এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী

    Diponkar Chanda লেখকের গ্রাহক হোন
    ১২ এপ্রিল ২০২২ | ৫৫৭৬ বার পঠিত | রেটিং ৩ (২ জন)
  • সাড়ম্বরে বৈশাখ উদযাপন করতে পারা, না-পারা নিয়ে অচিন একটা শঙ্কা যেন বছর বছর পাখা মেলার চেষ্টা করছে চৈত্রের বাতাসে। এবার চৈত্রকালীন শঙ্কার শুরুটা ছিলো কপালের 'টিপ' নিয়ে। 
     
    'টিপ' আপাতদৃষ্টিতে আহামরি কিছু না হয়তো, কিন্তু সমকালীন ঘটনাপ্রবাহ বিবেচনায় নিলে 'টিপ' হচ্ছে নিষ্প্রদীপ এই সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে ক্ষুদ্রাতিক্ষুদ্র অথচ জাগ্রত একটা বিন্দু।

    বিশ্বাস করুন, ঢাকা আসলে বাংলাদেশ না, এবং শাহবাগ বাংলাদেশের রাজধানী না।

    ঢাকার বাইরেও প্রায় পঞ্চান্ন হাজার বর্গমাইলের একটা দেশ আছে, এবং সেই দেশের ভেতর সাম্প্রদায়িক একটা মহাদেশ আছে, যা হয়তো আপনার কল্পনাতে নেই, অথবা যা নিয়ে ভেবে হয়তো আপনি আপনার কল্পনার সুখ ক্ষতিগ্রস্ত করতে চান না।

    যদি ফেসবুক দিয়ে দেশ দেখতে চান, তাহলেও চিত্রটা যে ভিন্ন হবে না, এটা জোর দিয়ে বলতে পারি। প্রগতিশীল ফেসবুক যোদ্ধাদের প্রসঙ্গে আসি এবার, যোদ্ধারা নিঃসন্দেহে নিবেদিতপ্রাণ, এবং যোদ্ধাদের রণনৈপুণ্য নিয়ে প্রশ্ন নেই, প্রশ্ন হচ্ছে যোদ্ধাদের পা'জোড়ার অবস্থান নিয়ে।

    যেহেতু বায়বীয় জগত এটি, সুতরাং যোদ্ধাদের পায়ের ঘনিষ্ঠতা বায়ুর সাথে প্রবল, অথচ প্রাচীন প্রবাদ বলে, যে যোদ্ধার পা মাটির ওপর শক্ত করে গাঁথা নেই, সে যুদ্ধ পরাজয়ের।

    কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল 'সূচ্যগ্র মেদিনী' বিনা যুদ্ধে নাহি দেবার দাম্ভিকতায়, অর্থাত সুঁচের অগ্রে যে পরিমান মোদিনী অর্থাত ভূমি কিংবা মাটি থাকতে পারে, দুর্যোধন সেটুকুও পাণ্ডবদের দিতে অস্বীকার করেন বিধায়। সেই অস্বীকৃতি কালের গতিপথ পাল্টে দিয়েছিল। 

    'সূচ্যগ্র মেদিনী'র চেয়ে পরিমাণে একটা 'টিপ' নিশ্চয়ই বৃহদাকার। আশা তো করি টিপের স্থানিক এবং কালিক গুরুত্ব অনুধাবন করা খুবই সম্ভব!

    তবে পা;  ঐ যে পায়ের অবস্থানের কথা বললাম, যোদ্ধাদের পা'জোড়া মাটিতে না থাকলে কিন্তু যুদ্ধক্ষেত্রে সফলতা অসম্ভব!
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দীপ | 42.***.*** | ১৫ এপ্রিল ২০২২ ০১:০৯506404
  • ইউক্রেন আছে, সিরিয়া আছে, প্যালেস্টাইন ছিল, উত্তর কোরিয়াও থাকবে। ঘরের কাছে বাংলাদেশে ইস্কন মন্দিরে দ্বীনি ভাইদের হামলা নিয়ে বিপ্লবী বঙ্গসন্তান হিরন্ময় নীরবতা পালন করবে।
     
    আবার সম্রাট চক্রবর্তীর সপাট লেখা তুলে দিলাম।
  • π | ১৫ এপ্রিল ২০২২ ০১:১১506405
  • গুরুতে কী লেখা আছে, তা নিয়ে আমার দৌড় বুঝে গেছেন?  ঃ( 
     
    কিন্ত আগে আপনি বলুন কীভাবে আর কাদের কাছে ক্ষমা চাইবেন?  সেই বুঝে পরিশ্রম করব। 
     
    কিন্তু আপনি কি কী ওয়ার্ড দিয়ে খুঁজতে পারেন না?   কেবলি হোয়াপ থেকে কপি পেস্ট কর‍তে পারেন?  
  • দীপ | 42.***.*** | ১৫ এপ্রিল ২০২২ ০১:১৪506406
  • Pi, আপনি বরং বঙ্কিম‌- শরৎ- শরদিন্দু সবার লেখায় হিন্দুত্ববাদী সাম্প্রদায়িকতা নিয়ে বৃহৎ প্রবন্ধ লিখে ফেলুন। খাবে ভালো!
  • π | ১৫ এপ্রিল ২০২২ ০১:১৪506407
  • আচ্ছা,  একটা ডিল করি।  আমি একটা করে লেখা দেন, পরবর্তী লেখা দেওয়া অব্দি আপনাকে কিন্তু শ্রীমান সংগৃহীত বাবুর লেখা দেওয়া থেকে বিরত থাকতে হবে।  রাজি? 
     
     
     এই লেখকের একটা লেখা দিলাম।।বাকি অনেক লেখা, লেখকের নামের হাইপারলিনকে ক্লিক করলে এসে যাবে।
  • দীপ | 42.***.*** | ১৫ এপ্রিল ২০২২ ০১:১৫506408
  • আমি তো আপনার কাছে একটি প্রতিবাদপত্র চাইলাম। দেখিয়ে দিলেই তো হয়, নতমস্তকে ক্ষমা চাইবো।‌ 
    সামান্য ব্যাপার!
  • π | ১৫ এপ্রিল ২০২২ ০১:১৭506409
  • ছায়ার সঙ্গে যুদ্ধ করবেন না। গায়ে ব্যথা কি ভাল জিনিস? 
     
    অবশ্য এসবই আপনার কপি পেস্টের জন্য অজুহাত হলে আলাদা কথা। 
  • দীপ | 42.***.*** | ১৫ এপ্রিল ২০২২ ০১:১৭506410
  • সম্ভবত উত্তেজনার বশবর্তী হয়ে আপনার মস্তিষ্ক ঠিকমতো কাজ করছে না। আমি কি চেয়েছি আর আপনি কি দেখাচ্ছেন!
  • π | ১৫ এপ্রিল ২০২২ ০১:১৮506411
  • বাংলাদেশে সংখ্যালঘুর উপর আক্রমণ নিয়ে প্রতিবাদ চাননি বুঝি? 
     
    আর পার ডে কোটা এক্টাই।
  • দীপ | 42.***.*** | ১৫ এপ্রিল ২০২২ ০১:২০506412
  • আমি তসলিমার উপর হুমকির বিরুদ্ধে আপনার প্রতিবাদপত্র চেয়েছি। হয় দেখান, নয়তো চুপ করুন।
     
  • π | ১৫ এপ্রিল ২০২২ ০১:২১506413
  • ওহ, নতুন দিন হয়ে গেছে খেয়াল করিনি।
    তাই আরেকটি। ভাল করে পড়বেন। কেমন?  আর মাথায় রাখবেন, এরকম অনেক লেখাই আছে। কেমন? 
     
    শুভ নববর্ষ।
     
  • দীপ | 42.***.*** | ১৫ এপ্রিল ২০২২ ০১:২৩506414
  • তবে বোরখাকে নারীর অধিকার রূপে দেখাতে চাওয়ার স‌ওয়াল দেখেছি।
    যেগুলো একশো বছর আগে কামাল পাশা নিষিদ্ধ করেছিলেন!
  • π | ১৫ এপ্রিল ২০২২ ০১:২৩506415
  • তবে আপনার হুমকি তে চুপ করব, এটা ভাবলেও ভুল্ই করছেন। আপনি যা করছেন, তাকে পাতি অসভ্যতা বলে।  কথা বলতে হলে আগে একটু সভ্য হতে শিখুন।
  • দীপ | 42.***.*** | ১৫ এপ্রিল ২০২২ ০১:২৬506417
  • সে তো দেখতেই পাচ্ছি। 
    আর এই ব্লগেই আমাকে উদ্দেশ্য করে অজস্র কুৎসিত কথা বলা হয়েছে। তখন আপনার সভ্যতাবোধ জাগ্রত হয়নি!
  • দীপ | 42.***.*** | ১৫ এপ্রিল ২০২২ ০১:২৮506418
  • বালাই ষাট, আপনি চুপ করবেন কেন? 
    চোরের মায়ের বড় গলা প্রবাদটা কি এমনি এসেছে?
  • π | ১৫ এপ্রিল ২০২২ ০১:৩০506419
  • আমি আপনাকে তো কোনদিন গালি দিইনি।কিন্তু আপনি দিলেন।  লেখাগুলো তো পড়লেন, নাকি  ?  
    ক্ষমা না চাইলে কিন্তু নিজের কথারই খেলাপ করবেন।
  • দীপ | 42.***.*** | ১৫ এপ্রিল ২০২২ ০১:৩৩506420
  • আবার বলছি, উত্তেজনার চোটে আপনি কথা বুঝতে পারছেন না!
  • π | ১৫ এপ্রিল ২০২২ ০১:৪১506421
  • অমন মনে হয়। ক্ষমা চাইবার অবস্থা এলে। 
  • দীপ | 42.***.*** | ১৫ এপ্রিল ২০২২ ০১:৫৪506422
  • তৎকালীন রাজ্য সরকার ও প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ পত্রটা এখনো পেলাম না!
  • বিপ্লব রহমান | ১৫ এপ্রিল ২০২২ ০৯:১৬506424
  • দীপ মহাশয়, 
     
    সুপ্রভাত। হটাৎ গালাগাল কেন?  লিংক ছাড়া গীত নাই, পাই দি লিংক তো দিয়েছেন। গুরুচণ্ডালী সাইট থেকে নিজেও লেখা খুঁজে নিতে পারেন। 
     
    তবু বার বার অবস্থান বদলে ত্যানা পেঁচিয়ে কেন শিষ্টতা লংঘন করছেন? 
     
    আমার মনে হয় আপনার নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিৎ। লজ্জিত হওয়া উচিৎ। 
     
    বিবেচনা আপনার। 
  • দীপ | 2402:3a80:196f:8a94:b3de:e9aa:bee8:***:*** | ১৫ এপ্রিল ২০২২ ১০:২৪506425
  • "বেশ, প্রমাণে আসছি। 
    তসলিমা লিখেছেন, তৎকালীন মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎকালীন পুলিশ কমিশনার তসলিমার বাড়িতে এসে তসলিমাকে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাবার নির্দেশ দিয়েছিলেন। এর বিরুদ্ধে আপনারা কোনো প্রতিবাদ প্রকাশ করেছেন? অনুগ্রহ করে দেখাবেন। নতমস্তকে ক্ষমা চাইবো।
    আর নয়তো আপনি ক্ষমা চাইবেন।
    সরাসরি চ্যালেঞ্জ করলাম। "
     
    আবার এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদপত্র চাইছি। 
    আজকের দিনে এসব লেখার ইচ্ছে ছিলনা, কিন্তু অনর্থক মাতব্বরি মারলে কিছু করার নেই!
  • J | 49.206.***.*** | ১৫ এপ্রিল ২০২২ ১০:৪১506427
  • এগুলিই শিক্ষা দেওয়া হয় মুখপাত্র শিক্ষণ শিবিরে, অন্য পক্ষ কে কথা বলতে না দেওয়া, অযৌক্তিক তক’ চালিয়ে যাওয়া, হেরে যাচ্ছে বুঝতে পারলে বিপ্লব এর উদাহরণে ত্যানা প্যাচানো ইত্যাদি 
  • দীপ | 2402:3a80:196f:8a94:b3de:e9aa:bee8:***:*** | ১৫ এপ্রিল ২০২২ ১০:৫০506428
  • বাংলাদেশের জনসাধারণ ও সরকারের কাছে একটি কাতর আবেদন--
                         আমরা গভীর দুঃখ ও উদ্বেগ নিয়ে লক্ষ্য করলাম যে, বাংলাদেশের হিন্দু সম্প্রদায় তাঁদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা এবার নির্বিঘ্নে সম্পন্ন করতে পারলেন না, বিভিন্ন পূজামণ্ডপে হামলা ও নানা অবাঞ্ছিত ঘটনার মধ্যে দিয়ে সে উৎসবে নানা উপদ্রব ঘটেছে। বাংলাদেশের সরকার ও পুলিশের তৎপরতায় বড় রকমের বিপর্যয় হয়তো এড়ানো গেছে, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের উদার অসাম্প্রদায়িকতা আর মুক্তিযুদ্ধের আলোকিত চেতনা—যে চেতনাকে জননেত্রী শেখ হাসিনা ও তাঁর সরকার রক্ষা করতে বদ্ধপরিকর বলে বিশ্বাস করি—সেই চেতনার বিরোধী এই সব অশুভ উদ্যোগ এই উপমহাদেশের সচেতন ও অখণ্ড মানবতায় বিশ্বাসী মানুষদের বিশেষভাবে বিচলিত করেছে।  
    নীতিগত ভাবে সংখ্যালঘুর ধর্ম, সম্পত্তি, অধিকার, জীবন ইত্যাদি রক্ষার দায় সংখ্যাগুরুর হাতে—এ হল এক মানবিক দায়, এবং এই আবেদনপত্রে স্বাক্ষরকারীদেরও এই বিশ্বাস। শুধু সরকারের নয়, আপামর মানুষেরও দায়। দুঃখের বিষয় সীমান্তের এই পারে ভারতেও এই দায় রক্ষার বিষয়ে নানা শৈথিল্যের ঘটনা ঘটছে, তার কারণ ভারতের রাষ্ট্রশক্তির দর্শন ও আচরণ তার প্রতিরোধে যথেষ্ট সচেষ্ট নয় বলে আমাদের ধারণা। ওদিকে বাংলাদেশে যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে হত্যা করেছিল, যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, তাদের রাজনৈতিক শাসন বাংলাদেশের জাগ্রত জনমতের বিদ্রোহের ফলে অপসারিত হয়েছে, কিন্তু তাদের সমর্থকদের বিপজ্জনক গোষ্ঠীগুলি নিশ্চিহ্ন হয়নি। আমরা জানি বাংলাদেশের বর্তমান সরকার সে সম্বন্ধে সচেতন। সেই গোষ্ঠীগুলিই, যাদের সঙ্গে ধর্মীয় মৌলবাদীদের গভীর সখ্য, কুমিল্লা ও অন্যন্য স্থানে এই উৎপাতগুলির মূলে তাতে কোনও সন্দেহ নেই। তারা বাংলাদেশের বর্তমান সরকারেরও কখনও প্রকাশ্যে বিরোধী, এবং কখনও বা বন্ধুর ছদ্মবেশে নানা স্থানে সামাজিক অন্তর্ঘাতে লিপ্ত। ভারতেও ধর্মীয় মৌলবাদের নানামুখী হিংস্রতার অস্তিত্ব সম্বন্ধে আমরা সচেতন, এবং বাংলাদেশের মতো এখানেও সংখ্যাগুরু বুদ্ধিজীবী সহ অন্যান্যদের জাগ্রত জনমত ওই সব অশুভ তৎপরতার বিরুদ্ধে আদর্শগত সংগ্রাম করে চলেছে।
    তাই বাংলাদেশের সংবেদনশীল মানুষ ও তার সচেতন সরকারের কাছে আমাদের আবেদন, এই সব দেশবিরোধী, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, জাতির জনকের উদার বিশ্বাস আর বর্তমান সরকারের নীতির বিরোধী, বিদ্বেষমূলক ও প্ররোচনামূলক এই শক্তিগুলিকে সত্বর চিহ্নিত করুন এবং তাদের নিষ্ক্রিয় করুন। যারা এবার দুর্গাপূজার উপদ্রব করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন, যাতে এই অপশক্তিরা বোঝে যে অন্যের ধর্মের ক্ষতি করে নিজের ধর্মের মহিমা প্রতিষ্ঠা করা যায় না, রাষ্ট্রও সে অপরাধ ক্ষমা করে না।
  • দীপ | 2402:3a80:196f:8a94:b3de:e9aa:bee8:***:*** | ১৫ এপ্রিল ২০২২ ১০:৫৪506429
  • এই ধরনের লেখাকে প্রতিবাদপত্র বলে। গতবছর দুর্গাপূজার সময় বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিরুদ্ধে এটি প্রকাশিত হয়।
     
    তসলিমাকে নিয়ে এরকম একটি প্রতিবাদপত্র দেখাতে পারলে  অবশ্য‌ই ক্ষমা চাইব।
    তার আগে ত্যানা প্যাঁচানোর কোনো দরকার নেই।
     
    উত্তেজনার চোটে নিজের মাতৃভাষা বুঝতে পারছে না!
  • r2h | 134.238.***.*** | ১৫ এপ্রিল ২০২২ ১৩:০৮506430
  • সত্যি। গুরুচণ্ডা৯ খুব খারাপ জায়গা। প্রতিবাদপত্র ছাপে না, আপনাকে গালমন্দ করে।

    তাও আপনি মাটি কামড়ে পড়ে আছেন, ফেসবুকের পোস্ট কপি পেস্ট করে আপনার মূল্যবান সময় ব্যয় করে চলেছেন, তার জন্যে আপনাকে অভিনন্দন।
  • Diponkar Chanda | ১৫ এপ্রিল ২০২২ ১৩:১৫506431
  • বিপ্লব রহমান,
     
    ভাষা সংযত রাখার পক্ষে আমি। কিন্তু আপনি যখন শান্তিনিকেতনী মাধুরীতে কাউকে ভাষা সংযমের উপদেশ দিয়ে ক্ষমা চাইতে বলেন, আপনার দ্বিচারিতার সাথে বেশ মিলে যায় সেটা। 
     
    আপনি নিশ্চয়ই সুনীল চন্দ্র দাস- এর কথা জানেন, আপনি নিশ্চয়ই তুষার কান্তি বড়ুয়া-এর কথা জানেন, অতি সাম্প্রতিক ঘটনা এগুলো, আপনার 'হেডম' মনে হয় তেমন কাজ করেনি এসব জায়গায়! 
     
    আমার একান্ত ব্যক্তিগত পর্যবেক্ষণের কথা বলি, বাংলাদেশে 'হেডম'ওয়ালা মানুষ বলতে আমি শেখ হাসিনাকে বুঝি।
     
    শেখ হাসিনার 'হেডম'-এর ভিত্তিতেই 'হেডম' দেখায় তথাকথিত হেডমপার্টি। 
     
    এবং এই তথাকথিত সুযোগসন্ধানী হেডমপার্টি এবং তাদের সমমনা রাজনৈতিক আদর্শের বান্ধবরাই জন্ম দেয় ১৫ আগষ্ট,  সপরিবার হত্যাকাণ্ড ঘটায় শেখ মুজিবুর রহমানের।
     
     
  • হুলো | 2405:8100:8000:5ca1::281:***:*** | ১৫ এপ্রিল ২০২২ ১৭:১২506433
  • বলি হ্যাঁরে দীপচাড্ডি সকলের লেখার নীচে নীচে উঞ্ছবৃত্তি করে বেড়াস ক্যানো? ক্ষমতা তো তোর ওই এর তার লেখা কপি পেস্ট করা চাডডিমার্কা স্কিরিনশট চিপকানো আর সকলের সাথে অসভ্যতা করা।  একটা বড় করে গুছিয়ে  লিখে নিজের হ্যাডম দেখা তারপরে  টুকলি করবি আর অভদ্রতা করবি। শালা ফারস্ট জেন লিখতে পড়তে শিখেছে মোনয়। ছিরিক ছিরিক হেগে চলেছে সমানে।
  • বিপ্লব রহমান | ১৫ এপ্রিল ২০২২ ২২:১৫506442
  • @দীপংকর 
     
    আপনি বাংলাদেশ সম্পর্কে এতো কম জেনে বিদ্বেষ পূর্ণ পোস্ট ও মন্তব্য লেখেন যে আলোচনা বা তর্ক চালানো দুইই বৃথা। 
     
    আর চণ্ডাল কাউকে উপদেশ দেয় না,  পরামর্শ দিতে পারে। এটি আপনার আরেক অজ্ঞতা। 
     
    ভালো থাকুন 
     
     
  • Diponkar Chanda | ১৫ এপ্রিল ২০২২ ২৩:১৬506443
  • বিপ্লব,
     
    আমি কম জানি, সেটা আমি জানি, এবং যতটুকু জানি তার প্রতি আস্থাশীল আমি, এবং এতটুকু আস্থাশীল যে আপনার উপদেশ বা পরামর্শের প্রতি বিন্দুমাত্র আকর্ষণ নেই আমার।
     
    তবে আপনি যতটা জানেন বলে ভাবছেন, সেটা সংশয়পূর্ণ নিঃসন্দেহে।
     
    আর 'হেডম' প্রসঙ্গে আমার জানায় ঘাটতি নেই। 
     
    'রাম রাজ্য'-এর স্বপ্ন আমার নেই, সন্দেহ হয় আপনি অথবা আপনাদের মতো কোনো বিশেষ বর্ণ লুকানো গোষ্ঠী কৌশলে মানুষের ওপর রাম রাজ্যের অপবাদ চাপিয়ে চাপিয়ে 'রহিম রাজ্য' হাশিলের স্বপ্নে মগ্ন কিনা!
  • বিপ্লব রহমান | ১৬ এপ্রিল ২০২২ ০৫:৫৯506448
  • "'রাম রাজ্য'-এর স্বপ্ন আমার নেই, সন্দেহ হয় আপনি অথবা আপনাদের মতো কোনো বিশেষ বর্ণ লুকানো গোষ্ঠী কৌশলে মানুষের ওপর রাম রাজ্যের অপবাদ চাপিয়ে চাপিয়ে 'রহিম রাজ্য' হাশিলের স্বপ্নে মগ্ন কিনা!" 
     
    জোক অব দ্য ডে! laugh 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন