এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 107.77.***.*** | ০৭ এপ্রিল ২০২৫ ২১:০০536988
  • এক কাজ করুন।  আপনার  বিখ্যাত উত্তরাখন্ড সলুশন নিয়ে আন্তর্জাতিক মঞ্চে গিয়ে বলুন।  আর দেখতে হবে না।  দেখতে দেখতে সব সমাধান 
  • MP | 2409:4060:e8c:355e:4410:2b03:4d58:***:*** | ০৭ এপ্রিল ২০২৫ ২০:৪৬536987
  • আচ্ছা তো প্যালেস্টাইনের বর্তমান জেনোসাইড নিয়ে যে প্রচলিত প্যাটার্নগুলো দেখা যাচ্ছে , সেগুলো নিয়েই বলছি l "১ l প্যালেস্টাইনের ইস্যুটা পুরোপুরি মুসলিমদের সঙ্গে ইহুদীদের একটা ধর্মীয় সংঘাতের ইস্যু l ". অন্তর্জালে সুষুপ্ত পাঠকের লেখার পর থেকেই এই প্যাটার্ন মানুষের মনে গড়ে উঠেছে l এখন দেখা যাক , প্যালেস্টাইনের ইস্যু কি সত্যই মুসলিম বনাম ইহুদী ইস্যু ? প্রথম কথা হচ্ছে যে , প্যালেস্টাইনের ইস্যু টা আন্তর্জাতিক দুনিয়ার নজরে নিয়ে আসতে যারা কাজ করেছেন তারা অনেকেই প্যালেস্টিনিয়ান খ্রিস্টান যেমন এডওয়ার্ড সাঈদ , ঘাসান কানাফানি হান্নান আশরাবী এবং জোসেফ মাসাদ l আরো অনেক নাম আছে সব বলবার জায়গা এখানে নেই l দেখুন পাশ্চাত্য দুনিয়ার আধিপত্য বিস্তারের প্রধান শর্তই হচ্ছে অধিকৃত জমির  মানুষের উপরে গণহত্যা চালানো l প্যালেস্টাইনের জেনোসাইড আগেও ১৯৪৮ সালে একবার হয়েছিলো সেসময়কার জায়নবাদীদের হাতে l একে প্যালেস্টিনিয়ানেরা বলেন , "নকবা" যেটা "শোয়া " বা হলোকাস্টের সমতুল্য l এই নকবার স্মৃতি পৃথিবীর মানুষের মনে রেখে দেবার সম্পূর্ণ কৃতিত্ব এই প্যালেস্টাইনের খ্রিস্টান ইন্টেলেকচুয়ালদের যাদের কয়েকজনের নাম আগেই করেছি l প্যালেস্টাইন শুধু মুসলিমদেরই ইস্যু হলে কি এতোসব প্যালেস্টিনিয়ান খ্রিস্টানরা এই ইস্যু নিয়ে এতো মাতামাতি করতেন ! দ্বিতীয়তঃ ইসরাইল বা জায়নবাদ আর ইহুদীধর্ম  এক নয় l অনেক ইহুদী দার্শনিক লেখক ঐতিহাসিক আছেন যারা ইসরাইলী চণ্ডনীতি বা জায়নবাদের ঘোর বিরোধী l নোম চমস্কি , নরমান  ফিঙ্কেলস্টাইন , ইলান পাপে , আভি স্লিম , টম সেগেভ, পিটার বেইনার্ট আরো অনেকেই আছেন l তাছাড়া এই প্যালেস্টাইনের জেনোসাইডের সময় আমরা দেখছি সৌদী আমিরাতি এসব তথাকথিত  মুসলিম দেশের শাসকেরা ইসরাইলকে সমর্থনই করছেন l উল্টোদিকে প্যালেস্টাইনের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে দক্ষিন আফ্রিকা , স্পেন , আয়ারল্যান্ডের মত অমুসলিম দেশ l অর্থাৎ , কোনোভাবেই প্যালেস্টাইন ইস্যু,  ইহুদী বনাম মুসলিম বাইনারি নয় l এখন প্রশ্ন হচ্ছে এটাকে এরকম বাইনারি করে দেওয়ার প্রচেষ্টা কেন করছেন কিছু অন্তর্জাল বীর ? এর উত্তর হচ্ছে , একটা কালচারাল ওয়ার টাইপ আবহ তৈরী করা  যাতে দেশে দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের অবমানবীকরণ করা সহজ হয়ে যায় l প্যালেস্টাইনের ইস্যু এখন পুরোপুরি গ্লোবাল নর্থ বনাম গ্লোবাল সাউথের ইস্যু l কিন্তু এই কালচারাল ওয়ার টাইপ আবহ তৈরী করা হচ্ছে একারণেই যাতে তৃতীয় বিশ্বের দেশগুলো প্যালেস্টাইনের ইস্যু তে একজোট না হতে পারে কখনোই l 
  • MP | 2409:4060:e8c:355e:4410:2b03:4d58:***:*** | ০৭ এপ্রিল ২০২৫ ১৯:০৫536986
  • একটা খবর পেয়েছি যে পেট্রোল ডিজেলের দাম নাকি দুটাকা বেড়েছে ! সত্যি কি ?
  • # | 2402:8100:25d7:5320:4d5:bdff:fe2f:***:*** | ০৭ এপ্রিল ২০২৫ ১৭:৪৯536985
  • PRABIRJIT SARKAR | ০৭ এপ্রিল ২০২৫ ১৬:১১536982
  • আজ বত্রিশ হাজার চাকরি আজকের মত বেঁচে গেল। বিচারপতি সেন সরে দাঁড়ালেন রায় না দিয়ে! 
  • উম্মাহ | 2405:8100:8000:5ca1::3e1:***:*** | ০৭ এপ্রিল ২০২৫ ১৬:০৬536981
  • ইজরায়েলিদের উচ্ছেদ করে উত্তরাখণ্ডে পুনর্বাসনের সমাধানটা খুবই যুক্তিপূর্ণ হয়েছে। কাশ্মীরেও এরকম মডেল লাগানো হয়েছিল। এখন নেতানিয়াহু রাজি হলেই সর্বরক্ষে।
  • MP | 2401:4900:3f04:f658:4010:a355:7264:***:*** | ০৭ এপ্রিল ২০২৫ ১৫:২৯536980
  • @রমিত , আমি আপনার সঙ্গে সম্পূর্ণ ভাবে একমত l কিন্তু দেখুন প্যালেস্টাইনের ইস্যু টাকে প্রথমেই একেবারে মুসলিম বনাম ইহুদী বাইনারি তৈরী করা শুরু করেছেন সুষুপ্ত পাঠক নিজেই l ফেবুতে ওর প্যালেস্টাইন নিয়ে থ্রেডগুলো একটু ফলো করলেই সেটা বোঝা যাবে l কালচারাল ওয়ার সবচেয়ে বেশী প্রভোক উনিই করছেন নানা পুরো বিষয়টাকে ইহুদী বনাম মুসলিম বাইনারী দেখিয়ে l আমি কোনোদিনই প্যালেস্টাইনের জেনোসাইডের ইস্যুকে মুসলিম বনাম ইহুদী বাইনারী হিসাবে দেখিনি l জায়নবাদী কার্যকলাপের বিরোধীতা মানেই নাৎসী ইহুদিবিদ্ধেষী এরকম লেবেল লাগানো এগুলো খুবই পুরোনো এবং বস্তাপচা ট্যাক্টিক l সুষুপ্ত পাঠকের ফলোয়ার যেসব সনাতনী আছেন তাদের কাছে জায়নবাদী ইসরাইলী এবং ইহুদী ধর্ম সমার্থক l কিন্তু জায়নবাদী বিরোধী মানেই ইহুদী বিদ্ধেষী এই অতিসরলীকরণ করে দেওয়া এটাও খুব পুরোনো ব্যাপার l আম্রিকাতে ২০০৬ সালে যখন mearsheimer আর walt "the Israeli lobby" লেখেন তখন এভাবেই তাদের কণ্ঠরুদ্ধ করবার জন্যে তাদেরও এই লেবেল লাগানো হয়েছিলো l আম্রিকাতে ইউরোপে এভাবেই এখন ইউনিভার্সিটি গুলোর কণ্ঠরুদ্ধ করা হচ্ছে কেউ জায়নবাদের বিরোধীতা করলেই l গুরুতে সুষুপ্ত পাঠকের ভক্তেরা আমাকে নানারকম লেবেল লাগিয়ে একাজটাই করছেন যখনই তারা বিতর্কের পক্ষে কোন যুক্তি খুঁজে পাচ্ছেননা l 
  • nipa | 2405:8100:8000:5ca1::3d2:***:*** | ০৭ এপ্রিল ২০২৫ ১৩:৩৭536979
  • কি সাঙ্ঘাতিক ইহুদিবিদ্বেষ। নাৎসিরাজ দেখেও মানুষ কিছুই শিখল না।
    গা গুলোয়।
  • কেলেহাঁড়িতে মুখ ঢাকা ট্রোল (২) | 2401:4900:7071:5fe4:31a2:15b8:75a5:***:*** | ০৭ এপ্রিল ২০২৫ ১৩:২৩536978
  • আমাদের 'সবজান্তা' দুলিরামের বাবা কোন একটা খবরের কাগজের সম্পাদক। সেইজন্য আমাদের মধ্যে অনেকেরই মনে তাহার সমস্ত কথার উপরে অগাধ বিশ্বাস দেখা যাইত। যে কোনো বিষয়েই হোক, জার্মানির লড়ায়ের কথাই হোক আর মোহনবাগানের ফুটবলের ব্যাখ্যাই হোক, দেশের বড়োলোকদের ঘরোয়া গল্পই হোক আর নানারকমের উৎকট রোগের বর্ণনাই হোক, যে কোনো বিষয়ে সে মতামত প্রকাশ করিত, একদল ছাত্র অসাধারণ শ্রদ্ধার সঙ্গে সে-সকল কথা শুনিত। মাস্টারমহাশয়দের মধ্যেও কেহ কেহ এ বিষয়ে তাহার ভারি পক্ষপাতী ছিলেন। দুনিয়ার সকল খবর লইয়া সে কারবার করে, সেইজন্য পণ্ডিতমহাশয় তাহার নাম দিয়াছিলেন ‘সবজান্তা'।

