১. 'স্ক্রিন এক্সপানশন আইকন' সত্ত্বেও ডানদিকে ৮ ইঞ্চি মানবজমিন পতিত হয়েই পড়ে রয়েছে।
২. দুটো প্যারার মাঝে গ্যাপ বড্ড বেড়ে গেছে।
৩. পুরনো টই খুললে আগে যেমন সর্বশেষ পাতাটা দেখাত, এখন দেখাচ্ছে প্রথম পাতাটা।
৪. পাঠক মন্তব্য করছেন নীচে অথচ লেখককে বা অন্যকে উত্তর দিতে হচ্ছে ওপরে উঠে।
৫. এডিট অপশন পাচ্ছি না। মানে পোস্ট করে কিছু ভুল নজরে পড়লে আর সংশোধনের উপায় নেই।
৬. আগে যেমন 'আলোচনা করুন' পাতাটা খুললেই সবকিছুর আপডেট পাওয়া যেত, এখন যাচ্ছে না।
৭. নতুন লে আউটের দুটো জিনিস খুব পছন্দ হয়েছে - বোল্ড আর ইটালিকস । স্ট্রাইক থ্রু-র বদলে আন্ডারলাইন বেশি জরুরি।
আমি যেমন-খুশি দিয়ে লিখছি, ফলে টাইপজনিত অসুবিধে হচ্ছে না। কিন্তু আগে ডানদিকে এতটা জায়গা ফাঁকা থাকত না। এটা বিসদৃশ লাগছে। এক্সপানশন আইকন একবারই ক্লিক করেছি তবুও ডাইনে ফাঁকা মাঠ। প্যারা ভাঙতে আগে এন্টার দিতাম, সামান্য স্পেস দেখাত। এখন একই কাজে বিস্তর ফাঁক দেখাচ্ছে (প্যারার ক্ষেত্রে মূলত এইটা বলতে চেয়েছি)। আমি ব্যবহার করি উইন্ডোজ ৭ এবং ক্রোম। হ্যাঁ, নীচে দেখতে পাচ্ছি মত দেওয়ার বাটন রয়েছে। ওকে। কিন্তু নাম লেখার জায়গাটায় ছাই রঙা অংশটা ঢাউস লাগছে।