@Manab Mondal
বড্ড বেশিরকম চতুর্থ শ্রেণীর চরিত্রগঠনমূলক গল্পের মত শোনাচ্ছে না? গল্পের শেষে পঞ্চাশ শব্দে "এ কাহিনীটি হতে আমরা কী শিক্ষা লাভ করিতে পারি? " প্রশ্নের উত্তরও শিখিয়ে দিয়েছেন। সাধু সাধু সাধবঃ!!
প্রত্যেকটি ছত্রে যুক্তির অসঙ্গতি আছে।
para 2) "আপনি না জানলেও, আমাদের পরবর্তী প্রজন্ম জানে এসব পার্টিতে, ছেলেমেয়েরা বিনামূল্যে প্রবেশ করতে পারে।"
আপনি বা এই মন্তব্যসূত্রের কেউ কোনো এমন মহানুভব রেস্তোরাঁ , হোটেল, resort, জাহাজের মালিক কে চেনেন যে নিজের বাণিজ্যিক প্রতিষ্ঠানে মিনি মাগনায় পার্টি পিকনিক করতে দেয় ?এমন ঠেকের ঠিকানা দিলে এই গরিবের বড্ডো উপকার হয়। বস্তুতঃ , এ সকল পার্টির খরচ কোনো ধনী পরিবার বহন করে এবং সেখানে উপস্থিত ছেলেমেয়েরা সকলে সেই পরিবারের সদস্যদের নিমন্ত্রণ পেয়ে আসে। এই পার্টিগুলি দ্বার মোটেই সকলের জন্যে অবারিত নয়। এবং এ কথা একটি মৌলিক সত্য যে কেউ কাউকে মাগনা খাওয়ায় না।
para 2) "কোথাও একটা পড়ে ছিলাম কার্পাস তুলা চাষ করতে নাকি অনেক জল নষ্ট হয়। তাই পোশাক কম পরাই ভালো। "
বিদ্রূপার্থে অদ্ভুত রস ব্যবহার করার প্রচেষ্টায় মশায় কি viscose, terylene, terycot এর কথা বিস্মৃত হয়েছেন ? শরীর সাঁটা Mini / microskirt জাতীয় পরিধান সাধারণতঃ synthetic সুতো দিয়ে তৈরী করা হয়। কার্পাস তুলোর সুতোর ধর্ম অন্যপ্রকার। সাহিত্যে নবরসের ব্যবহার অবশই প্রয়োজনীয় কিন্তু যুক্তিগ্রাহ্য হওয়া অপরিহার্য ।
para 3) " বিনামূল্যে ওদের রক্তে মিশে যায় নেশা। কিংবা নেশার অভ্যাস।"
কোন মহাত্মা বিনামূল্যে narcotics দেয় বাপু? Cocaine, crack, methamphetamine এর দাম জানেন?
para 3) "মেয়েদের এই পন্যায়ন করার কাজটা অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে।"
পণ্যের বিজ্ঞাপনের আকর্ষণ বৃদ্ধির জন্যে মানুষের শরীর চিত্রায়ন করা সেদিন থেকে শুরু যেদিন মানুষ পণ্য ক্রয় বিক্রয় আরম্ভ করেছিল। ২১০০ বছর আগে Pompeii নগরেও ছিল। আপনার "ফ্রী পার্টি" তে কী পণ্য ( পন্য বানান ভুল ) বিজ্ঞাপিত করা হচ্ছে? নাকি আপনি বলতে চাইছেন এসকল পার্টিতে মেয়েদের পণ্য রূপে বিক্রয় করা হচ্ছে অর্থাৎ বাণিজ্যিক যৌনকর্মে বা দাসত্বে ব্যবহার করা হচ্ছে ? খোলসা করে না লিখলে বললে আপনার কথা অস্পষ্ট এবং অযৌক্তিক থেকে যাচ্ছে।
para 4) "তবে আমাদের চেনা পরিচিত সংস্কৃতিটা বদলে যাচ্ছে। সকল আরষ্টা কাটিয়ে আমরা বোধহয় আধুনিক হতে গিয়ে হারিয়ে ফেলেছি দেখন দারিতে।"
আমার পিতা জীবৎকালে আমায় একই কথা বলতেন। আমার পিতামহ তাঁর জীবৎকালে তাঁর পুত্রকে। ... ->∞
para 4) "মধ্যবিত্ত ঘরের সন্তান যদি আরিয়ান খান, অন্যানাদের মতো পার্টির করার সংস্কৃতিতে মেতে উঠে, "
রবিঠাকুরের কথায় "অনেকগুলি রৌপ্যচক্র লাগবে যে!" কোন মধ্যবিত্ত ঘরের অতগুলি রৌপ্যচক্র আছে। Aryan Khan যদি মধ্যবিত্ত ঘরের সন্তান হয় তাহলে নিমগাছেতে সিম ধরে।
আপনাকে গায়েপড়া পরামর্শ দিই, দ্বিজেন্দ্রলালের কথায় :
নতুন কিছু করো , একটা নতুন কিছু করো ...
আর কিছু না পারো স্ত্রীদের ধরে মারো