     আমার কিন্তু বরাবরই বিশ্বাস ছিল যে, সবজান্তা যতখানি পাণ্ডিত্য দেখায় আসলে তার অনেকখানিই উপরচালাকি। দু-চারিটি বড়ো-বড়ো শোনা-কথা, আর খবরের কাগজ পড়িয়া দু-দশটা খবর, এইমাত্র তার পুঁজি, তাহারই উপর রঙচঙ দিয়া নানারকম বাজে গল্প জুড়িয়া সে তাহার বিদ্যা জাহির করিত। একদিন আমাদের ক্লাশে পণ্ডিতমহাশয়ের কাছে সে নায়েগারা জলপ্রপাতের গল্প করিয়াছিল। তাহাতে সে বলে যে নায়েগারা দশ মাইল উঁচু ও একশত মাইল চওড়া! একজন ছাত্র বলিল, “সে কি করে হবে? এভারেস্ট সবচেয়ে উঁচু পাহাড়, সেই মোটে পাঁচ মাইল—” সবজান্তা তাহাকে বাধা দিয়া বলিল, “তোমরা তো আজকালকার খবর রাখ না!” যখনই তাহার কোনো কথায় আমরা সন্দেহ বা আপত্তি করিতাম সে একটা যা-তা নাম করিয়া আমাদের ধমক দিয়া বলিত, “তোমরা কি অমুকের চাইতে বেশি, জান?” আমরা বাহিরে সব সহ্য করিয়া থাকিতাম, কিন্তু এক-এক সময় রাগে গা জ্বলিয়া যাইত।
     
    এখানে দেখি হাজারে হাজারে দুলিরাম।
  • রমিত চট্টোপাধ্যায় | ০৭ এপ্রিল ২০২৫ ১৩:১০536977
  • দু তিন দিন ভাটে আর ঢোকা যাচ্ছে না এত তীব্র বিদ্বেষ এর চাষ হচ্ছে। আর এমপি কেও বলার জায়নবাদ ছাড়াও নানা পারস্পেক্টিভ আছে পৃথিবীর ভু রাজনীতি কে দেখার। তবে সুষুপ্ত পাঠকের কথাতেও কিছু কিছু ভুল ভ্রান্তি আছে কিন্তু তিনি ইচ্ছা করে ইসলাম ফোবিয়া ছড়াচ্ছেন বলে মনে হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যটা ছিল কালচারাল ওয়ার আটকান নিয়ে। এর থেকে ক্ষতি কর আর কিছুই হতে পারেনা। তৃতীয় বিশ্বের দেশে দের মধ্যে আরও বেশি কামরাডারি দরকার। প্যালেস্তাইন এ যা চলছে তা বর্ণনার অযোগ্য। তার জন্য আলাদা করে ভুয়ো ছবি বানিয়ে প্রচারের দরকার নেই।  কিছুতেই ইস্রায়েল কে সাপোর্ট করা যায় না এক্ষেত্রে। আর এটা মনে রাখা ভালো নেতিনইয়াহু আর হামাস পুরনো বন্ধু। এবার ইলেকশনে বিবির গদি যেতই প্লাস দুর্নীতির অভিযোগও ছিল প্রচুর। হামাসের সময় মতো আক্রমনে গদি বেঁচে গেল। হামাসের ডিপ স্টেট ও বিবি দুজনেই প্যালেস্তাইনের সাধারণ মানুষদের নিয়ে খেলছে। এটা অনেক ক্ষেত্রে আমার মনে হয়েছে।
  • MP | 2401:4900:3f0d:57ae:8975:21d8:a76f:***:*** | ০৭ এপ্রিল ২০২৫ ১২:১৪536975
  • প্যালেস্টাইনের জেনোসাইডের ব্যাপারে গুরুচন্ডালির এই ফোরামে কথা বলতে গিয়ে গত দেড় বছর ধরে প্যালেস্টাইন নিয়ে সনাতনীদের চিন্তাধারার এই নিম্নোলিখিত প্যাটার্ন গুলো চোখে পড়েছে l সেগুলো হলো :                                        ১ l প্যালেস্টাইনের ইস্যুটা পুরোপুরি মুসলিমদের সঙ্গে ইহুদীদের একটা ধর্মীয় সংঘাতের ইস্যু l            ২ l প্যালেস্টাইনের মুসলমানের ইহুদীদের মেনেই নিতে পারেনি l তারা চাইলেই এতোদিনে একটা ডিল করতে পারতো l                                              ৩ l বর্তমান গণহত্যা খারাপ , খুবই খারাপ ব্যাপার কিন্তু এটার জন্য সব দায়ী হামাস l              ৪ l প্যালেস্টাইনের মানুষকেই আত্মসমর্পণ করতে হবে যেহেতু তারা দুর্বল l                              ৫ l প্যালেস্টাইনে মোল্লারা মরছে ভালোই হচ্ছে আমার তাতে কি এসে গেলো ?                      আরো যদি কোন প্যাটার্ন মিস করে যাই সনাতনীরা ধরিয়ে দেবেন l প্রায় সব কটা পয়েন্টই দেখা যায় অন্তর্জালে সুষুপ্ত পাঠকের লেখাতে l মোটামুটি সনাতনীরা এর লেখাতেই সবেচেয়ে বেশী প্রভাবিত l ইনিই বোধয় অন্তর্জালে প্যালেস্টাইনের জেনোসাইডের সবচেয়ে বড় সমর্থক l এনাকে অন্তর্জালের ঘৃণা ভুজঙ্গ কুলতিলক বলাই যায় l অন্তর্জালে যুক্তি দিয়ে এর প্রতিবাদ করলেই ছাগু , আইসিস , ড্যাশ , ভারত ফোবিক এসব শুনতে হয় বেশ করে l আপনারা যাই বলুন তাও এই প্রতিটা পয়েন্টেরই জবাব দেব , তবে সময় নিযে একটু একটু করে l                                     
  • এঃহে | 2405:8100:8000:5ca1::183:***:*** | ০৭ এপ্রিল ২০২৫ ১২:০৫536974
  • এ যে একেবারে টেইল ইন কাউডাঙ। না কাউডাঙ ইন টেইল?
  • MP | 2401:4900:3f0d:57ae:8975:21d8:a76f:***:*** | ০৭ এপ্রিল ২০২৫ ১১:৫৬536973
  • @১১ : ৪৬  , দেবদত্ত পট্টনায়ককে আপনি ভারত ফোবিক বলছেন ! এর থেকে বড় ভন্ডামি আর কি হয় ?
  • হেহে | 2405:8100:8000:5ca1::181:***:*** | ০৭ এপ্রিল ২০২৫ ১১:৪৯536972
  • MP সুষুপ্ত পাঠককে জিহাদি বলছে!!!
    সত্যিই রসিক ছাগু।
  • MP | 2401:4900:3f0d:57ae:8975:21d8:a76f:***:*** | ০৭ এপ্রিল ২০২৫ ১১:৪৭536971
  • @১১ : ৪৬ , দেবদত্ত পট্টনায়ক কি তাহলে মিথ্যা বলছেন l আপনি কি ওনার থেকে বেশী জানেন ?
  • confused | 2405:8100:8000:5ca1::181:***:*** | ০৭ এপ্রিল ২০২৫ ১১:৪৬536970
  • অযোধ্যার রামমন্দির সনাতনীদের নয়? ওখানে রামের কি রঙ?
    টোটাল কনফিউজ করে দিল ভারতফোবিক মালটা।
  • MP | 2401:4900:3f0d:57ae:8975:21d8:a76f:***:*** | ০৭ এপ্রিল ২০২৫ ১১:৪৩536969
  • @টিকা , অনেক ধন্যবাদ l এই সুষুপ্ত পাঠক নামের লোকটা পশ্চিম এশিয়ার ভূ রাজনীতি আর ইতিহাস নিয়ে কিছুই না জেনে শুধু ঘৃণা ছড়াচ্ছে l এদের মুখোশ খুলে দেবার জন্যে ধন্যবাদ l 
  • &/ | 107.77.***.*** | ০৭ এপ্রিল ২০২৫ ১১:৪২536968
  • মানতে হবে 'যত মত তত পথ ', সেই গঙ্গাতীরের  পাগল ঠাকুর যিনি  আকুল হয়ে মা মা করতেন  কালীর জন্য, তিনিই পথ দেখিয়ে গেছেন 
  • MP | 2401:4900:3f0d:57ae:8975:21d8:a76f:***:*** | ০৭ এপ্রিল ২০২৫ ১১:৩৬536966
  • "In the old temples in the Gangetic plains, such as the Banke Bihari temple in Vrindavan, Krishna images are carved of black stone, and they stand in stunning splendour, bedecked with flowers and fabric. Often, in stark contrast, the image of Radha is made of marble, or bronze. He the dark-one; she the fair one. However, in many new temples, people are increasingly choosing images of Krishna in marble over black stone." এটা দেবদত্ত পট্টনায়কের একটা আর্টিকেল থেকে দিলাম l মূল আর্টিকেল দিচ্ছি l
  • টিকা | 2405:8100:8000:5ca1::123:***:*** | ০৭ এপ্রিল ২০২৫ ১১:৩৫536965
  • এই জিহাদিটির মন্তব্যগুলিকে মহিউদ্দিন মোহাম্মদের পোস্টের আলোয় বিচার করুন।
     
    আপনি যতোক্ষণ মনে করবেন যে ইহুদী হ* ত্যা জায়েজ, ততোক্ষণ ফিলিস্তিন সমস্যার সমাধান নেই। কারণ আপনি ইহুদী হ* ত্যা জায়েজ ভাবতে পারলে ইহুদীরা মুসলমান হ* ত্যা জায়েজ ভাবতে পারবে না কেন? যুদ্ধ কোনো দার্শনিক তর্কাতর্কির বিষয় নয়। মোরাল ও লিটারারি এস্থেটিক্স সেখানে অচল। যুদ্ধ মূলত প্রিন্সিপল অভ রেসিপ্রোসিটি অনুসরণ করে। প্লেইন রেসিপ্রোসিটি। খুনের বদলে খুন। বোমার বদলে বোমা। ঘৃণার বদলে ঘৃণা। হামলার বদলে হামলা। নতুন যোগ হয়েছে প্রিএম্পটিভ রাইট টু সেলফ ডিফেন্স। আমি যদি আশঙ্কা করি যে ভবিষ্যতে আপনি আমার ক্ষতি করবেন, তাহলে আপনাকে আমি বর্তমান কালেই নিশ্চিহ্ন করে দেবো। এটাই প্রিএম্পটিভ রাইট টু সেলফ ডিফেন্স।
    সুতরাং আগে হ্যাট্রেড বা ঘৃণার চর্চা থামাতে হবে। কালচারাল ওয়ারের লিথাল প্রদর্শনী হলো রণাঙ্গনের যুদ্ধ। আপনারা অনেকেই ফেসবুকে প্রাণভরে কালচারাল ওয়ার উপভোগ করেন। সে যুদ্ধে অংশও নেন। কিন্তু আমি কালচারাল ওয়ারকে ভয় পাই। অত্যন্ত ভায় পাই। কারণ কালচারাল ওয়ার হলো জেনোসাইডের মানসিক প্রস্তুতি। এটি কেবলই শব্দের সাথে শব্দের, বা আইডিয়ার সাথে আইডিয়ার যুদ্ধ নয়। কালচারাল ওয়ার ছাড়া আসল ওয়ার সংগঠিত হতে পারে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে তাকান। এটি মূলত ফ্রান্স-জার্মানি কালচারাল ওয়ারের ফসল।
    আমি জীবদ্দশায় যে-যুদ্ধগুলো দেখলাম, ইরাক, আফগানিস্তান, লিবিয়া, ফিলিস্তিন, প্রতিটিকেই কালচারাল ওয়ারের ফসল মনে হয়েছে। এবং আমি আতঙ্কিত যে, বাংলাদেশ ও ভারতে, আইডেন্টিক্যাল কালচারাল ওয়ার চলছে, যা ভবিষ্যতে রূপ নিতে পারে রক্ষক্ষয়ী আসল ওয়ারে। সে ক্ষেত্রে বাংলাদেশের পরিণতি হবে ফিলিস্তিনের মতো। আমি আহ্বান জানাবো, যেকোনো মূল্যে ভালোবাসার চাষাবাদ বাড়াতে। কালাচারাল ওয়ার ভালো জিনিস নয়। অত্যন্ত মন্দ জিনিস। প্রতিপক্ষকে খুন করতে একটি থ্রেশহোল্ড পরিমাণ রাগ ও ঘৃণা লাগে, যার জোগান আসে কালচারাল ওয়ার থেকে। বাংলাদেশে এই মুহুর্তে যতোগুলো ফেসবুক এক্টিভিস্ট আছে, ইউটিউব এক্টিভিস্ট আছে, তাদের প্রায় সবাই কালচারাল ওয়ারের সেনাপতি। এবং এরা সেই মাঠ প্রস্তুত করছে, যে-মাঠে এক পক্ষ খুন করবে আরেক পক্ষকে। ফেসবুক এক্টিভিস্ট থেকে দূরে থাকুন।
  • দীপ | 42.***.*** | ০৭ এপ্রিল ২০২৫ ১১:৩২536964
  • বাংলাদেশে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে সমস্ত স্কুল বন্ধ। এর জন্য কোন সরকারী ঘোষণার প্রয়োজন হয়নি। আজকে কেউ কাজে যাবে না। অফিস ব্যবসা বন্ধ রাখবে। এই প্রেম কোন মানবিক ধর্মনিরপেক্ষ অবস্থান থেকে নয়। এরকম মানবিক অবস্থান মুসলমানদের থাকে না। আমি দেখেছি ভারতবর্ষের হিন্দুদের ফিলিস্তিনিদের দুর্দশা দেখে ব্যথিত হতে। তারা চিত্কার করে বলছে, বিশ্ববাসী কি মরে গেছে? এই চিত্কারই হচ্ছে ধর্মনিরপেক্ষ মানবিকতার। ফিলিস্তিনিরা মুসলমান। তাদের জাতীয় শ্লোগান নারায়ে তাকবির আল্লাহ আকবর। তারা কি ধরণের রাষ্ট্র বানাতে চায় সেটি আন্দাজ করতে রকেট সায়েন্স জানা লাগে না। তবু তাদের উপর হামলায় অমুসলিমদের আর্তনাদই মানবিকতা।
     
    সৌদি আরব ইয়েমেনে লক্ষ লক্ষ ইয়েমেনিকে আকাশ থেকে বোমা মেরে শেষ করে দিয়েছিল। হাসপাতাল, বিয়ে বাড়ি, বাচ্চাদের স্কুল কোন কিছু বাদ দেয়নি। সৌদি বিমান হামলায় ৩ লাখ ৭৭ হাজার ইয়েমেনি মারা গিয়েছিল। এই অমানবিক অন্যায় হামলার বিরুদ্ধে বিশ্বে কেউ কথা বলেনি। ফিলিস্তিনি বা রোহিঙ্গা ইস্যুর মত গুরুত্ব পায়নি। কারণ পক্ষ দুটিই মুসলিম। নিউজের বাজার দর আছে। রাজনীতির বাজার দর আছে। এসব না হলে ইস্যু গুরুত্ব পাবে না।
     
    না, আজকের দিনে অন্য কোন যুদ্ধ হামলার কথা তুলে ফিলিস্তিনে হামলাকে জাস্টিফাই করবো না। আমি কেবল এটাই বলতে চাই মানবিক অবস্থান থেকে মুসলিম বিশ্ব তথা বাংলাদেশের মানুষ আজকে ফিলিস্তিন নিয়ে আহাজারী করছে না। তাদের ক্ষোভের পেছনে আছে মুসলিম জাতীয়তাবাদ আর তুমুল ইহুদী বিদ্বেষ। আমাদের কপাল ভালো এদেশে ইহুদীরা থাকে না। না হলে কোন এক ইহুদী পাড়ায় নৃশংসতা আমাদের দেখতে হতো। আমরা তো দেখেছি ৯০ দশকে বাবরী মসজিদকে কেন্দ্র করে বাংলাদেশের হিন্দুদের বিনিদ্র রজনী উপহার দিয়েছিল এদেশের মুসলমানরা। 
     
    এবার সত্যি একটা তুলনা করতেই হচ্ছে। ফিলিস্তিনীদের ইসরায়েল রাষ্ট্রটাই মেনে নিতে আপত্তি। যে জেরুজালেমে দুই হাজার বছর পর্যন্ত ইহুদীদের প্রার্থনার অধিকার কেবলই কেড়ে নেয়া হয়েছিল, মাউন্ট টেম্পল যাদের নির্মাণের অনুমতি দেয়নি, তাদের তীর্থস্থানে তারাই ছিল নিষিদ্ধ সেই ইহুদীরা ইতিহাসের বিখ্যাত ‘ছয় দিনের যুদ্ধে’ শক্তিশালী আরব জোটের বিরুদ্ধে জয় লাভের পর জেরুজালেমে খ্রিস্টান মুসলমানদের ধর্মীয় অধিকারকে স্বীকৃতি দেয়। ইচ্ছে করলে তারা আল আকসা মসজিদটাই বন্ধ করে দিতে পারত। এরদোয়ান যদি হাইয়া সোফিয়া গির্জা-জাদুঘরটিকে মসজিদ বানিয়ে ফেলতে পারে তাহলে সেদিন ইসরায়েল কেন সেটা পারতো না। আল আকসায় জুম্মার নামাজ মানেই ইসরায়েল সৈন্যদের উপর চোরাগুপ্তা হামলা, পাথর নিক্ষেপ, তারপরও আল আকসা খুলে দেয়া হতো মুসলমানদের নামাজ পড়ার জন্য। এই মসজিদটি বারবার রণক্ষেত্র হয়েছে কাদের জন্য? এমন একটি উদাহরণ দেখাতে পারবেন কেউ যেখানে বিনা উশকানিতে ইসরায়েল সৈন্যরা নামাজরত মুসল্লিদের উপর হামলা চালিয়েছে? একটিও নেই।
     
    এবার আসেন ইউঘুর প্রদেশের মুসলমানদের কথা। এরাও জিহাদের প্রচার চালাতো। স্বাতন্ত্র্য মুসলিম জাতীয়তাবাদী চেতনা নিজেদের মধ্যে সক্রিয় করত। চীন সেটাকে এমনভাবে দমন করেছে যেটাকে অমানবিক উপায় ছাড়া অন্য কিছু বলা যাবে না। কুরআন নিষিদ্ধ করেছেন। আরবিতে নাম রাখাই অপরাধ হিসেবে আইন করেছে। সংশোধন কেন্দ্র বানিয়ে উইঘুরদের সেখানে আটক করে রেখেছে। শত শত মসজিদকে ভেঙে সেগুলোকে টয়লেট বানানো হয়েছে। দুইটি ঘটনায় তুলনা করলে ইসরায়েল এত শক্তিশালী হবার পরও দিনের পর দিন পাথর আর আগুন সন্ত্রাসকে সহ্য করেছে। মুসলমানদের সমস্ত ধর্মীয় স্বাধীনতায় মানবিকতা দেখিয়েছে। কিন্তু হামাস যখন ইসরায়েলের বেসমারিক নাগরিকদের রকেট ছুড়ে গণহত্যা চালালো তখনই তারা প্রতিশোধের ডাক দেয়। কোনভাবেই কোন ঘটনাকে জাস্টিফাই করছি না। আমি কেবল বলছি, উইঘুরদের উপর চীনের আক্রমন ফিলিসিস্তিনের চেয়ে কম ছিল না। চীন থেকে উইঘুর মুসলমানদের মুছে দেয়া হয়েছে। আজ পর্যন্ত চীনকে এ জন্য কোন প্রতিবাদের মুখে পড়তে হয়েছে বাংলাদেশে? কেউ বয়কট চাইনিজ পণ্যের ডাক দিয়েছে? চীন দুতাবাস ঘেরাও করার কর্মসূচী এসেছে? চীনের প্রেসিডেন্টকে “কসাই” নাম দিয়েছে? আমার কথা এটাই। আপনাদের এই ফিলিস্তিনি প্রেম সাম্প্রদায়িক, ইহুদী বিদ্বেষী ও রাজনৈতিক পক্ষপাতী। আমার কাছে এর কোন মূল্য নেই।
     
    ©সু ষু প্ত
  • MP | 2401:4900:3f0d:57ae:8975:21d8:a76f:***:*** | ০৭ এপ্রিল ২০২৫ ১১:২৬536963
  • @১১ : ১৯ , সাড়া ভারতে বিশেষ করে গোবলয়ের অনেক মন্দিরে এখন রাম আর কৃষ্ণ মূর্তি শাদা করে তৈরী হয় l দেবদত্ত পট্টনায়ক একটু ভালো করে পড়লেই বুঝতে পারবেন l আপনাদের মত সনাতনীদের আরাধ্য ইসরাইলী আশেখেনাজীদের গায়ের রঙের মত l এজন্যেই হয়তো ইস্কনে সাহেব মেমদের এতো কদর l ইস্কনে কৃষ্ণ নিয়ে লিখা অনেক বইতেই কৃষ্ণকে ইউরোপীয় সাহেবের মত আঁকা হচ্ছে l সবই জায়নবাদের কাছাকাছি থাকবার চেষ্টা আর কি !
  • শাদা চামড়া | 2405:8100:8000:5ca1::417:***:*** | ০৭ এপ্রিল ২০২৫ ১১:১৯536962
  • রাম
    কৃষ্ণ
    কালী
     
    MPকে কেউ একটু রং চিনিয়ে দিন।
     
     
  • MP | 2401:4900:3f0d:57ae:8975:21d8:a76f:***:*** | ০৭ এপ্রিল ২০২৫ ১১:১৮536961
  • @প্রত্যয় ভুক্ত , "MP একটি আদ্যোপান্ত ইহুদিবিদ্বেষী নাৎসি দেখছি। " দুই সপ্তাহে আগেই  ইসরাইলে একটা আন্তর্জাতিক রাজনীতির কনফারেন্স হয়েছিলো , সেখানে ইউরোপের তাবড় তাবড় নব্য নাৎসী সংগঠন এসেছিলো l ইসরাইলের প্রধানমন্ত্রী স্বযং তাদের অভ্যর্থনা করেছেন সেখানে l গত সপ্তাহেই , বুদাপেস্টে সফরে স্বয়ং ইসরাইলী প্রধানমন্ত্রী মিলকোওস্কি নিজে বলেছেন ওসব হলোকাস্ট টলোকাস্ট ফালতু ব্যাপার , বর্তমানকালের নাৎসিদের সঙ্গে জায়নবাদীদের গলায় গলায় সৎভাব l তাহলে কি আপনি যার চরণবন্দনা না করে জলস্পর্শ করেননা সেই ইসরাইলী প্রধানমন্ত্রী আপনার ভাষাতে , ইহুদিবিদ্ধেষী নাৎসী ? জবাব দিন l 
  • MP | 2401:4900:3f0d:57ae:8975:21d8:a76f:***:*** | ০৭ এপ্রিল ২০২৫ ১১:১০536960
  • @প্রত্যয় ভুক্ত , ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বিন্দুমাত্র ধারণা আছে আপনার ? ইসরাইলি মিলিটারিতে অন্ততঃ তিরিশ হাজার এরকম সেনা আছে যাদের ইউরোপ আম্রিকার পাসপোর্ট আছে , এদের একপা দেশে আরেকপা নিউইয়র্কে l এসব promised land ফ্যান্ড গল্প গুজব কপোলকল্পনা মাত্র স্বয়ং থিওডোর হার্জেল নিজে প্যালেস্টাইন নিয়ে খুব একটা আগ্রহী ছিলেননা প্রথম দিকটাতে , কেনিয়া আর আর্জেন্টিনার উর্বর জমি ওনার আরো বেশী পছন্দ ছিলো l "প্যালেস্টাইনি অর তাদের জঙ্গি সংগঠনগুলোর‌‌ই বরং এবার জান হাতে মানে মানে কেটে পড়া ভালো, অনেকবছর তো পরের জমি দখল করে ভোগ করা হল‌!" প্যালেস্টাইনের মানুষ ওখানে ​​​​​​​হাজার ​​​​​​​বছর ​​​​​​এর ​​​​​​ও ​​​​​​​বেশী ​​​​​​​সময় ​​​​​​​ধরে ​​​​​​​আছে l গাজাতে তারা থাকতে বাধ্য হয়েছে , ১৯৪৮ সালে ইসরাইলের সেনাবাহিনীর হাতে জাফা এবং আরো এরকম অনেক জায়গা থেকে উচ্ছেদ হয়ে l নাসিম ​​​​​​​নিকোলাস ​​​​​​​তালেবের ​​​​​​​মতে ,  মোজেসের ​​​​​​​সময়ে ​​​​​​​যেসব ​​​​​​​ইহুদী ​​​​​​​মিশর থেকে ​​​​​​​প্যালেস্টাইনে ​​​​​​​এসেছিলো ​​​​​​​আজকের প্যালেস্টিনিয়ানেরা ​​​​​​​তাদেরই ​​​​​​​বংশধর , ​​​​​​​পরে ​​​​​​​খ্রিস্টান ​​​​​​​বা ​​​​​​​মুসলিম ​​​​​​​হয়ে ​​​​​​​গেছে l তাহলে ​​​​​​​এদের ​​​​​​​থেকে ​​​​​​​বেশী ​​​​​​​অধিকার ​​​​​​​ওখানে ​​​​​​​ইউরোপ ​​​​​​​আম্রিকা ​​​​​​​থেকে দেড়শো বছর আগে আসা ​​​​​​​ভুঁইফোড় দের ​​​​​​​কেন ​​​​​​​হবে ? আচ্ছা ​​​​​​​এতসব ​​​​​​​বড় ​​​​​​​বড় ​​​​​​​নাম ​​​​​​​বললাম , আপনি ​​​​​​​বুঝতে ​​​​​​​পারছেন ​​​​​​​ত ? আপনি ​​​​​​​ইংরেজী ​​​​​​​পড়তে ​​​​​​​পারেন ​​​​​​​বলে ​​​​​​​তো মানে ​​​​​​​হয়না l না ​​​​​​​বুঝলে ​​​​​​​বলুন ​​​​​​​আপনার ​​​​​​​মত ​​​​​​​করে ​​​​​​​বাংলা ​​​​​​​করে ​​​​​​​খাইয়ে ​​​​​​​দেবো l আচ্ছা ​​​​​​​ইসরাইলি ​​​​​​​আশেখেনাজীদের ​​​​​​​দেবভূমি উত্তরাখন্ড পাঠাবার ​​​​​​​প্রস্তাবে ​​​​​​​আপনার ​​​​​​​মত ​​​​​​​সনাতনীর ​​​​​​​সমস্যা ​​​​​​​কোথায় ? ওদের ​​​​​​​গায়ের ​​​​​​​চামড়া ​​​​​​​শাদা ​​​​​​​আপনার ​​​​​​​আরাধ্য ​​​​​​​দেবদেবির ​​​​​​​মত l আপনার ​​​​​​​তো ​​​​​​​খুশী ​​​​​​​হওয়া ​​​​​​​উচিৎ ​​​​​​​l 
     
  • প্রত্যয় ভুক্ত | ০৭ এপ্রিল ২০২৫ ১০:৫৪536959
  • বহুদিন পর MP র তুর্কিনাচন ছাগলনাচ দেখে বিমল আনন্দ উপভোগ করলাম, মালটা পুরো খেপে গেছে এবার চক্রব্যূহে ফেঁসে। 
    ইজরায়েলিরা কেন ভারতে আসবে, তাদের তো দেশ ওটাই, ইজরায়েল+প্যালেস্টাইনের promised land. MP একটি আদ্যোপান্ত ইহুদিবিদ্বেষী নাৎসি দেখছি। প্যালেস্টাইনি অর তাদের জঙ্গি সংগঠনগুলোর‌‌ই বরং এবার জান হাতে মানে মানে কেটে পড়া ভালো, অনেকবছর তো পরের জমি দখল করে ভোগ করা হল‌!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত