তোমার নিকটে | unkwn.***.*** | ০২ জানুয়ারি ২০১৯ ১৩:৩২601555
রিভু | unkwn.***.*** | ০২ জানুয়ারি ২০১৯ ২২:০৫601556
সনাতন | unkwn.***.*** | ০২ এপ্রিল ২০১৯ ২৩:২৬601557
সনাতন | unkwn.***.*** | ২১ মে ২০১৯ ১৭:৩৯601558
সনাতন | unkwn.***.*** | ৩০ মে ২০১৯ ১৫:১০601559
সনাতন | unkwn.***.*** | ২৬ আগস্ট ২০১৯ ১০:০৮601560
সনাতন | unkwn.***.*** | ৩১ অক্টোবর ২০১৯ ২৩:৩১601561
সনাতন | unkwn.***.*** | ১৯ নভেম্বর ২০১৯ ২০:৪০601562
a | unkwn.***.*** | ২০ নভেম্বর ২০১৯ ১৬:৩৮601563
সনাতন | unkwn.***.*** | ২০ নভেম্বর ২০১৯ ১৭:৩৩601565
দ | unkwn.***.*** | ২০ নভেম্বর ২০১৯ ১৮:৫৩601566
মৌলিকতা | unkwn.***.*** | ২১ নভেম্বর ২০১৯ ০০:০৪601567
aranya | unkwn.***.*** | ২১ নভেম্বর ২০১৯ ০৮:৫৮601568
আত্মঘোষ | 162.158.***.*** | ২৪ এপ্রিল ২০২০ ০১:৩২730759
আত্মঘোষ | 162.158.***.*** | ২৪ এপ্রিল ২০২০ ১৬:৪৩730774বাহ বাহ। বেশ অনেকদিন বাদে।
de | 162.158.***.*** | ২৫ এপ্রিল ২০২০ ০১:০৭730779
সনাতন | 172.68.***.*** | ০২ মে ২০২০ ২৩:১৮731031
আত্মঘোষ | 162.158.***.*** | ০২ মে ২০২০ ২৩:৩১731032
আত্মঘোষ | 49.37.***.*** | ০৯ জুন ২০২০ ১৯:০০731949
আত্মঘোষ | 2405:201:8805:37c0:d931:8af0:1186:***:*** | ১১ জুন ২০২০ ০১:৩০732048নোখের ভিতর নষ্ট ময়লা,
চোখের ভিতর প্রেম,
চুলের কাছে ফেরার বাতাস
দেখেই শুধালেম,
এখন তুমি কোথায় যাবে?
কোন আঘাটার জল ঘোলাবে?
কোন আগুনের স্পর্শ নেবে
রক্তে কি প্রব্লেম?
হঠাৎ তাহার ছায়ায় আমি যেদিকে তাকালেম
তাহার শরীর মড়িয়ে দিয়ে
দিগন্তে দুই চক্ষু নিয়ে
আমার দিকে তাকিয়ে আমি আমাকে শুধালেম
এখন তুমি কোথায় যাবে?
কোন আঘাটার জল ঘোলাবে?
কোন আগুনের স্পর্শ নেবে
রক্তে কি প্রব্লেম?
(একলা বাতাস, আবুল হাসান)
"
অবশেষে জেনেছি মানুষ একা!
জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা!
দৃশ্যের বিপরীত সে পারে না একাত্ম হতে এই পৃথিবীর সাথে কোনোদিন।
ফাতিমা ফুফুর প্রভাতকালীন কোরানের
মর্মায়িত গানের স্মরণে তাই কেন যেন আমি
চলে যাই আজও সেই বর্নির বাওড়ের বৈকালিক ভ্রমণের পথে,
যেখানে নদীর ভরা কান্না শোনা যেত মাঝে মাঝে
জনপদবালাদের স্ফুরিত সিনানের অন্তর্লীন শব্দে মেদুর!
মনে পড়ে সরজু দিদির কপালের লক্ষ্মী চাঁদ তারা
নরম যুঁইয়ের গন্ধ মেলার মতো চোখের মাথুর ভাষা আর
হরিকীর্তনের নদীভূত বোল!
বড় ভাই আসতেন মাঝরাতে মহকুমা শহরের যাত্রাগান শুনে,
সাইকেল বেজে উঠত ফেলে আসা শব্দে যখন,
নিদ্রার নেশায় উবু হয়ে শুনতাম, যেন শব্দে কান পেতে রেখে :
কেউ বলে যাচ্ছে যেন,
বাবলু তোমার নীল চোখের ভিতর এক সামুদ্রিক ঝড় কেন?
পিঠে অই সারসের মতো কী বেঁধে রেখেছ?
আসতেন পাখি শিকারের সূক্ষ্ম চোখ নিয়ে দুলাভাই!
ছোটবোন ঘরে বসে কেন যেন তখন কেমন
পানের পাতার মতো নমনীয় হতো ক্রমে ক্রমে!
আর অন্ধ লোকটাও সন্ধ্যায়, পাখিহীন দৃশ্য চোখে ভরে!
দিঘিতে ভাসত ঘনমেঘ, জল নিতে এসে
মেঘ হয়ে যেত লীলা বৌদি সেই গোধূলিবেলায়,
পাতা ঝরবার মতো শব্দ হতো জলে, ভাবতুম
এমন দিনে কি ওরে বলা যায়—?
স্মরণপ্রদেশ থেকে এক একটি নিবাস উঠে গেছে
সরজু দিদিরা ঐ বাংলায়, বড়ভাই নিরুদ্দিষ্ট,
সাইকেলের ঘণ্টাধ্বনি সাথে করে নিয়ে গেছে গাঁয়ের হালট!
একে একে নদীর ধারার মতো তারা বহুদূরে গত!
বদলপ্রয়াসী এই জীবনের জোয়ারে কেবল অন্তঃশীল একটি দ্বীপের মতো
সবার গোচরহীন আছি আজও সুদূরসন্ধানী!
দূরে বসে প্রবাহের অন্তর্গত আমি, তাই নিজেরই অচেনা নিজে
কেবল দিব্যতাদুষ্ট শোনিতের ভারা ভারা স্বপ্ন বোঝাই মাঠে দেখি,
সেখানেও বসে আছে বৃক্ষের মতন একা একজন লোক,
যাকে ঘিরে বিশজন দেবদূত গাইছে কেবলি
শতজীবনের শত কুহেলি ও কুয়াশার গান!
পাখি হয়ে যায় এ প্রাণ ঐ কুহেলি মাঠের প্রান্তরে হে দেবদূত!"
(পাখি হয়ে যায় প্রাণ, আবুল হাসান)
r2h | 49.37.***.*** | ১১ জুন ২০২০ ০৯:৪০732056r2h,
আচ্ছা, সময় করে ওই খোপেও কিছু গুঁজে দেব।
প্রসংগত, আবুল হাসান সাতের দশকের এপারের তুমুল কবি, ক্যানসারে তরুণ বয়সে মারা যান। অল্পই লিখতে পেরেছিলেন। তবে এখনো তার লেখা বেশ জনপ্রিয়।
বাংলাদেশে এতশত কবি এলো গেল এতোদিনে, তবু আবুল হাসান ঘুরেফিরে আসেন, এ-ও এক বিস্ময়।...
মৌসুমী ভৌমিক ও আনুশেহর দ্বৈত কণ্ঠে "গাছ"।
গাছ, আমি তোমার কাছে নতজানু হই
গাছ, আমি তোমার পায়ে মাথা কুটে মরি...
r2h | 2405:201:8805:37c0:857f:7fcd:98ac:***:*** | ১২ জুন ২০২০ ০৮:৫১732078আচ্ছা (ওয়াই)
আত্মঘোষ | 2405:201:8805:37c0:c06b:6b41:e8d1:***:*** | ১৩ জুন ২০২০ ২০:২৫732132
আত্মঘোষ | 2405:201:8805:37c0:d1ba:78c0:c795:***:*** | ১৫ জুন ২০২০ ১৪:২৪732164