এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | 14.139.***.*** | ৩০ জুন ২০২৫ ০৯:০৫539691
  • দাদাঠাকুর লিখে গেছেন 
    "এখন দন্তবিহীন অন্তকালে / বেদান্তে মিটাই তিয়াষা " 
    (২৯ জুন ২০২৫ ২২:৫৪ এর প্রেক্ষিতে ) 
     
  • r2h | 134.238.***.*** | ৩০ জুন ২০২৫ ০৮:১৫539690
  • কেকে অ্যাণ্ডর অরণ্যদা স্যান্ডির মন্তব্য- এইগুলি ইদানিং আমার পেট পিভ।

    সত্যিই কিসের কী গতিপ্রকৃতি হবে বলা মুশকিল। আমরা যখন 'গুরু করা' শুরু করেছিলাম তখন তো ফেবু টেবু ছিল না, সোশ্যাল মিডিয়া যে এমন দানব হবে তাও বোঝা যায়নি। তখন ব্যাপারটা পত্রিকা করা আড্ডা দেওয়া এরকম ছিল। অনেক লোকজন আসবে এমন আকাঙ্খা থাকলেও লোকজন কমই ছিল।
    তারপর ফেবু এল, গুরুর দাবি হল বিকল্প সামাজিক মাধ্যম।
    এই কয়েনেজটায় আমি ব্যক্তিগতভাবে কখনোই আমোদ পাইনি, কারন বিকল্প কেন হতে হবে, সামাজিক মাধ্যম নামক হাঁসজারু কেন হতে হবে, সেসব প্রশ্ন ছিল। কিন্তু সে যাই হোক, আড্ডা টাড্ডার পাশাপাশি একটা পারপাসও বড় হয়ে উঠলো।

    তারপর এখন মোটামুটি বাংলা বাঁচাও চাড্ডি ভাগাও এসব ফেবু ইউটিউব হোয়া কেন্দ্রিক হয়ে গেছে। তাতে অনেক লোক বেশি জোটে তাতে সন্দেহের কোন জায়গা নেই, সেসব জায়গা থেকে গুরুতে লোকজন আসেন তাতেও কোন সন্দেহ নেই। এসে কী হয় তা অন্য প্রশ্ন, কিন্তু আসেন তা সত্যি।
    তাহলে বিকল্প বা সামাজিক বা মাধ্যমের কী হল তা একটা প্রশ্ন। গুরুতে লেখার বদলে ফেবুতে লিখলে লোকে বেশি পড়বে, একই রকম ভাবে বাংলা কাটিয়ে হিন্দিতে ও হিন্দি কাটিয়ে ইংরেজিতে লিখলে আরও এবং আরও বেশি লোক পড়বে, যাত্রাটা সেরকমও হতে পারে।

    সে যাউগ্গা। আকবা, দিন তো গেল সন্ধ্যা হল।

    স্যান্ডি বলেছেন এত বেগার খাটার লোক কই।
    বেগার খাটার লোকের অভাব নেই, সে থাকলে কি আর গুরু আজ এত বছর চলতো। কিন্তু বিশেষ করে এই লাইনে খাটনিটার কোন দিকনির্দেশই নেই।
    ক'দিন আগে কে একটা বললেন, জনগন নিজেদের সুশীল নাক বাঁচিয়ে পালিয়েছে। সত্যিই তাই। লিবারাল ইত্যাদিরা নন্দনকাননে কনফ্লিক্ট দেখলে হা হতোশ্মি ইহারা জানে না ইহারা কী বলিতেছে বলে লাইব্রেরিতে ঢুকে দুয়ারে খিল দেয়। আর সেই সুযোগে যা হওয়ার তাই হয়।
  • chandaal | 2405:8100:8000:5ca1::d2:***:*** | ৩০ জুন ২০২৫ ০৭:৫৬539689
  • ফেসবুকের জিনিস দিলে দোষ হবে অত বাঁধাধরা কিছু না,কে দিচ্ছে তার উপর নির্ভর করে ঠিক হবে সেটা দোষ না গুণ। সেইমত পারিষদদল এসে আহাবাহা বা খিস্তাখিস্তি করবে।
  • PRABIRJIT SARKAR | ৩০ জুন ২০২৫ ০৭:৪২539688
  • @কেকে মতে না মেলার প্রশ্ন এখানে আসছে কী করে? আপনি তো নিজের মত না দিয়ে শুধুই অন্যের মত কপি করে করে পেস্ট করেন। আর ১২ঃ৪৪ এর পোস্টকারী সেটার কথাই বলেছেন। আপনি নিজের মত নিজে লিখুন না। এছাড়াও, এই যে লোককে তুই তোকারি করা, খ্যাঁকশেয়াল, রাক্ষসী এইসব বলা, এগুলোই বা কেমন কথা? এ তো আপনি নিজের কথাই নিজের প্রতি রিপিট করছেন -- মতে না মিললে লোককে গাল দিচ্ছেন। আপনার সাথে এনগেজ করাটা জাস্ট বোকামি ও সময়ের অপচয় হলো জানি। কিন্তু সব সময় বিরক্তি চেপে রেখে ইগনোর করে যাওয়াও মুশকিল!
     
    আমি একটা বাল্য প্রেমের গল্প লিখেছি। আপনাদের ভাল লাগেনি তাই আমায় পানু জিৎ বলে ব্যঙ্গ করা বা আমার মত আপনাদের মনোমত না বলে চাড্ডি জিৎ বলা আমায় প্ররোচিত করেছে। @এম পি র সঙ্গে কয়েকবার আমি তর্কে গেছি এখন তো আর যাই না। ওর টপিক আর এক তরফা জায়নবাদ নিয়ে সেখানে বিনা প্রমানে আমায় মোসাদের এজেন্ট বলছে আর কিছু ট্রল তাতে তাল দিচ্ছে। সেগুলো নিয়ে কোন প্রতিবাদ হয় না।
     
    আপনারা ভাটিয়ালি তে কারা লিখতে পারবে কি নিয়ে লিখতে পারবে বলে দিন। ফেসবুকের জিনিস দিলে দোষ হবে সেটা এককের তুমুল গালি দেখে বুঝলাম। আগে খবরের কাগজের খবর দিতাম লোকে গালি দিত। 
     
    দ দেবী একটা টপিকের অবতারণা করেছিলেন তাতে আমি যা জানি লিখলাম তারপরই আজেবাজে লেখা হল গুপু কে দৃষ্টি আকর্ষন করে।আপনারা কিছু লিখলে বলে দেবেন যে আপনাদের চেনা ছাড়া কেউ উত্তর দিলে ট্রল হবে।
    ল কলেজ নিয়ে বিভ্রান্তি কাটাতে একজন ইউটিউবারের সত্য সন্ধান দিলাম। তাতেও দোষ হল।
  • aranya | 2601:84:4600:5410:b44b:410b:9e7e:***:*** | ৩০ জুন ২০২৫ ০১:১৩539687
  • সৈকত এনগেজ করলে খুবই ভাল হত। হয়ত ব্যস্ত, বা ফেবু তে এনগেজ করা বেশি জরুরী মনে করছে
  • অরিন | 2404:4404:4405:700:bcc4:f890:5723:***:*** | ৩০ জুন ২০২৫ ০১:০১539686
  • "কাল একজন একটা অদ্ভুত কথা বললেন। আমাদের গাট ব্যাক্টেরিয়া ইকোসিস্টেম নাকি আমাদের স্নায়ুতন্ত্রে বা নির্দিষ্টভাবে আমাদের ডিসিশান মেকিঙে প্রভাব ফেলে? এটা নাকি সাম্প্রতিক কিছু গবেষণায় জানা গেছে।"
     
    গাট-ব্রেন -মাইক্রোবায়োম নিয়ে প্রচুরসগবেষণা হয়েছে, আপনারা হয়ত জানেন, মোটামুটি পাঠযোগ‍্য রিভিউ এখানে, 
     
    সেল‍্যাল গেমিং নিয়ে স্টাডি কেউ কেউ করেছেন, 
     
    "we tested the causal effects of a 7-week synbiotic (vs. placebo) dietary intervention on altruistic social punishment behavior in an ultimatum game. Results showed that the intervention increased participants' willingness to forgo a monetary payoff when treated unfairly. This change in social decision-making was related to changes in fasting-state serum levels of the dopamine-precursor tyrosine proposing a potential mechanistic link along the gut-microbiota-brain-behavior axis. These results improve our understanding of the bidirectional role body-brain interactions play in social decision-making and why humans at times act "irrationally" according to standard economic theory."
     
    তবে এ সবই গেম খেলার ভিত্তিতে এভিডেনস করা, আসল জীবনে কতটা কি হয় কে জানে। আরেকটা উপায় interoception ( নিজেকে নিজে দেখা ) জাতীয় গবেষণা করা, এই বিষয় নিয়ে সে কাজ কেউ করেছেন কিনা আমি পড়ে দেখিনি। 
     
    সংক্ষিপ্ত উত্তর, "সম্ভব"। 
  • &/ | 151.14.***.*** | ২৯ জুন ২০২৫ ২৩:৪১539685
  • সম্পাদক মশাই আগেকার মত লেখাপত্র দিলে, সেই নিয়ে আলোচনা হলে পরিবেশ অনেকটা ভালো থাকত। তিনি একেবারে অনুপস্থিত প্রায়। যদি বা কালেভদ্রে লেখা কিছু দেন টইতে, কিন্তু উত্তর প্রত্যুত্তরে আর আসেন না। যদি এনগেজড না হন, তাহলে সাইটের অর্থ কী? লেখাপত্র তো সোশ্যাল মিডিয়াতেও লোকে দেন অজস্র, পাঠক 'আদরবাসা নিও, আদরবাসা নিও' করে যায়। এই ঘোর মিথস্ক্রিয়ার সাইটেও সেরকমই হলে লাভটা কী?
  • &/ | 151.14.***.*** | ২৯ জুন ২০২৫ ২৩:৩৩539684
  • কোর কমিটিকে বললে হয় না? কোরের ওঁরাই তো সব পরিচালনা করেন!
  • syandi | 2401:4900:88ad:e13c:f8a8:beda:5664:***:*** | ২৯ জুন ২০২৫ ২৩:৩০539683
  • এত বেগারশ্রম দেবে কে? 
  • &/ | 151.14.***.*** | ২৯ জুন ২০২৫ ২৩:২২539682
  • ভাটিয়া৯ থেকে টইয়ে ওদের থ্রেডে এগুলো সরিয়ে সরিয়ে দিলে কেমন হয়? তারপর ভাটিয়া৯ থেকে ডিলিট করলে? তাহলে ওদের জিনিস ওদের থ্রেডে রইল, ভাটিয়া৯ পরিচ্ছন্ন রইল।
    (এমনিতে এরা ছাড়াও ভাটিয়া৯তে প্রচুর নিননিছা ট্রোল আসে, তারাও বিরক্তিকর রকমের অপরিচ্ছন্ন করে। তাদের জিনিসগুলো ডিলিট করাও দরকার।)
  • syandi | 2401:4900:88ad:e13c:f8a8:beda:5664:***:*** | ২৯ জুন ২০২৫ ২৩:১৪539681
  • আজ থেকে ঠিক নয়দিন আগে এককের ডোজ খাওয়ার পরে দুই-তিন দিন ঠিক ছিল গুরুর ভাট। তারপরেই আবার সব ফিরে এসে নোংরা ছড়ানো শুরু করে দিল। আজব চিজ সব।
  • &/ | 151.14.***.*** | ২৯ জুন ২০২৫ ২৩:০০539680
  • মাহেশের রথযাত্রা উৎসবটি নাকি ৬০০ বছরের পুরোনো!!!! ভাবা যায়? কলকাতা টলকাতা তখন কিছুই ছিল না, ওইদিকে ঘন জঙ্গল। ভারতে তখন সুলতানি আমল। কলম্বাস তখনও আমেরিকার দিকে সান্তা মারিয়া, পিন্টা, নিনা নিয়ে রওনা হন নি। সেই তখন মাহেশে রথযাত্রা শুরু হয়!!!
  • &/ | 151.14.***.*** | ২৯ জুন ২০২৫ ২২:৫৪539679
  • বৈদান্তিক মেডিটেশন যাঁরা করবেন, তাঁদের দাঁত পড়ে যাবে। প্রকৃত বৈদান্তিক হতে গেলে বৈদন্তিক হতে হবে। ঃ-)
  • :|: | 2607:fb90:bd94:151f:8d27:5f7b:572a:***:*** | ২৯ জুন ২০২৫ ২২:৩৫539678
  • ২০টা ৫১-র লাস লাইনের প্রেক্ষিতে -- এবার বেদান্তিক মেডিটেশন শুরু করার সময় হয়েছে। শুধু বিপাসনা/ মাইন্ডফুলনেসে হবে না। ;)
  • এদিকে সৈকত নিজেই | 2402:3a80:42f0:7b52:578:5634:1232:***:*** | ২৯ জুন ২০২৫ ২২:৩৪539677
  • "মগ্ন মৈনাক | 2405:8100:8000:5ca1::16c:***:*** | ২৮ জুন ২০২৫ ১১:৪৫539650" এর ঘোমটা দিয়ে নিজের ডিফেন্সে ট্রোল করে গেলো।  আর কেউ এলো না সাহায্যে? কী ডুকসো কী ডুকসো..
  • kk | 172.56.***.*** | ২৯ জুন ২০২৫ ২০:৫১539676
  • "মতে না মিললে খ্যাকশিয়াল গুলো হুক্কা হুয়া করে কেন?"
     
    মতে না মেলার প্রশ্ন এখানে আসছে কী করে? আপনি তো নিজের মত না দিয়ে শুধুই অন্যের মত কপি করে করে পেস্ট করেন। আর ১২ঃ৪৪ এর পোস্টকারী সেটার কথাই বলেছেন। আপনি নিজের মত নিজে লিখুন না। এছাড়াও, এই যে লোককে তুই তোকারি করা, খ্যাঁকশেয়াল, রাক্ষসী এইসব বলা, এগুলোই বা কেমন কথা? এ তো আপনি নিজের কথাই নিজের প্রতি রিপিট করছেন -- মতে না মিললে লোককে গাল দিচ্ছেন। আপনার সাথে এনগেজ করাটা জাস্ট বোকামি ও সময়ের অপচয় হলো জানি। কিন্তু সব সময় বিরক্তি চেপে রেখে ইগনোর করে যাওয়াও মুশকিল!
  • asim nondon | ২৯ জুন ২০২৫ ১৫:৫৯539675
  • প্রতি রবিবার আমি আমার উপন্যাসের ১টি করে পর্ব ধারাবাহিক ভাবে গুরু'র সাইটে শেয়ার করি। 
     
    যারা জানেন না, অথবা যাদের নজরে এখনো আসেনি তাদের জন্য এই আলাপ।
     
    সবার জন্যই বলছি। এটা আমার প্রথম উপন্যাস। নাম: বেঁচে থাকাটাই লিরিক্যাল। উপন্যাসটা'র অধিকাংশ চ্যাপ্টারের নাম ১টা গানের লিরিকের নামে। গানটা হলো, 'এক হারিয়ে যাওয়া বন্ধু'। গানটির সুরকার এবং গীতিকার বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সায়ান। সবচেয়ে মজার কথা হচ্ছে, পাঠক আমার উপন্যাসের যে কোনো পর্বের থেকেই পাঠ শুরু করতে পারেন। কেননা উপন্যাসের কাহিনীবিন্যাস মূলত ছোট ছোট গল্পের খণ্ডে বিভক্ত। এবং প্রত্যেকটি গল্পের/ খণ্ডের/অধ্যায়ের পৃথক পৃথক নাম। কিন্তু গল্পের গভীরতা যে কোনো পর্বের জন্যই সমান গুরুত্ববহ! তবে পাঠক যদি ধারাবাহিক ভাবে পাঠ করেন, তাতে বিশেষ আনন্দ আছে। যাক। গানটার লিংকও এখানে আজ দিলাম গানটা যারা শোনেনি শুনে দেখতে পারেন।
     
     
    সম্মানিত পাঠকেরা আমার লেখা পড়বেন এবং মন্তব্য করবেন, এইটুকু আশা থেকেই তো লেখা আপ দেই। আজকে পর্যন্ত ৪টি পর্ব আপ দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো পাঠকেরই মন্তব্যে সাড়া পাইনি। সাড়া পাওয়ার জন্য সুবিখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো আমি বলতে চাই, কিন্তু একটু প্যারোডি করে! 
     
    "আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি/ তাঁর ভিতরের পাঠক দেখবো বলে! "
     
    ধন্যবাদ সবাইকে। এখানে আজকের পর্বের লিংক: 
     
     
  • PRABIRJIT SARKAR | ২৯ জুন ২০২৫ ১৩:৩৫539674
  • মতে না মিললে খ্যাকশিয়াল গুলো হুক্কা হুয়া করে কেন? 
  • গুপুর প্রতি আবেদন | 2a09:bac5:4119:1a46::29e:***:*** | ২৯ জুন ২০২৫ ১২:৪৪539673
  • গুরুর সাইটে এলে দেখতে পাই নোটিশ লটকানো বিভিন্ন বিষয়ের সাথে স্প্যাম করাও বারণ। তাহলে আপনারা এই স্প্যামারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? প্রত্যেক টই তে এসে স্প্যাম করে যাচ্ছে খালি বার বার নিজের নাম দেখার চক্করে। সাথে এখান থেকে কপি,ওখান থেকে কপি। ভীষণ বিরক্তিকর।
  • PRABIRJIT SARKAR | ২৯ জুন ২০২৫ ১২:১২539672
  • হতেই পারে। মুখের ব্যাকটেরিয়া নাকি ডিমেনশিয়া র কারণ। এক আড়াই হাজার ফি এর ডাক্তার তার প্রেসক্রিপশনে লেখেন ডায়াবেটিস টাইপ 2 কন্টোল করতে দাঁত জীবাণু মুক্ত কর মাউথ ওয়াশ ব্যবহার করে।
    গাটস এর জীবাণু র অনেক ভাল কাজ আগেই শুনেছি। বয়স্ক লোকদের এন্টিবায়োটিক খেয়ে এই জীবাণু নষ্ট হয় বলে অল্প বয়সীদের মল থেকে এইসব জীবাণু ক্যাপসুল ভরে খাওয়ানোর কথা ও পড়েছি। 
  • | ২৯ জুন ২০২৫ ১১:৫৩539671
  • অরিন, 
    একটা  জিজ্ঞাসা আছে। কাল একজন একটা অদ্ভুত কথা বললেন। আমাদের গাট ব্যাক্টেরিয়া ইকোসিস্টেম নাকি আমাদের স্নায়ুতন্ত্রে বা নির্দিষ্টভাবে আমাদের ডিসিশান মেকিঙে প্রভাব ফেলে? এটা নাকি সাম্প্রতিক কিছু গবেষণায় জানা গেছে। মানে সিস্টেমেটিক প্রমাণ পাওয়া গেছে, এরকম বললেন।  
    এটা ঠিক না স্যুডোসায়েন্স? 
  • kk | 172.56.***.*** | ২৯ জুন ২০২৫ ০৯:৩৪539669
  • অরিন, আপনি টেকনিক্যালি ঠিকই বলেছেন। মিশেলিন স্টার শেফকে নয়, রেস্টুরেন্টকেই দেওয়া হয়। তবে সাধারণত যাঁর রেস্টুরেন্ট, লোকে লুজলি বলে আর কী যে "উনি তো মিশেলিন স্টার প্রাপ্ত"। তো আমি সেইভাবে বলেছিলাম, শেফ কুমার তো ঐ রেস্টুরেন্টের কো-ওনার, তাই।
  • অরিন | 2404:4404:4405:700:bcc4:f890:5723:***:*** | ২৯ জুন ২০২৫ ০৯:২৭539668
  • "ভিজয় কুমার তো মিশেলিন স্টার পেয়েছেন।" 
     
    ধন‍্যবাদ কেকে। ‍্
    শেফরাও যে মিশেলিন স্টার পান জানতাম না, আমার ধারণা ছিল মিশেলিন স্টার বুঝি শুধু রেস্তোঁরাকেই দেওয়া হয়। তবে তো এনাকে খুবই এলেমদার বলতে হবে। আমি এনার এই সমস্ত রান্নার বিবরণ পড়ে ভাবছিলাম আমাদের গ্রামবাংলার বেশ কিছু পদ অনায়াসে ফ্রেঞ্চ নাম টাম দিলে এরকম ওস্তাদ রাঁধুনির হাতে পড়লে প্রাইজ পাওয়া রেসিপি হতে পারে। 
  • PRABIRJIT SARKAR | ২৯ জুন ২০২৫ ০৯:০৩539667
  • বিশ্বসেরা নীরজ চোপড়া! ১৪৪৫ পয়েন্ট নিয়ে জ্যাভলিন বিশ্ব র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে ফিরলেন অলিম্পিক বিজয়ী নীরজ চোপড়া। ২টি আন্তর্জাতিক শিরোপা, সঙ্গে ৯০ মিটারের ঐতিহাসিক থ্রো = ২০২৫-এ ‘গোল্ডেন’ কামব্যাক। শীর্ষ ৩-এ নেই পাকিস্তানের আরশাদ নাদিম।
    Rtv নিউজ
  • PRABIRJIT SARKAR | ২৯ জুন ২০২৫ ০৮:১৪539666
  • সেই টুপি পরা রাক্ষসী আবার এসেছে -কাকে খাই কাকে খাই করে। সাইকো।
  • PRABIRJIT SARKAR | ২৯ জুন ২০২৫ ০৭:৪২539664
  • কে কোথায় লিখবে তুই ঠিক করবি? 
  • kk | 172.56.***.*** | ২৯ জুন ২০২৫ ০৩:৪২539663
  • ভিজয় কুমার তো মিশেলিন স্টার পেয়েছেন। আগে জেমস বিয়ার্ড অ্যাওয়ার্ডও পেয়েছেন। খুবই ট্যালেন্টেড শেফ।
  • অরিন | 2404:4404:4405:700:bcc4:f890:5723:***:*** | ২৯ জুন ২০২৫ ০৩:৩০539662
  • বিজয়কুমার নামে এক ভদ্রলোক সম্প্রতি নিউইয়রকে খাবারের প্রাইজ পেয়েছেন, তিনি কি বলছেন শুনুন, 
    "As a child, on days when rice was scarce, he would forage with his family for snails in the paddy fields, which would be cooked in a savoury tamarind sauce. Kumar admitted that he was ashamed of it as a boy as it "felt like food born of poverty - until I saw the pride with which the French serve escargot". 
    Today, the dish, nathai pirattal, sits proudly on Semma's menu, reimagined not as a memory of scarcity, but as a symbol of resilience and cultural pride."
     
    তবে? 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত