এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :-( | 2405:8100:8000:5ca1::147:***:*** | ২২ আগস্ট ২০২৫ ০০:১২541084
  • এ স্লা কবিতা মালটা পুরো ডায়রিয়ার মতন। চ্যার ছ্যার  করে ছ্যারাচ্চে ত ছ্যারাচ্চেই।
     
  • r2h | 192.139.***.*** | ২১ আগস্ট ২০২৫ ২৩:৫৮541083
  • কবিতাকে দুর্বল বলে চিনতে পারলে সেগুলি শিফ্ট ডেল মেরে দেওয়া ভালো বলে মনে করি।

    অবশ্য বিশ্বের অনেক বড় বড় সাহিত্যিক নিজেদের অনেক রচনা ছাপতে চাননি সেগুলি পরে আলোড়ন তুলেছে।
    ভাগ্যিস এমন পরামর্শ তাঁদের কেউ দেয়নি, বা তাঁরা সেসব কানে তোলেননি।
    তবে পচা কবিতা প্রকাশ না হওয়াই ভালো, তাতে ভিড় বাড়ে, লোকে পাইকারি হারে কবিদের দুয়ো দেয়।
  • r2h | 192.139.***.*** | ২১ আগস্ট ২০২৫ ২৩:৩৩541082
  • ফ্লোরিডায় হাইওয়েতে ইউ টার্ন নিতে গিয়ে ট্রাকের দুর্ঘটনার খবরটা কেউ দেখলেন?
    আজ দেখলাম ট্রাক চালক হরজিন্দর সিং ইংরেজি ও রোড সাইন বোঝার চেষ্টায় ফেল করেছে।

    সেদিন ভোরের ফ্লাইট ধরার জন্য উবেরে চেপেছি, ড্রাইভারের ভারতীয় নাম। এমনিতে গ্রেট কমিউনিকেশনে পাঁচ পাওয়ার জন্য আমেরিকান উবেরচালকরা উচ্চতর পরমাণু পদার্থবিদ্যা থেকে প্রাচীন প্রতীচি দর্শন পর্যন্ত সবকিছু নিয়ে পড়াশুনো করে এসে যে জ্ঞানগর্ভ প্যাচাল ফাঁদেন তাতে আমার বিপুল অনাগ্রহ, তাই সাধারনত চোখ মটকে পড়ে থাকি, ভোর চারটেতে ভারতীয় নাম দেখে একটু কৌতূহল হলেও তার ব্যত্যয় ঘটাইনি। একটা সময় ভদ্রলোক নিজেই বললেন ইন্ডিয়ান? আমি হ্যাঁ বলতে হিন্দিতে বাক্যালাপ শুরু করলেন, আমি ইংরেজিতে উত্তর দেওয়াতে বললেন নো ইংলিশ। আমি একটু সময় স্তম্ভিত হয়ে থেকে বললাম, তাহলে উবের চালাতে অসুবিধে হয় না? বললেন, না, গুড মর্নিং গুড নাইট এসব বলতে পারি, আর তো কথা বলার দরকার হয় না।
    গুজরাটের লোক, গান্ধীনগরে বাড়ি বললেন।

    আমি তখন থেকে ভাবছি, ভারতীয় অভিবাসীদের তো শুধু ওয়ার্ক ভিসা, তাহলে ব্যাপারটা কি হতে পারে? তারপর মনে হল ফ্যামিলি গ্রিন কার্ড ধরনের কিছু হবে নিশ্চয়।

    তারপর এই হরজিন্দর সিং-এর খবরটা দেখলাম।

    অবশ্য এই গুজরাটি নো ইংলিশ উবেরচালক সোমবার ভোরে সাক্ষাৎ জিন্দেগি বাঁচিয়েছেন, ঠিক সামনে পাঁচখানা গাড়ি একের পর এক ঠুকে তালগোল, ইনি ফ্লোরের মধ্যে পা পুঁতে দিয়ে কয়েক মিলিমিটার আগে গাড়ি থামাতে পেরেছেন। 
  • r2h | 192.139.***.*** | ২১ আগস্ট ২০২৫ ২২:৫৯541081
    • &/ | ২১ আগস্ট ২০২৫ ২২:৪৪
    • কোনো কোনো লেখক দেখি এই সাইটে লেখার একটি কপি তুলে দেন, আসল লেখাটি দেন ফেসবুকের ওয়ালে, সেখানেই প্রচুর মন্তব্য পড়ে, লেখকও উত্তর প্রত্যুত্তর দেন। এই সাইটের কপিটা তাহলে কি দুয়োরাণীর জন্য? কোনো উত্তর প্রত্যুত্তর নেই লেখকের।
     
    হুঁ। একমত।
    একেক সময় মনে হত আহা হয়তো লেখকের সময়ের টানাটানি। তারপর দেখি ফেবুতে তো যথেষ্ট।

    যদিও কিছু লেখার উদ্দেশ্য থাকে, যে মাধ্যমে হোক সব থেকে বেশি মানুষের কাছে পৌঁছনো, সে হিসেবে এ নিয়ে আপত্তি করার কিছু বাস্তবসম্মত কারন নেই, কিন্তু ব্যাপারটা খারাপ লাগে তাও সেটাও খুব ঠিক কথা।
  • দুর্বল লেখার বই  | 136.226.***.*** | ২১ আগস্ট ২০২৫ ২২:৫৩541080
  • খুব বড় পুরষ্কার একটা পেয়ে গেলে তার পরেই হতে পারে। 
  • ~শ্রীমল্লার | ২১ আগস্ট ২০২৫ ২২:৪৬541079
  • একেবারেই একটা অন্য প্রসঙ্গ।
    ইচ্ছেটা আমার অনেকদিনের।
    আজকে সবার সঙ্গে ভাগ ক'রে নিই। 
    ইচ্ছে হল: কবিরা তাঁদের দুর্বল লেখাগুলোকে বাদ দিয়ে তুলনায় একটু ভাল লেখাগুলো দিয়ে পাণ্ডুলিপি তৈরি করে থাকেন। আমি চাই, একদিন আমার এমন একটা কবিতার বই প্রকাশ করতে, যেখানে আমার লেখা দুর্বল লেখাগুলোই জায়গা ক'রে নেবে। smiley
  • &/ | 151.14.***.*** | ২১ আগস্ট ২০২৫ ২২:৪৪541078
  • কোনো কোনো লেখক দেখি এই সাইটে লেখার একটি কপি তুলে দেন, আসল লেখাটি দেন ফেসবুকের ওয়ালে, সেখানেই প্রচুর মন্তব্য পড়ে, লেখকও উত্তর প্রত্যুত্তর দেন। এই সাইটের কপিটা তাহলে কি দুয়োরাণীর জন্য? কোনো উত্তর প্রত্যুত্তর নেই লেখকের।
  • MP | 2409:4060:16:1d4a:5203:9220:1da5:***:*** | ২১ আগস্ট ২০২৫ ০৭:০৪541077
  • @রমিত @dc.                                                         সুস্থ হয়ে উঠুন আপনারা দুজনেই l শুভেচ্ছা রইলো l take care
  • dc | 2402:e280:2141:1e8:18da:2e14:2914:***:*** | ২০ আগস্ট ২০২৫ ২১:১৪541076
  • রমিতবাবু, আমার মনে হয় আপনি একজন ডাক্তারকে দেখিয়ে নিন। কারন লোয়ার ব্যাক পেন অনেক বছর ধরে আস্তে আস্তে বাড়ে, কাজেই প্রথমেই যদি ঠিকমতো যত্ন নেন আর ডাক্তারের পরামর্শমতো চলেন তাহলে পনেরো বছর পর ভুগতে হবে না। সঠিক এক্সারসাইজ আর সঠিক পশ্চার (চেয়ার) খুব জরুরি। 
     
    আর সাইটিক বা স্কিয়াটিক পেন এর কথা কি বলবো। আগের হপ্তায় শুরু হয়েছে, অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে গেছে, তারপর স্ট্রেচারে করে এমার্জেন্সিতে। সেখানে ডাক্তারবাবু নানারকম পরীক্ষা করে বললেন, সবই তো বুঝতে পারছি, কিন্তু আপনার বাবার নাম কি? আমি চিঁচিঁ করে বলতে গেছি বাবার নাম - তারপর দেখি নাম মনে পড়ছে না। তখন ডক্তারবাবু নার্সদিদিকে বললেন ওহে, একে সেই গন্ডারের ইঞ্জেকশানটা দিয়ে দাও তো! দু পাছায় দুটো। এই তো হলো ব্যাপার :-) 
  • রমিত চট্টোপাধ্যায় | ২০ আগস্ট ২০২৫ ১৯:৫৫541075
  • ডিসি জনাব, 
    এখন কেমন আছেন? আপনার সায়াটিক পেনের কথা শুনে খুব খারাপ লাগল, এসব ব্যাপার সহ্য করা খুবই ট্রমাটিক। 
     
    আমারটা এখনো হয়তো এম আর আই পরিস্থিতিতে যায়নি।  আপাতত চেয়ার আর এক্সারসাইজ দিয়েই মোকাবিলা করব ভেবেছি। আর লাম্বার সাপোর্ট ওলা চেয়ার দেখছি। 
     
    হাঁটাটা হয়, নিয়মিত না হলেও হয়। এখন বৃষ্টির জন্য রোজ পারছি না। দু তিন অন্তর অন্তর।  
  • b | 117.238.***.*** | ২০ আগস্ট ২০২৫ ১৯:৪৯541074
  • মামা আবার শ্রী টেগোরের দোহাই পেড়েছেন 
  • b | 117.238.***.*** | ২০ আগস্ট ২০২৫ ১৯:৪৪541073
  • এর আগে আসামের করিমগঞ্জো ডিস্ট্রিক্টের নাম হয়েছে শ্রীভূমি । মামার আশীর্বাদ 
  • :|: | 2607:fb90:bd97:6c70:e994:8dd:6b7:***:*** | ২০ আগস্ট ২০২৫ ১৯:২৬541072
  • সাধারণ পরোটা নাকি দীনদয়াল পরোটা? 
  • কালনিমে | 103.244.***.*** | ২০ আগস্ট ২০২৫ ১৮:০৮541071
  • মোটা ভাই আর উনিজির আশীর্বাদে জালালাবাদ এখন থেকে পরশুরামপুরী - উন্নতির আর সীমা নেই । আজ রাতে পরোটা আর প্রাণনাথ ভাজা
  • dc | 2402:e280:2141:1e8:f5fc:91fb:946c:***:*** | ২০ আগস্ট ২০২৫ ০৯:২৫541070
  • রমিতবাবু আপনার লোয়ার ব্যাক পেন এর পোস্ট পড়লাম। আমার প্রায় দশ বছরের পুরনো ব্যাথা, আমার সাইটিক নার্ভের সমস্যা। দুতিন বছর অন্তর একবার বাড়ে, আগের সপ্তাহেও ভয়ানক বেড়েছিল, হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, নানারকম ইঞ্জেকশান, পেন কিলার ইত্যাদি দিতে হয়েছে। 
     
    প্রথমত, একটা এমারাই করান আর ডাক্তারের পরামর্শ নিন। এটা মাস্ট, কারন এমারাই রিপোর্ট দেখলে ডাক্তারবাবু আপনাকে বলতে পারবেন আপনার লোয়ার ডিস্ক আর মাসল ঠিক কি স্টেজে আছে। 
    দ্বিতীয়, ডাক্তারবাবু আপনাকে লোয়ার ব্যাক মাসল স্ট্রেংথ বাড়ানোর জন্য কিছু এক্সারসাইজ দেবেন। সেগুলো রেগুলার করুন (পা ওঠানো নামানো, দু হাত তুলে স্ট্রেচিং ইত্যাদি)। 
    তৃতীয়, লাম্বার ব্যাক সাপোর্ট আছে এরকম চেয়ার কিনুন। বেশীর ভাগ অফিস চেয়ারেই এটা পাওয়া যায়, আমি দামরো ফার্নিচার থেকে কিনেছি, একেকটা চেয়ার অন্তত সাত আট বছর যায়। ঠিকমতো চেয়ারে বসা ভীষন ইম্পর্ট্যান্ট। যদি গাড়ি চালান তো লোয়ার ব্যাক কুশান টাইপের কিছু কিনে নিন (যদি সিটে লাম্বার সাপোর্ট না থাকে)।  
    চার, এক ঘন্টা বসে থাকলে উঠে দুতিন মিনিট হেঁটে নিন। টানা অনেকক্ষন বসে থাকবেন না। 
    পাঁচ, দ দি আর অন্যরা যেমন বললেন, সাঁতার কাটার চেষ্টা করুন, এটা খুব ভালো এক্সারসাইজ। যদি সম্ভব না হয় তো নিয়ম করে রোজ হাঁটুন। 
     
    আমার যেহেতু ডায়বেটিস আছে, তাই আমার ক্ষেত্রে মাসল ডিজেনারেশানটা প্রোগ্রেসিভ। আপনার যদি না থাকে তো এখন থেকেই সাবধান হলে অসুখটা বাড়বে না। এমারাই, চেয়ার, এক্সারসাইজ একদম মাস্ট, পারলে এই সপ্তাহেই এগুলো করে ফেলুন। সুস্থ থাকবেন :-)
  • kk | 2607:fb91:17ad:4ed7:a10a:f90a:b068:***:*** | ২০ আগস্ট ২০২৫ ০০:০৭541068
  • হ্যাঁ, ওয়াটার অ্যারোবিক্সে জয়েন্ট পেইনে খুব উপকার হয়।
  • &/ | 151.14.***.*** | ১৯ আগস্ট ২০২৫ ২৩:৫২541067
  • হুতেন্দ্র, সেই যে একজন সিরিজ লিখতেন একটি মেয়ের খুব অল্পবয়সে বিয়ে হয়ে এক দুশো বছরের পুরোনো শ্বশুরবাড়িতে গিয়ে ওঠা, নানাবিধ লড়াই, ভূতের ভয়, নানা কষ্ট শোক , তারই মধ্যে কলেজে ভর্তি হয়ে পড়াশোনা লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা--সেই সিরিজ কি খুঁজে পাওয়া যায়? গেলেনই বা কোথায় সেই তিনি?
  • :|: | 2607:fb90:bd99:86f2:b400:307e:6a7c:***:*** | ১৯ আগস্ট ২০২৫ ২৩:৪৯541066
  • পীড় --মর্মপীড়। ওনার নামের বানান ভুল কল্লে উনি পাপ দিতেও পারেন। 
  • &/ | 151.14.***.*** | ১৯ আগস্ট ২০২৫ ২৩:৪৭541065
  • কোর কমিটি, আপনারা কোথায়? টইতে সম্পাদকের লেখাতেই আব্দুলনামে ট্রোল এসেছে ড্যাশ করতে। ডিলিট ফিলিট কিছু ব্যবস্থা করুন দ্রুত।
  • | ১৯ আগস্ট ২০২৫ ২২:৪৭541064
  • সাঁতার না জানলেও অসুবিধে নেই। প্রথমে তো রড ধরে পা ছোঁড়া শেখাবে, ওতেই অনেকটা উপকার পাবে। আর যতদিন না শিখছ পুলের মধ্যে ২-৩টে হালকা এয়ারোবিক্স করো। 
     
    এক্ষুণি এসব শুরু না করলে বছর দুই বাদে দেখবে একবারে বাবারে মারে অবস্থা। 
  • রমিত চট্টোপাধ্যায় | ১৯ আগস্ট ২০২৫ ২২:২৮541063
  • সাঁতারের ব্যাপারটা একটু খোঁজ খবর নিচ্ছি আমি, দ দি ওটা করে অনেক উপকার পেয়েছে জানি। স্ট্রেচিং আর ওয়ার্ক আউট শুরু করে দেব। আমার ব্যাথাটা মূলত বসার সময়ই হয়, নইলে খুব বেশি আনফিট নই।
     
    তবে মুগুর আর কাঁচা ছোলায় মর্মপীর আমায় খুবসে বকা লাগাবেন, বলবেন আগে হাঁটতে শেখ, তারপর না দৌড়াবি।
  • &/ | 107.77.***.*** | ১৯ আগস্ট ২০২৫ ২২:০৪541062
  • মুগুর ভাঁজা চাই, একটা আখড়া চাই, সুরও ভাঁজা চাই :)
  • b | 117.238.***.*** | ১৯ আগস্ট ২০২৫ ২১:৫৭541061
  • একটু ডাম্বেল আর বারবেল তুলবেন। রাতে কাঁচা ছোলা ভিজিয়ে রেখে সকালে আদা দিয়ে খাবেন। 
  • r2h | 192.139.***.*** | ১৯ আগস্ট ২০২৫ ২১:৫১541060
  • সাঁতার শিখে ফেলো, শিখে ফেললে মজা পাবে।

    (আমার অবশ্য এসব নিয়ে বলা সাজে না, খুবই অস্বাস্থ্যকর জীবনযাত্রা, সোম্বার ভোরবেলার ফ্লাইটের আগে রোব্বার রাত দুটো পর্যন্ত গজল্লা করলাম পর্শুদিনই, কিন্তু তাতে কী। অত ভাবতে গেলে আমার কিছুই বলা সাজে না, মুখে কুলুপ এঁটে বসে থাকা উচিত। আর তাছাড়া সাঁতার আমি জানি, মানে অন্তত ভেসে থাকতে পারি। খুবই মজার জিনিস।)
  • রমিত চট্টোপাধ্যায় | ১৯ আগস্ট ২০২৫ ২১:৪২541059
  • দ দি, কেকে, লসাগু দা থ্যাঙ্কু।
     
    কেকে, আমি চাইল্ড আর ব্রিজ পোজ টা দেখলাম। মনে হচ্ছে করে উপকার হবে। মাঝে মাঝে করে নেওয়ার চেষ্টা করব। সাথে হালকা স্ট্রেচিং। আসলে ওয়ার্ক আউট একদমই করা হয়না। এটা এবার থেকে নিয়মিত করতে হবে। 
     
    দ দি, আমি সাঁতার একদমই জানিনা, তো এটা করা আমার পক্ষে একটু মুশকিল। আমি খোঁজ নিয়ে দেখছি আসে পাশে কিছু আছে কিনা।
  • | ১৯ আগস্ট ২০২৫ ২১:৩০541058
  • রমিত,  
    সাঁতার সাঁতার এবং সাঁতার। সাথে স্ট্রেচিং আর রেজিস্ট্যান্স ব্যান্ড নিয়ে বেসিক কিছু ওয়ার্ক আউট করলে ত আরো ভাল। 
  • lcm | ১৯ আগস্ট ২০২৫ ২১:২৬541057
  • ব্যাক পেইন বাজে জিনিস। একখান চেয়ার দেখো। যদ্দিন না সেটি হচ্ছে, সোজা চেয়ারে কোমরের কাছে একটা বালিশ গোছের (খুব তুলতুলে নয়) কিছু সাপোর্ট দিয়ে বসো, কেকে যেমন বলেছে।
  • kk | 2607:fb91:17ad:4ed7:a10a:f90a:b068:***:*** | ১৯ আগস্ট ২০২৫ ২১:১৭541056
  • রমিত,
    একটু গায়ে পড়ে উপদেশ দিচ্ছি। কিছু স্ট্রেচিং করলেও কিন্তু কিছুটা উপকার হবে। নেটে খুঁজলে অনেক সাইট পাবে যেখানে ছবি দিয়ে বোঝানো আছে। চাইল্ড'স পোজ, ব্রীজ এগুলোতে ভালো কাজ হয় সেটা আমি নিজে দেখেছি। এগুলো বালিশ দিয়ে সাপোর্ট দিয়েও করা যায় যদি ব্যথা বেশি থাকে।
  • রমিত চট্টোপাধ্যায় | ১৯ আগস্ট ২০২৫ ২১:০৯541055
  • আসলে কিছুদিন ধরে লোয়ার ব্যাকে ভালো ব্যাথা হচ্ছে। অনেক ক্ষণ টানা বসলে পিঠ ছেড়ে দিচ্ছে। তো অনেকেই সাজেস্ট করলো ভালো আর্গনমিক চেয়ারের জন্য। আমি এমনিতে সোজা চেয়ারেই বসি বাড়িতে, কিন্তু মাঝে রিক্লাইন করে নিতে ইচ্ছে করে। একদমই করা যায়না। ফলে চেয়ার শুদ্ধু কিছুটা হেলান দেওয়ার চেষ্টা করি পায়ের সাপোর্টে। এবার এই করে উল্টে পড়ে একটা চেয়ার ভেঙে ফেলেছি। তাই এখন চেয়ার নিয়ে ভাবনা চিন্তা করছি। :-D
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত