- <> | ০৬ জুলাই ২০২৫ ০২:৫৫
- ১৯৩৪ - ৪৮ , মোটামুটি এই সময় জুড়ে লেখা বন্ধ করে দিয়েছিলেন,
- <> | ০৮ জুলাই ২০২৫ ২০:৫৩
- ১৯৩৪ না, ১৯৩৮। লেখা বিষয়ক লেখাটায় লিখছেন, '১৯৩৮ সালের পর আমরা আর লেখা প্রকাশ করতে চেষ্টা করি নাই'। এবং, 'ইত্যবসরে ১৯৩৮ - ৪৮ পর্যন্ত অপেক্ষা করি, এইভাবে ১৯৫৬ সালে আবার নতুন চেষ্টা করি'। প্রবন্ধটার ঐ প্যারাটা পড়ে মনে হয়, লেখা যে বিভিন্ন সময়ে বন্ধ, সেটা লেখা কী হবে, সেই নিয়ে প্রশ্নের সামনে পড়ার জন্যই বন্ধ, 'ঐ বাঙালীত্ব আমাদের ধ্রুব জ্ঞান। এইটা ফুটাইয়া তোলাই আমাদের লক্ষ্য', এর পেছনে ছোটার জন্যই। উষ্ণীষ পর্বের গল্পে এই বাঙালীত্ব ফুটে বেরোচ্ছিল না, ফলে ক'বছর চেষ্টা করে সেটা বন্ধ হয়, এরকম অনুমান করি।
"লেখা বিষয়ক" রইল প্রবন্ধ সংগ্রহ থেকে। সবার জন্য নয়। আমাদের বর্তমান জীবনযাত্রায় যে সামান্য সময় আমরা ইন্টারনেট এ বাংলা পড়ার জন্য বরাদ্দ রাখি, তাতে যে তাড়াতাড়িতে আমরা টেকস্ট স্ক্রল করি, সেইভাবে এই লেখাটা পড়া সম্ভব নয়। এর প্রতিটা বাক্য ও এটি সামগ্রিকভাবে অনেক বেশি প্রণিধান দাবি করে।
আমি যেভাবে ভাবছিলাম, ১৯৩৮ থেকে ১৯৪৮ - এই সময়টাতে উনি লেখা প্রকাশ বন্ধ করেন, কিন্তু ব্যক্তিগতভাবে লেখা বন্ধ করেননি সম্ভবত, অন্তত পারিবারিক নাটক তো চলছে, সেসব লিখছেন অন্তত। কিন্তু একটা জিনিস মিস করেছি। ১৯৩৯ এ শরৎচন্দ্র রায়চৌধুরীর মৃত্যুর পর পারিবারিক নাটকের রীতি বন্ধ হয়। ফলে সে সময়টাতে নতুন নাটক লেখার দরকারও ছিল না।
'লেখা বিষয়ক' নিবন্ধটির ঐ প্যারাগ্রাফ পড়ে যদিও মনে হয় 'চেষ্টা' জারি ছিল, তবে তা জীবিকা সন্ধানের ব্যবসা-বাণিজ্যের সময় হওয়া একটু কঠিনই। ১৯৪১ এ রিখিয়া যাত্রা, ১৯৪২-৪৬ কলকাতায় নানান আড্ডা চক্র, এ সময়ে ক্যালকাটা গ্রুপ। ১৯৪৭ এ বিয়ে।
গল্পের দিক থেকে দেখলে, ১৯৪৮ এ 'জল' (সাহিত্যপত্র), 'তেইশ' (চতুরঙ্গ), ১৯৫০ ফিল্ম সোসাইটি গঠন ও চলচ্চিত্র পত্রিকা প্রকাশ সংক্রান্ত ইনভলভমেন্ট, ঘরে বাইরে ইত্যাদি চিত্রনাট্য ও ফিল্ম স্কেচ, ১৯৫০-৫১ তে সচিত্র ভারতের লেখা, ১৯৫১ তে 'মল্লিকাবাহার' (চতুরঙ্গ), চতুরংগে অন্যান্য ফিচার, ১৯৫২ তে ১৪/১৮টি 'তদন্ত' পত্রিকা প্রকাশ ও সেই সংক্রান্ত লেখালেখি ১৯৫১ থেকে তো জনগণনার কাজ ও ১৯৫৪তে সেই রিপোর্ট প্রকাশ, জনগণনার কাজ শেষে সাউথ পয়েন্টে যোগ। ১৯৫৫তে চতুরঙ্গে বই সমালোচনা, ১৯৫৬ তে 'পাঁচমুড়ার মাটি' (দেশ), ঢোকরা কামার (সুন্দরম), ১৯৫৮ তে 'মতিলাল পাদরী' (দেশ), 'তাহাদের কথা' (দেশ)। ১৯৫৯-এ নহবৎ পত্রিকায় অন্তর্জলী যাত্রা ইত্যাদি। তাহলে "১৯৫৬ সালে আবার নূতন চেষ্টা করি" বলছেন কেন? অন্তর্জলী যাত্রা কি ১৯৫৬ তে লেখা শুরু করেন? নইলে ১৯৫৬ তে অন্য কোনো লেখার কথা বলছেন, যা আমরা জানি না?