এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • শূন্যের খেলা 

    Mira Bijuli লেখকের গ্রাহক হোন
    ১৭ জুলাই ২০২৪ | ১৭০৬ বার পঠিত | রেটিং ২.৫ (৪ জন)
  • মহাবিশ্বে সব‌ই ০
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :|: | 174.25.***.*** | ১৮ জুলাই ২০২৪ ২০:৫৫534897
  • ২০:৩৮ গ্রামে থাকা অসহায় বিধবা ডাইনি -- তাকে পুড়িয়ে মারলেই সব ঝামেলার নিস্পত্তি হয় এমনটাই তো এখন চোখে বেশ কড়কড় করে পড়ে। তারপর সেই নিদান মেনেও চলা হয়। এবং প্রশাসনের পরোক্ষ বা অপরোক্ষ মদতে।কিন্তু এখানে সেটি হয়নি। সেটি তো ভালই। 
    আর, বিধর্মীদের পরবে ব্যাঘাত সৃষ্টি না করে নিজের উৎসবে মন দেওয়াও তো ভালো কথা। ওরা কেন চিল্লিয়ে প্রার্থনা করছে সেই ঝঞ্ঝাটে না গিয়ে তোরাও বরং উপোস করে ভগবানকে ডাক -- এই অপশন খারাপ কী? ওদেরটা বন্ধ করতে হবে বলে দাপাদাপি না করে, তোদেরটা নিয়ে ব্যস্ত থাক -- এই বার্তায় আমি অন্তত খারাপ কিছু দেখছিনা।
  • kk | 172.58.***.*** | ১৮ জুলাই ২০২৪ ২০:৫৬534898
  • দ'দির তুলে দেওয়া সুদীপ্ত পালের পোস্ট পড়লাম। সিএস এর পোস্ট থেকে এটাও দেখলাম যে আবাপ থেকে কেমন এই লেখা টুকে দেওয়া হয়েছে। এই ঘটনাগুলো আমার খুবই ক্রিঞ্জওয়র্দি লাগছে (যদুবাবু যেমন এই শব্দটা কিছুদিন আগে বলেছিলেন)। অন্যের ধর্মাচরণ আর বিশ্বাস নিয়ে অ্যাকোমোডেটিভ থাকার চেষ্টা করি। যাঁরা হতাশ, দিশেহারা ইত্যাদি হয়ে এই বিশ্বাস আঁকড়ে ধরে রাস্তা খোঁজেন তাঁদের কথা বুঝতে চেষ্টা করি। কিন্তু যাঁরা ঠান্ডা মাথায় এই মগজধোলাই যন্ত্র চালাচ্ছেন তাঁদের কথা ভাবলে খুব ডিস্টার্বিং লাগে। এগুলো নতুন জিনিষ নয় তা জানি। তবু, খুব হতাশ লাগছে এগুলো দেখলে।
  • . | ১৮ জুলাই ২০২৪ ২১:০৫534899
  • একজন গুরুভাইয়ের সঙ্গে শয়ন একাদশী নিয়ে এইমাত্র কথা হলো। ও অন্য একটা ভার্শান বলল, সেটা উত্তরায়নে যাবার ব্যাপার। দেবতারা শয়নে চললেন। ওঁদের সম্ভবত ছমাস দিন, ছমাস রাত গোছের ব্যাপার। সঠিক জানি না। তবে এই ভার্শানটাও জানা রইল আর কি।
    দুর্বলের ওপর সবলের অত্যচারের রীতি চিরকালীন। পুরানের গল্পগুলোতেও এসব থাকবেই। বেদ ফেদ যত কম পড়া যায় বা ইগনোর করা যায় ততই ভাল। বেদ চোখে দেখি নি, দেখার ইচ্ছেও নেই। বেদ বাইবেল কোরান তোরা সব ঝামেলার মূলে। 
  • dc | 2402:e280:2141:1e8:f9:566d:3ccb:***:*** | ১৮ জুলাই ২০২৪ ২১:০৫534900
  • ক্রিঞ্জওয়র্দি তো অবশ্যই। আইটি সেলের সব কাজকর্মই তাই। তবে এই ইলেকশানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে। এই মনুবাদী গল্পগুলো আর কাস্ট সিস্টেম হলো আরেসেস আর চাড্ডিদের কোর অ্যাজেন্ডা। কিন্তু এই ইলেকশানের আগে বিজেপির নেতারা যখন কনস্টিটিউশান পাল্টানোর ডাক দিতে শুরু করে, তখনই ইউপি, রাজস্থানের বহু তথাকথিত নীচু জাতির মানুষ বুঝতে পারেন যে বিজেপি মেজরিটি নিয়ে ক্ষমতায় এলে আবার ব্রাহ্মণ্যবাদ ফিরে আসতে পারে। এটাও একটা কারন ইউপিতে বিজেপির ভরাডুবির, যার কারনে প্রধানসেবকের চারশো পার প্রোজেক্ট মুখ থুবড়ে পড়েছে। তো এই ধরনের গল্প চাড্ডিরা যতো ছড়াতে চাইবে, ততো রেসিসট্যান্সও বাড়বে, এই আশা রাখি।  
  • dc | 2402:e280:2141:1e8:f9:566d:3ccb:***:*** | ১৮ জুলাই ২০২৪ ২১:০৮534901
  • ইন ফ্যাক্ট রাহুল গান্ধী ইলেকশানের ঠিক আগে কনস্টিটিউশান পাল্টানোর অ্যাজেন্ডা নিয়ে আরেসেসকে টার্গেট করেছিল, যার ফল ইউপিতে ইত্যাদিতে পাওয়া গেছে। 
  • kk | 172.58.***.*** | ১৮ জুলাই ২০২৪ ২১:২৬534904
  • dc,
    হ্যাঁ, সেইগুলো দেখে খুবই আশা হয়েছিলো। কিন্তু লাভ কী হলো? সিংহাসনে তো সেই একই রাজা বসলেন আবার!! আমি রাজনীতি কিছুই বুঝিনা। কী বলতে কী বলবো! যাক, কিছু যদি ভরসার কথা থাকে তো খুবই ভালো।
  • dc | 2402:e280:2141:1e8:f9:566d:3ccb:***:*** | ১৮ জুলাই ২০২৪ ২১:২৯534905
  • একই রাজা বসলেন বটে, কিন্তু আম আদমি তাঁর ডানা ছেঁটে দিয়েছে। আর হোপফুলি পরের ইলেকশানে তাঁকে সিংহাসন থেকে একেবারেই নামিয়ে দেবে :-)
  • সিএস | 2405:201:802c:7069:2973:51d:2b73:***:*** | ১৮ জুলাই ২০২৪ ২১:৪১534907
  • রাজা অনুশাসন পর্বটা ভাল করে পড়লে শিখতে পারত কী করা উচিত, বা জনগণ কী বলেছে। কিন্তু ওনার তো আবার এন্টায়ার সব কিছুতে ডিগ্রী। তদুপরি নাগপুর - হরিদ্বার - বারাণসী, সবখানেই তো বর্বরদের দাপট, মহাভারত তো আছে কোরান কত খারাপ সে দেখানোর জন্য, একাদশী-ফসীর প্রচার তো ওদের পরব চাপা দেওয়ার জন্য।
  • Mira Bijuli | ১৮ জুলাই ২০২৪ ২১:৪৩534908
  • অনেক খাটাখাটনি করে এরকম ক্যালেন্ডার বানানোর জন্য সাধুবাদ জানাই - যারই উদ্ভাবনী হোক না কেনো। 
     
    শুয়ে শুয়ে একাদশী পালনের ভাবনা যুক্তিহীন বলেই মনে হয়। শয়ন একাদশীতে শ্রীহরির শয়ন হয় সন্ধ্যায়। তিনি যোগনিদ্রায় যান। পদ্মনাভ আর শ্রীহরির তত্ত্ব আলাদা না হলেও স্বরূপ ভিন্ন। 
     
    প্রতি বছর আষাঢ়ী শুক্লা একাদশী তে শয়ন একাদশী পালন হয় আর কর্তিকী শুক্লা একাদশী তে উত্থান একাদশী পালন হয়, এই পুরো চার মাস চাতুর্ম্মাস্য ব্রত পালন করে বৈষ্ণবরা। 
     
    একটা উৎসবের পরিপ্রেক্ষিতে কোনো লোক দেখানো ব্রত উদযাপন অর্থহীন। যাই করিনা কেনো সেটা জেনে করা উচিত, কেউ করছেন তাই করতে হবে তার তো কোনো মানে হয় না। কেউ যদি আগ্রহ হীন হয়ে কোনো বিষয় সম্পর্কে না জানেন সেটা তার ব্যক্তিগত জ্ঞানের পরিধি। তাই বলে পুরাণের কোনো ইতিহাস আজ আবিষ্কার হলো তা তো নয়।
     
     পুরাণে বা ইতিহাসে যাই থাকুক সেটা নিন্দনীয় হলেও অস্বীকার করার উপায় নেই। ইতিহাসে এরকম অনেক ঘটনা থাকে যেগুলো আমারা মন থেকে মেনে নিতে না পারলেও ঘটনা তো ঘটেছে।
  • Aditi Dasgupta | ১৮ জুলাই ২০২৪ ২৩:১৪534916
  • বিষয়টি বোঝা গেল। কিন্তু এ বিষয়ে লেখকেরও একটা বক্তব্য প্রয়োজন ছিল। তা না হলে শেষ বাক্যবন্ধই লেখকের মতামত ধরতে হবে। আমি বিষয়টি তুলে ধরবার জন্য ব্যক্তিগত মতামত দিলাম যেহেতু এটা খুব প্রাসঙ্গিক বলে মনে হয়েছে। কেন? না আমার ঘর পরিষ্কার করার মেয়েটি কাল সারারাত একটি শশা খেয়ে কাটিয়েছে এই একাদশী পালন করতে, এবং কাল সারা দিন ও কলা খেয়েছে একটি! আমার যতটুকু ধারণা, এই সব পালনগুলি খেটে খাওয়া শ্রেণীর মধ্যে ছিলো না, এগুলি ঢুকছে আর নতুন নতুন কষ্টের জায়গা প্রস্তুত হচ্ছে তাদের অজ্ঞাতসারেই! সধবার একাদশী হয় না, বুঝিয়ে পারি নি! শাস্ত্র নয়, ওর খাটনির কথা ভেবে! 
     যার জীবনে পেটভরে খাওয়া স্বাভাবিক তার ক্ষেত্রে উপবাস, একাদশী একটা detoxicating venture হতে পারে, সেই অর্থে ধর্ম। কিন্তু যার জীবনে উপবাসই স্বাভাবিক তার জীবনে এগুলি আদৌ ধর্ম কি?
  • r2h | 192.139.***.*** | ১৯ জুলাই ২০২৪ ০০:০৩534920
    • Mira Bijuli | ১৮ জুলাই ২০২৪ ২১:৪৩
    • ...শুয়ে শুয়ে একাদশী পালনের ভাবনা যুক্তিহীন বলেই মনে হয়। ...
       
      ... পুরাণে বা ইতিহাসে যাই থাকুক সেটা নিন্দনীয় হলেও অস্বীকার করার উপায় নেই। ইতিহাসে এরকম অনেক ঘটনা থাকে যেগুলো আমারা মন থেকে মেনে নিতে না পারলেও ঘটনা তো ঘটেছে।
     
    শুয়ে শুয়ে-টা মজা করে লেখা, যুক্তি খুঁজে পাওয়ার কথা না।
     
    পুরাণ আর ইতিহাসের মধ্যে তফাত আছে।
    পুরাণ ইত্যাদি প্রচারমূলক কাহিনি। ধর্মবিশ্বাসী মানুষেরা পুরাণের প্রচারিত আদর্শ ব্যবস্থাকে অনুসরন করার চেষ্টা করতে পারেন।

    আর, অন্য জায়গা থেকে লেখা উদ্ধৃত করলে সেটা বলে দেওয়া ভালো। সত্যি বলতে কী সহজেই অন্যত্র পাওয়া যায় - নিজের সংযোজন ছাড়া এমন লেখাই যদি শেয়ার করতে হয়, তবে তার শুধু লিংক দিলেও চলে।
  • dc | 2a02:26f7:d6cc:680d:0:83fc:4857:***:*** | ১৯ জুলাই ২০২৪ ০০:০৯534922
  • একাদশী পালনের ভাবনাটাই তো যুক্তিহীন কুসংস্কার! তার আবার শুয়ে আর দাঁড়িয়ে। 
  • &/ | 151.14.***.*** | ১৯ জুলাই ২০২৪ ০০:১৭534923
  • যাঁরা পালন করেন, তাঁদের কাছে যুক্তিহীন কুসংস্কার নয়। যেমন দিনে পাঁচবার প্রার্থনা করা অথবা রবিবারে উপাসনালয়ে গিয়ে সমবেতভাবে উপদেশশ্রবণ। এই সবই যাঁরা করেন তাঁদের কাছে যুক্তিহীন কুসংস্কার নয়।
  • r2h | 192.139.***.*** | ১৯ জুলাই ২০২৪ ০০:২৬534926
  • সিএসের দেওয়া লিংক থেকে পকেটে কী কী রাখতে নেই - সেটাও পড়ে এলাম - শেষ আইটেম হল, পকেটে কোন উত্তেজক ছবি রাখতে নেই।

    মেকস সেন্সঃ)
  • r2h | 192.139.***.*** | ১৯ জুলাই ২০২৪ ০০:২৬534927
  • যুক্তি কি ব্যক্তিনির্ভর?
  • &/ | 151.14.***.*** | ১৯ জুলাই ২০২৪ ০০:৩৩534929
  • সমাজে কিছুই কি ব্যক্তিনির্ভর? প্রায় সবকিছুই তো সমবেতভাবে।
  • সিএস | 2405:201:802c:7069:2973:51d:2b73:***:*** | ১৯ জুলাই ২০২৪ ০০:৩৫534930
  • কোন পকেট লিখেছে ?
     
     
  • dc | 2402:e280:2141:1e8:8871:5f7e:8ff4:***:*** | ১৯ জুলাই ২০২৪ ০০:৩৭534931
  • আমি ভাবতাম একাদশী, পাঁচালি, কড়োয়া চৌত, ধনতেরাস, রাম নবমী, এই সবই কুসংস্কার। আর ভাবতাম যতো ঠাকুর দেবতা রিলিজিয়ন সবই মানুষের বানানো। 
  • &/ | 151.14.***.*** | ১৯ জুলাই ২০২৪ ০০:৪০534932
  • একদম। আজ যদি একাদশী-বিরোধী কোনো আন্দোলন করি, একা কি পারবো? আরও দশজন লাগবে।
  • &/ | 151.14.***.*** | ১৯ জুলাই ২০২৪ ০০:৪১534933
  • চালুনির ভিতর দিয়ে চাঁদ দেখতে হয়, সেটা কোনটা? চৌথ কড়োয়া?
  • dc | 2402:e280:2141:1e8:8871:5f7e:8ff4:***:*** | ১৯ জুলাই ২০২৪ ০০:৪৬534934
  • সব রকম কুসংস্কার বিরোধী আন্দোলন তো হচ্ছে, দেবাশীষবাবুর মতো যুক্তিবাদীরাই করছেন, হ্যাটস অফ টু দেম :-)
     
    দাভোলকর কুসংস্কার বিরোধী আন্দোলন করে বেশীরকম সফল হতে শুরু করেছিলেন বলে চাড্ডিরা ওনাকে মেরে ফেলতে বাধ্য হলো। চাড্ডিরা লাস্ট দশ বছর ধরে একটু বেশী লাফাচ্ছে বটে, তবে হোয়াট গোস আপ কামস ডাউন :-)
  • &/ | 151.14.***.*** | ১৯ জুলাই ২০২৪ ০০:৪৯534935
  • সেটাই। সবই সমবেত ব্যাপার। আন্দোলন বলুন, ছটপুজো বলুন, নানারকমের প্রজেক্ট বলুন, সবই ...
  • র২হ | 2607:fb90:ad60:a587:7cae:d446:51c1:***:*** | ১৯ জুলাই ২০২৪ ০০:৫৩534936
  • আমার প্রশ্ন ছিল 'যাঁরা পালন করেন, তাঁদের কাছে যুক্তিহীন কুসংস্কার নয়।' প্রসঙ্গে।
    যুক্তি ব্যক্তি নিরপেক্ষ হলে যা যুক্তিহীন তা সর্বত্রই তাই।
     
    তাও মানুষ অনেক যুক্তিহীন কাজ করে - তা আলাদা।
  • &/ | 151.14.***.*** | ১৯ জুলাই ২০২৪ ০০:৫৭534938
  • সেটাই। মানুষ সমবেতভাবে এমন অনেক কাজ করে যা যুক্তিহীন, কিন্তু যারা করে তাদের কাছে যুক্তিহীন নয়। তারা বিশ্বাস করে সেই কাজ তাদের আখেরে ভালো করবে, উপকার করবে।
  • dc | 2402:e280:2141:1e8:8871:5f7e:8ff4:***:*** | ১৯ জুলাই ২০২৪ ০০:৫৭534939
  • "যা যুক্তিহীন তা সর্বত্রই তাই" - সে তো বটেই। কোদালকে যতোদিন কোদাল বলবো ততোদিন কুসংস্কারকেও কুসংস্কারই বলবো। 
  • kk | 172.58.***.*** | ১৯ জুলাই ২০২৪ ০১:০২534941
  • "কিন্তু যারা করে তাদের কাছে যুক্তিহীন নয়।"
     
    সে তো একশো বার। সিরিয়াল কিলারের কাছেও তার কাজ যুক্তিহীণ নয়। চাইল্ড মোলেস্টারও মনে করে কোনো যুক্তি আছে বলেই সে এই কাজ করছে। সমবেত বা একক হোক, তাই দিয়ে কীভাবে ঠিক হবে এটা ঠিক বা ভুল কাজ? আমি বুঝতে পারিনা সমবেত ভাবে কিছু করা হয় বলে বা কোনো বিখ্যাত মানুষ বলেছেন বলে সেগুলো ঠিক হতেই হবে, এর পেছনেই বা কী যুক্তি আছে?
  • &/ | 151.14.***.*** | ১৯ জুলাই ২০২৪ ০১:০৩534942
  • একদম তাই। ডাকাত গুন্ডা মাফিয়ার কাছেও তার কাজ যুক্তিহীন নয়।
  • kk | 172.58.***.*** | ১৯ জুলাই ২০২৪ ০১:০৮534943
  • আরেকটা জিনিষ দেখলাম, মীরা বিজুলি লিখেছেন পুরাণে ইতিহাসে এগুলো ঘটেছে তা অস্বীকার করা যাবেনা, এবং আমরা মানতে পারি বা না পারি সেগুলো ঘটেছে তো ঠিকই। এখন "অস্বীকার করা" বলতে আমি বুঝি কেউ বলছেন এসব আদৌ ঘটেনি। তা এখানেও কেউই দাবি করছেন বলে চোখে পড়লোনা তো। ইতিহাসে কিছু ঘটেছে বলেই সেটা সমর্থনযোগ্য হয়ে যাবে নাকি?
  • &/ | 151.14.***.*** | ১৯ জুলাই ২০২৪ ০১:০৯534944
  • ঠিক কাজ, ভুল কাজ এসব ঠিক করাও খুব শক্ত ব্যাপার। ধরুন একজন শাকভাত খাওয়া এক দুবলা পরিবারের সন্তান, ঘটনাক্রমে তার বন্ধুত্ব হয়ে গেল এক ভীষণ দুর্দান্ত মাফিয়া পরিবারের সন্তানের সঙ্গে। খুব সমস্যা দেখা দেবে। একজনের কাছে যা ঠিক কাজ, অন্যজনের কাছে তা ভুল কাজ। আবার উল্টোটাও।
  • &/ | 151.14.***.*** | ১৯ জুলাই ২০২৪ ০১:১৫534945
  • সমর্থনযোগ্য তো একেবারেই না। ওই যে কোথা না কোথা থেকে হা রে রে রে রে করে ভারতে এসে লুঠ করে নিয়ে যেত, সেইসব একেবারেই সমর্থনযোগ্য না। কিন্তু কিছু কি আর করা যাবে? সে তো যা হয়ে গেছে তা হয়ে গেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন