এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কয়েকটি কবিতা— শ্রীমল্লার

    Srimallar লেখকের গ্রাহক হোন
    ১৭ জুন ২০২৫ | ২৪৪৭ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • উড়িছাদ
    এরই মধ্যে ঢুকে গ্যাছে,
    গোপনগন্ধকিছু।

    গোপনই আমার ভাল। গোপনেই, উড়িছাদ।
     
     
    ঘনিষ্ঠজড়াব
    সেকথা আমি ভুলতে পারব না।
    ভুলতে চাইও না।
    যখন পড়বে মনে–

    তখন একটিবার, ঘনিষ্ঠজড়াব! 
     
     
    এখন বড় হ’য়ে গেছি
    বাজারমুদিখানাসাইকেল—

    যেতে আসতে হাসিবিনিময়।

    এখন বড় হ’য়ে গেছি, পারব না ছোট হতে তাই।
     
     
    ধ্বংস, ধ্বংসই
    জলের ছাপ। কালরাতে ধ্বংস এসেছিল।

    ধ্বংস যখনই আসে,
    আমরাও ভাবি লড়ে জিতব।

    ধ্বংস একাই পারে–

    ক’রে দিতে আমাদের ধ্বংস! 
     
     
    বিপদপ্রস্তুতি
    আকাশছাদ, আকাশলোক।
    বারান্দা, পুজোর ঘর।
    মাথায় ছাদ,
                আচমকা আচমকা আচমকা!

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রীমল্লার বলছি | ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪০733989
  • পর্বে পর্বে কবিতা: ৯৮ 
    চমক
     
    যা খুশি তাই... 
    যা খুশি তাই করব, 
    সময় এসেই গেল রে। 
     
    বলবে না কেউ... 
    বলবে না কেউ কিচ্ছু, 
    বলার মুখগুলো আর নেই। 
     
    অবাক হ'য়ে দেখবে... 
    অবাক দেখবে শুধুই আমায়,
    আর ভাববে তারও বেশি। 
     
    বুঝবে ধীরে ধীরে... 
    বুঝবে ধীরে ধীরে এবার, 
     
    সালা আমি যে কী জিনিস 
     
  • শ্রীমল্লার বলছি | ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৫733990
  • পর্বে পর্বে কবিতা: ৯৯
    মন 
     
    যেমন বুঝলে এমন হবে
    এমন বুঝলে যেমন
    তেমন বুঝলে কেমন হবে
    ভাবছি সেটা এখন 
     
    ভাবছি এবং ভেবেই যাচ্ছি
    জবাব মিলছে না
    যুক্তিগুলো সাজিয়ে যাচ্ছি—
     
    মন তা মানছে না
     
  • শ্রীমল্লার বলছি | ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৮733994
  • পর্বে পর্বে কবিতা: ১০০ 
    বারণকুয়াশা
     
    টিকটিকির সাহস—
    চুপি অল্পে অল্পে পা। 
    মাছির বোকামোতেই, 
    মাছি বেঁচেও ম’রে যায়। 

    গরম কড়াই চালাক— 
    তেলে মাছকে ছেড়ে দিই। 
    চান করেই খাব, 
    মেপে কাজ গুছিয়ে নিই।  

    বিড়ির ধোঁয়ায় ভ্রমণ— 
    করি আড়ালআগুনসেলাই। 
    কাছে এগিয়ে এসেও শুনি, 
    দাবি বারণকুয়াশায়... 
     
     
     
     
     
     
    পাঠকের উদ্দেশে: দেখতে দেখতে, 'পর্বে পর্বে কবিতা: ১০০'  হ'য়ে গেল। কিছু মানুষ যে আমার লেখা পড়ছেন, ভাল লাগছে। যাঁরা পড়ছেন বা যাঁরা পড়ছেন না, তাঁদের সক্কলকে আমার উড়ন্ত ভালোবাসা উপহার দিলাম। 
     
  • শ্রীমল্লার বলছি | ০৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৪733999
  • পর্বে পর্বে কবিতা: একশো ১ 
    ছিল, শরীর 
     
    শরীর যখন ছিল—
    তখন ভুলে ছিলাম যত্ন নিতে। 
    শরীর এখন গেল—
    দূরে, হাতের থেকে অনেক দূরে। 

    শরীর। শরীর। শরীর। শরীর।

    শরীর ছিল,

    ছিল একটা সময়। 
     
     
  • শ্রীমল্লার বলছি | ০৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫১734002
  • পর্বে পর্বে কবিতা: একশো ২ 
    ভ্রমণঝুঁকি
     
    সংখ্যাসৌন্দর্য—
    শঙ্কামহিমায় আপ্লুত পিঠ।
     
    আষাঢ়উপমা— 
    বৃষ্টিদৃঢ়তায় যৌনতা, ছিঃ... 
     
    পাতালচেতনা— 
    যুগলঅনুতাপে 
                     যাব বুঝি
     
     
  • শ্রীমল্লার বলছি | ০৯ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৪734005
  • পর্বে পর্বে কবিতা: একশো ৩ 
    এই শোনো, বলছি... 
     
    অন্ধ ক'রে সবুজ দেব
    বিচ্ছিরিপ্রভাতে। 
    কাপড় তুলে গুহায় যাব
    নিখিলঅভিশাপে। 
     
    শর্ত লিখে পড়িয়ে নেব
    ঝটকাচিরদিনে। 
    বাক্স খুলে বার্তা পাব
    গোপনেদ্বিতলে। 
     
    চক্র বুঝে টলতে খাব 
    তাড়িয়েহাসিপেয়ে। 
    শরৎ গিলে একটু শোবো
    মদতপুষ্টনীলে। 
  • শ্রীমল্লার বলছি | ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৮734006
  • পর্বে পর্বে কবিতা: একশো ৪
    এলাম, আজই
     
    আসন্নস্রোত কোথায় এখন? 
    আসন্নস্রোত কোথায়? 
    কালকে ছিলাম যত ভালো, 
    আজ ততটাই খারাপ। 
     
    ইশারামন কোথায় এখন?
    ইশারামন কোথায়? 
    একমুহূর্তে লেখার ছিল, 
    একমাস লাগালাম। 
     
    আঁচলসোহাগ কোথায় এখন? 
    আঁচলসোহাগ কোথায়? 
    কালকে যদি না দেখা হয়,
     
    আজই চ'লে এলাম। 
     
  • শ্রীমল্লার বলছি | ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৫734007
  • পর্বে পর্বে কবিতা: একশো ৫ 
    নতুন 
     
    এতকথা কোত্থেকে আসে?
    এতকথা কোন দিকে যায়? 
    এতলোকে বলে কেন কথা?
    ম’রে গেলে শেষে হবে ছাই।

    এত এত এত এত কথা
    এত এত এত এত লোক
    এইবারে চুপ হ’তে শিখুক 
    মানুষের মতো কথা হোক।

    পুরনোকে পুরনোই লাগে 
    নতুনকে লাগে আরও নতুন
    পুরোনোকে ভুলে যেতে পারি,

    যেভাবে আনতে পারি নতুন
     
  • শ্রীমল্লার বলছি | ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৯734009
  • পর্বে পর্বে কবিতা: একশো ৬
    যেদিন আমি লিখতে এলাম, বাংলা ভাষায় 
     
    সে যেমন বলত: ‘তোর কাজটা কাজ—
                          আর আমার কাজটা কাজ না?’

    তার নাচ দেখেছি
    সামনে থেকে। 

    তাকে চুমু খেলাম
    লেখায় লেখায়। 

    তারও ব্যস্ত জীবন 
    আমার মতোই।

    তবু পড়তে দিলাম
    আমার লেখা। 

    কত যত্ন নিয়ে
    বুঝিয়ে দিল—

    ‘তুই তো লিখতে জানিস,
    অনেকেই পারে না তা’

    এলিয়ট পছন্দ তার
    গোড়া থেকেই। 

    আমারও শ্রীজাত আর
    রবীন্দ্রনাথ। 

    বাংলায় কবিতা সে পড়ল প্রথম—

    যেদিন আমি বাংলা ভাষায় 
    লিখতে এলাম। 
     
  • শ্রীমল্লার বলছি | ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৭734011
  • পর্বে পর্বে কবিতা: একশো ৭ 
     
    ধুলো ধুলো গাছ গাছ। 
     
    পাতায়হলদেদাগ—
    অবহেলা বোঝাবে। 
     
    ঠোঁটে ভেজা অঘটন। 
     
    উড়ে থামি, পারি যা— 
     
    ছিঁড়েছি বিধাতাকে। 
  • শ্রীমল্লার বলছি | ০৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৯734013
  • পর্বে পর্বে কবিতা: একশো ৮ 
    নির্বাসন
     
    তাকাও তাকাও তাকাও তাকাও।
    একটিবার
    এদিকে তাকাও। 
     
    তোমার কপাল, তোমার কপাল—
    কপালেই তো স্বপ্নদৃশ্য। 
     
    তোমার সঙ্গে আলাপ হলেই, 
    যুদ্ধ যাবে নির্বাসনে। 
     
     
     
    শ্রীমল্লার 
    কৃষ্ণনগর, রাত্রি ৮: ৫৬ মিনিট
    ০৯/ ০৯/ ২৫ 
  • শ্রীমল্লার বলছি | ০৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৬734014
  • পর্বে পর্বে কবিতা: একশো ৯ 
    শিল্পছড়া
     
    শিল্পে উড়ি এক পা
    শহর
    গ্রাম
    বন্যা 
     
    শিল্পে কিনি ছয় দাগ 
    সিংহ 
    শেয়াল
    আর বাঘ
     
    শিল্পে কাটাই এক রাত
    চক্ষু
    কর্ণ
    আর স্বাদ 
  • শ্রীমল্লার বলছি | ১০ সেপ্টেম্বর ২০২৫ ১০:১৭734016
  • পর্বে পর্বে কবিতা: একশো ১০ 
    সকালছড়া
     
    এক কাপ চা 
    একটু আকাশ 
    সকাল দশটা
     
    গলা ভেজাই
    অল্প আরাম 
    নামছে জ্বরটা
     
    সবুজ প্রমাণ 
    পাখির প্রলাপ
    ভরসা রাখছি
     
    ভুলেই গেলাম
    কেন এখন 
    লিখতে বসছি
     
  • শ্রীমল্লার বলছি | ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০১734017
  • পর্বে পর্বে কবিতা: একশো ১১
     
    সে কোন এক বান্ধবী ‘নিরীহ ছেলে’ 
    বলেছিল আমাকে। 

    কানে এখনও লেগে আছে।

    তাই আজও আমি,
    বান্ধবীর নিরীহ ছেলে। 
     
  • শ্রীমল্লার বলছি | ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৯734019
  • পর্বে পর্বে কবিতা: একশো ১২ 
    উপহারসুযোগ 
     
    যাও ধুলোআহ্বানে
    দ্যাখো শহরের ক্যালাকেলি 
    পরকালে কাজে লাগে কত। 

    আমি কবি হ’য়ে যা পারিনি—
    তুমি আজ বৌ সেজে দেখাও। 

    শুধু সিগারেট বেড়ে গেল 
    দাম ছুঁয়ে। 

    ওহ্! এ যে নিজেকেই 
    ঘুরে ঘুরে নীচে নেমে 
    আরও ঠিক
    কোনওমতে ধুলো ভুলে যাওয়া। 
     
     
  • শ্রীমল্লার বলছি | ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩১734020
  • পর্বে পর্বে কবিতা: একশো ১৩
    চ্যালেঞ্জ
     
    একেই বলে সত্যিসমাজ? 
    একেই বলে মিথ্যেদোষ? 
    শাসক যদি চামড়া তোলে, 
    সপাটে চড় মারবে তো? 
     
    একেই বলে নীরবগ্রহণ? 
    একেই বলে শোষণরাজ? 
    ক্ষমতা তো বদলে যাবেই, 
    কালকে ফিরবে নতুন হাত। 
     
    একেই বলে দুর্নীতিজিত? 
    একেই বলে গুপ্তশোধ? 
    ধর্ষিতা মেয়ে বিচার চাইছে, 
    সমাজ বলছে: 'মৃত্যু হোক'... 
     
    একেই বলে আগুনতৃষ্ণা? 
    একেই বলে বারুদজাল? 
    আমার লেখাও বর্তমানে 
    তোমার শাসন ধ্বংস চায়। 
     
     
    আঙুল আজও লেখায় রাখছি। 
    কলম ছেড়ে আমিই কাল—
    মিছিল নিয়ে এগিয়ে যাব, 
     
    সাহস থাকলে আটকে দাও
     
     
  • শ্রীমল্লার বলছি | ১০ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৪734022
  • পর্বে পর্বে কবিতা: একশো ১৪ 
    ছক
     
                    বাজার ধরো। 
    গুছিয়ে তেমন বাজার ধরো
    দৌড় লাগিয়ে। 
     
                 বন্ধু নিভুক। 
    অন্য গ্রহের বন্ধু নিভুক 
    দূরঅকালে। 
     
                  শব্দ শোনো। 
    ছেড়ে চলার শব্দ শোনো
    হাওয়ায় হাওয়ায়। 
     
                   সময় কাটুক। 
    নিজের সঙ্গে সময় কাটুক 
    শিরায় শিরায়। 
     
  • শ্রীমল্লার বলছি | ১০ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫৫734023
  • পর্বে পর্বে কবিতা: একশো ১৫ 
    গহীনতীর্থ 
     
    তন্দ্রাঘন আশ্বিন। 
    শতজন্ম ভীষণ মিঠেপুতুল—
    ঘোড়াও অভিমানী। 
     
    বহ্নিপ্রিয়া আড়চোখ। 
    পিছুখাদে তুলোয় হস্তীরঙিন—
    মৎস্য স্বস্তিময়ী। 
     
    বাক্যবালিশ দ্ব্যর্থ। 
    অথৈ তাড়াহুড়ো খেলনাপুরী—
    বৃক্ষ চতুরসিঁড়ি। 
  • শ্রীমল্লার বলছি | ১১ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৩734025
  • পর্বে পর্বে কবিতা: একশো ১৬ 
    এই নাও
     
    বিচ্ছিরি আর হঠাৎউড়ান 
    কাটতে থাকি উত্তাপ
    অল্প কাপে অনেকটা চা 
    ঘুরতে এসে শুনলাম

    দইবড়া আর সর্ষেইলিশ 
    একটা কোনও আবদার
    যখন তোমায় মন বসেনি, 
    তখন ভালোবাসলাম 
     
  • শ্রীমল্লার বলছি | ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৫734026
  • পর্বে পর্বে কবিতা: একশো ১৭ 
    ছিলামচিঠি 
     
    ছিলাম সিঁদুর যেমন থাকি
    ছিলাম চাওয়া যেমন চেতাম 
    ছিলাম সেদিন যেমন মায়ায়
    ছিলাম ছিলই দেশের জমি

    ছিলাম ছুঁড়ি কেমন পোড়া
    ছিলাম শিখি কেমন খোরাক
    ছিলাম ছিলই যেমন কথায়
    ছিলামচিঠি আমার মতোই

    ছিলাম হলুদ রান্নাএখন 
    ছিলাম তৈল ডাকিয়েহারাই 
    ছিলাম মালিক অবাধ্যসুখ—

    ছিলাম,
    ছিলামচিঠির ওড়নাবেলায়... 
     
  • শ্রীমল্লার বলছি | ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৭734027
  • পর্বে পর্বে কবিতা: একশো ১৮ 
    জটিলজবাব
     
    কারণআলাপ গাছ মেরেছে 
    উট ঝাঁপিয়ে। 

    বারণসোমা জানলা ছিঁড়ে 
    রঙ লিখেছে। 

    শাসনআদর নখ মুছেছে 
    সুখ কাটিয়ে। 

    আমনপাগল অজুহাতেই—
    পিঁপড়ে মাখে। 
     
  • শ্রীমল্লার বলছি | ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৫734029
  • পর্বে পর্বে কবিতা: একশো ১৯ 
    হুবহুমিল
     
    ঠিক কতদিন? 
    ঠিক কতদিন পরে ফিরে
    মাটিতে পা দেবে? 

    দিক বোঝোনি? 
    দিক বোঝোনিই যদি, 
    তবে নামতে গেলে কেন? 

    মাথায় ঢোকে না এই ব্যাপার— 
    সেইই হুবহুমিল আজও হঠাৎ, 
    হঠাৎই জোর খাটায়। 
     
  • শ্রীমল্লার বলছি | ১১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৪734031
  • পর্বে পর্বে কবিতা: একশো ২০ 
    ডার্লিং, তোমায় 
     
    এক তারাকে বাঁধব সুতোয় 
    অন্য তারায় উপেক্ষা 
    নীচের দিকে ব্যর্থচাকর, 
    ওপর দিকে হাঁটতে চায়। 

    এক হাসিকে বাঁধব ধুলোয়
    অন্য গালেয় আদরদাগ 
    নীচের দিকে নামবধীরে,
    ওপরে কেউ জানবে না। 

    এক নিতম্বে আঁকব আকাশ
    অন্যটাতে শহরগ্রাম 
    রাতেই কেবল উপায় জানার, 
    তখন সবই সহ্য হয়। 
  • শ্রীমল্লার বলছি | ১২ সেপ্টেম্বর ২০২৫ ০০:০৬734032
  • পর্বে পর্বে কবিতা: একশো ২১
    মজার ছড়া
     
    ঠয়ে ঠাপ
    ঘয়ে ঘাম
    জোরে চাপ 
    উঠে নাম

    পয়ে পোঁদ 
    খয়ে খাট 
    লাগা জোর 
    ভেঙে যাক

    বয়ে ব্লাড 
    চয়ে চাঁদ 
    ব্যথা হয়
    থামে খাট
     
  • শ্রীমল্লার বলছি | ১২ সেপ্টেম্বর ২০২৫ ০৮:২৪734036
  • পর্বে পর্বে কবিতা: একশো ২২
     
    দু’টি বাতিল কবিতা (ধ’রে নাও)
     
    শেষমেশ 
     
    আলো খেলি। 
    আর আয়নার মতো রোদ 
    পুনরাবৃত্তি হয়। 

    হোক, হ’য়ে যাক। 
    হ’য়ে যাক। 

    সকাল সকাল খুব প্রস্তুতি 
    সেরে নিই—
    বারবার ডাকলেও
    সাড়া আর দেব না। 

     
    নাগরিক
     
    একইসঙ্গে উঠি। 
    হাওয়া খাই,
    ভালবাসি, 
    কেঁদে নিই। 

    একইসঙ্গে উঠি। 
    ওঠার তাড়ায় আজ
    জল থেকে জলে ঝাঁপ—
    দিতে দিতে দিতে দিতে 

    বুঝি আমি নাগরিক
     
  • শ্রীমল্লার বলছি | ১২ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৭734039
  • পর্বে পর্বে কবিতা: একশো ২৩
    এবার এই 
     
    বেশি শাসন অধঃপতন পায়। 
    দেখতে লাগুক যতই তাকে 
    শাসন—
    আদর করার কৌতূহল হয়। 

    অভিযোগের কমতে থাকে আয়ু। 
    অনেক অনেক হাজার 
    অভিযোগ—
    মিলিয়ে যায় অদৃশ্য এক বায়ুয়। 

    ঘটনা তো মুহূর্ততেই ঘটে। 
    অন্যসকল অন্য 
    ঘটনা—
    ততদিনে নতুন ফুলে ফোটে। 

    দূরে ফিরে অল্প দেখে নেওয়া।
    আমার অতীত আমার থেকেও 
    দূরে—
    এই গ্রহেতেই কোনওদিন সে ছিল... 
     
  • শ্রীমল্লার বলছি | ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৩734044
  • পর্বে পর্বে কবিতা: একশো ২৪ 
    জেদ 
     
    ঘোমটালাজুক বৃষ্টিকোকিল
    বুকের মাঝে দক্ষতা
    কামুকরোদেই থাকবে যদি,
    আবার কেন ভাঙতে চাও... 

    চাইনিমৃদু অলীকনয়ন 
    মন তেমনই ফুটন্ত 
    গভীর খোঁড়ে নিষ্ঠা পাগল, 
    আমার নতুন সুযোগ কই... 

    বয়েসবাড়ি আবদারেহার
    মৌমাছিও নিরুদ্দেশ
    এই শরীরে বানাও জাহাজ, 
    সামলে রেখো নিজের জেদ। 
     
  • শ্রীমল্লার বলছি | ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৬734048
  • পর্বে পর্বে কবিতা: একশো ২৫ 
    মেয়েছড়া
     
    এক ছিঃ জখম 
    দুই শুয়েকোল
    তিন ছিঃ এবার দেনা

    ঘাসের গঠন 
    শিশির জানে 
    শিউলিতে ভোরবেলা 

    চার নে সাহস
    পাঁচ উড়ে লাফ 
    ছয় যা যেদিক যাবি 

    মেয়ে সে যতই 
    হোক না কালো,

    মন তবু তার নরম 
     
  • শ্রীমল্লার বলছি | ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৬734053
  • পর্বে পর্বে কবিতা: একশো ২৬ 
    আড়ি
     
    আকাশউঁকির বিকেলশাখায়, 
    সবুজ পেয়ে নীরবলিখি। 
    এমন নীলে মানায় ভালো, 
    পাশের বাড়ির কৃষ্ণকলি। 

    পালকশীতল উপায়বাতাস, 
    মেঘ সারিয়ে কাব্যকঠিন। 
    এমন একটা স্তব্ধতাকেই, 
    আজকে হঠাৎ পাওয়ার ছিল। 

    শিশুভ্রমের শিকারপ্রলাপ,
    যত্ন বুঝে পাহাড়িঋণ।
    এমনভাবে তাকায় যারা,
    তাদের সঙ্গে আমার আড়ি। 
     
  • শ্রীমল্লার বলছি | ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৮734054
  • পর্বে পর্বে কবিতা: একশো ২৭ 
    বাড়ি, তোকে 
     
    আজ বাড়ি তাড়াতাড়ি 
    কাল বাড়ি দূরে যায় 
    আজ ফিরি তাড়াতাড়ি
    কাল বাড়ি ভুলে যাই

    আজ বাড়ি ভাল লাগে
    কাল বাড়ি পুরনো
    আজ যেটা ভাল লাগে
    কাল সেটা পুরনো

    বাড়ি ফিরি তাড়াতাড়ি
    বাড়ি ফেরা ভুলে যাই
    কাল যদি আমাকেই
    বাড়ি শেষে ভুলে যায়... 
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন