এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কয়েকটি কবিতা— শ্রীমল্লার

    Srimallar লেখকের গ্রাহক হোন
    ১৭ জুন ২০২৫ | ২৪৫৪ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • উড়িছাদ
    এরই মধ্যে ঢুকে গ্যাছে,
    গোপনগন্ধকিছু।

    গোপনই আমার ভাল। গোপনেই, উড়িছাদ।
     
     
    ঘনিষ্ঠজড়াব
    সেকথা আমি ভুলতে পারব না।
    ভুলতে চাইও না।
    যখন পড়বে মনে–

    তখন একটিবার, ঘনিষ্ঠজড়াব! 
     
     
    এখন বড় হ’য়ে গেছি
    বাজারমুদিখানাসাইকেল—

    যেতে আসতে হাসিবিনিময়।

    এখন বড় হ’য়ে গেছি, পারব না ছোট হতে তাই।
     
     
    ধ্বংস, ধ্বংসই
    জলের ছাপ। কালরাতে ধ্বংস এসেছিল।

    ধ্বংস যখনই আসে,
    আমরাও ভাবি লড়ে জিতব।

    ধ্বংস একাই পারে–

    ক’রে দিতে আমাদের ধ্বংস! 
     
     
    বিপদপ্রস্তুতি
    আকাশছাদ, আকাশলোক।
    বারান্দা, পুজোর ঘর।
    মাথায় ছাদ,
                আচমকা আচমকা আচমকা!

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 2600:1001:b01f:c1a3:3184:372b:68a6:***:*** | ১৮ আগস্ট ২০২৫ ০০:৪২733437
  • আচ্ছা। ভাল লাগছে , কবিতার ধারাপাত 
  • শ্রীমল্লার | ১৮ আগস্ট ২০২৫ ০০:৪৪733438
  • শব্দবন্ধটি আমার নিজেরই তৈরি। অভিধানে নেই। 
  • শ্রীমল্লার | ১৮ আগস্ট ২০২৫ ১১:১৩733453
  • পর্বে পর্বে কবিতা: ২১
    এখন কেবল বলতে পারি
     
    নয়তো চেয়ে ভুলেই গেছে
    হয়তো পেয়ে হারিয়ে গেছে
    গেছে যখন চলেই গেছে,
    নতুন ক’রে ফিরবে না আর।

    এর বেশি আর কী যে হবে...
    ইচ্ছে এলে খুঁজতে যাবে
    পাওয়ার কথা সময় জানে,
    একটুতে আর মন ভাঙে না। 

    চিহ্নকে ঘর চিনিয়ে তবেই
    হন্যে হ’য়ে চাইতে নেমে—
    তারপরে তো বদলে গেল,
    এখন সবার হাসির খোরাক।

    পালিয়ে যাচ্ছে ছদ্মবেশে 
    জানে না ঠিক কোথায় যাবে...
    ছদ্মনামে রাত কাটাবে,
    দিনের আলোয় বেরোবে না। 

    ব্যর্থতাকে কে দেখেছে? 
    সফলতাই জোট বেঁধেছে—
    অনেক আগে অবাক হতাম,

    এখন কেবল বলতে পারি
     
  • শ্রীমল্লার | ১৮ আগস্ট ২০২৫ ১৮:৫৯733466
  • পর্বে পর্বে কবিতা: ২২
    ফিরিয়ে নেওয়া নৌকো
     
    ভয়ংকরী উন্মাদনায়
    নাচছে সুরঙ্গমা।
    অন্ধকারের একটা চোখ তো
    প্রথম থেকেই কানা।

    অলিখিত হট্টগোলে 
    মুহূর্ত পায় জামিন।
    হাঁটতে হাঁটতে মন পেয়ে যাই,
    দু’ভাঁজ ক’রে রাখি।

    অপমানের দড়াম আওয়াজ
    হুবহু আজ শেখা।
    মৃত্যু অব্দি বেড়ে চলে 
    বেঁচে থাকার দেনা।

    সূর্য ডুবলে অবসাদে 
             নিভে আসবে সিঁথি।
    অন্ধকারে মুখোমুখি
             করবে দু’ঠোঁট বিহিত। 

    হাঁটতে হাঁটতে মন পেয়ে যাই,
    দু’ভাঁজ ক’রে রাখি— 
    নৌকো মুছে ফিরিয়ে নিলাম,
    জল না বোঝে যদি...
     
  • শ্রীমল্লার | ১৮ আগস্ট ২০২৫ ১৯:০১733467
  • পাঠক আমাকে মার্জনা করবেন। নিশ্চয়ই বিরক্ত বোধ করছেন, পর পর এত লেখা জমা করছি ব'লে! আসলে এখানেই রেখে দিচ্ছি, আমার সামান্য পরিশ্রমের ফসলগুলোকে... 
  • শ্রীমল্লার | ১৯ আগস্ট ২০২৫ ০০:৫৬733474
  • পর্বে পর্বে কবিতা: ২৩
    কবিতাগুচ্ছ 
     
    সাদাখামে, ছেঁড়াহাত
     
    সাদাখামে—

    ছেঁড়াহাত রেখেছে, বাতিল আর ব্যথাদের।

    ব্যথারা বাতিল হয়,
    বাতিলও ব্যথাকে পায়,-

    তবু কিছু ব্যথা থাকে, বাতিলের!

     
    খেলায় ভুলেছে সব
     
    খেলতে নেমেছে সেই কোন বিকেলে

    এখনও পায়নি মাঠ

    পেয়েছে খেলার কিছু সাথী

     
    মামুহূর্ত
     
    এলোমাফিরেঘরে, বহুদিনপর।
    এখন ক্লান্ত।–
    অতীতে ছিল কাল,
                এখন কিছু কাল ভবিষ্যৎ!

     
    লম্বাআআআ নিশ্বাস
     
    ফালতুগরমভাতেগাওয়াঘি।
    অপরাধ করিনি, করিনি।—

    নিশ্বাস। লম্বাআআআ নিশ্বাস।

     
    ছবিলেখা
     
    কালি,
    একফোঁটা...দু’ফোঁটা...

    কালি,
    শুকিয়ে যায়। 

    ছবিলেখা।

     
    আমরাও পাগল, পাগলের চোখে
     
    পাগল সকাল থেকে 
    বিড়বিড় করে।

    বিড়ি খায় চেয়েচিন্তে,
    আর চায়ের দোকানে ধার ক’রে আসে।

    পাগল আমাদেরও–
    পাগলই মনে করে।

     
    প্রসঙ্গের মধ্যে প্রসঙ্গ
     
    খাতাবইছেঁড়াজামাখেলনা (অকেজো)—

    গোছানোই আছে সব,
    তুলে শুধু দেব।

    আরেকটা কথা–
    পারলে সবার আগে আঙুলটা নিজেকেই দেখাও।

    এখানে সবাই দোষী। নির্দোষ একজনও নয়।
     
     
    মজাবেশ
     
    মুছেফ্যালালেখা—
    আমিও ভুলে গেছি,

                    তুমিও জানবে না!

     
    ভাবি, হাসি, ভাবি
     
    অন্যকেনিয়েবেশিচিন্তা।
    স্বাভাবিক। দারুণস্বাভাবিক।

    আমি ভাবি, 
           আর হাসি, 
                   আর ভাবি—

     
    সবে শুরু হচ্ছে
     
    ভাবলাম—
    সবকিছু শেষ।

    ভেবে দেখলাম—
    শুরু হচ্ছে, সবে শুরু হচ্ছে।
     
     
     
