এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রমিত চট্টোপাধ্যায় | ২৪ মার্চ ২০২৫ ০৮:৪৭536594
  • ওয়ালেট সমস্যা নিয়ে জাস্ট কিছু বলার নেই, হেব্বি। আর আকাঙ্খা মোড়ের কাছের বাজার টাই তো আকাঙ্খা বাজার। 
  • পাপাঙ্গুল | 103.252.***.*** | ২৪ মার্চ ২০২৫ ০৮:৪৫536593
  • এইজন্যই মনে হয় বিনিময় প্রথা উঠে গিয়ে মুদ্রাব্যবস্থা চালু হয়েছিল :D :D
  • পাপাঙ্গুল | 103.252.***.*** | ২৪ মার্চ ২০২৫ ০৮:২৬536592
  • এককের ওয়ালেট সমস্যা পড়ে অনেকক্ষণ হাসলাম। ওয়ালেট ডিজিট্যাল না হয়ে সত্যিকারের হলে এই রকম সমস্যা হয়। 
  • কেলেহাঁড়িতে মুখ ঢাকা ট্রোল (২) | 2401:4900:708e:86ba:8675:8677:d522:***:*** | ২৪ মার্চ ২০২৫ ০৭:৫৮536591
  • অভিজ্ঞতা বলে অভিজ্ঞতা! এক্কেরে মন্দার বোসের রিয়েল লাইপ ভার্সন।
     
    "এক ক্যানিবলের হাঁড়িতে সেদ্ধ হওয়াটাই বাদ ছিল, বাকি প্রায় সবরকমই হয়েছে।"
  • শ্রুদি বাল | 2401:4900:88ad:1ed8:e1e2:4f8d:993f:***:*** | ২৪ মার্চ ২০২৫ ০৭:২৭536590
  • এ আই বলছে :
    Rahul Gandhi's educational background is quite impressive. He completed his undergraduate degree in 1994 from Rollins College in Florida, after initially attending St. Stephen's College in Delhi and later Harvard University ¹.

    He also went on to earn a Master of Philosophy (MPhil) in Development Studies from Trinity College, Cambridge in 1995 ¹.
  • nb | 2405:8100:8000:5ca1::72:***:*** | ২৪ মার্চ ২০২৫ ০৭:০১536588
  • গাঁজাখুরি বোলে তো সুনীল। সেই সময়। প্রথম আলো। না সা সির্ফ নস্যি।
  • PRABIRJIT SARKAR | ২৪ মার্চ ২০২৫ ০৬:৪৯536587
  • ২০১৯ এর ভোটে বিজেপি হারবে এমন হাওয়া ছিল। তখন রাহুল গান্ধীর বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার ছিল। ওর ডিগ্রী নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল - এম এ না করে এম ফিল ক্লাসে ভর্তি হয় কী করে? আমার অন্য গ্রূপে কিছু কট্টর চাড্ডি খোঁজ নিতে বলেছিল (আপনি তো কেমব্রিজেই থাকেন খোঁজ নিন তো)। এখন ইন্টারনেট যুগ। তাই গিয়ে খোঁজ নি' নি। ডেভেলপমেন্ট স্টাডি বিভাগের এম ফিলে ভর্তি হতে এম এ লাগে না। গ্রাজুয়েট ডিগ্রী থাকলেই হয়। রাহুল কোর্স কমপ্লিট করেছে কিনা খোঁজ নি নি। তবে মনে হয় রাহুলের আর যাই দোষ থাক ডিগ্রি না পেয়ে বলবে আমি এম ফিল ডিগ্রিধারী। ওই সময় রাহুল বেশ কিছু বিশিষ্ট অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করেছিল ভারতে দারিদ্র দূর করতে কী করা উচিত। বিশ্ব ব্যাংকের ওই হাতে টাকা ধরিয়ে দাও তত্ব নিয়ে নাড়া চারা হচ্ছিল। অভিজিৎ (তখনো নোবেল পায় নি) আর মৈত্রীশ ঘটকের সঙ্গে আলোচনা হয়েছিল। টাকার সংস্থান কী ভাবে হবে ভাবা হয়েছিল। পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করে মোদি খেলা ঘুরিয়ে দিয়েছিল।
  • &/ | 151.14.***.*** | ২৪ মার্চ ২০২৫ ০৩:৩৬536586
  • ব্রাইটার দ্যানে দেখলাম ট্রিনিটি টেস্টের সময় শুধু দু'খান শ্লোকের রেফা আছে, একটা হল 'দিবি সূর্য সহস্রস্য ভবেদযুগপদুত্থিতা...." টা, আর "কালোহস্মি লোকক্ষয়কৃৎ ..." টা। কিন্তু না সা বাবু দেদার শ্লোক জুড়েছেন, "নভস্পৃশং দীপ্তমনেকবর্ণং..." , "লেলিহ্যসে গ্রসমান সমন্তাল্লোকানসমগ্রানবদনৈজ্জ্বলদ্ভি ..." , এটা হবারই কথা। প্রসন্ন গুরুমশায়ের হাতে পড়েছে ইতিহাস, তার উপরে কমন পড়েছে গীতা !!!! ঃ-)
  • &/ | 151.14.***.*** | ২৪ মার্চ ২০২৫ ০৩:২৫536585
  • আর প্রায় সব বইতে প্রসন্ন গুরুমশাই সাজতেন, নানা ধরণের মাষ্টারি করতেন। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ২৪ মার্চ ২০২৫ ০৩:২৪536584
  • না সা কিন্তু বলতেন যে তিনি পল্লবগ্রাহী। কোন বই থেকে ছায়া-অবলম্বনে লিখতেন সেসব অনেক সময় লেখার ভূমিকায় বলতেন অথবা লেখার মধ্যে বলতেন। যেমন 'তিমি তিমিঙ্গিল' বইটা 'এ হোয়েল ফর দ্য কিলিং' থেকে। এরকম অন্য আরও বইপত্র। সেই হিসেবে ওঁর মৌলিক লেখা খুবই কম, মাত্র কয়েকটা। তবে মৌলিক হোক বা ছায়া-অবলম্বনে, উনি প্রচুর তথ্যাদি দিতেন।
  • syandi | 2401:4900:8828:927a:f0e8:7a88:d02f:***:*** | ২৪ মার্চ ২০২৫ ০২:৪১536583
  • &/ | 151.14.***.*** | ২৪ মার্চ ২০২৫ ০২:২৯ 
     
    এক্সপানশান-এর ব্যাপারটা পুরোপুরি ফুক্কুরী করে বলা। খারাপভাবে নেবেন না প্লিজ।

    আর  না সা -এর কথা বলবেন না। বেশ কিছু বন্ধুবান্ধব না সা-এর বইটাকে প্রামাণ্য় ইতিহাস বলে ধরে নেয়। না সা- উপরচালাকি করতে গেছে। ভদ্রলোক যদি জানত যে ভবিষ্যতে ইন্টারনেট নামে খুড়োর কল আসবে, আর তাতে সব ফ্যাক্ট চেক করা যাবে তাহলে আর ঢপ দেওয়ার রিস্ক নিত না
     
  • &/ | 151.14.***.*** | ২৪ মার্চ ২০২৫ ০২:৩৩536582
  • এমনিতেও, এই যা করেছেন, তার জন্যও ভাবার নাম বেশ কিছু বছর নোবেলের জন্য প্রস্তাবিত হয়েছিল সঙ্গত কারণেই। ভদ্রলোক বহু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ সামলেছেন খুবই কঠিন একটা সময়ে, ভাঙা ভারত স্বাধীন হয়েছে, চতুর্দিকে কষ্ট ও অনিশ্চয়তা, সেই সময়ে ভারতের বিজ্ঞান চর্চার হাল ধরা চাট্টিখানি কথা নয়।
  • syandi | 2401:4900:8828:927a:f0e8:7a88:d02f:***:*** | ২৪ মার্চ ২০২৫ ০২:৩০536581
  • @&/ | 151.14.***.*** | ২২ মার্চ ২০২৫ ১৬:১৩,
     
    আমি ফিজিক্সের লোক নই, তাই ভাবার কাজ সম্পর্কে খুব ভালো আইডিয়া নেই। তবে ভাবা স্ক্যাটারিং-এর নাম শুনেছি অনেক আগেই ফিজিসিস্ট বন্ধুদের কাছে। বিশুদ্ধ ফিজিক্স চর্চা ছাড়াও ওনাকে অনেক অ্যাডমিন্সট্রেটিভ কাজ সামলাতে হয়েছে। TIFR তৈরী, ভারতের আ্যাটমিক এনার্জি প্রজেক্টের কাজ তথা BARC তৈরীর মত গুরুদায়ীত্ব ওনার কাঁধে না চাপলে উনি নিঃসন্দেহে বিশুদ্ধ ফিজিক্স চর্চার পিছনে আরো অনেক সময় দিতে পারতেন।  ওনার হাত ধরে অনেক মুল্যবান দিগন্ত হয়ত খুলে যেত এবং বলা যায় না ভারতে আর একটা নোবেল প্রাইজ আসত হয়ত। TIFR তৈরী বা ভারতের আ্যাটমিক এনার্জি প্রজেক্টের কাজকে কোনভাবেই গুরুত্বহীন কাজ বলছিনা আমি। উনি যা করে গেছেন তার জন্য সমগ্র ভারতবাসীর ওনার প্রতি কৃতজ্ঞ থাকা উচিৎ।
  • &/ | 151.14.***.*** | ২৪ মার্চ ২০২৫ ০২:২৯536580
  • আরে স্যান্ডি, না সা বাবুর বই তো আগে পড়েছি, এতকাল বাদে ব্রাইটার দ্যান এ থাউজ্যান্ড সান্স হাতে এল, ভাবলাম দেখি না সা কতটা এখান থেকে নিয়েছেন আর কতটা নিজে নিজে বুনেছেন। ওই ফার্ম হলে যেখানে অটো হানরা বন্দী ছিলেন বোমের সময়, সেই জায়গাটা পড়লাম। ঘটনাগুলো কারুর বলা বক্তব্যের মতন আছে (লেখক তো আর সত্যি সত্যি কী হয়েছিল জানেন না, লোকজন পরে যা বলেছেন বা লিখেছেন সেই থেকে তুলেছেন), না সা বাবু এক্সপ্যান্ড করে ওই সান্ত্বনা দিয়ে হানকে ঘুম পাড়াবার অংশটা কাব্যিকভাবে জুড়েছেন।
  • syandi | 2401:4900:8828:927a:f0e8:7a88:d02f:***:*** | ২৪ মার্চ ২০২৫ ০২:০৯536579
  • আকাঙ্খা বাজার চিনি না, তবে আকাঙ্খা মোড় বলে একটা জায়গা আছে সিটি সেন্টার টু -এর কাছে। 
  • syandi | 2401:4900:8828:927a:f0e8:7a88:d02f:***:*** | ২৪ মার্চ ২০২৫ ০২:০৭536578
  • @২৪ মার্চ ২০২৫ ০১:১৭,
    আপনার এই পোস্ট দেখে নিশ্চিৎ হলাম যে আপনি বাংলা সেকেন্ড পেপারের ঐ 'এক্সপানশন' জিনিসটা খুব ভালো আয়ত্ত করেছিলেন। মাধ্যমিক না উচ্চমাধ্যমিক কোন একটা পরীক্ষায় আসত বোধ হয়। একটা বা দুটো লাইন দিত, আর বলত ওটাকে কেন্দ্র করে এক্সপান্ড করতে।
  • syandi | 2401:4900:8828:927a:f0e8:7a88:d02f:***:*** | ২৪ মার্চ ২০২৫ ০২:০১536577
  • শিক্ষিত ভারতীয়দের মাইন্ডসেটে যেটা প্রধান সমস্যা বলে আমার মনে হয়েছে সেটা হল ভারতে যে অসভ্য় প্র‍্যাকটিসগুলো চালু আছে এটাকেই এরা গ্লোবাল নর্ম ধরে নেয়। ইওরোপে সম্পন্ন পরিবারের বাচ্চারাও সবাই সরকারী স্কুলে পড়তে যায় —জাতীয় তথ্য জানালে ঠিক এই কারণেই এরা হজম করে উঠতে পারে না। উল্টে সন্দেহ প্রকাশ করে জিজ্ঞাসা করে "ওখানে সরকারী স্কুলে পড়াশোনাটা আদৌ হয়?" 
  • &/ | 151.14.***.*** | ২৪ মার্চ ২০২৫ ০১:৫০536576
  • শুকনো কারেন্সি !!!! ঃ-)
  • একক | ২৪ মার্চ ২০২৫ ০১:৩৮536575
  • এছাড়া,  অর্থ সমাজ এসব নিয়ে খিটকেল একটা সমস্যায় পড়িচি অফ্লেট। মানে, পাতিনেবুর ব্যাপারটা নেহাৎই  ফেতি মনে হলে এটার সমাধান কত্তে পারেন। 
     
     
    এট্টা ছেলেকে কিছুকাল ওয়ালেট হিসেবে নিযুক্ত করেছিলুম। মানে এমনি ভালো ছেলে, ইয়ারপ্রতীম, বিশ্ববিদ্যায় পড়ে কবতে লেকে ইত্যাদি।  তো তাকে বল্লুম : ভাই, আমার ব্যাগে শুকনো রাখা সমস্যা, নানান আপিস সিক্যুরিটি জোন ইত্যাদি পেরোতে হয়,  তোকে ধর পাঁশশো ট্যাকার শুকনো কিনে দিচ্চি। নিজের কাচে রেকে দে। সেই তো ঘুরেঘারে সন্ধেবেলা ঠেকে আসবো তকুন তোত্থেকে নিয়ে খাবো। তুই তো খাস না কোন চাপ নেই। শুধু রেকে দিবি। 
     
     
    তো সে বল্লো : আমার সাত্থ কী?  তুমি মারকেটে বিশ্যেস করো ইদিকে বিনাস্বার্থে হেল্প চাও কেন?  
     
     
    উচিত কতা। তো আম্মো বলে দিলুম,  প্রতি পাঁশশো ট্যাকার শুকনোর মধ্যে পঞ্চাশ ট্যাকার শুকনো তোর। ওটা তুই আমাকে দিবিনা। সরিয়ে রেকে দিবি। এভাবে জমে জমে পাঁশশো ট্যাকার শুকনো হলে আমি বাই ব্যাক করে নোবো। বা তুই চাইলে খোলা বাজারে বেচেও দিতে পারিস।  তো সে ঈষত গাঁই গুঁই করে রাজি হই গালো। 
     
     
    দিব্যি চলচিলো কয়েক মাস। ইতিমধ্যে সে পঞ্চাশ একশো ট্যাকা ধার চেয়েচে,  সে এম্নিই লোকজন চায় কমন আড্ডায়....  প্রতিবার ই আমি তাকে সেই শুকনো কারেন্সির কথা মনে পাড়িয়ে বলেচি,  নো পোব্লেম,  তুই আমার ভাগের শুকনো থেকে চল্লিশ ট্যাকার শুকনো কারেন্সি ভাঙিয়ে নে,  কখনো বলেচি চল তোকে একশো ইউনিট শুকনো ধার দিলুম, এইরকম। 
     
     
     
    গত, শুক্কুরবার আড্ডায় গিয়ে শুনি গোলোযোগ। এক কথায় সবাই আমায় খেস্তাচ্চে,  এসব কী বা ঁড়া এট্টা ছেলেকে তুই এমন করেচিস, সে জনে জনে পঞ্চাস একশো ট্যাকার শুকনো বেচে বেড়াচ্চে!!!  পুরো পেডলার হয়ে গ্যাচে খাতা ফাতা নিয়ে ঘুরচে,  কে দেখেচে নিজেও নাকি বানিয়ে খাচ্চিলো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি !!!  সবাই মিলে আমায় দুষচে :(((( 
     
    কোথায় এট্টা অর্থনৈতিক মডেল বানালুম,  কোন কৃতজ্ঞতা নেই,  এতো স্টেবল এন্ড আপ্রাইজিং কারেন্সি জেনারেট কল্লুম,  পুরো ব্যাপারটাকে ডুবিয়ে দিয়ে এট্টা সামাজিক সমস্যা খাড়া করে দিল নেগেটিভচোদা বাঙালি। আমি সে হতভাগাকে আর ওয়ালেট রাইটস দেবো না বলেচি। মন টা দমে মত গালো আর কী  :/ 
  • &/ | 151.14.***.*** | ২৪ মার্চ ২০২৫ ০১:২৬536574
  • সত্যি সত্যি বাজারের নাম আকাঙ্খা বাজার? নাকি কাব্য করে বলা? সেই 'ভবসংসার বাজারের মাঝে' র মত। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ২৪ মার্চ ২০২৫ ০১:১৭536573
  • শাঁখের করাত। এদিকে গেলে বাঘ, ওদিকে কুমীর। দুর্দান্ত ভালো ছাত্র, ওঁর তো পুরো স্কলারশিপ পাবারই কথা। এদিকে বড়লোকের ছেলে, স্কলারশিপ দেনেওলারা বলে তোমার জন্য তো বাবাই দিতে পারবেন টাকা, এই স্কলারশিপ কোনো দরিদ্র মেধাবীর জন্য ছেড়ে দাও। বাড়িতে বাবা বলেন, শখের প্রাণ গড়ের মাঠ দেখছি, বলে কিনা ফিজিক্স পড়বে! বলি, তারপর কী করবি? কোন শ্বশুর তোর চাকরি নিয়ে বসে আছে? যা গিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ে আয়, তারপরে আমাদেরই জ্ঞাতিগোষ্ঠীর কত কারখানা দেশ জুড়ে, তারই একটায় টপ বস হয়ে বসবি। এই প্রসপেক্ট ছেড়ে বুনো হাঁসের পেছনে কেউ যায়? হুঁ হুঁ বাবা, আমার পকেট থেকেই যখন দিতে হবে, তখন আমি অনিশ্চিতের পেছনে ঢালতে রাজি না। যা বলি শোন খোকা, বিলাত থেকে ইঞ্জিনিয়ার হয়ে আয়।
    খোকা মানে হোমি আর কী করবেন, কাঁদো কাঁদো মুখে বলেন," আজ দাদু থাকলে এরকম হত না। দাদু আমায় বুঝতেন, ছোট্টোবেলা থেকে। উনিই আমায় পাঠাতেন, তোমার টাকা লাগত না।"

    --আমি ভাবতাম এগুলো বাঙালিরই বুঝি হয়। 'দেয়া নেয়া' সিনেমায় সেই যে উত্তমকুমার-কমল মিত্র কেস যেটা কিনা অমর হয়ে গেছে, ঘুরে ঘুরে আসে মীম হয়ে, সেই জিনিস। কিন্তু দেখা যায় সারা ভারতবর্ষে এই জিনিস। বলা যায় না, অন্যত্রও হয়ত।
  • একক | ২৪ মার্চ ২০২৫ ০১:১০536572
  • খীই গুরুগম্ভীর সব সমস্যা আপনাদের। ইদিকে পাতিলেবু বারো টাকা পিস বলচে আকাঙ্খা বাজারে। শ্যালদা গেলেই অবশ্য সাত টাকা। 
     
    তাইবলে পাতিনেবু সাতট্যাকা???  
  • syandi | 2401:4900:8828:927a:f0e8:7a88:d02f:***:*** | ২৪ মার্চ ২০২৫ ০০:২৬536571
  • @lcm | ২৪ মার্চ ২০২৫ ০০:২৪ 
     
    আচ্ছা, ধন্যবাদ !
  • lcm | ২৪ মার্চ ২০২৫ ০০:২৪536570
  • সেটা শুধু সরকারি কর্মচারীদের ডেটা। বেসরকারি কর্মীদের মাইনের কোনো ওপেন ডেটাবেস নেই।
  • syandi | 2401:4900:8828:927a:f0e8:7a88:d02f:***:*** | ২৪ মার্চ ২০২৫ ০০:২১536569
  • @,
    কিন্তু ক্যালিফোর্নিয়াতে তো ডেটাবেস সার্চ করেই এমপ্লয়ার জেনে যাবে যে কার কোন বছর কত স্যালারি ছিল। সেজন্য ক্যালিফোর্নিয়াতে সম্ভবত এমপ্লয়ারের কাছে অর্থহীন এইরকম প্রশ্ন করা। 
     
    ডেটাবেস এখানে: 
  • syandi | 2401:4900:8828:927a:f0e8:7a88:d02f:***:*** | ২৪ মার্চ ২০২৫ ০০:১৪536568
  • "আপনার বর্তমান স্যালারি কত" বা "আগের চাকরীতে আপনার কত মাইনে ছিল" - জাতীয় প্রশ্ন আমার ব্যক্তিগতভাবে খুব আপত্তিকর মনে হয়।
  • lcm | ২৪ মার্চ ২০২৫ ০০:১২536567
  • আমেরিকাতেও ডিপেন্ড করছে কোথায়, কোনো কোনো রাজ্যে আইন আছে, যেমন ক্যালিফোর্নিয়ায় ল -

    California Labor Code Section 432.3 prohibits employers from seeking salary history information of job applicants, including compensation and benefits, either orally or in writing, directly or through an agent.
     
  • syandi | 2401:4900:8828:927a:f0e8:7a88:d02f:***:*** | ২৪ মার্চ ২০২৫ ০০:১০536566
  •  ২৩ মার্চ ২০২৫ ২২:৫৩, 
    টাইপো, কেবল টাইপো
     
    বক্ত্ব্য> বক্তব্য 
  • . | ২৩ মার্চ ২০২৫ ২৩:৫২536565
  • স‍্যান্ডি সরাসরি মূল কোম্পানির সঙ্গে ইন্চারভিউ ইয়োরোপের কোন কোন দেশে করেছেন? ইয়োরোপের প্রত‍্যেকটা দেশ আলাদা। সেই সব দেশের স্থানীয় ওয়ার্কপারমিটের নিয়ম ও ভিন্ন। ইন্টারভিউ এ কী কী জিজ্ঞাসা করা যায় আইনত, সেসবও জানাতে পারি। আমার প্রচুর অভিজ্ঞতা। তবে দেশগুলোর নাম জানালে ভালো করে জানাতে পারবো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত