[ রবীন্দ্রনাথের সম্বন্ধে ওঁর বক্তব্যকে বিকৃত করে এবং মিথ্যে জুড়ে একটি ৮পয়েন্ট মুসলিম বিদ্বেষী পোস্ট সোশ্যাল মিডিয়ায় ২০১৯শের রবীন্দ্রজয়ন্তীর কাছাকাছি সময়ে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল। আমি কবির মূল লেখার সঙ্গে মিলিয়ে দেখে 'সঠিক পাঠ' অনেক বন্ধুকে জানাই। পরে দেখেছি এটার উত্তর আরও ভালো ভাবে রিসার্চ করে
গুরুর জনৈক নীরব পাঠক হিজবিজ এগুলো চেয়েছিলেন। তাই সোজা টইয়ে লিখে দিলাম।]
"গুরুদেব বিজেপি ছিলেন নাকি?
আজকের তথাকথিত বুদ্ধিজীবীদের অবগতি জন্য-------
---- দেখা যাক তাঁর উক্তি সমূহ-
১ যে মুসলমানকে ওরা প্রশ্রয় দিচ্ছে সেই মুসলমানেরাই একদিন মুষল ধরবে। (অমিয় চক্রবর্তীকে লেখা চিঠি, ১৫/১১/১৯৩৪, চিঠিপত্রঃ১১)
২ চল্লিশলাখ হিন্দু একলাখ মুসলিমদের ভয়ে মারাত্মকভাবে অভিভূত।(আনন্দবাজার পত্রিকায় সাক্ষাৎকার, ৫/৯/১৯২৩)
৩ যদি মুসলমান সমাজ মারে আর আমরা পড়ে পড়ে মার খাই , তবে জানব, এ সম্ভব করেছে শুধু আমাদের দুর্বলতা।(রবীন্দ্র রচনাবলী, জ শ স,১৩ খন্ড, পৃষ্ঠা ৩১৭, কালান্তর)।
৪ কোনো বিশেষ প্রয়োজন না থাকলেও হিন্দু নিজেকেই মারে, আর প্রয়োজন থাকলেও হিন্দু অন্যকে মারতে পারে না। আর মুসলমান কোন বিশেষ প্রয়োজন না ঘটলেও নিজেকে দৃঢ়ভাবে রক্ষা করে, আর প্রয়োজন হলে অন্যকে বেদম মার দিতে পারে। (রবীন্দ্র রচনাবলী, জ শ স,১৩ খন্ড, পৃষ্ঠা ৩১৭, কালান্তর)।
৫ এই ধর্ম যেখানে গেছে সেখানেই আপনার বিরুদ্ধ ধর্মকে আঘাত করে ভূমিস্যাৎ করে তবে ক্ষান্ত হয়েছে। ভারতবর্ষের উপরেও এই প্রচন্ড আঘাত এসে পড়েছিল এবং বহু শতাব্দী ধরে এই আঘাত নিরন্তর কাজ করেছে। (রবীন্দ্র রচনাবলী, জ শ স,১২ খন্ড, পৃষ্ঠা ৪০৮, শান্তিনিকেতন)।
নোটঃ এর অধিকাংশই ফেক বা আগের লাইন পরের লাইন হাঁসজারু করে অর্থের অনর্থ করা। এর প্রত্যেক উদ্ধৃতির সঠিক পাঠ আমার কাছে আছে। কিন্তু টাইপ করতে ক্লান্ত লাগছে। যদি অ্যাডমিনের কেউ হোয়াটস অ্যাপ নম্বর দেন তাহলে পাঠাতে পারি।
আমার টাইপ করতে ক্লান্ত লাগছে। অ্যাডমিন যদি
৬ হিন্দু মুসলমানের মধ্যে যে একটা পার্থক্য আছে তাহা ফাঁকি দিয়া উড়াইয়া দিবার জো নাই।(রবীন্দ্র রচনাবলী, জ শ স,১৩ খন্ড, পৃষ্ঠা ১৮২, পরিচয়)।
৭ ইতিহাসে দেখা যায়, নিরুৎসুক হিন্দুগণ মরিতে কুন্ঠিত হয় নাই। মুসলমানেরা যুদ্ধ করিয়াছে , আর হিন্দুরা দলে দলে আত্মহত্যা করিয়াছে।(ঐ, পৃষ্ঠা ৪৮৫, ইতিহাস)।
৮ প্রতিদিন নিম্নশ্রেণীর হিন্দুরা মুসলমান এবং খৃস্টান হতে চলেছে। কিন্তু ভাটপাড়ার চৈতন্য নেই। একদা ঐ তর্করত্নদের প্রপৌত্রমন্ডলীকে মুসলমান যখন জোর করে কলেমা পড়াবে তখন পরিতাপ করার সময় থাকবে না। (হেমন্তীবালা দেবীকে লেখা চিঠি। ১৬/১০/১৯৩৩, চিঠিপত্র-৯)।
যেখানে রবীন্দ্রনাথের মতকবি মুসলিমদের সম্পর্কে সজাগ ছিলেন সেখানে বর্তমান খারাপ পরিস্থিতিতে থেকেও কীভাবে হিন্দু মুসলিম উচ্চারণ করি? অবাক হই, হতবাক হই।
রবীন্দ্রনাথকে জানুন, চিন্তা করুন।"
"নোটঃ এর অধিকাংশই ফেক বা আগের লাইন পরের লাইন হাঁসজারু করে অর্থের অনর্থ করা। এর প্রত্যেক উদ্ধৃতির সঠিক পাঠ আমার কাছে আছে"-
ঠিক উদ্ধৃতি লেখাটিতে না দিলে ভুল উদ্ধৃতি-গুলিকেই হাইলাইট করা হচ্ছে। তাই ঠিক উদ্ধৃতিগুলি আপনার কাছে থাকলে একটু কষ্ট করে টাইপ করে দিন।
ঠিক কথা। বুড়ো হয়েছি। হাতে প্রবলেম আছে। সঠিক উদ্ধৃতি গুলি পুরোটা দিতে হবে। আধাখ্যাঁচড়া চলবেনা। অনেকখানি টাইপ করতে হবে। তাই অ্যাডমিন বা যে কেউ তাঁর হোয়াটস অ্যাপ নম্বর দিলে এখখুনি সঠিক কোট পাঠিয়ে দিতে পারি।এছাড়া সোহম দাসের ৪নম্বর প্ল্যাটফর্ম ওয়েব জিনে এনিয়ে লেখা আছেও।
হিজবিজবিজ?
নইলে আগামী কাল অবধি অপেক্ষা করুন।
আমাকে পাঠিয়ে দিন
8017730631
এ হে আমার কাছে পুরোটাই আছে। মায় চিঠিগুলোও। চার নম্বর প্ল্যাটফর্মের লেখাটায় কিছু মন্তব্যও আছে। কিন্তু কে আর অত খাটে? তার চেয়ে রাজা মারা উজির ধরা অনেক সহজ। পোচ্চুর ফুটেজ পাওয়া যায় তাতে। হে হে।
রঞ্জনদা পুরোটা লিখুন। তাড়া নেই।
ধন্যবাদ রঞ্জনদা । পুরোটা লিখুন আমার ও তাড়া নেই।
রঞ্জনদা , এলেবেলে ,এখানে পাঠাতে পারেন hizibizbiz34@gmail.com
পাঠিয়েছি। মেইল দেখুন।
লে হালুয়া। টই খুলে ক্লিফ হ্যাঙ্গারে রেখে বল্লেন এবার মেল পাঠাবো। অভাগারা কি করে?
@Ranjan Roy ওটা পোস্ট করে দিয়েছি। 4th platform এ সোহম দাসের কিিিছু উত্তর ও এলেেবেলে 6 ও 7 নম্বর পয়েন্ট কে নিয়ে যে উত্তর গুলোো দি য়ে ছে ন, সেগুলোও add করে দিয়েছি
https://www.guruchandali.com/comment.php?topic=20193
এখানে পাবেন রবীন্দ্রনাথ এর ভুল উদ্ধৃতি গুলোর ঠিক টা।