  • শ্রীমল্লার | ১৯ আগস্ট ২০২৫ ০০:৫৭733475
  • পাঠকের উদ্দেশে: দিন যত এগোচ্ছে, বুঝতে পারছি, আমার লেখার আরও অবনতি ঘটছে। এইসকল কবিতা বেশ পুরনো। নতুন নয়। পাঠকের কাছেও নতুন লাগবে কি? পাঠক কেবলই হতাশ  হবেন এই ভেবে যে, আমার লেখা সত্যিই আর বদলে গেল না। আগেও যেমন লিখতাম, এখনও ঠিক তেমন নয়– তার চেয়েও আরও খারাপ লিখি। শেষে বলি, যদি এইসকল কবিতা এড়িয়ে যেতে চান, যেতে পারেন। পড়লে সম্ভবত হতাশ না হ’য়ে পারবেন না। 
     
    শ্রীমল্লার 
    কৃষ্ণনগর, ১৯ অগস্ট ২০২৫ 

  • শ্রীমল্লার | ১৯ আগস্ট ২০২৫ ২০:১৭733491
  • পর্বে পর্বে কবিতা: ২৪
    অদ্ভুত
     
    মেঘ যত ওপরে
    তারা তত নীচে
    কেন জানি মনে হয়,
    প্রেম শুধু মিছে।
     
    চিনি যত মিষ্টি
    নিম তত তেতো
    কেউ যদি একদিন
    ভালবেসে যেতো—

    সারাদিন ভাবতাম,
    এও হতে পারে?
    নিরাশা হঠাৎ ক’রে
    রঙ চিনে আনে।

    দূরে দূরে মেঘ যায়
    যায় আরও দূরে
    গান যদি লিখতাম
    ছিঁড়ে যেত সুরে।

    ছিঁড়ে যাক পুড়ে যাক
    হেসে যাক জোরে।
    যেখানে যা ভালবাসা –
    মরে যাক জ্বরে! 
     
  • শ্রীমল্লার | ১৯ আগস্ট ২০২৫ ২১:১১733496
  • পর্বে পর্বে কবিতা: ২৫
    কথা দিচ্ছিইইই 
     
    কোলে কোলে আদর
    পায়ে পায়ে ছ্যাঁকা। 
    ক'রে দিতে জানো, 
    চালাককে বোকা। 
     
    চুলে চুলে আগুন
    বুকে বুকে পাহাড়। 
    তোমাকেই খাব,
    রাত হলে একা। 
     
    ঠোঁটে ঠোঁটে আঠা
    থেমে থেমে চুমু। 
    এ হাতে জ্বালাব, 
    তোমার ঐ উনুন। 
     
    ওঠানামা হবে,
    আমাতে তোমাতে। 
    ব্যথা পেলে বোলো, 
    লজ্জা না ক'রে–
     
    ছেড়ে দেব তোমায়
    আমি মাঝপথে... 
     
     
     
     
  • শ্রীমল্লার | ১৯ আগস্ট ২০২৫ ২৩:০২733498
  • পর্বে পর্বে কবিতা: ২৬
    এমনি
     
    কোথায় কী বলেছি
    কোথায় কী লিখেছি
    কোথায় কী শুনেছি
    কিছু আর মনে নেই 

    বলি আর ভুলে যাই
    লিখে রাখি মন চাই
    শুনি তবু শুনি না
    আর কিছু মনে নেই 

    ব’লে রাখি পড়ে লোক
    লিখে যাই আমি রোজ
    লোকে বলে লিখি ভাল
    এর বেশি জানি না

    এমনিতে জানি কম
    খুব বেশি ভাবি না
    আমি ঠিক কীরকম–
    নিজেও তা জানি না
     
  • শ্রীমল্লার | ২০ আগস্ট ২০২৫ ১২:০৬733507
  • পর্বে পর্বে কবিতা: ২৭
     
    ইচ্ছেসফল
     
               জন্ম ছিঁড়ে যায়
      আমার জন্ম ছিঁড়ে যায়
      শেষে দু'চোখ খুলে 
               তাকিয়ে দেখি—
            জীবন জিতে যায়। 
     
     
                  মানুষ অসহায়
             কত মানুষ অসহায়
             এসে দুঃখগুলো 
                   মুছিয়ে দেবে—
                এমন মানুষ চাই। 
     
     
                   হঠাৎ আগমন
           ভোরে হঠাৎ আগমন
           হেঁটে স্বপ্ন এসে 
                   দূরের থেকে—
               জড়িয়ে ধরে মন। 
     
     
                    বিচ্ছেদীয়ঋণ 
             লিখি বিচ্ছেদীয়ঋণ
             দেখি আমার সকল 
                      ইচ্ছেগুলো—
                  সফল প্রতিদিন। 
  • শ্রীমল্লার | ২০ আগস্ট ২০২৫ ১৬:৪১733512
  • পর্বে পর্বে কবিতা: ২৮
    কাল থেকে বারোমাস 
     
    লিখি অপরাধ।
    গ’লে জল হ’য়ে গেছে,
    যত ছিল রাগ।

    মুছি কচিরোদ।
    কাল থেকে বারোমাস,
    উঠে যাক দৌড়। 

    পথ পার হই।
    ঘুড়িকে ওড়াতে হ’লে,
    চাই কিছু মই। 

    শেষ হল চা।
    এসেছি সেলিমপুর,
    রোববার আজ।

    বড় বড় লোক।
    ফিরছে বাজার ক’রে,
    নিয়ে গল্প।

    এই এক ঝোঁক।
    ছেড়ে আসা মানে জেনো,
    বিকেলের শোক।

    লিখি অপরাধ—
    কাল থেকে বারোমাস,
    দৌড় উড়ে যাক।
  • শ্রীমল্লার | ২০ আগস্ট ২০২৫ ১৬:৪২733513
  • এগুলো কি আদৌ কবিতা হচ্ছে? পাঠক তোমার কাছেই জানতে চাইছি। 
  • শ্রীমল্লার | ২০ আগস্ট ২০২৫ ১৭:৪৪733514
  • পর্বে পর্বে কবিতা: ২৯
    এই মুহূর্ত, এই সময়
     
    তোর শরীর এখন এঁটো। 
    তোকে ভালবেসে আরেকটিবার,
    ছোঁওয়ার মতো ছোঁবো। 

    লোকে বলবে পরকীয়া। 
    আমি ভালবাসা ছাড়া কিন্তু
    আর কিছু বুঝি না।

    তুই ফিরে এসে দেখিস—
    এখন মাথার নীচে সারাটারাত,
    লেখাই আমার বালিশ।

    আমি বদলে গেছি অনেক—
    জানি প্রথম দেখায় অবাক হবি,
    হেসে ফেলবি নিজেই।

    আগে পাড়া চড়তে যেতাম।
    আজ সন্ধে হলেও ঘর ছাড়ি না,
    একাই সময় কাটাই।

    দেখি জীবনানন্দকে—
    আমার লেখার সময় ব'সে থাকেন,
    আমার নিজের পাশেই। 

    আজও রবীন্দ্রনাথ দূরে।—
    তুই ফিরে এলেই তোকে আবার,
    নেব নিজের ক'রে।

    এখন অবসাদই অসুখ। 
    আমার নতুন লেখায় নতুন পাঠক,

    হাসুক, কাঁদুক, বাঁচুক!
  • kk | 2607:fb91:17ad:4ed7:e50e:cc26:339b:***:*** | ২০ আগস্ট ২০২৫ ২০:০৮733516
  • 'ইচ্ছেসফল' আর 'কাল থেকে বারোমাস' আমার ভালো লাগলো। অবশ্য কবিতা বোঝায় আমি খুব স্বচ্ছন্দ নই, তা আগেও বলেছি। আরেকটা কথা মনে হচ্ছে, বলি। এর মধ্যে কিন্তু উপদেশ, সাজেশন বা জাজমেন্ট কোনোটাই নেই। জাস্ট মনে হওয়া। পাঠকের মতামত জানার জন্য একটা আকূলতা আপনার মধ্যে দেখতে পাই। অন্য অনেক লেখকের মধ্যেও দেখেছি, আপনি একা নন। তো, এটা ঠিক কতটা জরুরী? আপনি পাঠকের কাছে প্রশ্ন রেখেছেন এগুলো কবিতা হচ্ছে কিনা। এবার পাঠক ও নানা ধরণের। কেউ বলবেন 'অতি চমৎকার কবিতা' আর কেউ বলবেন 'মোটেই কোনো কবিতা হয়নি'। তাহলে কনক্লুশন কী দাঁড়াবে? এটা খুব সত্যি কথা যে কোনো শিল্পী অনেক খেটেখুটে কোনো শিল্প তৈরী করলেন, তো কেউ সেটা দেখে মতামত জানালে খুবই ভালো লাগে। কিন্তু না জানালেই বা কী? শিল্প তৈরী কি তাহলে দর্শকের জন্যই হচ্ছে? শিল্পীর নিজের "অহৈতুকী আনন্দের" জন্য নয়? এক্স্টার্নাল ভ্যালিডেশন চাওয়া ও তার সাথে পার্ফেক্শনিজম কি এখানে কোনো জায়গা নিচ্ছে? ভাবছি।
  • শ্রীমল্লার | ২০ আগস্ট ২০২৫ ২০:২৩733520
  • KK— আপনাকে আমার আন্তরিক ভালোবাসা জানাই। খুব ভাল প্রসঙ্গ তুলে ধরেছেন। আমার মধ্যে এই ব্যাপারটা প্রথম থেকেই আছে। যদিও অনেক আগে আমি খুব গোপনে কবিতা লেখার চেষ্টা করতাম। সেকথা আমি ছাড়া আর কেউই জানত না। তারপরে বন্ধুদের পড়াতে শুরু করলাম। বন্ধুরা তীব্র সমালোচনা প্রথম থেকেই করত, এখনও করে। যদিও সমালোচনা যদি সমালোচনার মতোই হয়, তবেই আমি গ্রহণ করি। নয়তো নয়। আর একটা ব্যাপার আমার মধ্যে আছে, এমন অনেক কবিতা লেখার পরে নিজের ভেতরে একটা আনন্দের সৃষ্টি হয়। যদিও সেই আনন্দ ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী না হলে আমি আরেকটা নতুন লেখার দিকে এগিয়ে যেতে পারতাম না। তাই এটা জরুরি। কিন্তু লিখি মূলত নিজের জন্যই। নিজের বেঁচে থাকার জন্য। মাঝে মাঝে লোভ সামলাতে পারি না, তাই পাঠক কী ভাবছেন আমার লেখা প'ড়ে, তা জানার প্রবল আগ্রহ হয়। উচিত না অনুচিত এই ভাবনা, তা আমার জানা নেই। কিন্তু ওইই লোভ সামলাতে পারি না। smiley
  • শ্রীমল্লার | ২০ আগস্ট ২০২৫ ২২:১২733525
  • পর্বে পর্বে কবিতা: ৩০
    বন্ধু, তোমায়
     
    চাইলেপারি সহজমেসেজ 
    নইলেপারি কিছুইনা
     
    বললেপারি কঠিনঝিনুক
    উঠলেপারি হুজুগরাগ 
     
    কিনলেপারি পড়তেভাল
    চিনলেপারি ক্রিটিকহই
     
    গিললেপারি হজমসমান
    দেখলেপারি ধূর্তসই
     
    হাসলেপারি বিদ্যেমহান
    জানলেপারি ঘরপোড়া
     
    ডাকলেপারি বন্ধু হতে
    ভুললেপারি ছাড়ব না
     
    ধরলেপারি পরিযায়ী
    ডুবলেপারি দোষ নিতে
     
    ভুলতে পারে বন্ধু আমায়, 
    ভুলছি না আর বন্ধুকে! 
  • শ্রীমল্লার | ২১ আগস্ট ২০২৫ ০০:৪৭733527
  • পর্বে পর্বে কবিতা: ৩১ 
    খল
     
    সাদাপাতায় ঘাস উঠেছে—
    অনেক নীচে জল। 
    ঘাসের মধ্যে চাঁদ পড়েছে,
    কুড়োতে যাই চল। 
     
    চোখের সামনে খুন হয়েছে—
    সবাই আমরা চুপ। 
    খুনের ইচ্ছে, খুন করেছে, 
    আমরা সবাই চুপ। 
     
    সময় নিয়ে কাজ চেয়েছে—
    এখন ধরছে ভুল। 
    হাতের কাজে তাই বুনেছে, 
    মায়ের কেনা উল। 
     
    প্রথমদিকে খুব নিয়েছে—
    ভারী করতে দল। 
    যা প্রাপ্য আজ তাই পেয়েছে, 
    প্রথম থেকেই খল। 
     
  • ~শ্রীমল্লার | ২১ আগস্ট ২০২৫ ১৭:৪৫733541
  • পর্বে পর্বে কবিতা: ৩২
    জবাব চাই, জবাব দাও
     
    রাস্তাগুলো মুখস্থ 
    দৃশ্যগুলো দুষ্টুমির 
    বিকেল হচ্ছে আবার ফের,
    লোকের মুখে কী খিস্তি...

    ‘দাদা একটু সামনে যান
     দাদা একটু পিছোন না’
     ‘আর তো কোনও জায়গা নেই, 
     কোথায় যাব বলুন না?... ’

     এই তো চলছে বিকেল হলেই
     আমার শহর বুঝছে না—
     ভিড়ের মধ্যে সুযোগ পেলেই,
     ঝগড়া করা সঠিক না। 

     দোকান খুলছে তেমন আবার
     সূর্য ডুবছে সেই তেমন
     মানুষ কিন্তু একই আছে,
     আগেও ছিল ঠিক যেমন।

     আমিই কেবল বোকার মতো
     চাইছি আরও বদলে যাই—

     বদলে গিয়ে করবটা কী? 
     এক্ষুনি তার জবাব চাই! 
     
  • ~শ্রীমল্লার | ২১ আগস্ট ২০২৫ ১৯:২৪733544
  • পর্বে পর্বে কবিতা: ৩৩
    ঘটনা
     
    আমাকেও সেইভাবে রেডি 
    থাকতে হয়। 
    কখন কী প্রশ্ন আসে 
    কোনদিক থেকে...

    আমাকেও সেইমতো বুঝে 
    চলতে হয়। 
    জবাব গুছিয়ে রাখি
    নিজ উপায়ে।

    আমাকেও লাথি মারলে 
    ক'রে রাখি প্রণাম। 
    বিপরীতে গিয়ে তুমি
    আজ এত মহান...

    আমাকেও কবি বললে
    মাথা নীচু করি।
    ঘটনা যেমন ঘটে,
    তেমন লিখিনি।
  • ~শ্রীমল্লার | ২১ আগস্ট ২০২৫ ২০:০৪733545
  • পর্বে পর্বে কবিতা: ৩৪
    স্বভাব
     
    দ্বীপ যদি হয় পরাণখেকো
    টিপ যদি হয় স্নেহেরজিত
    ক্লিপ তো তবে ঝড়কে পেলেই,

    আড়াল খুঁজে পালায় ঠিক

    দোষ যদি হয় আলগাচাওয়া
    রোষ যদি হয় পাতালঘ্রাণ
    খোশমেজাজে ঘুমিয়ে পড়ি,

    স্বপ্ন দেখি উঠব কাল

    চোর যদি হয় সময়প্রেমিক
    মোড় যদি হয় ব্যাকুলপ্রীত
    ধরবে বাজি হয়তো তখন,

    বলবে: 'আমি সব পারি'

    দিন যদি হয় তারুণ্যম্লান
    ঋণ যদি হয় জাপটেজ্বর
    বারংবার সে চাইবে ক্ষমা,

    এটাই হয়তো তার স্বভাব
  • শ্রীমল্লার বলছি | ২১ আগস্ট ২০২৫ ২৩:৩০733549
  • পর্বে পর্বে কবিতা: ৩৫
    চোখে আসে জল
     
    লজ্জায় হেঁট হয়ে যায় এই মাথা
    লিখে লিখে ছিঁড়ে ফেলি কবিতার খাতা। 
     
    হয় না কিছুই আর, 
    হয় শুধু বাতিল—
    ভাল যে লিখব না, সেকথা তো জানিই। 
     
    তবে কেন লিখে যাই? 
    তবে কেন পড়ি? 
    কেন তবে পড়ে লোক
    লিখে গেলে আমি? 
     
    যত কিছু লেখা হল,
    সবই দুর্বল। 
    এত রাতে কেঁদে যাই,
    চোখে আসে জল... 
     
  • শ্রীমল্লার বলছি | ২২ আগস্ট ২০২৫ ১১:৫৯733554
  • পর্বে পর্বে কবিতা: ৩৬
    খেলা
     
    দ্যাখো—
    হাতেরও রেখাতে যেন রিকশা চলে
    যায় বাস 
    হয় স্কুল ছুটি

    দ্যাখো—
    মাথারও অজস্র চুলে গোপনে গা ঢাকা দিয়ে
    হামলার ছক কষে 
    দু’চারটে জঙ্গি

    দ্যাখো—
    নিজেদের মুখগুলো ভাল করে আয়নায়
    সেখানেও কত লেখা 
    এখনও হচ্ছে কাটাকুটি
     
  • শ্রীমল্লার বলছি | ২২ আগস্ট ২০২৫ ১৫:২৭733557
  • পর্বে পর্বে কবিতা: ৩৭ 
    কাজবোতাম
     
            চিরন্তনে গাঢ়
    ওলো চিরন্তনে গাঢ়
    যদি অযথা খুব মিশুকপ্রবণ,
         বৃষ্টি ছুঁড়ে মারো

           দীঘল হিয়াকবুল
    ঝিরি দীঘল হিয়াকবুল
    না যা হওয়ার ছিল হয়েই গেছে,
          পাখিকে চুপবুঝুক 

          চোখেরও চুলচিকন
    মরি চোখেরও চুলচিকন
    ওলো চিরন্তনে গাঢ়মিশুক,
         ভেষজ কাজবোতাম
     
  • শ্রীমল্লার বলছি | ২৩ আগস্ট ২০২৫ ০০:০৬733568
  • পর্বে পর্বে কবিতা: ৩৮
    ব্রেক আপ
     
    অভিযোগ, বিরক্তি।
    খাওয়ার পরেও লেগে আছে,
    ঠোঁটের কোণে একটু ক্ষীর। 

    বইপ্রকাশ, সৎপাঠক। 
    ‘যেদিন প্রথম আলাপ হবে,
    সেদিন বইয়ে সই নেব’। 

    মেঘশরৎ, রোদচিঠি। 
    চায়ের সঙ্গে ব্রেক আপ হ’য়ে,

    এখন কোথায় যায় চিনি?
     
  • শ্রীমল্লার বলছি | ২৩ আগস্ট ২০২৫ ১৪:৪২733576
  • পর্বে পর্বে কবিতা: ৩৯
    উপহার
     
    আয়ত্তে নে আয়ত্তে নে 
    শঙ্খ ভেঙে সুর খুলে দে

    তৃষ্ণাপিরিত সহ্যভাবুক,
    ঢাক বেজে যাক ঠাকুর আসুক। 

    যাচ্ছে কে এ? যাচ্ছে কে এ? 
    তারই মতো বলছে সে যে...

    নিত্যবিড়ি পয়সাখরচ,
    ধোঁয়ায় বাবা টুকরো হল!
  • শ্রীমল্লার বলছি | ২৩ আগস্ট ২০২৫ ২০:০৫733583
  • পর্বে পর্বে কবিতা: ৪০
    গুজব
     
    জ্বরে বিদ্যুৎ নিয়ে ফিরব না,
    জ্বরে জ্যোৎস্না নিয়ে শোবো।

    জলে উঠল কম মাছ–
    বুঝি হইল ব্যাপারগুজব।

    সে কী আশঙ্কাফুরফুরে—
    মুখে চিন্তা লেখা হয়।

    মাছগিন্নি খবর শোনায়:
    ‘বাজারআগুনপুড়েছাই’

    জালে উঠল কম মাছ
    লোকে ফিরছে নিয়ে ভয়
    জ্বর আসবে আবার জানি–

    যদি গুজব কিনতে হয়...
     
  • শ্রীমল্লার বলছি | ২৩ আগস্ট ২০২৫ ২৩:২৩733592
  • পর্বে পর্বে কবিতা: ৪১
    এই তোমার, হাত ধরি
     
    লোভ ভালো, লোভ খারাপ
    আজ তোমায়, 
            দিই গোলাপ
     
    মন ভালো, মন খারাপ
    ইচ্ছে খুব, 
            হোক আলাপ
     
    ঠোঁটটা লাল, মুখটা চাঁদ 
    আজ ভালো, 
             কাল খারাপ
     
    আসবে রোজ? আসবে কি? 
    এই তোমার, 
              হাত ধরি! 
     
     
  • শ্রীমল্লার বলছি | ২৪ আগস্ট ২০২৫ ১২:১৩733601
  • পর্বে পর্বে কবিতা: ৪২
    মা
     
    নীচের দিকে মাথা, ওপর দিকে পা
    আকাশে ফুটেছে দ্যাখো হাজার হাজার ধান

    পশ্চিমে ঐ বট, উত্তরে ঐ শিমুল
    ভয় লাগে না এখন আমার বাড়তি কোনও কিছুয় 

    এই যে হলেন বাবা, এই যে ইনি মা 
    লাইন দিয়ে আনতে চলেন রেশন থেকে চাল

    মেঘের রঙ কালো, হাওয়ার রঙ বিষাদ
    হরিণকে দু’টুকরো ক’রে খাচ্ছে তেজি চিতা

    ওপর দিকে মাথা, নীচের দিকে পা
    বাচ্চা কিন্তু সবার আগে বলতে শেখে ‘মা’ 
     
  • শ্রীমল্লার বলছি | ২৪ আগস্ট ২০২৫ ১৫:৫০733606
  • তিনটি পুরনো কবিতা (যদিও এগুলো আমার ডাইরির লেখাগুলো নয়, ওই লেখাগুলো কোনওদিন কোথাও ছাপতে বা জমা করতে পাঠাব না)
     
    পর্বে পর্বে কবিতা: ৪৩
     
    যদি পাশে থাকতে
     
    তুমি আমার স্পিড দেখলে পাগল হ’য়ে যাবে।

    ভাবনা কীভাবে ছুটে যায় মানুষেরও আগে...!

    তুমি আমার স্পিড দেখলে পাগল হ’য়ে যাবে।

    ঠিকানা পাঠিও সঙ্গে
     
    আমাকে অন্য কোনও কাজ দিও না।

    আমাকে পাতার পর পাতা 
                    পাতার পর পাতা 
                       পাতার পর পাতা দিয়ে যাও।–

    আমি নতুনকিছু লিখে তোমার ঠিকানায় পাঠিয়ে দেব।

    সাবধান, খুব সাবধান
     
    এসব লেখা নিয়ে একা একা কোথাও 
    ঘুরে না বেড়ানোই ভাল।

    কখন কার হাতে পড়বে,
    কখন কার চোখে পড়বে,
    কখন কার জ্বালা ধরবে–

    বলা যায় না।
    কেননা, লোকে আজকাল, আগেও,
     
    তলিয়ে বেশি ভাবত না।
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন