এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কয়েকটি কবিতা— শ্রীমল্লার

    Srimallar লেখকের গ্রাহক হোন
    ১৭ জুন ২০২৫ | ২৪৪৪ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • উড়িছাদ
    এরই মধ্যে ঢুকে গ্যাছে,
    গোপনগন্ধকিছু।

    গোপনই আমার ভাল। গোপনেই, উড়িছাদ।
     
     
    ঘনিষ্ঠজড়াব
    সেকথা আমি ভুলতে পারব না।
    ভুলতে চাইও না।
    যখন পড়বে মনে–

    তখন একটিবার, ঘনিষ্ঠজড়াব! 
     
     
    এখন বড় হ’য়ে গেছি
    বাজারমুদিখানাসাইকেল—

    যেতে আসতে হাসিবিনিময়।

    এখন বড় হ’য়ে গেছি, পারব না ছোট হতে তাই।
     
     
    ধ্বংস, ধ্বংসই
    জলের ছাপ। কালরাতে ধ্বংস এসেছিল।

    ধ্বংস যখনই আসে,
    আমরাও ভাবি লড়ে জিতব।

    ধ্বংস একাই পারে–

    ক’রে দিতে আমাদের ধ্বংস! 
     
     
    বিপদপ্রস্তুতি
    আকাশছাদ, আকাশলোক।
    বারান্দা, পুজোর ঘর।
    মাথায় ছাদ,
                আচমকা আচমকা আচমকা!

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রীমল্লার বলছি | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:১৯734159
  • পর্বে পর্বে কবিতা: একশো ৫৩ 
    অরণ্যে রোদ 
     
    আরে! দোলাও কোমর
    আরে! দোলাও তো পোঁদ
    জেনো রাতের দিকে 
    তোমার শরীরে ঝোঁক
     
    আরে! ঘাড়ে যে তিল
    আহা! পিঠটা দারুণ
    শুধু তোমার শরীর, 
    রাতে আমায় ডাকুক
     
    আহা! অরণ্য যে, 
    ঘন অন্ধকারে— 
    কেমন মিইয়ে গ্যাছে, 
     
    এসো রোদ ঢেলে দিই
     
     
  • শ্রীমল্লার বলছি | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৬734166
  • পর্বে পর্বে কবিতা: একশো ৫৪ 
     
    মেঘবৃষ্টিকলম
     
    মেঘ করেছে সামনে দিয়ে আবার একটা বিশাল
    দাদুর কথা মনে পড়ছে আমার রঙিন দিদার

    অন্ধকারে ঢাকল পাড়া, সভ্যতাও নিখোঁজ
    বৃষ্টি করি পছন্দ না হঠাৎ যখন তখন

    জানলাকেও উড়িয়ে নেবে, হাওয়ার এমন দাপট... 
    পরস্পরকে তোমরা এখন জড়িয়ে ধ’রে থাকো

    মেঘ ডাকছে আপত্তিকর, বিতর্কিত ঢঙে
    বড়রা তাই দু’হাত দিয়ে, দু’কান ঢাকতে বলেন... 
     
  • শ্রীমল্লার বলছি | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫০734170
  • পর্বে পর্বে কবিতা: একশো ৫৫
     
    ব্যর্থচেষ্টা
     
    আর না পিরিত গলায় গলায় 
    আর না সোহাগ চুষে
    আর যা কিছুই হোক না,
    গেছি অনেকটা আজ শিখে।

    আর কি তেমন ছন্দ পেলাম...
    আর কি ভাবনা ঝোড়ো...
    পিরিত করেই সোহাগ হল, 
    কী ক’রে আজ বোঝাই... 
     
  • শ্রীমল্লার বলছি | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৪734180
  • পর্বে পর্বে কবিতা: একশো ৫৬ 
     
    চ’লে আয় আজ—

    তোকে ছাড়া বিছানা
    গরম হচ্ছে না,

    শীত করছে খুব... 
     
  • শ্রীমল্লার বলছি | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৪734186
  • পর্বে পর্বে কবিতা: ৫৭ 
     
    অভিধানে যৌন
     
    পাখিসম্পদ ভাসাই... 
    যা ভেসে যা ভেসে যা ভেসে যা
     
     
    বিরক্তিডানায়—
     
    এই ছেলেখেলা মাটি ধুয়ে, 
     
    এল না তো আড়ালের তরঙ্গক্ষত... 
     
    নিশিশ্রুতি? 
     
    সেও যেন অভিধানে যৌন
  • শ্রীমল্লার বলছি | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০০734193
  • পর্বে পর্বে কবিতা: ৫৮ 
    নামহীন কবিতাগুচ্ছ
     

    পেঁচিয়ে চন্দ্রবিন্দু নিয়ে চলি শ্মশান।

    বিভক্তসেলাইয়ের স্বচ্ছধূসরতা—

    নাম বলো
    কাজ লেখো,

    অভিব্যক্তি ছড়াও


    কেলেঙ্কারিসংযত। 

    ছয় নয় নয় ছয়,
    প্রতিবাদও পেলাম।

    জীবনীবিচ্ছিরি—

    চুপচোরে খণ্ডিতবালিশ


    ঘামগেঞ্জিকুর্তা। 

    সাবান সাবান খেলা, শুকোনো রোদ্দুরে। 

    জাঙ্গিয়া ইতিহাস,

    দেখে যাও খুলে


    চাপ দেব গোলাপে।

    বাচ্চারা বেরিয়ে এসে,
    ছুটেযাবেমাঠেস্কুলেট্রেনে।

    বাবা আমি
    তুমি মা—

    দায়িত্বে স্বীকৃতি, কিছুটা মিছে


    চোখে মাঝিবিলাপ।

    নদীসমুদ্র,

    ঘটনায় আহতঘন


    নীচ। উপর। গভীর।

    দম।
    ইতি।

    মনমালিন্য বিস্ফোরণে প্রসাদ


    কিনারায়সবুজ।

    আঠালোগীতি—

    ছোট হাত। ছোট পা। ছোট ছাঁচ।

    একটানা অবাক, চ্যাংড়ামো দলিল... 
     
  • শ্রীমল্লার বলছি | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১০:১৮734203
  • পর্বে পর্বে কবিতা: ৫৯ 
     
    প্রকাশ্যে
     
    চোখের থেকে ঘুম সরেনি
    স্মৃতির থেকে স্বপ্ন
    জানলা থেকে রোদ মোছেনি,
    মা-কে তাই বকব

    নাকের কাছে গন্ধ এসে
    আমাকেও ঢাকল—

    আড়াল হওয়ায় আছে ঝুঁকি
    প্রকাশ্যেই চলব
     
  • শ্রীমল্লার বলছি | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৮734208
  • পর্বে পর্বে কবিতা: ৬০
     
    যোগাযোগে দ্বন্দ্ব, দ্বন্দ্বয় ছায়া 

    যোগাযোগে দ্বন্দ্ব।

    সমান্তরালে ভবিষ্যৎ ধুয়েই
    প্রজাপতিদোলনায় ছুটি।

    এ অনাচার
    এ পরাজয়
    এ সম্বন্ধগলি,

    যোগাযোগে দ্বন্দ্ব, দ্বন্দ্বয় ছায়া। 
     
  • শ্রীমল্লার বলছি | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৪734210
  • পর্বে পর্বে কবিতা: ৬১ 
     
    যাচ্ছি ভুলে
     
    কী দারুণ মাকড়সা
    কী এমন দুষ্টুমি
    কী উনুন বর্তমান,
    কী তেমন পাত্তা দিই

    কী ভাল ইলিশমাছ
    কী খারাপ উচ্ছেনিম
    কী চাকর ক্লান্তআজ
    কী খাব ভাবছি তাই

    কী নিয়েই ফিরছি কথায়
    কী দিয়েই যাচ্ছি উড়ে
    কী পেয়েই খুশিয় খুশি
    কী যে চাই,
                যাচ্ছি ভুলে
     
  • শ্রীমল্লার বলছি | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫১734214
  • পর্বে পর্বে কবিতা: ৬২ 
     
    ছিলাম কিংবা ছিলাম না
    আছি কিংবা এখন নেই 
    শেষে সত্যি থাকব না,

    আমায় মনে পড়বে তো?
  • শ্রীমল্লার বলছি | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৪734216
  • পর্বে পর্বে কবিতা: ৬৩ 
     
    ওর পরিবারের ইতিহাস ঘেঁটে দ্যাখো, কেউ কখনও বেশ্যা ছিলেন না। তাই কক্ষনও, এই মুহূর্ত থেকে আর কক্ষনও বলবে না যে, ওর মা বেশ্যা। ওর মা, লোকের বাড়িতে বাসন মেজে মাথার ঘাম পায়ে ফেলে সামান্য আয় করছেন। কষ্টকে দেখে থুতু ছুঁড়ো না।
     
    উঁহু, ওকে শুয়োরের বাচ্চা তো দূরের কথা, ওর বাপ তুলে আর কোনওদিন গালাগাল করবে না। কেননা, ওর বাবা ছাপোষা মানুষ। রিকশা চালান, আর রোজগার করেন। মনে রেখো। 
     
    আর শেষমেশ বলবে না, ক্ষণিকের জন্যেও বলবে না যে, মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে রেপ ক'রে পুড়িয়ে দেবে....! বলবে না। আসলে, বোন আমার দেখতে কালো। কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। ভূগোল নিয়ে পড়ছে তবুও... 
     
    বোনের স্বপ্ন— বাবাকে আর রিকশা চালাতে দেবে না। আর মা-কে, আদরের মা-কে দেবে না, কিচ্ছুতেই দেবে না, লোকের বাড়িতে বাসন মাজতে আর। 
     
    চাকরি পেলেই, এই সব কিছু, সবকিছুই— দারুণ রকমের বদলে যাবে। ওদের ভবিষ্যৎকে অন্ধকার ক'রে দিও না। কথা দিচ্ছ তো? 
  • শ্রীমল্লার বলছি | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:০৮734224
  • পর্বে পর্বে কবিতা: ৬৪ 
     
     চেনা নেই, কেউ
     
     কখন যে ঘুড়ি ওড়ে...
     কখন যে বিমান...
     অনেক ভেবেও শেষে
     হলাম না তোমার। 

     কখন কে ব’লে ওঠে...
     কখন কে থামে...
     প্রেমের ভবিষ্যৎ,
     প্রেম নিজে জানে?

     কখন তো পিছিয়েছি...
     কখন তো এলাম...
     সবাই বদলে গেছে,
     লাগছে না চেনা। 
     
     
     
  • শ্রীমল্লার বলছি | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০১:৩৫734226
  • পর্বে পর্বে কবিতা: ৬৫
     
    নিরক্ষরে, তেমন স্রোত
     
    তেমন স্রোতে নিরক্ষরে
    ভেসেই যাব ভেসেই যাব যাবই ভেসে

    বিকেল মুছে কাপড়মেঘে
    নিয়েই আনি নিয়েই আনি আনিই নিয়ে

    নালিশ ওড়ে গুজবঝোঁপে
    উঠেই নামে উঠেই নামে নেমেই উঠে—

    দয়ায় হাঁড়ি জীবনদোলে,
    তেমন স্রোতে তেমন স্রোতে, নিরক্ষরে 
     
  • শ্রীমল্লার বলছি | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৫734231
  • পর্বে পর্বে কবিতা: ৬৬ 
    গন্ধ
     
    সব দুঃখগুলো বিসর্জন দিই
    সব কান্নাগুলো লুকিয়ে ছেড়ে দিই
    সব বন্ধুগুলোর মুখগুলোকে এখন–
    ধোঁয়ায় মিশিয়ে ফেলে 
                     অতীত করে দিই... 

    সব সকালগুলো গরম চায়ে ডোবাই
    সব দুপুরগুলো মাছের ঝোলে ডোবাই
    সব বিকেলগুলো হ’য়েই গেছে এমন–
    কোনও গন্ধ ছাড়া 
                     বাঁচতে পারি না।
     
     
  • শ্রীমল্লার বলছি | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৬734233
  • পর্বে পর্বে কবিতা: ৬৭
    আফসোস 
     
    সত্যের যত মিথ্যে
    স্বপ্নের তত যুদ্ধ
    সবুজ পাতাও ভিজছে, 
    বৃষ্টি মানে তো দুর্ভোগ
     
    দৌড়ের যত ক্লান্তি
    তর্কের তত কুৎসা
    জোকার হয়েছি শেষমেশ, 
    ভাগ্য লিখেছে সার্কাস 
     
    আদরের যত সহ্য
    চাদরের তত বিপ্লব
    দম্পতি হয়ে আমরা, 
     
    ভুল কিছু ক'রে ফেললাম... 
  • শ্রীমল্লার বলছি | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৩734237
  • পর্বে পর্বে কবিতা: ৬৮ 
     
    ফিরে যাব, একা
     
    ভয় পেতে পেতে
    ভয় পেতে পেতে
    এমনই পেয়েছি ভয়—

    দূর থেকে দেখে রঙিন বোকামো,
    একগাল হাসি পায়।

    মনে তো পড়ে না
    মনে তো পড়ে না
    কোনদিন কবে প্রথম—

    অল্প অল্প এগিয়ে কিছুটা,
    হ’য়ে গেছে কত বদল। 

    এসেছে সময় এসেছে সময়
    এসেছে সময়, সময়...
    একটা কিছুতে আটকে থেকেও
    হাত পা ছুঁড়েছি আরও—

    যেখানে এসেছি, একাই এলাম

    একা ফের ফিরে যাব
     
  • শ্রীমল্লার বলছি | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫০734240
  • পর্বে পর্বে কবিতা: ৬৯ 
     
    বাতিল
     
    প্রথম সংকেত ম্রিয়মান
    দ্বিতীয় সংকেত বিরক্ত
    তৃতীয় সংকেত খুঁজে পায়
    যেখানে ঝুঁকিপথ চিরন্তন।

    হঠাৎ দেখা পেলে অপ্রস্তুত
    কিংবা নিভে এলে স্বীকার নয়
    একলা তাড়ালেও নমস্য—
    নদীতে ঘুমোবেই আলোর মন।

    সে কোনও গল্পের শুরুই হোক
    সে কোনও গল্পের হোক না শেষ
    এভাবে বেড়ে যায় অপেক্ষা,

    দেহে যে জল ছিল, বাতিল সে...  
     
  • শ্রীমল্লার বলছি | ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২২:১১734242
  • পর্বে পর্বে কবিতা: একশো ৭০
     
    ভালোবাসা শেখা বাকি, বোঝা উচিত লাবণ্য

    খেলা। খেলা। খেলা। খেলা।
    তোমার সঙ্গে যদি খেলতে যেতাম,
    প্রথমদিকেই হাত ছোঁয়াতাম তোমার
    বুকের গভীরতায়।

    বুকের গভীরতায় অনেক নাকি,
    নাকি অনেক উত্তেজনা ছড়িয়ে আছে এদিক ওদিক?

    তোমার ঠোঁটে এবং 
    ঘাড়ে এবং
    পিঠে এবং 
    নিতম্বয়—

    আমি আমার মতোই আদিমআগুন
    জ্বালতে জ্বালতে জ্বালতে জ্বালতে,
    তোমায় বুঝিয়ে দেব, দেব বুঝিয়ে 
    তোমায়,
    আমার ভালোবাসার চরিত্র বেশ অত্যাচারীর মতোই।

    ছিঁড়ে খাব, চুষে খাব, গিলতে গিলতে ভুলেই যাব
    করছিটা কী...

    আমরা অন্ধকারেই পোশাক খুলব।
    আমরা ভালোবাসব এবং ভুলব—

    আজও ভালোবাসা শেখা বাকি,
    বোঝা উচিত লাবণ্য।
     
  • শ্রীমল্লার বলছি | ২০ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৯734247
  • পর্বে পর্বে কবিতা: একশো ৭১
     
    মজাহাসি
     
    দূরঅভিশাপ বাধ্য করি,
    যেন ইনিই রাজা।
    দেখতে চোখে অভিশপ্ত–
    অথচ সেই পোষা। 

    ঘুমচিরুনি আলগা শোনায়,
    এমনি তারই শর্ত।
    দূর অভিশাপ দেখতে চোখে,
    বাধ্য অভিশপ্ত।
     
  • শ্রীমল্লার বলছি | ২০ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৮734259
  • পর্বে পর্বে কবিতা: একশো ৭২
     
    সমানে সমানে 
     
    মুছিক্ষরণ, 
            অযৌক্তিক—
    ব্যথামোচড়,
             বিশালসেই—
    আরামধন্য, 
              শোনাচ্ছি— 

    দেখাগোপন, মলিনজেদ 

    পেলামচিনি,
    সুস্বাদু–
    বিপক্ষদোষ যত্নযাও...
    সমর্থখই তাই জানুক,

    আমায় ছাড়ার কষ্ট পাও
     
  • শ্রীমল্লার বলছি | ২০ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৯734260
  • পর্বে পর্বে কবিতা: একশো ৭৩ 
     
    তোমার কথাই
     
    জঘন্য এই গুছিয়ে রাখায়
    কেমন কী যে কেমন নয়...
    তুমি থাকো যেদিকটাতে,
    সেদিকটাতেই আমার ভয়।

    কলকাতাতে কবে এলে?
    কোন কলেজে পড়ছ যেন...
    তোমার মুখেই লেখা আছে,
    আমার লাজুক গতজন্ম।

    দেখতে কেমন হয়েছ আজ?
    নিজের জানি যত্ন করো...
    আমার লেখা তোমায় বলে,
    তোমার কথাই, বলে এখন।
     
     
  • শ্রীমল্লার বলছি | ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৮734265
  • পর্বে পর্বে কবিতা: একশো ৭৪ 
    সফল
     
    কাকে নিয়ে কী ভেবেছ...
    কাকে নিয়ে কী ভাবোনি...
    আমার কোনও সাফল্যতেই,
    একটুও কি রাগ করোনি?

    সত্যি ক’রে বলো তো আজ,
    চোখ রেখে চোখ আমার চোখে—
    কীসের এত তাড়া তোমার
    পৌঁছে যেতে শোকের কাছে? 

    নিজেও কিছু করো তুমি,
    যা দেখলে কাল খুশিই হব।
    সাফল্য তো আপেক্ষিকের,

    চাইব তবু সফল হোয়ো 
     
  • শ্রীমল্লার বলছি | ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪২734296
  • পর্বে পর্বে কবিতা: একশো ৭৫ 
     
    এমন হ’য়েই এসো
     
    কুমারীত্ব হারিয়ে তুমি আসতে পারো 
    আমার কাছে। 
    এক ফোঁটাও আফশোস তো দূরের কথা,
    সেসব নিয়ে আলোচনাও করবটি না। 
    প্রথম ব্যথা পাওয়ার গোপন ভয়ের 
    সঙ্গে তোমার মিশে থাকা আনন্দকে,
    তোমার আনন্দকে রেখে দিয়ো তোমার ঘরেই। 
    আমার ঘরে আবার ভাবনা লেখার,
    আমার ঘরে আবার উপন্যাসের গন্ধে
    কেমন... 
    কেমন চরিত্ররা লাফিয়ে উঠেই
    গভীর ঘুমোয়। 
    আমার এদেরকেই তো শাসন করেই
    সময় কাটে।
    সময় কাটতে থাকে ঘোর বিপদের
    অহংকারে...

    তুমি কুমারীত্ব হারিয়ে এসো, আমার নতুন লেখা উপন্যাসে 
     
  • শ্রীমল্লার বলছি | ২১ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৪734306
  • পর্বে পর্বে কবিতা: একশো ৭৬ 
     
    বাদ সাধার কবিতা
     
    একটা কোথাও...
    একটা কোথাও বিকেল শেষে 
    সন্ধে এল, কিন্তু যাকে পাওয়ার ছিল—
    তার দেখা নেই।

    ভুলেই ভাল...
    ভুলেই ভাল থাকব তবে
    বাকি জীবন, অনেক ডেকেও ব্যর্থ হলাম—
    বৃথাই ফালতু শব্দখরচ।

    থমকে অবাক...
    থমকে অবাক তাকিয়ে দেখি
    দু’চোখে জল, কষ্ট ওঠে সিঁড়ি দিয়েই—
    আহত হোক আঘাত পেয়ে।

    ক্ষণিক আশায় ...
    ক্ষণিক আশায় ফাঁদ থাকে
    তাই পা বাড়াই না, মনকে খুলি—
    সিমপ্যাথিও জানাতে আজ বাদ সাধে। 
     
  • শ্রীমল্লার বলছি | ২১ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৩734309
  • পর্বে পর্বে কবিতা: একশো ৭৭
     
    হঠাৎ রাস্তায়
     
    হ্যাঁ বলছি শুনুন, খুবএকটা এই বালিশ কিন্তু
    বিষণ্ন নয়। 
    তাছাড়া তো হালকা বলতে হয় যেমনটা।
    এবার ব্যাপার হচ্ছে, হঠাৎ ক’রে কিছু হঠাৎ
    হতেই পারে। 
    হোক, সমস্যা নেই বড়য় বড়। 
    তবে আটার মধ্যে জল দিলে সেই
    রুটি করার প্রস্তুতি।
    দেখুন ইলিশ মাছের আঁশটা বড্ড কেলেঙ্কারির। 
    তবে কবিতার তো বাজার আপনি জানেন দাদা—
    সেই রবীন্দ্রনাথ থেকে আজকে ধরুন গিয়ে শ্রীজাত।
    মাঝে আমি এলাম। 
    তবে যাই বলুন না, আমার কিন্তু বাজারটা বেশ
    তৈরি হচ্ছে। 
    নামটা একটু লিখে রাখুন— 
    হ্যাঁ, লিখেই রাখুন— 
    শ্রীমল্লার... শ্রীমল্লার... 
    আপনি ভালো কানে শোনেন? 
    মানে বলছি, ঠিকঠাক সব শোনেন তো?...
    আমি আরেকবার বলছি তবে?
    শ্রীমল্লার...
    দেখলেন তো? এবার হল! 
    আমার মেল আইডিটা বলছি এবার, ভালো 
    ক’রে শুনে নেবেন। 
    দ্বিতীয়বার বলব না। 
    ‘srimallar...’

    ও হ্যাঁ, আমার নামের পাশে লিখে রাখুন—

    খ্যাতি থাকে বইয়ের পাতায়, আর চেষ্টা বেরোয় 
    ভাঙতে ভাঙতে...

    আসছি তবে? বাড়ির লোককে জানিয়ে দিয়েন,
    এখন আমি তরুণ কবি।
     
  • শ্রীমল্লার বলছি | ২১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১১734310
  • পর্বে পর্বে কবিতা: ৭৮ 
     
     
    উৎসর্গ: আমরা যারা একসঙ্গে বেড়ে উঠছি, তাদের
     
    ফন্দি
     
    রাগ পুষেছি। 
    অথচ রাগ ঠাণ্ডা হবে
    কোন উপায়ে–
    তা ভাবিনি।

    চড় মেরেছি।
    অথচ চড় ধ্বংস হবে
    কার আঘাতে–
    কেউ বলেনি।

    নুন খেয়েছি।
    অথচ নুন ভুলতে হবে
    কী নিন্দেতে–
    নাহ্! জানিনি।

    বিষ মেখেছি।
    অথচ বিষ মুছতে হবে
    কখন, কবে–
    শুনিনি...
              তাও শুনিনি
     
  • শ্রীমল্লার বলছি | ২২ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩১734326
  • পর্বে পর্বে কবিতা: একশো ৭৯ 
     
    উড়ে যাওয়ার আগে 
     
    গন্ধের দু’টুকরো নিলাম।

    এরপরে অল্পখুলে,
    কিছুটা অপেক্ষাকে ছুঁলাম।

    গন্ধের বাকিটাও নেব,
    তারপরে উড়ে যাব দু’হাত...
     
  • শ্রীমল্লার বলছি | ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৩734329
  • পর্বে পর্বে কবিতা: একশো ৮০ 
     
    আওয়াজব্যস্ত 
     
    গোরু ডাকে, যায় বাস।
    ধুলো ওড়ে, বেমানান।
    রিকশায়,
    ওঠে মা—
    পুজো আসে, পারি না... পারি না...
    কিছুতেই, কিছু না।
    ইস্কুল, ছুটি পায়–
    বাস ডাকে,
    গোরু যায়— 
     
  • শ্রীমল্লার বলছি | ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৮734332
  • পর্বে পর্বে কবিতা: একশো ৮১
     
    ব্যাখ্যাতীত 
    বৃষ্টিদারুণসভ্যতা।
    হাঁস বুঝেছি, পালক ওড়ায়—
    দারুণবৃষ্টিসভ্যতা।

    শ্যাওলাঅন্ধগণিতমন। 
    আলো ফুটল, বিয়োগ পেয়েই—
    অন্ধগণিতশ্যাওলামন। 
     
  • শ্রীমল্লার বলছি | ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০২734336
  • পর্বে পর্বে কবিতা: একশো ৮২ 
     
    যত দোষ, আমাদের
    তরঙ্গরোদ ভেঙেছে কাচ—
    আমরা দোষী।
    মাছি, মাছির দোলনা যদি
    বন্ধু হাওয়ার—
    তবে আপনজনেই অসুখ আনে।

    আনে অসুখ আনে আপনজনেই।

    আমরা দেখি দূরের থেকেই,
    এত ক’রেও দোষী আমরা।

    আমরা দোষী।
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন