** | ১০ এপ্রিল ২০২১ ১৫:৫৩104598একেবারেই ক্লাস নাইন টেনের ছেলেদের স্ট্যান্ডার্ডের লেখা। গুরুচন্ডালিতে এমন সাব স্ট্যান্ডার্ড ছড়া কমই পড়েছি।