এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ০৬ অক্টোবর ২০২৫ ১২:২৮542108
  • বাঙালিদের আমার দারুণ লাগে। মনে রাখবেন, আমরা আসলে যেটা বলি বা বলতে চাই সেটা হল -
    --- 
    বাঙালী কুচুটে (আমি বাদে) ... 
    বাঙালী স্বার্থপর (আমি বাদে) ... 
    বাঙালী সংকীর্ণ (আমি বাদে) ...
    বাঙালির শুধু মুখে বড় বড় কথা, মুখং মারিতং জগৎ (আমি বাদে) ... 
    বাঙালির দ্বারা কিস্যু হবে না (আমি বাদে) ...
    ... ... ...
  • | ০৬ অক্টোবর ২০২৫ ১২:২৪542107
  • সর্বত্র খালি বাঙালী কুচুটে, বাঙালী স্বার্থপর, বাঙালী সংকীর্ণ। 
    হ্যাঁ হ্যাঁ একদম্ম। প্যাঁচালোও বটে। তাছাড়া0 মেরুদন্ডহীন কিন্তু ভেতরে ভেতরে হিংস্র। এছাড়া ছ্যাঁচড়া প্রকৃতিরও বটে। 
  • dc | 2402:e280:2141:1e8:81ba:9173:60f6:***:*** | ০৬ অক্টোবর ২০২৫ ১২:১১542106
  • হুঁ laugh
  • কৌতূহলী | 115.187.***.*** | ০৬ অক্টোবর ২০২৫ ১২:০৬542105
  • প্যাঁচালো হওয়া অবশ্যই উচিত। এই পুঁজিবাদী সিস্টেমে প্যাঁচ ছাড়া কিচ্ছু হয় না। এমনি কি আর প্যাঁচওয়ালা জিলিপির এত জনপ্রিয়তা।
  • dc | 2402:e280:2141:1e8:81ba:9173:60f6:***:*** | ০৬ অক্টোবর ২০২৫ ১২:০১542104
  • নানা, এক্সেশানকে একেবারেই জার্নি বলা যাবে না, জার্নির একেবারে উল্টো, গল্পটা বলতে গেলে যেখানে শুরু হয়েছে সেখানেই শেষ হয়েছে। কারুর কোন উত্তরন হয়নি, মাইন্ডদেরও না, ব্রিজ এনটিটিটারও না। সেটাই গল্পটার পয়েন্ট। উইকির সামারি আমিও দেখলাম, ওটা থেকে বোঝা যাচ্ছে না। চাইলে কালচার সিরিজটা পড়ে ফেলতে পারেন, অবশ্য নটা বই, অনেক সময় লাগবে। 
     
    "বাঙালী কুচুটে, বাঙালী স্বার্থপর, বাঙালী সংকীর্ণ" 
     
    এইটা তো এক্কেবারে আমার মনের কথা! এ ছাড়াও বাঙালি ভয়ানক প্যাঁচালো। যার জন্য আমি বাঙালিদের এড়িয়ে চলি :-)
  • কৌতূহলী | 115.187.***.*** | ০৬ অক্টোবর ২০২৫ ১১:৪০542103
  • গুরুতে লিখি কম, অন্যের কমেন্ট পড়ি বেশি, তো দেখেছি, র২হ বাবুর মন্তব্যগুলো আমার সবচাইতে বেশি মনে ধরে। 
     
    সর্বত্র খালি বাঙালী কুচুটে, বাঙালী স্বার্থপর, বাঙালী সংকীর্ণ। 
    এটা বাঙালি ভদ্রলোকদের সবচেয়ে প্রিয় বয়ান। বাংলার বদনাম না করলে বাঙালি ভদ্রলোকদের পেটের ভাত হজম হয় না। বলছি না যে বাঙালি আলাদা করে বিশাল সুপিরিয়র, কিন্তু একতরফা বাংলার বদনাম করার প্রজেক্টটা এখানে মধ্যবিত্ত ভদ্রলোক বাঙালির আর তাঁদের পেটোয়া আনন্দবাজারের তৈরী।
     
    আমেরিকায় তো কলেজে কী একটা বিষয়ে দেখেছিলাম একটা টপিক - ধর্মনিরপেক্ষতা নিয়ে যতই আম্বা করুক আমেরিকা আদতে একটি কেরেস্তান দেশ। তাও ভালো ওরা কলেজে ওসব পড়াতে পারে (বা পারতো)।
     আমেরিকা বা পশ্চিমের রাষ্ট্র গুলোতে ধর্মীয় গোঁড়ামি হয়তো কমে এসেছে, কিন্তু সেগুলোকে রিপ্লেস করেছে রেসিজম, ইমিগ্রান্ট বিদ্বেষ, হোয়াইট সুপ্রিমেসি এসমস্ত। সেগুলো কম কিছু বিপজ্জনক নয়। 
     
    যতদিন পুঁজিবাদ থাকবে, ততদিন এসব থাকবেই। ধর্মীয় সেন্টিমেন্ট থাকলে ধর্মীয় গোঁড়ামি, আর সেন্টিমেন্ট কমে এলে রেসিজম বা ইমিগ্রান্ট বিদ্বেষ। সমাজতন্ত্র ছাড়া কোন গতি নেই। ( সোভিয়েত মডেলের থেকেও উন্নত সমাজতন্ত্র)
    • Excession | 108.16.***.*** | ০৬ অক্টোবর ২০২৫ ১১:৩৬542102
    • Excession য়ের গল্পটা উইকি থেকে দেখছিলাম। ঐ সেই যদুবাবু কথিত journey র টেম্প্লেটে ফেলে দেওয়া যাবে! 
    • | ০৬ অক্টোবর ২০২৫ ১১:০৪542101
      • রমিত চট্টোপাধ্যায় | ০৬ অক্টোবর ২০২৫ ০২:১০
      • ...অফিসিয়াল সিলমোহর লাগিয়ে প্রচার করতেন কি আগে? এই ব্যাপারটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হল। 
      হ্যাঁ করতেন। শীর্ষেন্দু বরাবরই কাস্টিস্ট এবং সেক্সিস্ট। সেটা কোনোদিনই লুকানোর ভড়ং করেন নি। এবারেও খোলাখুলিই বলেছেন। 
       
      এবারে আনন্দ পাবলিশার্স;এর কথা বললে এটা খেয়াল করতে হবে যে শীর্ষেন্দুর লেখা যেমন ছাপছে একইসময় তসলিমা,  মন্দাক্রান্তা,  সঙ্গীতা, মল্লিকা সেনগুপ্তের লেখাও ছাপছে। কাজেই ওদের দিক থেকে ব্যালান্স আছে। পাঠক কোনটা কী নেবে সেটা পাঠকের দায়িত্বের মধ্যেই পড়ে।  
       
      শীর্ষেন্দুর লেখার প্রসাদগুণ তো অনবদ্য। এক্ষেত্রে কৌতুহলীর বক্তব্যে একমত। শুধু আরেকটা নাম যোগ করব শরৎচন্দ্র।  এঁদের ক্রাফটসন্যানশিপ অপূর্ব।  বঙ্কিমই প্রথম ঠিকঠাক পূর্ণাঙ্গ বাংলা উপন্যাস লেখেন। উপন্যাসের কাঠামো এবং কাহিনীর দিক থেকে দেখলে রবীন্দ্রনাথের উপন্যাস লেখার চেষ্টা খুব উৎ্রায় নি। ইন্দ্রনীল একবার গুরুতে লিখেছিলেন যে দাদুর মোটামুটি আড়াইটে কি তিনটে উপন্যাস ঠিকঠাক, ফিরে পড়া যায় বারবার। সেখানে বঙ্কিমচন্দ্র বা শরৎচন্দ্রের অধিকাংশ উপন্যাসই পাঠক সমাদৃত। তা সে ওই লেখার প্রসাদগুণের জন্যই। 
    • &/ | 107.77.***.*** | ০৬ অক্টোবর ২০২৫ ১০:০৪542100
    • 'দেবযান' এ ওরকম সব আত্মারা আত্মিক জগতের বস্তু দিয়ে বাড়িঘর আগান বাগান বানিয়ে .... আবার উচ্চ উচ্চ জগতেও ঘোরেন তাঁরা, তবে সবাই পারেননা, স্তর ভেদ আছে
    • dc | 2402:e280:2141:1e8:a0f1:f123:bf0d:***:*** | ০৬ অক্টোবর ২০২৫ ০৮:৩০542099
    • দুয়েকটা গল্প কিন্তু টেমপ্লেটের বাইরেও হয় :-) যেমন ধরুন ইয়ান ব্যাংকসের লেখা Excession, কালচার সিরিজের একটা বই। কয়েকজন কালচার সিরিজকে গ্রেট লিটারেচার বলেন, আমারও খুব ভালো লাগে, যদিও আমি ভালো বা খারাপ সাহিত্য বুঝতে পারি না। তো এই এক্সেশান গল্পটার প্রধান চরিত্ররা হলো "মাইন্ড", যারা স্পেসশিপে থাকে, বা বলা ভালো যারা নিজেদের চারপাশে একটা করে স্পেসশিপ বানিয়ে নেয় (কিছু মাইন্ড আবার নিজেদের চারপাশে রিং বা প্ল্যানেট বা অন্যান্য স্ট্রাকচারও বানিয়ে নেয়)। আর প্রধান অ্যানটাগনিস্ট হলো একটা এনটিটি যা ইউনিভার্সগুলোর মধ্যে ব্রিজ হিসেবে কাজ করে আর অন্য এনটিটিদের এক ইউনিভার্স থেকে আরেক ইউনিভার্সে মাইগ্রেট করতে সাহায্য করে। এই গল্পটায় মানুষ চরিত্র মোটে দুয়েকজন আছে, তারা একেবারেই ইরেলিভ্যান্ট পার্শ্ব চরিত্র। গল্পটা পুরোটাই মাইন্ডদের সাথে ওই ব্রিজ এনটিটি আর অন্য একটা স্পিশিস এর ইন্টার‌্যাকশান নিয়ে। টেমপ্লেটের বাইরে।  
    • অপু | 2409:40e0:3e:6634:8000::***:*** | ০৬ অক্টোবর ২০২৫ ০৭:৩৭542098
    • বইটার নাম পেয়েছি। 
       
      ভারতের বিবাহের ইতিহাস/অতুল সুর/আনন্দ/১০০ টাকা
    • r2h | 208.127.***.*** | ০৬ অক্টোবর ২০২৫ ০৭:১৪542096
    • ইয়ে মানে সে তো সবই টেমপ্লেট। একটা শহর বা গ্রাম বা মফস্বল বা জঙ্গল বা পাহাড় বা সমুদ্র থাকবে, তাতে কিছু লোক থাকবে, তার মধ্যে কিছু ভালো কিছু কুচুটে কিছু সদাশয়, তাদের মধ্যে নানান রকম ভাবের আদন প্রদান হবে, তার ফলে কিছু একটা হবে, যেমন পরিণয়, বিচ্ছেদ, জরিমানা, খুন -ইত্যাদি। ঐ যে লীলা মজুমদার বলেছিলেন সব গল্পই বাঘের বা ভূতের ইত্যাদি।
      শীর্ষেন্দু মুখোপাধ্যায় অতীব পশ্চাৎপর পিতৃতান্ত্রিক এমসিপি ইত্যাদি, কিন্তু তাই বলে তাঁর কলমের জোর, প্রসাদগুণ- ইত্যাদিকে তুশ্চু করে দেওয়া একই রকম বিপজ্জনক যেমন হু আ বড় লেখক বলে তাঁর স্ত্রী ও অপ্রাপ্তবয়স্কা প্রেমিকার প্রতি তাঁর বদকাজ গুলির সাতখুন মাফ করে দেওয়া।
       
      • যদুবাবু | ০৬ অক্টোবর ২০২৫ ০৫:১৯
      • ... বেশ মনে পড়ে, আগেও ওঁর এইরকম রিগ্রেসিভ কথাবার্তা পড়েছি, কিন্তু কোথায় কবে লিঙ্ক দাও এসব বললে হাত তুলে সারেণ্ডার।...
       
      আমারও তাই। যে কালে সাহিত্য বিষয়ক কূটকচালি কেবল ছাপা কাগজে পাওয়া যেত আর মুহূর্তে দাবানলের মত আপমরে ছড়িয়ে পড়তো না, সে সময়ের কথা।

      ওদিকে আরেকটা জিনিস হল, যে যখন যা কিছু খারাপ দেখে, কষে বাঙালীকে গাল দিয়ে দেয়।
      আজ দেখলাম আমোদগেঁড়ে বাঙালী ফিলিস্তিনের এই দুর্দিনে পুজোর মোচ্ছব করছে কেন তা নিয়ে অভিযোগ। আরে কী মুশকিল বাঙালীর বলে নিজের ল্যাজে আগুন ধরে দাউদাউ করে জ্বলছে, এদিকে বন্যা, ওদিকে দিকে দিকে বাঙালীদের বিহারিরা হুড়কো দিচ্ছে, তারপরেও বাঙালী মোচ্ছব করছে, ফিলিস্তিন তো দূরের দেশ। আর এমনিতেও বাঙালীদের দুর্ভোগ হলে পশ্চিমের লোকেরা বিচলিত হয় - এমন কথা ইতিহাসে লেখেনি।
      সেটা কোন কথা না, আমি উত্তম না হইব কেন, আর ফিলিস্তিনের ঘটনা প্রবাহ সমগ্র পৃথিবী ও মানবজাতির জন্য কলঙ্কের, উদ্বেগের। খামোখা বাঙালীর উৎসব নিয়ে খোঁচা দেওয়ার কী আছে।
      পাহাড়ে ধ্বস নামছে, পাহাড়গামী বাঙালী চুপ কেন। আমি আমার বাস্তুতন্ত্র ভেঙেচুরে হোটেল মোটেল বানিয়ে ছারখার করে দেব, আর গাল খাবে বেড়াতে আসা পাতি পাবলিক? সায়েব যখন বলে হিমালয়ে চাপি কারন ওটা ওখানে আছে, তখন বেবাক লোকে আল্হাদে আটখানা হয়ে যায়। আর আমোদগেঁড়ে বাঙালী যখন বলে পাহাড়ে বেড়াতে যাই কারন ওখানে হোমস্টে আর মুর্গির ঝোল আছে, তখন সব রেগে কাঁই।

      সর্বত্র খালি বাঙালী কুচুটে, বাঙালী স্বার্থপর, বাঙালী সংকীর্ণ। যান তো দেখি ছ'মাস আউ নাগাদের সঙ্গে থেকে আসুন, বুঝবেন কত ধানে কত চাল।
       
      • সর্বত্র  | ০৬ অক্টোবর ২০২৫ ০৫:৩০
      • সুসভ্য মার্কিন দেশও এরকম পথেই চলবে - এ দূরকল্পন নহে! 
        শহীদ চার্লি কার্ক জীবনদানের মাধ্যমে দেশকে ক্রিশ্চান দেশ করিবার পথ প্রশস্ত করেছেন। সেখান প্রভু খৃষ্টই চরম প্রভু, বাড়ির পুরুষরা তাঁহার দাস। আর মেয়েরা 'subservent' - পুরুষদের দাস। মেয়েদের ভোটাধিকারও বাতিল হইবে, বাড়িতে একটিই ভোট। গভর্মেন্ট চাকুরি করতে ক্রিশ্চিয়ান হওয়া বাধ্যতামূলক। 
       
      হ্যাঁ, সে তো সর্বত্রই, বাস্তবিক। জাত, ধর্ম, রেস, সব ফুরোলে নতুন কিছু।
      আমেরিকায় তো কলেজে কী একটা বিষয়ে দেখেছিলাম একটা টপিক - ধর্মনিরপেক্ষতা নিয়ে যতই আম্বা করুক আমেরিকা আদতে একটি কেরেস্তান দেশ। তাও ভালো ওরা কলেজে ওসব পড়াতে পারে (বা পারতো)।
    • :/ | 51.8.***.*** | ০৬ অক্টোবর ২০২৫ ০৬:৫৫542095
    • সে যদি বলেন, পাশের টেবিলে সুনীলেন্দু আবার কড়া নাস্তিক উদারপন্থী লেখা লিখতেন। নাস্তিকে আস্তিকে ধরে নিতে পারেন কাটাকুটি হয়ে গেছে। তবে আনন্দ গোষ্ঠীর ব্যাপারটা ঠিকই ধরেছেন। ওরা বামপন্থীও না, ডানপন্থীও না। বাজার পন্থী হিসেবে চিরকাল রিস্ক ডাইভার্সিফাই করে এসছে।
    • &/ | 151.14.***.*** | ০৬ অক্টোবর ২০২৫ ০৫:৫১542094
    • নইলে কিশোর সাহিত্যগুলো তো প্রায় টেমপ্লেট লেখাপত্র, একটা গ্রাম, কতকগুলো চোর ডাকাত, একজন বা একাধিকজন সাধু টাইপের চরিত্র, এইসব নিয়ে টেম্প্লেট, তাতে কাহিনি ঢেলে দিয়ে সাজানো। বহু বহু কাহিনি ওই ছাঁচে।
      আর বড়দেরগুলো তো আরও চমৎকার। একেবারে অনুলোম প্রতিলোম তুলে তুলে বলা কোনো কোনোটায়। প্রতিপাদ্য প্রমাণ করার মত কাহিনি এগিয়ে এগিয়ে প্রতিলোমে সর্বনাশ, অনুলোমে পৌষমাস দেখিয়ে দেওয়া। ঃ-)
    • &/ | 151.14.***.*** | ০৬ অক্টোবর ২০২৫ ০৫:৪৬542093
    • সম্ভবত ওই বিশাল কাস্টমার বেসকে কাজে লাগাতে চেয়েছিল ওই বড় হাউস, শিওর শট প্রফিট। কোটিজন শিষ্যের প্রতি একশোজনে এক আধজন বই কিনলেই তো ঢের। কাজে লাগিয়েওছে খুবই। নাহলে এই লোক তো শুরু থেকেই এর ছোঁয়া খাই না, ওর ছোঁয়া খাই না খোলাখুলি করতেন। টিফিনের সময় আলগা করে খাবারের ঠোঙা আনানো হত এঁর জন্য।
    • &/ | 151.14.***.*** | ০৬ অক্টোবর ২০২৫ ০৫:৪১542092
    • এআই দিয়ে যোটক মিলিয়ে পাল্টি ঘরে বিবাহ। অবশ্য এ আই নিজেই পাত্র বা পাত্রী হয়ে বসলে কী হয় বলা যায় না। ঃ-)
    • সর্বত্র  | 108.16.***.*** | ০৬ অক্টোবর ২০২৫ ০৫:৩০542091
    • সুসভ্য মার্কিন দেশও এরকম পথেই চলবে - এ দূরকল্পন নহে! 
      শহীদ চার্লি কার্ক জীবনদানের মাধ্যমে দেশকে ক্রিশ্চান দেশ করিবার পথ প্রশস্ত করেছেন। সেখান প্রভু খৃষ্টই চরম প্রভু, বাড়ির পুরুষরা তাঁহার দাস। আর মেয়েরা 'subservent' - পুরুষদের দাস। মেয়েদের ভোটাধিকারও বাতিল হইবে, বাড়িতে একটিই ভোট। গভর্মেন্ট চাকুরি করতে ক্রিশ্চিয়ান হওয়া বাধ্যতামূলক। 
       
      গুল মাচ্চি মনে হলে ডগলাস উইলসন দিয়ে একটু গুগল করে নিন। মার্কিন মুলুকের বড় বড় মন্ত্রীরা এই গুরুদেবের শিষ্য! 
    • অপু | 2409:40e0:3e:6634:8000::***:*** | ০৬ অক্টোবর ২০২৫ ০৫:২৮542090
    • গৌড়ের পতনপর পরিপ্রেক্ষিতে লেখা ঐতিহাসিক উপন্যাস "গৌড় মল্লার" কয়েক বছর আগের বইমেলায় বেস্ট সেলার ছিল। বেশ ভালো লেখা।
    • অপু | 2409:40e0:3e:6634:8000::***:*** | ০৬ অক্টোবর ২০২৫ ০৫:২৬542089
    • বিভিন্ন ধরণের বিবাহ নিয়ে বাংলায় একটা গোট বই আছে। নামটা ভুলে মেরে দিয়েছি।
    • যদুবাবু | ০৬ অক্টোবর ২০২৫ ০৫:১৯542088
    • বিভিন্ন বয়সের অবস্থান তুলনা করা একটু চাপের। একে তো মানুষ সময়ের সাথে পালটায়, ভালো-মন্দ দুইই। আবার আর একদিক থেকে দেখলে মনে হয় যে একজন খুব-ই বয়স্ক লোক, হয়তো জানেন আর বেশিদিন নেই, তিনি অতো তোয়াক্কা করেন না লোকে তার ইন্টারভ্যু পড়ে কী চ্যাঁচামিচি করলো। তো আগেও এইসব রিগ্রেসিভ জিনিষপত্র ভাবতেন, লিখতেন, ছড়াতেন - এখন কেউ জিজ্ঞেস করেছে, যা মুখে এসেছে বলে দিয়েছেন। এমনিও এই বয়সে কিছু বলে ফেললে পরে মনস্তাপ হবে এইরকম আশঙ্কা তো নেই, যেটা ছোটোবেলায় বা মধ্যবয়সেও থাকে। এই প্রসঙ্গে মায়া অ্যাঞ্জেল্যুর একটা কথা মনে পড়ে, "When someone shows you who they are, believe them the first time" ... তো ঐ আর কী। আমার বেশ মনে পড়ে, আগেও ওঁর এইরকম রিগ্রেসিভ কথাবার্তা পড়েছি, কিন্তু কোথায় কবে লিঙ্ক দাও এসব বললে হাত তুলে সারেণ্ডার। 
       
      এই ইন্টারভ্যু'র অন্য উত্তরগুলোও ঐরকম। তিরিশ বছর আগে জিজ্ঞেস করলে হয়তো বলতেন না, সম্পাদকের জোরাজুরিতে লিখি বা 'টাকা দেয়, লিখি'। আমি আবার খুঁজে খুঁজে একটা ব্লারি ছবি থেকে কষ্ট করে পড়লাম। সত্যি বলতে পড়ে যারপরনাই পিত্তি চটকে গেলো। কী সব বিরক্তিকর ভুলভাল কথা। অত্যন্ত রেশিস্ট লোক, বোকাও বটে। 
       
      তবে, এখানে আরেকটা কথাও মনে হ'লো যে উনি যে এই ধরণের কথা বলবেন এ তো একরকমের জানা-ই ছিলো, তাও হয়তো ভবিষ্যতের জন্য এইরকম সাক্ষাৎকার দরকারি। 
    • র২হ | 2607:fb90:e3bd:2c6c:9cad:d270:82cc:***:*** | ০৬ অক্টোবর ২০২৫ ০৩:৫৭542087
      • রমিত চট্টোপাধ্যায় | ০৬ অক্টোবর ২০২৫ ০২:১০
      • ...অফিসিয়াল সিলমোহর লাগিয়ে প্রচার করতেন কি আগে? এই ব্যাপারটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হল। 
       
      তা ঠিক। যদ্দুর মনে পড়ে আগে বলেছিলেন, বহু বছর আগে। কিন্তু নিশ্চিত মনে করতে পারছি না।
      সত্যি এইটা খুবই গুরুত্বপূর্ণ।
      আমার ঠাকুর বইটা কারো পড়া?
    • &/ | 107.77.***.*** | ০৬ অক্টোবর ২০২৫ ০২:৩৮542086
    • উচ্চবর্ণ পুরুষদের একাধিক বিবাহ অবধি প্রোমোট করেছেন, কারণ ওঁর গুরুর মতে সমাজ তাতে সুপুষ্ট হয়, উচ্চ জিন বিতরিত হয়। তবে মহিলারা পুরুষের নিজের বর্ণের বা অপেক্ষাকৃত নিম্নবর্ণের হতে হবে, উল্টোটা হলে সাড়ে সব্বোনাশ। তাই স্ব বর্ণে বিবাহ বিধেয় বা অনুলোম।
    • &/ | 107.77.***.*** | ০৬ অক্টোবর ২০২৫ ০২:২৫542085
    • সুপথ মনে করেন তো ওগুলোকেই, বলেনও।
    • রমিত চট্টোপাধ্যায় | ০৬ অক্টোবর ২০২৫ ০২:১০542084
    • না লুকোছাপা ছিলনা ঠিকই তবে তাতে অফিসিয়াল সিলমোহর লাগিয়ে প্রচার করতেন কি আগে? এই ব্যাপারটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হল। লেখক যেন গর্বের সাথে বলছেন আমি রিগ্রেসিভ। অবশ্য আগেও বলে থাকতে পারেন, আমি হয়তো খেয়াল করিনি।
    • &/ | 107.77.***.*** | ০৬ অক্টোবর ২০২৫ ০২:০৭542083
    • লুকোছাপা দূরের কথা, এগুলোই প্রচার হওয়া উদ্দেশ্য ছিল লেখকের।
    • &/ | 107.77.***.*** | ০৬ অক্টোবর ২০২৫ ০২:০৬542082
    • এগুলোই শীর্ষেন্দুর প্রধান বক্তব্য, এগুলোই প্রোমোট করেছেন অধিকাংশ লেখায়, গল্পে বা উপন্যাসে। যাতে অপথে বিপথে পতিত জনতা আলোর পথে আসে।
    • র২হ | 2607:fb90:e3bd:2c6c:9cad:d270:82cc:***:*** | ০৬ অক্টোবর ২০২৫ ০১:৪১542081
      • রমিত চট্টোপাধ্যায় | ০৫ অক্টোবর ২০২৫ ১১:৫৯
      • ... যে অভিযোগ গুলো উঠত, সবই দেখলাম স্বীকার করে নিয়েছেন আর ওঁর নিজস্ব যুক্তি গুলো দিয়েছেন। 
      শীর্ষেন্দুর তো এসব নিয়ে লুকোছাপা কখনোই ছিল না।
    • অরিন | 119.224.***.*** | ০৬ অক্টোবর ২০২৫ ০১:২৯542080
    • @রঞ্জনবাবু: "এরকম স্বপ্ন দেখেন যেন পুরোনো সিনেমা দেখছেন l যেন আপনি বুঝতে পারছেন যে এরপর কী হবে?"
      দারুণ প্রসঙ্গ তুললেন, প্রিকগনিশন ড্রিম (precognition dream/ precognitive dreaming), আপনি স্বপ্নের মধ্যে দেখছেন কি হতে চলেছে, তারপর সেইটাই বাস্তবে প্রতিফলিত,
    • &/ | 107.77.***.*** | ০৫ অক্টোবর ২০২৫ ২২:৩৭542079
    • ছবিগুলো ভালো, আলখাল্লা পরা লোকটি কে? ঘনাদা?  
    • মতামত দিন
    • বিষয়বস্তু*:
    • কি, কেন, ইত্যাদি
    • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
    • আমাদের কথা
    • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
    • বুলবুলভাজা
    • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
    • হরিদাস পালেরা
    • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
    • টইপত্তর
    • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
    • ভাটিয়া৯
    • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
    গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


    মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত