ইমতিয়ার শামীম বাংলা আকাদেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন জানালেন বন্ধু অদিতি। আমাকে ইমতিয়ার শামীমের লেখার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন অদিতিই। বন্ধু নজরুলের হাতে পাঠিয়েছিলেন 'আমাদের চিঠিযুগ কুউউ ঝিকঝিক'. সে বই শেষ করার পরের সেই অদ্ভুত বিষাদ... চিঠিযুগ শেষ হয়ে যাবার শুন্যতা... ফাঁকা প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে থাকার বিষাদ... বেশ কদিন ঘিরে ছিল। এরপরে অদিতির কাছে ঘ্যানঘ্যান করে আরো কয়েকটা বই আনাই।
ওঁর কয়েকটি উল্লেখযোগ্য বই
আমরা হেঁটেছি যারা
গ্রামায়ণের ইতিকথা
আত্মহত্যার সপক্ষে
কখনো বৃষ্টিশেষে
ডানাকাটা হিমের ভেতর।
অভিনন্দন প্রিয় লেখক।
পিডিফ হবে?
(যদি কম্পুটার ব্রাউজার থেকে দেখেন) ব্রাউজারের প্রিন্ট (Print) অপশনে যান, বা, স্ক্রিনে কোথাও মাউসে রাইট ক্লিক করে প্রিন্ট সিলেক্ট করুন, অনেক সময় প্রিন্টে Save as PDF অপশন থাকে
উনি মনে হয় বইগুলোর পিডিএফ খুঁজছেন ল্যাদোষ। খামোখা এই লেখাটার পিডিএফ নিয়ে কী করবেন? :-))
কেউএকজন,
জানি না। আমি হার্ড কপিই পড়েহি প্রচুর ঝকমারি করে আনিয়ে। তবে গুগল করে দেখতে পারেন।
খুব ভাল লিখছেন ভাই। সত্যি শানীমভাইয়ের লিখা অনেকভাল লাগে। সব হুমায়ুন আমেদ নিয়ে পড়ে থাকে অথচ এইগুল পড়ে দেখে না। ডানাকাটা হিমের ভিতর আর আমরা হেঁটেছি যারা বইগুল নিয়ে আলাদা করে লিখেন ভাই।
অ্যাঁ ভাই!?