পর্বে পর্বে কবিতা: ২৩কবিতাগুচ্ছ
সাদাখামে, ছেঁড়াহাত
সাদাখামে—
ছেঁড়াহাত রেখেছে, বাতিল আর ব্যথাদের।
ব্যথারা বাতিল হয়,
বাতিলও ব্যথাকে পায়,-
তবু কিছু ব্যথা থাকে, বাতিলের!
খেলায় ভুলেছে সব
খেলতে নেমেছে সেই কোন বিকেলে
এখনও পায়নি মাঠ
পেয়েছে খেলার কিছু সাথী
মামুহূর্ত
এলোমাফিরেঘরে, বহুদিনপর।
এখন ক্লান্ত।–
অতীতে ছিল কাল,
এখন কিছু কাল ভবিষ্যৎ!
লম্বাআআআ নিশ্বাস
ফালতুগরমভাতেগাওয়াঘি।
অপরাধ করিনি, করিনি।—
নিশ্বাস। লম্বাআআআ নিশ্বাস।
ছবিলেখা
কালি,
একফোঁটা...দু’ফোঁটা...
কালি,
শুকিয়ে যায়।
ছবিলেখা।
আমরাও পাগল, পাগলের চোখে
পাগল সকাল থেকে
বিড়বিড় করে।
বিড়ি খায় চেয়েচিন্তে,
আর চায়ের দোকানে ধার ক’রে আসে।
পাগল আমাদেরও–
পাগলই মনে করে।
প্রসঙ্গের মধ্যে প্রসঙ্গ
খাতাবইছেঁড়াজামাখেলনা (অকেজো)—
গোছানোই আছে সব,
তুলে শুধু দেব।
আরেকটা কথা–
পারলে সবার আগে আঙুলটা নিজেকেই দেখাও।
এখানে সবাই দোষী। নির্দোষ একজনও নয়।
মজাবেশ
মুছেফ্যালালেখা—
আমিও ভুলে গেছি,
তুমিও জানবে না!
ভাবি, হাসি, ভাবি
অন্যকেনিয়েবেশিচিন্তা।
স্বাভাবিক। দারুণস্বাভাবিক।
আমি ভাবি,
আর হাসি,
আর ভাবি—
সবে শুরু হচ্ছে
ভাবলাম—
সবকিছু শেষ।
ভেবে দেখলাম—
শুরু হচ্ছে, সবে শুরু হচ্ছে।