এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৫541897
  • ল্যাদোস, 
    গুরু বারবার লগ আউট করিয়ে দিচ্ছে কেন? ইন অ্যাকটিভ হলেই লগ আউট। 
  • . | ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০২:০৮541896
  • ইণ্ডিয়া দারুণ ভাবে জিতল।
  • &/ | 151.14.***.*** | ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪৭541895
  • 'তমসো মা জ্যোতির্গময়', অন্ধকার থেকে আমাদের আলোতে নিয়ে চলো।
  • শ্রীমল্লার বলছি | ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪৬541894
  • "দ্যাখো আলোয় আলো আকাশ
     দ্যাখো আকাশ তারায় ভরা"
     
    ইন্ডিয়া জিতল আর সেইসঙ্গে দুর্গোৎসব— সারা আকাশজুড়ে আমার পাড়ায় বাজির পরে বাজি ফাটছে, আর ছড়িয়ে দিচ্ছে আলো... 
  • &/ | 151.14.***.*** | ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪৫541893
  • যাঁরা যাঁরা পুজোয় বেরোচ্ছেন, স্থানীয় বা কাছেপিঠের ঠাকুর দেখতে, বা যাচ্ছেন অনেক দূরে----সবাইকে অভিনন্দন।
    এর মধ্যে একটি চমৎকার খবর পেলাম। এক বাড়িতে দূর্গাপুজো হত প্রতি বছর, কিন্তু ১৯৫১ সাল থেকে বন্ধ হয়ে যায়। প্রাচীন বৃদ্ধ মানুষটি যিনি আগে পুজোর আয়োজন করতেন, তিনি দুর্গাঘ্ট ও পুজোর পুঁথিটি পুত্রবধূকে দিয়ে বলেন সেগুলি সযত্নে রক্ষা করতে, যদি উত্তরপ্রজন্মের মানুষরা আবার পুজো চালু করতে পারেন কোনোদিন। নতুন মানুষরা ২০০১ সাল থেকে আবার পুজো শুরু করেন, সেই প্রাচীন পুঁথিটি থেকে পূজাপদ্ধতি নিজেদের নতুন খাতায় তুলে নিয়ে। আগে পুরোহিতবংশও একই পাড়ায় বসতি স্থাপন করেছিলেন, সেই বংশের ছেলেই নতুন পুজোয় পৌরোহিত্য করেন।
  • &/ | 151.14.***.*** | ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩৪541892
  • শুভ শারদীয়া দুর্গাপূজা। সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা।
  • syandi | 2401:4900:8829:36d4:6091:3e3e:b243:***:*** | ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:২০541891
  • মানালি,
    ডিসির উপদেশের খেই ধরে আপনাকে জার্মান ভাষা শেখা নিয়ে কিছু বলি। জার্মানীতে ডক্টোরাল রিসার্চ শেষ করার পর আপনি ওখানে চাকরী নিতে চাইলে অনেক সুযোগের মুখ খুলে যাবে আপনার যদি জার্মান ভাষাটা শেখা থাকে। এমন নয় যে আপনি ওখানে চাকরী পাবেন না জার্মান না জানা থাকলে, তবে অনেক চাকরীর রিকোয়ারমেন্টে লেখা থাকে জার্মান ভাষাটা জানা জরুরী। অর্থাৎ চাকরী পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে স্রেফ ভাষাটা জানা থাকলে।

    সায়েন্স & টেকনোলোজীর ক্ষেত্রে ভাষাটা জানার গুরুত্ব বোধ হয় আর একটু কম অন্তত চাকরী পাওয়ার বেলা (প্রমোশনের বেলা নয়) । তবে এক্ষেত্রেও ভাষাটা জানা থাকলে চাকরীর বাজারে আপনার কাছে অপশনটা বেশী। আর এদেশে সেটল করতে হলে সেই তো শেষমেষ ভাষাটা জানতেই হবে। কলকাতায় জার্মান শেখার খুব ভালো জায়গা হল Goethe-Institut, এদের এক শিক্ষককেও চিনতাম।

    তবে এখন জার্মান ভাষা শিখতে গিয়ে নিজের সাবজেক্টটা খুব ভালোভাবে শেখার সঙ্গে (International relations) কোনভাবেই যেন আপস করে ফেলবেন না। যে সাবজেক্টে আপনি মেজর করছেন সেটিকে এই বয়সে সবচাইতে বেশী গুরুত্ব দেওয়া উচিৎ বলে মনে করি। নিজের সাবজেক্টটি ভালোভাবে না শিখলে অ্য়াকাডেমিক জগতে টেকাই মুশকিল হয়ে যাবে, জার্মানীতে PhD করতে আসা দূরের কথা। আপনি নিজের সাবজেক্টের পিছনে যথেষ্ট সময় ও শ্রম দেওয়ার পরেও যদি আপনার সারপ্লাস সময় থাকে তাহলে জার্মান শেখার চাইতে ভালো কিছু হয় না।

    আর PhD করার সময়ে আগে থেকে জার্মান শিখে আসা আপনাকে খুব সুবিধা দেবে না। জার্মান ইউনিগুলি ইন্টারন্য়াশান্যাল স্টুডেন্টে গিজগিজ করছে এবং ইন্টারন্য়াশান্যাল স্টুডেন্টদের বেশীরভাগই জার্মান শিখে আসে না। S&T- এর ছেলেমেয়েরা PhD করার সময়েও ভাষাটা শেখার সময় পায় না একেবারেই। ক্যাম্পাসে আপনি  বহাল তবিয়তে দিন কাটিয়ে দিতে পারবেন জার্মান  না জেনেই। জার্মান স্টুডেন্টরা এবং প্রফেসররা সবাই খুব ভালো ইংরাজী বলে। তবে জার্মান জানা থাকলে বা তাড়াতাড়ি শিখে নিতে পারলে কলীগদের সাথে বন্ধুত্ব গড়ে ওঠাটা সহজ হয়ে যাবে। আর জার্মানীর গ্রামে গিয়ে বসবাস না করলে জার্মান না জেনেই আপনি PhD ডিগ্রী নিয়ে দেশে ফেরৎ যেতে পারবেন। 
     
  • Manali Moulik | ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫৩541890
  • এইবেলা জানিয়ে দিয়ে যাই, শুভ মহাষষ্ঠীর শুভেচ্ছা।
  • অপু | 152.58.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৫541889
  • শুভ মহা ষষ্ঠী সবাই কে। ভালো থাকুন। ভালো রাখুন।
  • Mr.infinity | 103.18.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৮541888
  • সকল হিন্দু ধর্মালম্বিদের জানাই  “শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা
  • . | ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০১:০৩541887
  • আগের পোস্টে ভুল করে A1 লিখেছি, ওটা A2 হবে।
  • . | ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০১:০১541886
  • মানালি,
    বায়োডেটায় যে ফোটো থাকবে অথবা লিংকডইনে, সেগুলো প্রোফেশনাল ফোটোগ্রাফার দিয়ে তুলিও।
    লিংকডইন ছাড়াও xing নামক অনুরূপ ব‍্যাপার আছে, সেখানেও প্রোফাইল রাখা জরুরি জারমানির জন‍্য। 
    এই লিঙ্ক গুলো সিভির হেডারে রেখো, জায়গা কম নষ্ট হয় এতে। ঠিকানা, ফোন্নং, হোয়াটস‍্যাপ সব ঐ হেডারে।
    জারমান ভাষা শিখে নাও এবং B1  বা সম্ভব না হলে অন্ততঃ A1 পাশ করে নাও, তোমার XING profile তখন জার্মানে করে নিতে পারবে। এগুলো তোমাকে অনেক বেশি এগিয়ে রাখবে অন‍্য প্রতিযোগীদের তুলনায়, কেন জানো? তোমার গাইড তোমাকে পছন্দ করবেন এই কারণে যে তুমি জারমানিতেই পড়তে আগ্রহী বলে ভাষাটা নিজের গরজে শিখেছো, এটা জরুরি। এছাড়াও তিনি জানবেন যে তোমার সঙ্গে কথা বলার জন‍্য তাঁকে সর্বদা ইংরিজির ওপর ভরসা করতে হবে না। তাই শুধু ভাষা শেখাই নয়, প্রামাণ্য তথ‍্যের জন‍্য পরীক্ষা পাশ করাটা দরকার, যা পরবর্তীতে তুমি যদি ঐদেশের নাগরিকত্ব পেতে চাও তবে আরও এক কি দু ধাপ পরের পরীক্ষায় পাশ করে অনায়াসে পেয়ে যাবে। ইন্টিগ্রেশন একটা দরকারি জিনিস, ইন্টিগ্রেশনের প্রধান শর্ত ভাষা এটা সবসময় মনে রেখো।
  • &/ | 107.77.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪৪541885
  • লাদাখের  ব্যাপারটা  নিয়ে  কেউ একটু লিখুন  প্লীজ 
  • অরিন | 2404:4404:4429:9300:f873:51aa:b6d9:***:*** | ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০০:১৯541884
  • শু "ধন্যবাদ অরিন, নতুন জিনিস জানা হল একটা! তবে চিনির অনুপাত দেখে ভয় পেলাম :-)"
     
    চিনি আপনার স্বাদ অনুসারে মেশাবেন whipping এর জন‍্য যতটা প্রয়োজন। কোরিয়ায় ডালগোনা কফি পাকিস্তানের দিকে ফেট্টি কফি বলে (মনে হয় ফেটানো কফি টাইপ), ঐ একই। 
  • অরিন | 2404:4404:4429:9300:f873:51aa:b6d9:***:*** | ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০০:১১541883
  • স্যান্ডি ,"
    এশিয়ার বেশীরভাগ দেশের স্টুডেন্ট এটা করে এবং তাদের দৃঢ় বিশ্বাস তারা এভাবে কম সময়ে অনেককে অ্যাপ্লাই করতে পারবে। কোয়ালিটি বনাম কোয়ান্টিটির সেই আদি সঙ্ঘাত
    "
    এটা কিন্তু ঘটনা। 
    বছর পাঁচেক আগে আমার কাছে জনৈক দক্ষিণ ভারতীয় দাঁতের ডাক্তার পিএইচডি করেছিলেন ভারতের ক্লিনিকে একটি বিশেষ বিষয় নিয়ে কাজ করবেন। কথা ছিল তিনি পড়াশোনা শেষ করে দেশে ফিরে কাজ করবেন। সেইমত ভদ্রমহিলার স্কলারশিপ যোগাড় করা হল। ইন্টারভিউর সময়ে দারুণ ভাল ভাল কথা বলেছিলেন। 
    কিন্তু সেই ভদ্রমহিলাকে পিএইচডির থিসিস লেখাতে আর ভাইভায় পাস করাতে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়েছিল। ভদ্রমহিলা তার পর আর অবশ‍্য দেশেও ফিরে যাননি। 
     
    সে সব যা হোক হল, ভদ্রমহিলার কাছ থেকে শিখেছিলাম তিনি ভারতে থাকাকালীন প্রতিদিন সকালে চার ঘন্টা নাকি শুধু বিদেশী বিশ্ববিদ‍্যালয়গুলোতে প্রোফেসরদের ইমেল খুঁজে বের করে এক চিঠি পর পর পোস্ট করে যেতেন। যেখানে ঝাঁপ মারা যায়। 
  • Manali Moulik | 2401:4900:7330:6aa7:6861:7705:c18c:***:*** | ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০২541882
  • একটা অ‍্যাপ থেকে স্প্যানিশ কিছুদূর চলছে, মানে Parts of speech পর্যন্ত আর কি!  ভাষা শেখাটা অনলাইনের জন‍্য নিঃসন্দেহে দারুণ সহজ হয়েছে। আমাদের ইউনি-তে অভ‍্যন্তরীণভাবে কিছু বিদেশী ভাষার কোর্স করায়। এবারের টার্মে যুক্ত হতে পারিনি। একটা কারণ, এটি প্রায় সন্ধ‍্যার দিকের ক্লাস তাই বাড়ি ফেরা বিষয়টার কারণে সমস‍্যা। যাকগে,  তাছাড়া গোলপার্ক রামকৃষ্ণ মিশনও কাছে ওখানে অনেকরকম কোর্স করায়।
  • Manali Moulik | 2401:4900:7330:6aa7:6861:7705:c18c:***:*** | ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫২541881
  • স্যান্ডি, 
    হ‍্যাঁ নিশ্চয়ই। JNU তে তো School of International Relations and strategic studies বলে একটি পৃথক ডিপার্টমেন্ট রয়েছে। মাষ্টার্স লেভেলে CUET-PG ক্লিয়ার করতে পারলে ওরা ডিগ্রি অফার করে। ভীষণ ইচ্ছা রয়েছে JNU তে পড়ার, তবে পড়াশোনা তো ইচ্ছার নয়, অনুশীলনের জিনিস। এছাড়া আরো অনেক ক্রাইটেরিয়া থাকে। সুতরাং জানি না পারবো কিনা কোনোদিন। তবে CUET পরীক্ষাটি নিশ্চয়ই দিতে হবে। CUET- UG দিতে পারিনি কারণ উচ্চমাধ‍্যমিকের পরেই হেপাটাইটিস -এ নিয়ে পনেরোদিন হসপিটালে ছিলাম। পরীক্ষা সেইসময়ে হয়ে যায়। যাদবপুরের এন্ট্রাসটি দিতে যাবার ১৮ দিন আগে বাড়ি ফিরেছিলাম। আগে থেকেই প্রস্তুতি নেওয়া ছিলো অনেকটা,  তাই সুবিধা হয়েছে। আর যেটুকু ওই অবস্থায় নেওয়া সম্ভব...   প্রেসিডেন্সির PUBDET হয় জুলাই মাসের দিকে তখন অনেকটা ভালো অবস্থা, পরীক্ষা দিয়েছিলাম ইতিহাসের।(GMR র্যাংক  5)..  এইবার মজাটা হলো কেমন, JU -এ যেদিন উত্তীর্ণদের অ‍্যাডমিশন সেদিনই PUBDET-এর রেজাল্ট বের করলো! অলরেডি সিদ্ধান্ত নেওয়াই ছিলো যে IR -এ যাবো। 
    অনেকে বলছেন, অ‍্যাকাডেমিয়া সময়সাপেক্ষ বলে গ্র‍্যাজুয়েশনের পর ইউপিএসসি -তে বসতে, চেষ্টা করতে হবে সবই। 
    অনেক বেশী কথা হয়তো বলে ফেললাম...যাই হোক সাজেশনের জন‍্য আবার ধন‍্যবাদ।
  • dc | 2402:e280:2141:1e8:4168:e91f:2cbb:***:*** | ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:২১541880
  • এলসিএমদা, আচ্ছা। আমার মেয়েও বলে যে জার্মান ভাষা না জানলে সেখানে কাজ পেতে অসুবিধে হতে পারে। অবশ্য মেয়ের এমনিতেও নানা ভাষা শিখতে আগ্রহ আছে, কাজেই এই ছুতোয় জার্মান শিখছে তাও হতে পারে। 
  • lcm | ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৭541879
  • ডিসি, আমারে প্রতিবেশির ছেলে জার্মানিতে গ্র‌্যাড স্কুলে যাচ্ছে। জার্মান ভাষা জানে না, এখানে স্কুলে স্প্যানিশ শিখেছিল। তো যা বলল, দৈনন্দিন জীবনে ইংলিশ দিয়ে চালিয়ে নেওয়া যায়, অসুবিধে নেই। কিন্তু রুরাল জায়গায়, বা, ছোট শহরে মুশকিল হতে পারে। আর, জার্মান না জানলে চাকরি বা কাজ পাওয়া মুশকিল।
  • dc | 2402:e280:2141:1e8:4168:e91f:2cbb:***:*** | ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:১০541878
  • যা বুঝেছি, ইউনিভার্সিটি, সাবজেক্ট, আর প্রফেসার সিলেকশান খুব গুরুত্ত্বপূর্ণ। আর যে দেশে যেতে চান সেদেশের ভাষা জানাও খুব জরুরি। 
  • dc | 2402:e280:2141:1e8:4168:e91f:2cbb:***:*** | ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৭541877
  • জার্মানিতে পড়াশোনার কথা যখন উঠেছে তখন দুয়েকটা পয়েন্ট যোগ করতে পারি। আমার মেয়েও এবার সেকেন্ড ইয়ারে উঠলো, ওর জার্মানিতে পড়ার খুব ইচ্ছা (সেকেন্ড চয়েস ফ্রান্স বা য়ুরোপের অন্যান্য দেশগুলো)। ওর থেকে দুয়েকটা জিনিস জেনেছি, সেগুলো লিখছি। 
     
    প্রথমত, জার্মান ভাষা ভালো করে শিখুন। তার জন্য ডুওলিংগো অ্যাপ আছে, আর য়ুটুবে হাজারটা চ্যানেল আছে। দ্বিতীয়, একটা লিংকডইন প্রোফাইল আর ব্লগ / ইনস্টাগ্রাম প্রোফাইল বানান, যেখানে আপনার নানান অ্যাক্টিভিটি, অ্যাচিভমেন্ট, ইন্টারেস্ট ইত্যাদি থাকবে। এখন থেকেই বানাতে শুরু করলে দুতিনবছর পর বিভিন্ন ইউনিতে অ্যাপ্লাই করার সময়ে প্রোফাইলটা দেখাতে পারবেন। তৃতীয়, আপনার পছন্দের সাবজেক্ট অনুসারে কয়েকটা ইউনি শর্টলিস্ট করুন, তারপর সেই ইউনিগুলোতে সেই সাবজেক্টে কি পড়ানো হয় সেসব ফলো করতে থাকুন। যে প্রফেসররা সেই সাবজেক্টগুলো পড়াচ্ছেন তাঁদের সম্বন্ধেও জানতে থাকুন, তাঁদের পেপার, তাঁরা কিসে স্পেশালাইজ করছেন সেসব ফলো করুন। ফাইনাল ইয়ারে তাঁদের ইমেল লিখুন, নিজেকে ইনট্রোডিউস করুন আর তাঁদের আন্ডারে কেন পড়তে চান সেসব লিখুন। 
     
    এসব ছাড়াও কি কি পরীক্ষা দিতে হবে সেগুলোর খোঁজ নিন, এখন থেকেই তৈরি হতে শুরু করুন। কোথায় স্যাট, কোথায় টোয়েফল, কোথায় কোন স্কলারশিপ আর তার কি এলিজিবিলিটি, এসব নানা ঝামেলা আছে, আগে থেকেই জানতে শুরু করুন। 
     
    এইসব আর কি, আমার নিজের খুব বেশী আইডিয়া নেই, আপনার যদি স্পেসিফিক কিছু প্রশ্ন থাকে তো মেয়েকে জিগ্যেস করে এখানে লিখে দেব। 
  • lcm | ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৯541876
  • ওহ! যা চলছে, সে আর...

    গত পরশু একপ্রস্থ টারিফ অর্ডার হল ... (এখন তো সবই EO - এক্সিঅকিউটিভ অর্ডার)... সেখানে, ফার্মার ওপর ১০০%, কিচেন ক্যাবিনেট আর বাথরুম ক্যাবিনেট/ভ্যানিটি ফার্নিচারের ওপর ৫০% টারিফ...

    রেডিট এবং অন্য জায়গায় জনগণের বক্তব্য দেখছিলাম... সমস্ত ইম্পোর্টেড ফার্নিচার নয় কিন্তু, স্পেসিফিক ফার্নিচার ধরে ধরে টারিফ... এ সপ্তাহে ডাইনিং টেবিল, পরের মাসে কম্পিউটার ডেস্ক, তার পরে চেয়ার ...  
  • :)) | 2a03:e600:100::***:*** | ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৭541875
  • এই WTF মালটা সেই রেসিস্ট মিসোজিনিস্ট $ বা? ।  মালটা ইংরিজি ভাল জানে না বলে আম্রিকানদের সাথে আড্ডা দিতে পারে না। 
  • | ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৩541874
  • এদিকে মিথ্যানিয়াহু ফাঁকাঘরে ভাষণ দিয়েছে।  প্রায় সবাই উঠে বেরিয়ে গেছে ওকে দেখে। 
  • lcm | ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪১541873
  • অ্যাকচুয়ালি, বিগ নো কিছু না ... ডিপেন্ড করছে কি ধরনের চাকরিতে অ্যাপ্লাই করছেন - মডেলিং, টিভি অ্যাংকরিং, পাবলিক ব্রডকাস্টিং, ... এই জাতীয় কাজ হয়, তাহলে ফটো দেওয়ায় অসুবিধের কিছু নেই...

    তবে আজকাল তো লিংকডইন আছে, এমনকি অনেক ক্ষেত্রে লিংকডইন থেকে সোজা অ্যাপ্লাই ও করে দেওয়ার ব্যবস্থা থাকে... ওখানে প্রোফাইলে তো অনেকেরই ছবি থাকে... আমার কর্মক্ষেত্রে ইনডিড আর লিংকডইন এ জব পোস্টিং হয় ... 

    আর একটা ব্যাপার আছে, অনেক দেশেই চাকরি বা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে গেলে পাশপোর্ট সাইজ ফটো দিতে হয়, বা, আপলোড করতে হয়.... সুতরাং, সেক্ষেত্রে তো ...
  • syandi | 2401:4900:8829:36d4:89a6:eef5:55bd:***:*** | ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:১২541872
  • WTF?? | 148.113.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫২ 
     
    আপনার নিকটি যেমন অশোভন, আপনি মানুষটিও সেরকম uncouth এবং vulgar। এটাও বোঝা যাচ্ছে আপনি নিতান্তই একটা কূপমণ্ডুক। আপনি যেখানে থাকেন সেখানে সিভিতে ফটো না দেওয়াটাই হয়ত রীতি, কিন্তু ঐ দেশের বাইরেও যে একটা বিশাল জগৎ আছে সেটা অনুধাবন করার পরিণতমনষ্কতা আপনার নেই।

    মানলিকে আমি সাজেশান দিচ্ছিলাম জার্মানিতে অ্যাপ্লিকেশান করার জন্য সিভি কেমন হওয়া উচিত সেটা নিয়ে। আপনার মতো কুয়োর ব্যাং- এর নিশ্চিৎভাবেই জানা নেই যে ইওরোপীয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত বেশীরভাগ দেশগুলির বেলায় বিশেষত পশ্চিম-ইওরোপের দেশগুলিতে যেখানে ভারতীয় ছাত্রছাত্রীরা পড়তে যায় সেখানে সিভিতে ফটো থাকবে—এটাই আশা করা হয়ে থাকে। আবার জিজ্ঞাসা করে বসবেন না ইওরোপীয়ান ইউনিয়ন কাকে বলে বা পশ্চিম-ইওরোপ বলতে ইওরোপের কোন পার্টকে বোঝায়। আপনার মত ignorant এগুলো জানবে না সেটাই এক্সপেক্টেড।

    ইউ কে, ইউ এস এ-তে সিভিতে ফটো রাখা বিগ নো নো— এটা আমি জানি। মানালি যদি ইউ কে, ইউ এস এ -তে অ্যাপ্লাই করতেন তাহলে আমি ফটো লাগানোর সাজেশান দিতাম না।
     
  • syandi | 2401:4900:8829:36d4:89a6:eef5:55bd:***:*** | ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪০541871
  • মানালি,বাহ! জেনেও ভাল লাগছে যে আণ্ডারগ্র‍্যাড সেকেন্ড ইয়ারের একজন স্টুডেন্ট এখন থেকেই কেরিয়ারের ব্যাপারে এত সিরিয়াসলি সুদূরপ্রসারী চিন্তাভাবনা করছে। আপনি যে সেন্ট্রাল ইউনি-দু’টোর নামোল্লেখ করেছেন সেগুলোর তুলনায় যদুপুর ঢের বেশি ভালো বলেই বিশ্বাস করি, তবে এটা একান্তই বিশ্বাস। আর আপনি যে সাবজেক্ট মাস্টার্সে পড়বেন সেটার ফ্য়াকাল্টি ঐ ইউনিতে কেমন (যদুপুরের তুলনায়) সেটাও বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার। আচ্ছা JNU-তে মাস্টার্সে পড়ানো হয় না আপনার সাবজেক্ট?

    আপনি মাস্টার্স অন্য কোথাও করুন বা যদুপুরে করুন CUET-PG পরীক্ষা অতি অবশ্যই দেবেন। এই পরীক্ষার মাধ্যমে আপনি নিজেকে যাচাই করে নিতে পারবেন যে একটা সর্বভারতীয় প্লাটফর্মে আপনি কোন জায়গাতে আছেন।

    এছাড়া CUET-PG পরীক্ষার মাধ্যমে সিলেক্টেড হয়ে যদুপুরের চাইতে আরো ভালো ইউনিতে (যেখানে international relationship এর ফ্য়াকাল্টির মান আরো ভাল) মাস্টার্স করতে গেলে আপনাকে প্রথম দিন থেকেই অন্য় ভাষাভাষী ক্লাসমেটদের সাথে মিশতে হবে, সম্পূর্ন অচেনা পরিবেশে কিছুটা হলেও ভিন্ন খাদ্যাভাসের মধ্যে জীবন কাটাতে হবে। মোদ্দা কথা আপনি কমফোর্ট comfort zone-এর বাইরে বেরিয়ে আরো পরিণত হবেন।
  • Tania Basu Dutta | 2405:201:900e:319a:4169:677e:37b7:***:*** | ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৮541870
  • গুরুচণ্ডালির সকল কে 
    শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই .. 
  • WTF?? | 148.113.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫২541868
  • সিভিতে কখনোই ফটো রাখবেন না। অনেক জায়গায় আনবায়াস্ড সিলেকশন নিশ্চিত করার জন্য ফটোসহ সিভি তৎক্ষণাৎ রিজেক্ট করা হয়। এ স্যান্ডি ছাগলটা কে? ভুলভাল এডভাইস দিচ্ছে!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত