১.আগুনের সাথে কয়লার যে সম্পর্ক, তোমার সাথে আমার সমপর্যায়েরই সম্পর্ক। আমি কয়লা তুমি আগুন , তুমি ছাড়া বোঝা যায় না আমার শক্তি আসলে কতগুন ।
২. যদি হ্যারিকেন ফিতেয় কেরোসিন না পোড়ে , যদি উনুনে কাঠ কয়লা না পোড়ে মোমের মাঝে সুতোটাও না পোড়ে তবে তার থেকে আলো বেড়োয় না। তেমনি টানাপোড়েনমুক্ত প্রেম হয় না। হতে পারে না। টানাটানিতে অন্তর পোড়ে। না পুড়লে প্রেম হয় না। আলো হয় না। সম্পর্কও হয় না।
৩.সারা দেশে যতো চোর-ডাকাত রয়েছে তারা সারা জীবনে যে পরিমাণ সম্পদ আয় করে- একটি দূর্নীতিবাজ সরকার একদিনেই তার চেয়ে অনেকগুণ বেশী সম্পদ লুট করে। দূর্নীতি, লুটপাট, গুম, খুন, গণহত্যা, পুলিশী অত্যাচার- এ সবই হল সরকারের কাজ। তাহলে সরকারের সাথে জনগণের নিরাপত্তার কী সম্পর্ক থাকল?
৪. পৃথিবীর যে অংশে সূর্যের আলো পড়ে ঐ অংশে বাকি নক্ষত্রের আলোর প্রয়োজন পড়ে না।
তেমনি যে ব্যাক্তি আত্মসমালোচনা করতে পারে ,
তার সমালোচনার জন্য বাহিড়ে কাউকে খুঁজে পাওয়া যায় না।
৫. তোমার চোখে যে তরুণ প্রেমিক ,
আমার চোখে তিনি শিকারী ।
তাঁকে হিংসা করতে এই কারণটি কি যথেষ্ট নয় হে হরিণী?
পারদেরন্যায় দ্রুত তরল হতে পারি আবার কী ব্যাপার , পারদ তো তরলই ! পারদ কঠিন করা খুবই কঠিন ব্যাপার ।