এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • প্রিয়তমেষু ট্যামটম

    ইশরাত তানিয়া লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৯ এপ্রিল ২০২০ | ১৩৪০ বার পঠিত
  • প্রিয়তমেষু ট্যামটম,

    আজ সারাটা দিন জুড়ে তোমার আনাগোনা।

    যে রাতে মোর দুয়ারগুলি... আজি ঝড়ের রাতে... আমার যে দিন ভেসে গেছে... ছায়া ঘনাইছে বনে বনে... একের পর এক আমার প্রিয় গানগুলো গাইছ আর আমি তোমার রেসিপিতে ট্রাই করছি 'ডাল উইথ ভেজিটেবলস'।

    আজ সকালে ইমেইল খুলতেই তুমি! পাক্কা এক মাস পর তোমার ছবি পেলাম। এক হাত লম্বা দাঁড়িগোঁফে কী চেহারা বানিয়েছ! এ কোন শ্মশ্রুমণ্ডিত দরবেশ! এখনই যেন বলবে- হক মাওলা! ছবি দেখে চিনতেই পারিনি। বুঝলাম লকডাউনের প্রভাবে দাঁড়িগোঁফের প্রাবল্য! দেখেই গালে সুড়সুড়ি লাগছে! ট্রিম করো জলদি। প্লিজ! আর একদম মাথা মুড়িয়ে ন্যাড়া হবে না, বলে দিচ্ছি! বিচ্ছিরি লাগবে।

    সব কাজই গুছিয়ে নিয়েছি। সব্জি কাটা, ঘরমোছাটাও ম্যানেজ করে ফেলেছি। সিরিয়াসলি! পারদর্শী বলতে পারো। একেকবার ঘর মুছে মনে হয় জিম করে এলাম! টের পাই ফিটনেস বাড়ছে। পরশু দিন মাস্ক, গ্লাভস পরে গিয়েছিলাম বাজার করতে। অ্যাগোরায়। থেকে থেকেই চিন্তা হয়। কোভিড আক্রান্ত কিন্তু উপসর্গ বোঝা যায় না, এমন মানুষই নাকি অজান্তে ভাইরাস ছড়াচ্ছে। কত যে আক্রান্ত, কত যে মরছে! কোটি কোটি মানুষের এই গরীব দেশ, এত হিসাবনিকাশ করে পেরে ওঠে না। বিদেশ থেকে চেনা পরিচিতদের মৃত্যুর খবর আসছে। দেশেও মৃত্যু। কার যে কোথায় কবর হচ্ছে, হবে কে জানে? আমার কবরের যদি কোনো চিহ্ন পাও, একবার ঘাসগুলোর ওপর হাত রেখো, আমার মনে হবে আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছ আর বলছ- তুই আমার উনিশে এপ্রিল।

    আমাদের তো আজীবনের আইসোলেশান। সেখানেও লকডাউন আসে। কোনো কিছুই আর হয়ে ওঠে না। ওই তিন প্রহরের বিল দেখা। আগমনী গান শোনা। সেই কাঠি লজেন্স টজেন্স। বিলের নামটা কী সুন্দর, তাই না!? তিন প্রহর। পদ্মফুলের ওপর আপন মনে যেখানে সাপ আর ভ্রমর খেলা করে, সে বিলের নাম যেন তিন প্রহরই হতে হয়! আহা! তোমার সঙ্গে প্রাণের খেলাটাও যে হলো না। প্রিয় আমার, ওগো প্রিয়, রাঙিয়ে দিয়ে শুধু পালিয়েই গেলে! বিলের কথায় মনে পড়ল, ধ্যানী দুপুরে নাকি জলাশয়ে স্থিরতা আসে। সেই স্থিরতার স্বরূপ যেন দেখতে পেলাম সেলফ-কোয়ারেন্টাইন্ড হয়ে। নিরিবিলি নৈঃশব্দ্যে দিন কাটে। কোনো হাঁকাহাঁকি, ডাকাডাকি নেই। সারাদিন ঘরের কাজ করি আর মন পড়ি। অদ্ভুত সব উপলব্ধিতে নিজেকে এক্সপ্লোর করি। এমন আত্মমগ্ন আগে কখনও হইনি। টিভি নেই, খবরের কাগজ নেই। টুকটাক ফেসবুক। পড়াটা বেড়েছে। লেখাটা কমেছে। একা থাকাটা নেশার মতো, জানো? একবার যে একা থাকতে শিখে ফেলেছে সে বেঁচে গেছে। কোথায় যেন পড়লাম- শিল্পকে সত্য হতে হয়, সত্যের সৌন্দর্যই শিল্পকে ‎সুন্দর করে। তুমিও কি তাই মনে করো? জানিও।

    এবার আমাদের শবে বরাত ছিল মনখারাপের। হালুয়া-রুটি নেই। তারাবাতির ফুলঝুরি নেই। দুহাতের পাতায় নেই মেহেদীর আলপনা। শুধু সূর্যাস্তের পর কয়েকটা আগরবাতি চালভরা কাপে দাঁড়িয়ে ছিল। পুড়ে পুড়ে রাতভর খুশবু বিলিয়েছে। সৌভাগ্যময় রাতের অন্ধকারে আমার হাতে উজ্জ্বল হয়েছিল তাসবীর শুভ্র দানা। শাবান মাসের মধ্যরজনীতে তুমি কি এবার প্রার্থনায় দুটো হাত তুলে ধরেছিলে? মোনাজাতে আমার কথা ভেবেছিলে?

    বন্দীদশাতেও নিশ্চিত একের পর এক সিগারেট পোড়াচ্ছ। এত সুন্দর পায়রাওড়া ছাদ তোমার। সকাল বিকাল হাঁটলেও তো পারো! কাজি পেয়ারার গাছটায় কি এখনও পেয়ারা ধরে? টবের গাছগুলোতে পানি দিও, পাতা আর ফুলগুলোকে ছুঁয়ে দিও। ভালো লাগবে। ওপরে অনন্ত আকাশ। যদি একলা কোনো ঘুড়ি দেখতে পাও, সে ভোঁকাট্টা আমিই। তোমার ঘরের জানলা দিয়ে এপ্রিলের কালবোশেখি দেবদারুর পাতা উড়িয়ে আনলে, আমিই সেই ঝরাপাতা।

    ভাতে সব্জীডাল মেখেছি কি মাখিনি, সেখান থেকে গান ভেসে এলো। তোমার গান মিশে আছে ওই ডালভাতে। অবাক হয়ে প্লেটের দিকে তাকিয়ে থাকি। চোখ থেকে টপটপ পানি পড়ে সাদা ভাতের ওপর। কতদিন বলেছ- ভাতের প্লেট সামনে নিয়ে কাঁদতে নেই।
    জানলে না, কত আদর দিয়ে সমুদ্রকে চোখে পরেছি।

    তোমার
    উনিশে এপ্রিল
    টিংটিং
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ্লব রহমান | ২০ এপ্রিল ২০২০ ২১:৪৫730722
  • কাব্যিক গদ্যে ব্যক্তিদুখ, মানুষ নাই ইশরাত! সরি :/

  • ইশরাত তানিয়া | ২১ এপ্রিল ২০২০ ১৫:০৫730726
  • আমার লেখাগুলো উপলব্ধি আর অনুভবজাত। বাস্তবতার সাথে থাকে কল্পনার মিশ্রণ।  তাই সব লেখাই পাবলিক। অনেক ধন্যবাদ

  • বিপ্লব রহমান | ২১ এপ্রিল ২০২০ ১৬:২৩730727
  • উপলব্ধি আর অনুভূতিকে অবশ্যই শ্রদ্ধা জানাই। 

    তবে     বুঝতে ভুল হলো কী কবি? গুরুর সব লেখাই পাবলিক (মুডের), সেখানে ফেসবুকের মতো পোস্ট পাঠক কাস্টমাইজড সুবিধা নাই। বলছিলাম লেখায় আম জনতার উপস্থিতির কথা, মানে ম্যাংগো পাবলিক।

     তাদের করোনা জ্বালা কী কবির জানা নাই? পাঠক চায় অনেক কিছু, হয়তো প্রায় ঈশ্বরীর অন্তর্দৃষ্টি। 

    আরও লিখুন।  

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন