এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কয়েকটি কবিতা— শ্রীমল্লার

    Srimallar লেখকের গ্রাহক হোন
    ১৭ জুন ২০২৫ | ২৪৪৬ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • উড়িছাদ
    এরই মধ্যে ঢুকে গ্যাছে,
    গোপনগন্ধকিছু।

    গোপনই আমার ভাল। গোপনেই, উড়িছাদ।
     
     
    ঘনিষ্ঠজড়াব
    সেকথা আমি ভুলতে পারব না।
    ভুলতে চাইও না।
    যখন পড়বে মনে–

    তখন একটিবার, ঘনিষ্ঠজড়াব! 
     
     
    এখন বড় হ’য়ে গেছি
    বাজারমুদিখানাসাইকেল—

    যেতে আসতে হাসিবিনিময়।

    এখন বড় হ’য়ে গেছি, পারব না ছোট হতে তাই।
     
     
    ধ্বংস, ধ্বংসই
    জলের ছাপ। কালরাতে ধ্বংস এসেছিল।

    ধ্বংস যখনই আসে,
    আমরাও ভাবি লড়ে জিতব।

    ধ্বংস একাই পারে–

    ক’রে দিতে আমাদের ধ্বংস! 
     
     
    বিপদপ্রস্তুতি
    আকাশছাদ, আকাশলোক।
    বারান্দা, পুজোর ঘর।
    মাথায় ছাদ,
                আচমকা আচমকা আচমকা!

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রীমল্লার বলছি | ১২ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪১734056
  • পর্বে পর্বে কবিতা: একশো ২৮ 
    মুখোশ 
     
    ধূসরঝিনুক তুমিই দোষী? 
    তুমিই দিলে আড়ালবচন? 
    তবে আমায় মেরে ফ্যালো,
    মেরে ফ্যালো... মারো এখন! 

    ইচ্ছেবিকাশ পড়শি তোমার?
    তোমারই সে নিকটগোপন?
    তাকিয়ে থেকে দেখছ কী আর...?
    এখন সবাই শোকাহত।

    রিকশাগণিত জানতে আগেই?
    জানতে যখন... জানালে না?
    কাজের সময় বন্ধু হবে,
    কাজ ফুরোলে আর চেনো না... 
     
  • শ্রীমল্লার বলছি | ১২ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫৬734060
  • পর্বে পর্বে কবিতা: একশো ২৯ 
     
    নিয়ে এসে রেখে দিয়ে চলে যাও
  • শ্রীমল্লার বলছি | ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪২734064
  • পর্বে পর্বে কবিতা: একশো ৩০
     
     
    কান্না পেলে তোমার দু’চোখ—
     
    তার ঠিকানায় পাঠিয়ে দাও
     
  • ধুর্বাল | 15.204.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৯734066
  • এই আরেক গান্ডু। নিজের খেয়ালে মুতছে দেয়ালে।
  • শ্রীমল্লার বলছি | ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৯734068
  • পর্বে পর্বে কবিতা: একশো ৩১ 
    অভাব
     
    ঝিলমিলবয়স্ক। 
    ওড়ে লাঠিদৌড়, মাঝেমধ্যে 
    থেমে থেমে ছায়া চিনতে শেখা। 

    যুদ্ধদৈনিক। 
    ওঠে পরিবার, দ্যাখেস্বপ্ন
    আজই হয়তো মিটে যাবে অভাব। 
     
  • কৌতূহলী | 103.249.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩২734069
  • আপনার প্রতিটা কবিতা পড়ে কেমন ভাবের ঘোরে ভেসে যাই। ভাবি কবিতা পড়ে কেমন লেগেছে মন্তব্য করব , কিন্তু একটা ঘোর এসে যায় এমন , সেটা কাটতে কাটতেই মন্তব্য করতে ভুলে যাই।
    শুধু দুটো অনুরোধ।
    ১) রাজনৈতিক কবিতা লিখুন। কবিতায় রাজনীতি আনুন। সত্তরের দশকের কবিদের মত সমকালীনতায় গর্জে উঠুন।
    ২) কবিতাগুলো ব্লগে এলোমেলোভাবে ফেলে রাখবেন না। গুরুচন্ডালী থেকে একাধিক খন্ডে ছাপিয়ে ফেলুন কবিতাগুলো। 
     
  • শ্রীমল্লার বলছি | ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৮734082
  • @কৌতূহলী, 
    "১) রাজনৈতিক কবিতা লিখুন। কবিতায় রাজনীতি আনুন। সত্তরের দশকের কবিদের মত সমকালীনতায় গর্জে উঠুন।" 
    আমার সমস্ত কবিতাই রাজনৈতিক। রাজনীতির বাইরে নয়। তাছাড়া, যখন লিখতে বসি, তখন যেমন লেখা আসে আমি তেমনই লিখে রেখে দিই। 'রাজনৈতিক' কবিতা লিখতে হবে, এমন ভেবে তো লিখতে বসি না। smiley
     
    আর, "২) কবিতাগুলো ব্লগে এলোমেলোভাবে ফেলে রাখবেন না। গুরুচন্ডালী থেকে একাধিক খন্ডে ছাপিয়ে ফেলুন কবিতাগুলো।"— এটা বোধগম্য হল না। যদি একটু সহজ ক'রে বুঝিয়ে দিতে পারেন, তাহলে বুঝি আর কী... হয়তো আপনি সহজ করেই বলেছেন। কিন্তু আমিই বুঝতে পারছি না। আর হ্যাঁ, কবিতাগুলো তো আমি 'এলোমেলোভাবে ফেলে' রাখছি না। এক জায়গাতেই রাখছি তো!... smiley
  • শ্রীমল্লার বলছি | ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:১১734083
  • পর্বে পর্বে কবিতা: একশো ৩২
    বারোমাস, রান্না
     
    ক্ষণিকদিঘি খোঁজ চিরদিন 
    ক্ষণিকদিঘি খোঁজ
    রাগ যদি তার মাথায় চড়ে, 
    নেবেই প্রতিশোধ

    অস্থায়ীঝোল সংকোচে ম্লান
    অস্থায়ীঝোল ম্লান
    গরম ভাতে দাও হাওয়া দাও, 
    দাও আরেকটু ডাল

    হুজুগপ্রীতি দোষ লেলিহান 
    হুজুগপ্রীতি দোষ
    শরীর যখন আছেই,
    তখন ছুঁয়ে যাবেই রোগ

    যৌনতাশ্লোক বিশুদ্ধে হাঁস
    যৌনতাশ্লোক হাঁস
    হলুদ যদি কম প’ড়ে যায়,
    রান্না বারোমাস 
     
  • কৌতূহলী | 103.249.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৫734084
  • রাজনৈতিক কবিতা বলতে নেপাল আন্দোলন ,ইজরায়েল প্যালেস্তাইন , মোদী ,মমতা এঁদের কবিতায় আনুন। 
    আর বলতে চেয়েছি কবিতাগুলী শুধু ব্লগে না রেখে গুরুচণ্ডালী থেকে বই ছাপিয়ে বের করুন একাধিক খন্ডে। 
  • শ্রীমল্লার বলছি | ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৯734085
  • ও আচ্ছা বুঝলাম। smiley
    *প্রকাশক কি এইসব ছাইপাঁশ লেখা নিয়ে বই করার ঝুঁকি নেবেন? smiley 
  • শ্রীমল্লার বলছি | ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩৪734089
  • পর্বে পর্বে কবিতা: একশো ৩৩
    চলো, এক্ষুনি
     
    দাওদরিদ্র, পাওদরিদ্র
    সাধ্য মতোই ভরিয়ে দাও
    নাওআনন্দ, যাওআনন্দ 
    শিক্ষা দেওয়ার সাহস নাও

    খাওঅপূর্ব, চাওঅপূর্ব
    সময় মতোই খাবার খাও
    দাওদরিদ্র, যাওআনন্দ—

    রোদের মধ্যে লাইন দাও
     
  • শ্রীমল্লার বলছি | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩734092
  • পর্বে পর্বে কবিতা: একশো ৩৪
    কেন, কারণ 
     
    কঠিননালিশ কাজল দিলি
    কাজল দিলি বান্ধবীকে
    হতে পারিস পছন্দঝোঁক
    আমাকে নে নিজের কোরে। 

    জব্দহন্যে মেঘ মোছালি 
    মেঘ মোছালি বৈঋণীকে
    যেমনভাবে আহাদারুণ 
    বলিস চ’লে যাওয়ার পরে।

    গতিশীতল চোট লেখালি
    চোট লেখালি নবীনফাঁদে
    কারণ জানা উচিত ছিল,
    ‘কেন’ হওয়ার অনেক আগেই... 
     
  • শ্রীমল্লার বলছি | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১০:১১734098
  • পর্বে পর্বে কবিতা: একশো ৩৫ 
    ভূমিকা
     
    চাহিদালাল রক্তসবুজ 
    অসম্ভবেই অসম্ভব
    যেখানে পথ একটু সরু,
    শত চেষ্টা ব্যর্থ হয় 

    বড্ডবাতাস গন্ধবেলুন
    ভবিষ্যতেই ভবিষ্যত
    এখন থেকেই শুরু করুক,

    নিজের কোনও ভূমিকা
     
  • শ্রীমল্লার বলছি | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:০০734103
  • পর্বে পর্বে কবিতা: একশো ৩৬ 
    শূন্যতা
     
    ঘুরছে এক
    ঘুরছে দুই
    ঘুরছে তিন
    ঘুরছে চার—

    বলছে লোক রোজ আমি
    খুবভীষণ উচ্ছে খাই।

    ঘুরছে মন
    ঘুরছে চোখ
    ঘুরছে ঠোঁট
    ঘুরছে গাল—

    তুলছি মুখ ভিড় ঠেলে
    ডুবছি ফের শূন্যতায়। 
     
  • শ্রীমল্লার বলছি | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৩734105
  • পর্বে পর্বে কবিতা: একশো ৩৭
     
    স্বাধীন
     
    শহরের থেকে শহরে গিয়েছি
    গ্রাম হ’য়ে গেছি গ্রামে
    এবং দেখেছি মানুষ আমাকে,
    ডাকছে নিজেরই নামে।

    মন থেকে মনে ছুটে উড়ে গেছি
    অভিমান হ’য়ে গলায়
    এবং বুঝেছি আমাকে কেবলই,
    মানুষের পাশে মানায়।

    ছোটবেলা থেকে বড়বেলা ঘুরে
    ইতিহাস কত আদিম—
    বুঝেছি, কিন্তু বোঝাতে পারিনি

    অবশেষে আজ স্বাধীন
     
  • শ্রীমল্লার বলছি | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৭734112
  • পর্বে পর্বে কবিতা: একশো ৩৮ 
    ছুটি
     
    ‘আহা উত্তাপ কত সুন্দর,
    তুই থার্মোমিটারে মাপলে’
    জানি জ্বালা মিটবে না একদম,
    তোকে সপাটে চড় মারলে।

    মা’কে মিথ্যে বলেছি লক্ষ
    বাবা ছেড়েছে আগেই মা’কে
    তবু মা দেখে গেছে স্বপ্ন—
    বাবা একদিন ফিরে আসবে।

    আমি দাঁড়িয়ে দেখছি দুর্যোগ
    জানি দুর্দিন আরও সামনেই

    তোকে মেরে তবে নিজে মরব,
    আর বাঁচতে চাই না এভাবে
     
  • শ্রীমল্লার বলছি | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩২734118
  • পর্বে পর্বে কবিতা: একশো ৩৯ 
     
    খেলনায় নিরামিষ
     
    এই এক পাখিবিরক্তি—
    অযথা যাবি তো যা, ইশারায়
    কী জানাস?

    স্পর্ধাবিলীনে দ্যাখ,
    খেলনায় নিরামিষ সন্ধান... 
     
     
  • শ্রীমল্লার বলছি | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৪734121
  • পর্বে পর্বে কবিতা: একশো ৪০ 
     
    স্পর্ধা
     
    আমাকে দেখা গেল অপেক্ষায়
    আমাকে দেখা গেল অভিমানে
    সময় আমারই সহপাঠী,
    আমার ইতিহাস সেইই জানে।

    আমাকে দেখা গেল মেট্রোতে
    আমাকে দেখা গেল কলেজ স্ট্রিট
    ঘুরেছি কবিতার পিছু পিছু,
    তেমন লেখা খুঁজে পাবই ঠিক।

    আমাকে দেখা গেল ধানক্ষেতে
    আমাকে দেখা গেল পাঁচতারায়
    জীবন কত কিছু কম জানে,
    আদর ক’রে তাকে বোঝাতে হয়।

    আমাকে দেখা যাবে বইমেলায়
    আমাকে দেখা যাবে দিচ্ছি সই
    পাঠক মনে রাখে আমার নাম,

    আমিও কবিতায় তৈরি হই। 
     
  • শ্রীমল্লার বলছি | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫২734125
  • পর্বে পর্বে কবিতা: একশো ৪১ 
     
    ‘ব্রিটেনে ভারতীয় বংশোদ্ভূতকে হুমকি দিয়ে গণধর্ষণ’ 
                  —আনন্দবাজার পত্রিকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ 

     
    ওটাই তোমার দেশ 
     
    ঠিক এই মুহূর্তে এই দুনিয়ার
    অনেক অন্ধকারে—
    অনেক মেয়ের ওপরেই নেমে আসছে
    যৌন অত্যাচার।

    ওই শিখ তরুণীর রাস্তা আটকে
    শ্বেতাঙ্গ দুই যুবক—

    আগেই জানিয়ে দিল, সেই তরুণী 
    এই দেশের তো নয়।

    এরপরে শ্বেতাঙ্গ দুই যুবক মিলে হুমকি দিল—
    সেই তরুণীকে নিজের দেশে ফেরার।

    ঠিক সেই সময়েই বছর কুড়ির সেই তরুণী
    সহ্য করল কঠিন অত্যাচার।

    আজও জাতি বিদ্বেষের জেরেই,
    এমন এমন এমন এমন—
    ঘটনাসব চলছে ঘটে।

    সেই দেশের মাটিই আঁকড়ে রেখো,
    যেখানে ধর্ষিতা হ’লে।
     
     
    জেনে রেখো, ওটাই তোমার দেশ 
  • শ্রীমল্লার বলছি | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৯734132
  • পর্বে পর্বে কবিতা: একশো ৪২
     
    বিষণ্ন
     
    অসুখপালক জটিলসহজ
    বৃষ্টি কেমন বেজন্মা—

    প’ড়ে যাচ্ছে, প’ড়েই যাচ্ছে
    থামার নাম নিচ্ছে না।

    চুপবিনুনি চমকমুঠো
    রাস্তা যেন সমুদ্র—

    আমার সকল পূর্বাভাসেই
    বৃষ্টি নিজেও বিরক্ত।

    ক্ষয়আহ্বান বাক্যপ্রিয়
    দৃশ্য ভাসে লাবণ্যয়—

    বৃষ্টি আমায় শেখাল আজ
    সময় নিজেও বিষণ্ন। 
     
  • শ্রীমল্লার বলছি | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৮734133
  • পর্বে পর্বে কবিতা: একশো ৪৩
     
    অপরাজিত 
     
    লোক চলে যায়
    দিন কেটে যায়
    আবার গাছে সবুজ ওঠে

    ডাক শোনা যায়
    আজ যাওয়া চাই
    হয়তো কিছু বলতে পারে

    চোখ ঢেকে যায়
    গান লিখে যাই
    অন্ধ হলেও বেঁচে যেতাম

    লোক হেঁটে যায়
    লোক ভোলা যায়

    এই খেলাটা জিততে হবেই 
     
     
  • শ্রীমল্লার বলছি | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৬734136
  • পর্বে পর্বে কবিতা: একশো ৪৪
    ঝিলিকসজল
     
    গরিবের নৌকো এসে
    মাছ গিলে খায়
    বড়লোকে কুমিরেও
    কান্না ফিরে পায়

    চায়ে যেন ধোঁয়া ছুঁয়ে
    মালিকের ঘাম—
    মিলোতে মিলোতে ঘোরে,
    এটুকুই দাম।

    মুখে মুখে মুখোমুখি
    রোদ্দুরে দিন
    ওড়াউড়ি আলগাই,
    এ কেমন ঋণ...

    ফেলে রাখা বাতিলেও
    শর্তেরা চালাক
    বড়লোকে নুয়ে পড়ে
    গরিবের শাখায়। 
     
  • শ্রীমল্লার বলছি | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৬734141
  • পর্বে পর্বে কবিতা: একশো ৪৫
     
    তেমন একটা দিন
     
    দেখা যখন হবেই—
    তখন মুখোমুখিই হোক।

    তোমার নতুন বইয়ে চাইছি কিন্তু
    তোমার নিজের সই।

    দরজা খুলেই বলবে,
    ‘এসো, বোসো শ্রীমল্লার’

    আমি ভোরের ট্রেনেই ছুটব,
    তোমার প্রাণের কলকাতায়।

    তোমার কোন কোন বই
    নতুন ক’রে, 
    করছি আবিষ্কার—
    সবই বলব তোমায় খুলে,
    আগে ‘কেমন জানাও আজ...’

    আমার খুচরো অনুভূতিগুলো
    শুনবে মন দিয়ে,
    এবার গিয়ে দেখি যেন তোমার
    গ্যাছে অসুখ সেরে।

    ‘দ্য স্টারি নাইট’ দাঁড়িয়ে দেখব
    আর দাঁড়িয়ে দেখব তোমায়।
    জীবন নতুন ক’রে সুযোগ দেবে,
    কাছে তোমায় পাওয়ার।

    তোমার ‘আবোল তাবোল’ দুষ্টু 
    তবু ভারি মিষ্টি ভীষণ—
    আমি ঘোরের মধ্যে ফিরে আসব
    আবার কৃষ্ণনগর।

    আবার যাব যেদিন
    সেদিন নেব সঙ্গে কবিতা।
    তুমি সারিয়ে দিও যত্ন ক’রে,
    আমার কবিতা... আমার কবিতা... আমার কবিতা...

    কবি, আমরা দু’জন বন্ধু হব। 
    বন্ধু হয়েই আছি।
    তুমি দুপুরবেলায় খেতে দিও
    ভাতমাছতরকারি।

    এবার গেলে কিন্তু সহজে আর
    ফিরে আসব না—
    তবু সময় বড় চালাক,
    আমায় বসতে দেবে না... আমায় বসতে দেবে না... আমায় বসতে দেবে না... 
     
  • শ্রীমল্লার বলছি | ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩২734144
  • পর্বে পর্বে কবিতা: ৪৬ 
     
    পড়ুয়ানেশাই 
     
    নিষিদ্ধলিপি আসে ব্যবহারে ভুল।
    নতুন বোকামো তবু,  
    ঝড়ে এলো চুল—
    বেঁধে দিয়ে চলে যায় যেদিকে সে পারে।
     
    ভরসাকোমল জানে স্বীকৃতিস্রোত। 
    একাকী চোরের মন, 
    গণিতেই ঝোঁক—
    পড়ুয়ানেশাই তাকে স্কুলে টেনে আনে। 
     
  • শ্রীমল্লার বলছি | ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৩734150
  • পর্বে পর্বে কবিতা: একশো ৪৭
     
    ঋণ
     
    এ সময় শালিখ কোথায় যায়?
    এ দেশের হাওয়াও অভিমানী...
    কাব্যের গন্ধে ঘরে ঘরে—
    লোকে পায় অভাব মোছার তারিখ।

    এ শহর ছুটছে কত জোরে?
    এ জীবন মুখস্থ আজ সব...
    এখনও অবাক হতে পারি—
    করেছি কতই কী সহ্য!

    এ সমাজ কালোঅন্ধকার
    এ মাথায় জটিলতার গিঁট
    কোনওদিন চমক নিয়ে এসে,

    আবারও বাড়িয়ে যেয়ো ঋণ 
     
     
     
     
     
    পাঠকের উদ্দেশে: ওহ্! এক্ষুনি খেয়াল কর্লাম যে পর্বে পর্বে কবিতা: একশো ৪৬ না লিখে শুধু ৪৬ লিখে দিয়েছিলাম! মার্জনা কর্বেন পাঠক। 
     
  • শ্রীমল্লার বলছি | ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৯734152
  • পর্বে পর্বে কবিতা: একশো ৪৮
     
    তফাতনেই
     
    একে চলে চাকা
    দু’য়ে চলে ঘুড়ি
    তিনে আমি একা
    চারে শুয়ে মরি

    পাঁচে ওঠে আঘাত
    ছ’য়ে ওঠে উনুন
    সাতে ভাবি বানান
    আটে ভাঙে পুতুল

    এই ক’রে ক’রেই
    বহুদূরে এলাম—
    তোমায় আর আমায়
    নেই কোনও তফাত। 
     
  • শ্রীমল্লার বলছি | ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৩734153
  • পর্বে পর্বে কবিতা: একশো ৪৯
     
    আলপনা, আদরে
     
    অপরাধে পিসিমার
    অভিমুখ ঘুরে যায়।
     
    চন্দনে চাঁদেরও
    আলো কিছু গোনা যায়।
     
    গোনা যায়... গোনা যায়... 
    অভিমুখে জোছনায়।
     
     
    ঢেউয়েফোঁসা মায়েদের
    আদরে লেখানো যায়।
     
    স্পন্দনে লাফিয়েও
    নামডাক শোনা যায়। 
     
    শোনা যায়... শোনা যায়... 
    আদরে আলপনায়। 
  • শ্রীমল্লার বলছি | ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫০734154
  • পর্বে পর্বে কবিতা: একশো ৫০ 
     
    ওয়টস্যাপে চিঠি
     
    জানলা থেকে ‘Hi!’ করলেই
    দেখতে পাবে আমায়
    মিথ্যে তোমায় বলছি না আর
    সরাসরিই জানাই—

    বাইরে থেকেই দেখা হবে
    বলব ইশারায়—
    ‘এমন চোরের মতোন
     লুকিয়ে আসা যায়?’

    আর কতদিন এভাবে রোজ
    ঘুরিয়ে যাবে বলো?
    ভালোবাসবে বলতে বলতে
    সময় পেরিয়ে গেল...

    ওয়টস্যাপে লিখতে লিখতে
    হাতের আঙুল ব্যথা
    সামনাসামনি দেখা হলে,
    তবু ছিল কথা...

    যেখানেতেই যাও না তুমি—
    সঙ্গে তোমার মা,
    যাবেই যাবে সঙ্গে
    তাও পেছন ছাড়বে না!

    হতাশ। হতাশ। হতাশ।
    এখন হতাশ হচ্ছি আরও—
    তোমার জানলাতে আজ দাঁড়িয়ে 
    আমায় সামান্য ‘Hi!’ কোরো... 

    ও হ্যাঁ, সময় কিন্তু সন্ধেবেলায়
    ছ’টা পনেরো—

    তুমি দাঁড়িয়ে থেকো জানলাতে আজ,
    করছি অনুরোধ 
     
     
  • শ্রীমল্লার বলছি | ১৬ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৩734156
  • পর্বে পর্বে কবিতা: একশো ৫১ 
     
    বাংলার মাটি, জীবনানন্দ
     
    দূরে দূরে যায় ভাবনারা
    উড়ে উড়ে যায় মন
    জীবনানন্দ কেন ভাল লাগে
    ভাস্কর কেন ঘোর—

    শক্তি বলছে ‘এদিকেই এসো
    সুনীলকে ভুলে যাও’
    অমিয়ের গায়ে ধুলো প’ড়ে গেছে,
    এমনই চেয়েছি, তাই।

    মল্লিকা আজও মেয়েদের হ’য়ে
    যুদ্ধ রেখেছে জারি।
    ঐ যে আসছে মেঘে মেঘে ভেসে
    রঞ্জন নন্দিনী।

    কিছু ভালো লাগে
    কিছু বা লাগে না
    কোনওদিকে নেই তাড়া—

    জীবনানন্দ ডিপ্রেসড বড়,
    বাংলার মাটি ছাড়া। 
     
  • শ্রীমল্লার বলছি | ১৬ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪৮734157
  • পর্বে পর্বে কবিতা: একশো ৫২ 
     
    কয়েকলাইন এমনি
     
    মানায় না মানায় না 
    কিচ্ছুতে আর 
    মানায় না
     
    মানিয়ে যদি যেতই, 
    সে আর অভিযোগই
    ছুঁড়ত না 
     
    কাঁদায় না কাঁদায় না 
    অতীত এখন 
    কাঁদায় না
     
    কাঁদিয়ে যদি দিতই, 
    সে আর অতীত হ'য়ে 
    থাকত না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন