
ভারি সুন্দর!
"দূরদর্শনে কবিতা শ্রীবাস্তব নিউজ পড়ছেন"
কবিতা নয়, সাধনা শ্রীবাস্তব হবে |
গুরুপোকারী | 2600:1700:4540:5210:bcd6:d51:f392:***:*** | ১২ ডিসেম্বর ২০২০ ০৩:২৩733338লেখকের অনুরোধ অনুসারে একটি লেখা ডিলিট করে দেওয়া হয়েছে, এবং, এই সিরিজের সমস্ত পর্বগুলিকে লিংক করে দেওয়া হয়েছে, আশা করা যায় এতে পড়তে সুবিধে হবে
অরিন,
ঠিক ঠিক, সাধনা শ্রীবাস্তব। আপনার মনে আছে দেখছি!
আমার টিন এজ শালা ওর ফ্যান ছিল। পর্দায় দেখা গেলে আমি খ্যাপাতাম। শাশুড়ি ওকে বকতেন--- ও যে তোর দিদির বয়েসি!
গুরুপোকারী,
অনেক ধন্যবাদ,।
syandi | 2a01:c23:7c9c:3900:dc9f:7ba3:e068:***:*** | ১৬ ডিসেম্বর ২০২০ ০৪:০৮733363রন্জন দা, আপনার লেখা পড়ার পর একটা অদ্ভূত রেশ থেকে যায়। কোন মন্তব্য করতে ইচ্ছা হয় না। আপনি লেখালেখিকে পেশা হিসাবে নিলে অনেক লেখকের ভাতে টান পড়ত এটুকু বুঝতে পারি।
স্যান্ডি,
আপনার পোস্ট পড়ে বেলুন হয়ে গিন্নিকে দেখালাম।
ভাবখানা-- হুঁ হুঁ বাবা, দেখলে? তোমার স্বর্গত পিতৃদেব ভুল করেননি। খামোকা এতদিন হা-হুতাশ করলে।
গিন্নি-- কমেন্ট পড়ে আমার গুরুচন্ডালির স্ট্যান্ডার্ড নিয়ে সন্দেহ হচ্ছে।
syandi | 2a01:c22:d4cc:eb00:5cc5:8e86:9aaa:***:*** | ১৭ ডিসেম্বর ২০২০ ০২:০৬733377রঞ্জনদা ,
আপনার এই লেখাটা তো অসম্ভব ভালো লাগছেই, কিন্তু ইন জেনারেল আপনার লেখা ভালই হয়। আমি ছত্তিসগড় কোনদিন যাইনি, আর টিপিক্যাল ছত্তিসগড়ি লোকজনের দৈনিক জীবন প্রত্যক্ষ করারও সুযোগও হয়নি। কিন্তু তার জন্য রিলেট করতে কোন অসুবিধা হচ্ছে না। ছত্তিসগড়ের গ্রামের লোকজনের সারল্য, নীচতা, ওপরচালাকি এসব মানবিক এবং অমানবিক গুণ আর কেউ এত ভালভাবে চরিত্রগুলোর মধ্যে দিয়ে আঁকতে পারত না। আপনার লেখাটি ছত্তিসগড়ের গ্রাম্য জীবন ভিসুয়ালাইজ করবে দিচ্ছে।
আর বৌদি আপনার সাহিত্য প্রতিভাকে পাত্তা দিচ্ছেন না, এটা নিয়ে ভাববেন না। দেখেননি যে কড়া গার্ডিয়েন ছেলেমেয়েরা পরীক্ষায় ভাল করলেও কখনো বলে না যে ভাল রেসাল্ট হয়েছে ? :-)
স্বাতী রায় | ১৭ ডিসেম্বর ২০২০ ২০:১৫733381মাঝখানের কটা পর্ব পড়া হয় নি। আজ সব ব্যাকলগ ক্লিয়ার করলাম। একটা অচেনা ভারতের গল্প পড়ছি । খুবই ভাল লাগছে।