এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিন | 2404:4404:4405:700:c84c:5f75:19de:***:*** | ১৫ মে ২০২৫ ০৪:৪৪538198
  • হিমবাহের মৃত্যু:
    "
    • Langtang’s Yala Glacier set to join growing numbers of glaciers around the world declared dead due to temperature rise
    • Over 50 people gather above 5,000M today to pay tribute to disappearing ice
    • Granite stones carved with words by authors Manjushree Thapa and Andri Snaer Magnason laid at site where glacier currently stands.
    Yala, which has shrunk by 66% and retreated 784M since it was first measured in the 1970s is projected to be among the first Nepali glaciers to join the growing numbers of glaciers declared ‘dead’ worldwide.
     
    '“Tragically, the issues that divide us today, and which are rightly commanding so much global attention right now, are set to be dwarfed by the kinds of disasters we’ll be facing if we don’t recognise our interconnectedness with the ecological systems that support us, and act together, for our common future, now.'
    "
    শেষের শুরু |
     
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১৫ মে ২০২৫ ০৪:৩৬538197
  • ভালো আছি ব্রতীন। 
    কোন কবিতা/অনুবাদ নিয়ে বলেছ সেটা বুঝিনি; অসুবিধা নেই, তোমার ভালো লেগেছে সেইটা ভালো। 
  • :|: | 2607:fb90:bd8a:22ec:8447:72a1:3336:***:*** | ১৪ মে ২০২৫ ২২:৫৭538196
  • বই ছাপানো বিষয়ে এটি মন্দ লাগেনি
  • Ranjan Roy | ১৪ মে ২০২৫ ২২:৩৯538195
  • ভালো আছি ব্রতীন। 
  • Bratin Das | ১৪ মে ২০২৫ ২১:১৯538194
  • আরে অমিতাভ  আর রঞ্জন  দা, সব কেমন আছো গো? 
     
    অমিতাভ  দা, ফেসবুক  তোমার কবিতা( অনুবাদ) পড়লাম। আসল কবিতা টা পড়িনি। অনুবাদ  বড় ভালো লাগলো।
  • Bratin Das | ১৪ মে ২০২৫ ২১:১৬538193
  • "সেন্ড অফ " আমাদের  পাঠ্যে ছিল কেকে।
  • Bratin Das | ১৪ মে ২০২৫ ২১:১৫538192
  • গুরু নিজে একসময় লিটল ম্যাগ ছিল। এক একটা গুরুর সংখ্যা  ছিল ১০ টাকা। বিশেষ  সংখ্যা  ২০ বা ২৫ টাকা। সেই  সব আমরা লিটল ম্যাগ স্টলে বসে বেচেছি। মান্ধাতা  তখন হাপ প্যান্টুল পরতো।
  • b | 2402:3a80:1c51:b03e:478:5634:1232:***:*** | ১৪ মে ২০২৫ ১৯:৫৩538191
  • আবার অন্যদিকে ,  লর্ড অফ দ্য ফ্লাইসএর  খসড়া , বোধ হয়  সম্পাদ্ক মহাশয় লেখককে দিয়ে তিন চারবার লিখিয়েছিলেন । 
  • রমিত চট্টোপাধ্যায় | ১৪ মে ২০২৫ ১৯:৪৭538190
  • ঠিক।  আমার হয়তো গেটকিপিং কথাটা ব্যবহার ঠিক হয়নি। আসলে ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা এসে বাজে পাবলিশিং প্রোডাক্ট গুলো আরো বেশি চোখের সামনে চলে আসছে তাই হয়তো একটু বিরক্তি লাগছে। আগে হলে হয়তো এগুলো চোখেই পড়তো না, তাই বিরক্তির প্রশ্ন নেই। 
     
    ডিজিটাল যুগ কিছু ক্ষেত্রে একটা ইকুইলাইজার এর কাজ করেছে। আজ তিনঘন্টাব্যাপী একটা ইউটিউব পডকাস্ট বা দশটা 20 মিনিটের ভিডিও বা ওই সময়ের একটা স্করসেসির সিনেমা সবকটাই জাস্ট কন্টেন্ট ও সমান গুরুত্ব নিয়ে দর্শকের সামনে উপস্থাপিত। 
  • | ১৪ মে ২০২৫ ১৯:৩১538189
  • যদুবাবুর সে ছিল একদিন আমাদের নিয়ে আমার একটা ছোট্ট বক্তব্য আছে। বইটা এমনি পড়তে দারুণ,  বেশ মুড লিফটার টাইপ। কিন্তু জায়গায় জায়গায় বেশ কিছু রিপিটেশান আছে। ওইগুলো একটু সম্পাদনা করে আঁট করে নিলে ভাল হত। 
  • r2h | 134.238.***.*** | ১৪ মে ২০২৫ ১৯:১০538188
  • গেটকিপিং জিনিসটাও একটু ট্রিকি, অ্যাবসোলিউট সেন্সে।
    মানে ধরো কিসের গেট কিপিং? প্রচুর গেটকিপিং করে আনন্দবাজার যা ছাপলো, তার সিংহভাগই হয়তো সুবিমল মিশ্রর চোখে আবর্জনা। আবার আমার কাছে সিংহভাগ ভালো, দুয়েকটা বই দেখে মনে হল, হায়, আনন্দবাজারের গেটকিপিঙের এ কী দশা। আবার যে বই ছোটবেলায় পড়ে দরবিগলতাশ্রু হয়েছি, বুড়ো বয়সে পড়ে মনে হল ইশ ছিছি এইসব বই পড়েই জিন্দেগি সেশ হয়ে গেল। আবার ধর অ্যাণ্ডর কাল আমেরিকান পেশাদারী সম্পাদনার কথা বলছিলেন, আমার দুয়েকজন লেখকের সঙ্গে এখানে অল্প পরিচয় আছে, তো এদের সম্পাদনা হল গ্রামার ধরে। পেঙ্গুইন টেঙ্গুইন কী করে জানি না, ছোট খাটো আরকি। এই অধ্যায়ে অনেকগুলি সর্বনাম, ঐ অধ্যাটা বড় হয়ে গেছে, বই জুড়ে কিন্তু ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন গুলিয়ে গেছে, এই জিনিসটার পুণরাবৃত্তি হয়েছে - এইসব। বিভূতিবাবুর প্রথম উপন্যাসের কড়া রকম গেট কিপিং হলে হয়তো বইটা বেরুতোই না। বা ধরো শরীফের বই কলকাতার পেশাদার সম্পাদকের হাতে পড়লে হয়তো ভাষার ওপর স্টিম রোলার চালিয়ে দেবেন। তো এইসব ব্যাপার স্যাপার আছে।

    ভালো সম্পাদনা অবশ্যই একটা খুব বড়, গুরুত্বপূর্ণ, ও আবশ্যক কাজ, সব প্রকাশকেরই করা উচিত।
    তো, আমি ব্যাপারটাকে গেটকিপিং বলনো না, যত্ন করে প্রকাশ করা বলবো আরকি।

    এর বাইরে কেউ নিজের পয়সায় হাবিজাবি ছাপলে, লেখাটা নিয়ে খিল্লি করবো, কিন্তু বই ছাপানোর আগ্রহটা নিয়ে মোটের ওপর অ্যাপ্রিশিয়েটই করবো।

    সমস্যা অন্য, এই যে আজকাল নানান চাড্ডি লেখাপত্র হচ্ছে, রীতিমত এজেন্ডা ধরে - সেসব মুশকিল। এবার এদের কেউ ঘাঁটায় না। সেদিনই দেখলাম এক সুপরিচিত চাড্ডি লেখক শরৎচন্দ্রকে গাল দিয়েছেন বলে লোকজন রৈরৈ করে পড়েছে, তাতে একজন বললো উনি তো পরিচিত চাড্ডি, বিদ্বেষ ছড়ান, তাতে এক অর্ধপ্রতিষ্ঠিত লেখকের মন্তব্য - ওটা নিয়ে কিছু বলার নেই, কিন্তু শরৎবাবুকে - তো এইসব আছে।
    এ জিনিস তো গেটকিপিং দিয়ে হবে না।
  • যদুবাবু | ১৪ মে ২০২৫ ১৮:১১538187
  • একাডেমিক পাবলিশিং তো এত বছর ধরে দেখছি। বজ্র আঁটুনি ফস্কা গেরো। মানে সে তো পুরো জিনিসটাই গেটকিপিংর উপর দাঁড়িয়ে। তাতে কিস্যু আটকায় না। বই বাজারে তো সেসব কিচ্ছু নেই, থাকলেও খুব হালকা। নিজেরা নিজেদের মতো দেখে নেওয়া ছাড়া। এই আভ্যন্তরীণ পিয়ার রিভিউ ব্যাপারটা একটু কড়া হলে ভালো। কিন্তু সেটা নিজেদের উপর আরোপ করা যায় - বাজারের উপর করবে কী ভাবে?
     
    আর শুধু কতরকম উপায়ে যে একাডেমিক পাবলিশিং বাজারে জালিয়াতি হয় শুধু সেই নিয়ে একটা গোটা বই লেখা যায়। ইয়ার্কি মারছি না। কতরকম ইনোভেটিভ উপায় আছে তার শেষ নেই, এর কারণ ওই গুডহার্টস ল। পাবলিকেশনের উপর ভিত্তি করে প্রমশন, মাইনে, সম্মান আবার কখনও ইমিগ্রেশন। মাঝে মাঝে জালিয়াতি পেপার ধরা খায়।  আবার তারও লিডার বোর্ড আছে। ফার্স্ট বয়ের প্রোফাইল দেখো নিচের লিংকে। ২২০ টা পেপার retracted। ভাবা যায়! 
     
     
     
  • রমিত চট্টোপাধ্যায় | ১৪ মে ২০২৫ ১৮:০৫538186
  • লোকে শখে সাহিত্যচর্চা করছে, এ তো খুবই ভালো ব্যাপার। মাছ বিক্রি করলেই যে ভালো কবিতা লিখতে পারবেনা তার কোনো মানে নেই। অথচ আমাদের অবচেতন মনে এই দুইএর একটা ব্যাস্তানুপাতিক সম্পর্ক আমরা ভেবে নিই। 
     
    এক চেনা লেখককে জিগ্যেস করে ছিলাম সবচেয়ে ভালো গল্পের প্লট কিভাবে ভাবেন। উনি প্রথমে হেসে কাটিয়ে দেন, পরে আলাদা করে বলেছিলেন দুপুরে খাওয়ার পর বাড়ির বাসন আমি মাজি। সেই বাসন মাজতে মাজতেই সবচেয়ে ভালো গল্পের প্লট মাথায় আসে। 
  • রমিত চট্টোপাধ্যায় | ১৪ মে ২০২৫ ১৭:৫৮538185
  • হ্যাঁ এইটা ঠিক বইই তো ছাপাচ্ছে বোম তো বাঁধছে না। চাট্টে লোক বাংলা বই পড়ছে কিনছে এটাই ভালো। 
     
    তবে কখনো আবার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে কিছুটা গেটকিপিং ও দরকার। নইলে সম্পাদনার মান ভীষণ খারাপ হয়ে যায় আর ১০ টা বইএর মান খারাপ দেখে লোকে ১১ নম্বর নতুন বইটা কিনতে চায় না। এখনও বইমেলায় নতুন বইএর তুলনায় পুরনো বইএর বিপুল বিক্রি। কপিরাইট উঠে যাওয়া বইএর বিক্রিও প্রচুর।  
  • যদুবাবু | ১৪ মে ২০২৫ ১৭:৫২538184
  • আমার কমেন্টটা হুতোদার পরে চলে এলো কিন্তু রমিতের লেখার পর করা আসলে। 
     
    তবে এলোই যখন, আমার চেনা একজন মাছের ব্যবসায়ী সাহিত্যিক/কবির কথা মনে পড়ল। তবে তিনি প্রকাশক নন, আর মাছে শুরু করেননি। মনিহারি দোকান খুলেছেন, বই বাঁধাই দোকান ছিল একসময়, তারও আগে স্টেশনের কাছে ছোট্ট স্ন্যাক্সের দোকান। মাছ ছাড়া আর কোনোটাই তেমন চলেনি। আর প্রাক ইন্টারনেট যুগের, তাই ফেসবুকের প্ল্যাটফর্ম মিস করে গেছেন অল্পের জন্য। 
     
    ওঁর অবশ্য মাছ বা মনিহারি কোনোটাই করার আর্থিক দরকার তেমন ছিল না। বড়লোক বাড়ির ছেলে। কিন্তু ঐ আর কি। নিজের মত কিছু করতে চেয়েছেন পারিবারিক ব্যাবসায় না ঢুকে। আমাদের সাথে পাড়ায় ক্রিকেট খেলতেন। অকৃতদার এবং বন্ধুবৎসল লোক। প্রেমের কবিতা মন্দ লিখতেন না। 
  • r2h | 134.238.***.*** | ১৪ মে ২০২৫ ১৭:৪৪538183
    • যদুবাবু | ১৪ মে ২০২৫ ১৭:৩৬
    • ঠিকাছে করুক না। ... ওইসব বিষ্ঠার জায়গায় বাজারে হাজার খাজা কবিতার বই এলে আমার অন্তত কোনো আপত্তি নেই।
     
    একদম। এত বই কেন এত কবি কেন বইমেলায় এত ভিড় কেন পেঁয়াজি ফুলুরি বেগুনি কেন, এইসব শুনলে আমার মনে হয় বইই তো ছাপাচ্ছে, কারো বাড়িতে ঢিল তো আর ছুঁড়ছে না।
  • যদুবাবু | ১৪ মে ২০২৫ ১৭:৩৬538182
  • ঠিকাছে করুক না। কিছু চুরিটুরি না করলেই হলো। বড় বড় রাঘব বোয়াল কর্পোরেট প্রকাশক রীতিমত হেট স্পিচের পর্যায়ে পড়ে এমন প্রোপাগান্ডা বই ছাপাচ্ছেন (সেও মানে জঘন্য সব ভুলে ভরা) সেটা দেখলে বরং আতঙ্ক লাগে যে একদিন কি লোকে ইতিহাস বলে এইই পড়বে? ওইসব বিষ্ঠার জায়গায় বাজারে হাজার খাজা কবিতার বই এলে আমার অন্তত কোনো আপত্তি নেই।
     
    এমনিও কদিন পরেই তো চ্যাট জিপিটির লেখা বই বেরোবে - কেউ ধরতেও পারবে না। এখনো কী পারে?
     
    আর এ তো কঠিন ব্যাবসা। আমাকেই একবার একজন বন্ধু ঐরকম কি একটা স্কিম শুনিয়েছিল। পনেরো হাজার টাকা দিয়ে বই ছাপাবে (তার প্রুফ ইত্যাদি সবই করবো আমিই), তারপর আবার কত কপি যেন আমাকেই কিনে নিতে হবে। বলাই বাহুল্য, আমি রাজি হইনি, তবে তাতে বন্ধুত্ববিচ্ছেদও হয়নি। প্রকাশনার আর নাম করছি না কারণ তারা এখনো চেষ্টা করছে। ক্যাটালগ বেশ লম্বা ও প্রায়তারকাখচিত। 
  • r2h | 134.238.***.*** | ১৪ মে ২০২৫ ১৭:১৯538181
  • ফান্ডিং মানে টাকা কড়ির জোগাড় যন্তর তো হয়ই, না হলে পরিচালক বিশ্বজিৎ ঘোষের আমি ড়বীন্দ্রনাথ সিনেমাই বা তৈরি হয় কী করে।
    মোটের ওপর যে সংস্কৃতিটা আরকি, পকেটের পয়সা খর্চা করে সাহিত্যে বিপ্লব করবো - ঐ জিনিসটা।

    এবার ঐ ঝকঝকে ম্যাগাজিনের ব্যবসায়িক পুঁজিও হতে পারে, কোন এক সম্পাদকের অনেক টাকা তাও হতে পারে।
    সুনীল গঙ্গো এক সুসংস্কৃত ভেড়ি মালিকের কথা লিখেছিলেন, রাকা বোধয় উপন্যাসের নাম। আমি একজনকে জানি যে সত্যিই মাছের ব্যবসা থেকে সম্পাদনায় শিফ্ট করেছেন, এবং খুবই ভালো ব্যবসা করছেন, চমৎকার প্রোডাকশন। তিনি অবশ্য লিটল না, বাণিজ্যিক।
  • রমিত চট্টোপাধ্যায় | ১৪ মে ২০২৫ ১৬:৩৭538180
  • কলকাতায় একটা পুঁচকে লিটল ম্যাগ গোষ্ঠী চিনি, বেশ নতুন পত্রিকা, দারুন প্রোডাকশন কোয়ালিটি খাজা কবিতা এরকম পত্রিকা বের করে, বিশাল টাকা দিয়ে হল ভাড়া করে অনুষ্ঠান করে, প্রত্যেক কবিকে ফ্রিতে বই, মানপত্র, স্মারক দেয়। এদের কিছু না কিছু ভালো ফান্ডিং তো আছেই, নইলে করছে কি করে। এমনকি সেই পত্রিকার বাজারে তেমন বিক্রি আছে বলে মনেও হয়না।
     
    এরকম আরো অনেক আছে। 
  • পাপাঙ্গুল | 103.24.***.*** | ১৪ মে ২০২৫ ১৬:৩২538179
  • কবিদের নিয়ে চারশো পাতার বিশেষ সংখ্যা  
  • Ranjan Roy | ১৪ মে ২০২৫ ১৬:২০538178
  • 4.55  কে?
    ইনি কি খুব ফর্সা এবং রমণীমোহন?
  • একক  | 2401:4900:882b:2fe4:b5eb:e167:925f:***:*** | ১৪ মে ২০২৫ ১৫:২৩538177
  • কলকাতাতেও বড় লিটিল ম্যাগের যথেষ্ট ফান্ডিং আচে। ইয়া মোটা বই ছাপচে সব ঘুটঘুটানন্দকেওপড়েদেখেনি  প্রবন্ধসংগ্রহ , বিনিময় মূল্য চাস্সো ট্যাকা ! এদের ফান্ডিং নেই ? লিটিল একটা কথার কথা। 
     
    উদিকে উত্তরবঙ্গ একটা প্যারালাল ওয়ার্ল্ড। গতবছর গাছের ডালে ঝুলে ঝুলে কবিতা উৎসব কত্তে গিয়ে জনৈক কবি ঠ্যাং ভেঙেছিলেন। ওখানকার জল মাটিতে পদ্য আছে ! ট্যাহাপহার ব্যাপারটায়  ওয়াঁরা অতোটা গুছুনে নন সে একদিক দিয়েভালোই
  • b | 2402:3a80:1c71:6849:378:5634:1232:***:*** | ১৪ মে ২০২৫ ১৪:৩৩538176
  • আরে মশায় ছাপার অক্ষরে নিজের নাম দেখা থেকে রিটার্ন নেই ? শীতল বিশ্বাস , চুঁচুড়া কে  শুধোন গে . 
  • &/ | 151.14.***.*** | ১৪ মে ২০২৫ ০৮:৩০538175
  • এ হে , ঈশেনকে কে বোঝায় , এক দিন না, তিন
    থেকে পাঁচ অথবা সাত দিন ( জনে জনে ভ্যারি করে )
  • &/ | 151.14.***.*** | ১৪ মে ২০২৫ ০৮:২৫538174
  • শুধু লিটল ম্যাগ না, উত্তরবঙ্গ সংবাদ, উত্তরের সারাদিন ইত্যাদি জাতীয় খবরের কাগজে প্রচুর লেখা লিখেছেন, অথচ কোনো রিটার্ন পান নি, একটি কপর্দকও না, এরকমও অনেক আছেন।
  • &/ | 151.14.***.*** | ১৪ মে ২০২৫ ০৮:২১538173
  • বইমেলার সময় বড় বড় বাক্স প্যাঁটরায় লিটল ম্যাগাজিনের রাশি নিয়ে কলকাতা বইমেলায় আসেন উত্তরবঙ্গ থেকে, নামেমাত্র বিক্রিবাট্টা হয়, পুরোটাই নিজেদের খরচে এরা চালান,ওই কদিন কলকাতায় থাকার খরচও ওঠে না---এরকম দলের সঙ্গে পরিচয় আছে এমন একজনের সঙ্গে কথা হচ্ছিল এক বইমেলার সময়। তিনি বললেন ওসবে যাঁরা লেখেন, তাঁরাও কোনো রিটার্ণ পান না, শয়ে শয়ে লেখা লিখেছেন, একটি পয়সাও পান নি, এরকমও আছে।
  • r2h | 165.***.*** | ১৪ মে ২০২৫ ০৮:২০538172
  • হ্যাঁ, ফান্ডিং থাকে হয়তো, যারা জোটাতে পারে তাদের।

    আমাদের দেশে নেতাজী সুইটস বা কালীতারা বস্ত্রালয় চাঁদা দেয়, বিনিময়ে কিছু আশা না করে। বিলেত আমেরিকায় আরেকটু বড় ব্যবসা চাঁদা দেয়, তাতে প্রায়শ কিছু বিনিময়ের আশা থাকে।
  • r2h | 165.***.*** | ১৪ মে ২০২৫ ০৮:১৭538171
  • লিটল ম্যাগের আর প্রফিট কী, মানে ধারনাটাই তো ঐরকম।

    অত দূর আর কী, এই আমাদের অতি পরিচিত উইকিপিডিয়াই তো অলাভজনক। সেরকম আরও কত কী আছে।
    এখানে তো বনের মোষ তাড়ানোর লোকের অভাব দেখি না, বরং বেশিই।
  • &/ | 151.14.***.*** | ১৪ মে ২০২৫ ০৮:১৬538170
  • বিলেত আমেরিকার মূলস্রোতের বাইরের জিনিসপত্রও রীতিমতন প্রফেশনালালি চলে, ফান্ডিং ইত্যাদি থাকে। এই যে চমস্কি টমস্কিরা তো শুনি রেবেল, অথচ ফান্ডিং ইত্যাদি দিব্যি আছে।
  • &/ | 151.14.***.*** | ১৪ মে ২০২৫ ০৮:১৪538169
  • বিলেত আমেরিকার ম্যাগাজিন, সে লিটল হোক বা বড়ই হোক, প্রফিটহীন হিসেবে বের হয় বছরের পর বছর, তা তো মনে হয় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত