এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PRABIRJIT SARKAR | ১৩ মার্চ ২০২৫ ২১:২০536233
  • ও বাবা এরকম বলবেন না!
     
    ঠিক! ঠিক! 
     
  • PRABIRJIT SARKAR | ১৩ মার্চ ২০২৫ ২১:১৭536232
  • অনেক বিপ্লবী সে যুগে বাবা কাকার প্রভাবে ছাড়া পেত আর বিদেশ গিয়ে ক্যারিয়ার করত। গরিবরা জেলে পচত। হাত পা কাটা পড়ত। নয়তো কাস্টোডি তে মারা পড়ত ফলস এনকাউন্টারে
  • ... | 17.***.*** | ১৩ মার্চ ২০২৫ ২১:১৩536231
  • ও বাবা এরকম বলবেন না! নকশাল রা মেধাবী ছিল, দেশ বদলের আদর্শে উজ্জীবিত হয়ে লড়াই করতো। ওই দু একটা ভিসি খুন, টিচার খুন, দোকানদার খুন, পুলিশ খুন এগুলি জাস্ট কোল্যাটারাল ড্যামেজ। তারপর ধরুন পরবর্তী জীবনে তারা আমেরিকা বেঙ্গালুরু তে সেটল করে সাহিত্য সংগীত ইত্যাদি চর্চা করেছেন। সেটাও তো দেখতে হবে নাকি! এতো সবাই জানে যে সাহিত্য সংগীত চর্চা কারীরা সবাই মহান। অতএব চুপ করে থাকুন।
  • PRABIRJIT SARKAR | ১৩ মার্চ ২০২৫ ২১:১১536230
  • ওর এলিবাই আর বাবার প্রভাব থেকে কেস উঠে গেছিল। তখন পাসপোর্ট পেতেই পারে। সে যুগে হাওলা ছিল। হয়তো কানাডার ফান্ড ও ছিল। বিদেশে থাকা আত্মীয় ও ফরেক্স দিতে পারে। যাই হোক আমি হঠাৎ খোঁজ খবর করে জেনেছি ওই রানা খুন করেছিল। দলের নির্দেশ ছিল না। ওই ভিসি নিরীহ ভাল মানুষ ছিলেন।
  • . | ১৩ মার্চ ২০২৫ ২০:৫৭536229
  • পয়সাওয়ালা বাবা থাকলে তো এরম হবেই। পাসপোর্ট পেত কীভাবে? পুলিশ ভেরিফিকেশন লাগত না সে যুগে? তখনও ঘুষ টুষ দিয়ে প্রভাব খাটিয়ে পাসপোর্ট বের করা যেত? দুম করে ক‍্যানাডা যাওয়া এত সহজ ছিল কি? ফরেন কারেন্সি তো সেকালে দুর্লভ বস্তু ছিল।
  • PRABIRJIT SARKAR | ১৩ মার্চ ২০২৫ ১৯:৫৮536228
  • ওই ছাত্রটার আলিবাই ছিল। গাড়ি ছিল। তাই পুলিশ কুকুর ওর হদিস পায় নি। ওর সাকরেড পায়ে হেঁটে  ঝিল রোডে কোন এক বাড়িতে  গেছিল। পুলিশ কুকুর ওকে ধরেছিল। আমি কিছুকাল আগে এই নিয়ে ওই যুগের কাগজ নিয়ে পড়ে এই খবর পাই। ওই সময়ে অন্য নকশাল যারা ছিল তাদের থেকে ওই ছাত্রটার involvment জানতে পারি। ওকে ছাড়ানোর জন্য ওই লরি ড্রাইভারকে ও ছেড়ে দিয়েছিল। কানাডায় গিয়ে পড়াশুনা করে এবং শিল্প সাহিত্য চর্চা করত। ২০২ ৩ এ মারা যায়। ফ্রন্টিয়ার পত্রিকায় শোক সংবাদ ও বেরোয়।
     
  • altnews | 2402:3a80:cef:9b8d:c549:7352:9ae7:***:*** | ১৩ মার্চ ২০২৫ ১৯:২০536227
  • The first day of 1971 broke with the news of the arrest of Rana Bose, a chemical engineering student of JU, and Prabhat Barik, a local resident who was a driver by profession. Bose, the son of a well-known doctor, was known to be an active Naxalite. He was imprisoned for well over a year, during which time he was subjected to brutal police torture that left him unable to even walk at one point of time. He was eventually released in late 1971, thanks to the intervention of Bhupesh Gupta, a CPI MP who was a friend of the family. With a gruesome shadow hanging over his head, Bose was unable to secure admissions anywhere in India and eventually migrated to the USA.
     
    https://www.telegraphindia.com/my-kolkata/people/a-turbulent-calcutta-and-the-still-unsolved-murder-of-a-ju-vice-chancellor/cid/2074536
  • PRABIRJIT SARKAR | ১৩ মার্চ ২০২৫ ১৮:৪৬536226
  • ভিসি খুন নকশালী বোমা বাজি ৭০ দশকের গোড়ায় হত। ওই খুন ছাড়া আর কিছু মিডিয়া তে বেরোত না। এখন মিডিয়া কিছু পেটোয়া লোকের সাক্ষাৎ নেয়। তাদের চ্যানেলে বসিয়ে ভাট বকায়। শুধু নেগেটিভ পাবলিসিটি। আমার ছাত্র জীবনে অনেকে ড্রাগ নিত। হিপি কালচার। এখন ক্যাম্পাসে কিছু গাজার আসর বসে। সাধারণ ছাত্রছাত্রীরা কম এসবে থাকে। আমার মেয়ে ওখানে 5 বছর পড়েছে আর আমি বারো বছর পড়িয়েছি.। বাঙালির গর্ব হবার বদলে গর্ভশ্রাব করা হচ্ছে মিডিয়া আর রাজনীতির চালে। সামান্য পোস্টার নিয়ে হৈ চৈ হচ্ছে। নকশাল যুগে রোজ সি আর পির সঙ্গে মারপিট হত। বিপ্লবের পোস্টার পড়ত।
  • PRABIRJIT SARKAR | ১৩ মার্চ ২০২৫ ১৮:৩৪536225
  • আপনি ষাট সত্তর দশকে কলেজ বিশ্ব বিধ্যালয়ে পড়েছেন বা পড়িয়েছেন? সেই যুগে কোন সরকারের সাহস হত না নির্বাচন বন্ধ করে দেওয়া। তখন এত টি আর পি সিকিং মিডিয়া ছিল না। ওই যাদবপুরে প্রকাশ্যে ভিসি খুন হয়। প্রভাবশালী ডাক্তার বাবা ওই খুনিকে কানাডা পাঠিয়ে দেয়। জাল সার্টিফিকেট জোগাড় করে দেয় ওই খুনি তখন এক্স রে করাচ্ছিল।
     
    কলেজ হোস্টেলে জুনিয়রদের উপর অত্যাচার বহু জায়গায় হয়। আজকের জুনিয়র কালকের সিনিয়র তাই বাইরে খুব কম রিপোর্ট হয়। খুন হলে রিপোর্ট হয় হৈ চৈ হয়। এসবের মধ্যে যাদব পুরে জ্ঞান চর্চা হয়। ছাত্র নির্বাচন আমি বেশ কয়েকবার করিয়েছি। একটা বোমা ও ফাটেনি। পুলিশ লাগেনি। বঙ্গবাসী কলেজে যখন ছিলাম ব্যাপক বোমাবাজি হত। মিডিয়া দেখতে যেত না। ভারত বর্ষে বেসরকারি ক্ষেত্রে যাদব পুর এক নম্বর। নোংরা রাজনীতি করে সরকার সেখান থেকে নামাতে চাইছে।
     
     
     
     
     
     
     
     
     
     
     
  • . | ১৩ মার্চ ২০২৫ ১৭:৪৩536224
  • যাদবপুরে তো নিয়মিত শুনি মারামারি হয়। হতে পারে এলিট বিশ্ববিদ্যালয়, কিন্তু যে রেটে মারামারি হয়, র‍্যাগিং হয়, ছাত্রমৃত‍‍্যু পর্যন্ত ঘটেছে, যেগুলো গর্ব করবার মতো ব‍্যাপার নয়, সেক্ষেত্রে এই সিদ্ধান্ত নিয়ে অবাক হবার মতো কিছু দেখছি না। টিভিতে মারামারির দৃশ‍্যগুলো দেখলে বিশ্বাস করে শক্ত যে ওটা একটা শিক্ষাপ্রতিষ্ঠান। এখন তো ওখানে পুলিশ ফাঁড়িও থাকবে বলে খবরে দেখলাম। নকশাল আমলের মতো খুনোখুনি মারামারি ২০২৫ এ চলছে ভাবা শক্ত।
  • PRABIRJIT SARKAR | ১৩ মার্চ ২০২৫ ১৭:২৭536223
  • যাদবপুর বিশ্ব বিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তকমা পেল না। কেন্দ্র হাজার কোটি দিত। রাজ্য ম্যাচিং গ্রান্ট হাজার কোটি দেবে না। এর আগে আই আই টি স্ট্যাটাস পাবার দাবি উঠেছিল। প্রথমে বামরা বাগড়া দিল। তিনুদের আমলে আবার দাবি উঠল। পিসি রাজি হয়নি।
  • কেলেহাঁড়িতে মুখ ঢাকা ট্রোল (২) | 2401:4900:3be2:11d0:cb59:e433:be2c:***:*** | ১৩ মার্চ ২০২৫ ১৬:১৬536222
  • উফ্‌, বাবাগো। এত দু:শ্চিন্তা দেখলে টেনশন হয়। আফনাদের কাজকাম নাই? 
  • PRABIRJIT SARKAR | ১৩ মার্চ ২০২৫ ১৫:৪০536221
  • দুই বাংলার ভবিষৎ অন্ধকারে ঢাকা। ব্যক্তিগত ভাবে যারা বাংলা ছেড়ে যাচ্ছে তারা উন্নতি করছে। আমরা যারা নানা কারণে যেতে চাইনি বা যেতে পারিনি তারা ভুগছি।
  • MP | 115.187.***.*** | ১৩ মার্চ ২০২৫ ১৫:০৬536220
  • @প্রবীরজিৎ , কিছুই হবেনা এই ডাইনোসর নিয়ন্ত্রিত বর্তমান কাঠামোতে | বাঙালীর নবজাগরণ জাতীয় কিছুটা উন্নতি হয়েছিলো ব্রিটিশ আমলে , ইংরেজি শিক্ষার মাধ্যমে | আর কোনোসময়েই কিছু হয়নি কোনোদিনই কিছু হবেনা | এটাই বাস্তব | ১৯৪৭ সালের পর থেকে তো শুধুই হতাশা | আর কোনোদিনই কিছু হবেনা | 
  • PRABIRJIT SARKAR | ১৩ মার্চ ২০২৫ ১৪:৫২536219
  • গণ তন্ত্রের সুযোগ নিতে হবে এই নিচের তলার মানুষদের। যাতে মন্দের ভাল কিছু হয়। যুগ যুগ ধরে যে কাঠামো গড়ে উঠেছে তার মধ্য থেকেই নিজেদের সংগঠিত করে এগোতে হবে।
  • MP | 115.187.***.*** | ১৩ মার্চ ২০২৫ ১৪:১২536218
  • @প্রবীরজিৎ , এদেশ কোনোদিনই সমাজতান্ত্রিক হবেনা | ৮০ বছরে হয়নি আরো কখনোই কোনোদিনই হবেনা | এটা মেনে না নিলে কোনোদিনই সত্যের কাছাকাছি পৌঁছোন যাবেনা | এদেশ চিরকালই ক্রোনি ক্যাপিটালিস্ট ডাইনোসরদের সাম্রাজ্যবাদের রাজত্ব ছিলো আছে থাকবে | মুঘল মারাঠা রাজপুত ব্রিটিশ কংগ্রেস সংঘ পরিবার যেই গদীতে বসুক না কেন | এটাই বাস্তব | এখন আমাদের মত সাধারণ নিম্ন বিত্ত মানুষ কিভাবে এই বাস্তবের মধ্যে চলবে সেটাই আসল কথা | 
  • PRABIRJIT SARKAR | ১৩ মার্চ ২০২৫ ১৪:০২536217
  • যে কোন সংরক্ষণ ই সমস্যার সৃষ্টি করে। তাই অনন্তকাল সেই সংরক্ষণ চলা বাঞ্চনীয় নয়। রাষ্ট্রকে এসব খেয়াল রাখতে হবে। রাষ্ট্র পুরোপুরি সমাজতান্ত্রিক না হলে দেশীয় পুঁজিপতিদের উপর নির্ভর করতে হয় দেশটির অর্থনৈতিক বিকাশের জন্য। তারা সুযোগ নেয়। নানা লবির মাধ্যমে নিজেদের স্বার্থ সিদ্ধি করে। দেশের বিকাশ ব্যাহত হয়। আবার সমাজতান্ত্রিক হলে পার্টির দাদা নিজের স্বার্থ সিদ্ধি করে। দুটো ক্ষেত্রেই জনগণকে সচেতন হতে হবে।
  • MP | 115.187.***.*** | ১৩ মার্চ ২০২৫ ১৩:১৪536216
  • @রমিত , আপনার সঙ্গে আমি পাবলিক ট্রান্সপোর্টের প্রসার নিয়ে একমত | কিন্তু ডাইনোসরেরা যারা টাটা মোটোর্স্ মাহিন্দ্রা মারুতি চালাচ্ছে এতো বছর ধরে , তারা তো এসব হতে দেবেইনা | এদেশে যতদিন এই ডাইনোসরেরা সরকারী সংরক্ষণ পাবে কোন আশা নেই আমার আপনার আকাঙ্খা পূরণে |
  • MP | 2401:4900:314c:7f48:a1f0:e017:1557:***:*** | ১৩ মার্চ ২০২৫ ১২:৪৩536215
  • @রমিত , আপনি ঠিকই বলেছেন l যেটা চাইছেন আমিও সেটাই চাই l কিন্তু পাবো কি ?
  • রমিত চট্টোপাধ্যায় | ১৩ মার্চ ২০২৫ ১২:৪০536214
  • সাথে পার্সোনাল গাড়ির ওপর আরো ট্যাক্স বসানো দরকার। পার্সোনাল গাড়ির ব্বিক্রি কম করতে। কিছু কিছু ব্যস্ত শহর এলাকায় কনজেশন ট্যাক্স চালু করা দরকার।
  • রমিত চট্টোপাধ্যায় | ১৩ মার্চ ২০২৫ ১২:৩৮536213
  • আপনি যখন নিম্নবিত্ত সাধারণ কনজিউমার, আপনার দাবি তোলা উচিত নিয়মিত, পর্যাপ্ত এবং পরিবেশ বান্ধব গণ পরিবহন এর। পার্সোনাল ইলেকট্রিক গাড়ির নয়। ইলেকট্রিক গাড়ি চার্জ দিতেও তাপবিদ্যুৎ লাগে, যেটা পরিবেশ বান্ধব নয়। প্রচন্ড ট্রাফিক জ্যামের যে সমস্যা তা ইলেকট্রিক গাড়ি দূর করবে কি জন্য। সেজন্য ইলেকট্রিক বাস, মেট্রো, ট্রেন এসব দরকার, এবং প্রচুর পরিমানে দরকার। 
  • MP | 2401:4900:314c:7f48:a1f0:e017:1557:***:*** | ১৩ মার্চ ২০২৫ ১২:৩০536212
  • @প্রবীরজিৎ , দেখুন দেশীয় ডাইনোসরেরা কোনোদিনই আন্তর্জাতিক বাজারে লড়তে পারবেনা যতদিন এরা সরকারী সংরক্ষণ পাবে l আমি একজন নিম্নবিত্ত খুব সাধারণ কনজুমার আমি আমার ভীষণ স্বল্প ক্রয়ক্ষমতার মধ্যে বায়ু দূষণ হবেনা এরকম ইলেকট্রিক কার চাই l গবেষণা করে উন্নতি কোনোদিনই করবেনা ডাইনোসরেরা যেহেতু তারা সরকারী সংরক্ষণ পায় l কাজেই বিদেশী প্রোডাক্টই দরকার যেহেতু অন্য কোন বিকল্পই নেই l দেশীয় শিল্পের প্রসঙ্গে বলতে পারি যে বাংলাতে কখনোই শিল্প আসবেনা যেহেতু গত সত্তর বছর ধরে গুজরাট মহারাষ্ট্র তামিলনাড়ু কর্নাটকে সব শিল্প আছে থাকবে l কাজেই যেহেতু এরাজ্যে কোন শিল্প নেই , অন্য রাজ্যে শিল্প থাকলো কি বন্ধ হলো তাতে বাংলার কি যায় আসে ? আপনি তো সাম্রাজ্যবাদের বিরোধী তাহলে গুজরাট মারাঠি তামিল এসব ডাইনোসরদের সাম্রাজ্যকে টিকিয়ে রেখে দিতে চাইছেন কেন ?
  • PRABIRJIT SARKAR | ১৩ মার্চ ২০২৫ ১১:৫৯536211
  • গরু হারালে গরু খোঁজা বেশ পরিশ্রমসাধ্য কাজ। গবেষণা ও তাই। এইজন্যই হয়ত নিপাতনে সিদ্ধ সন্ধি গো যুক্ত এষণা থেকে গবেষণা ।
  • :|: | 2607:fb90:bda7:259b:9531:3cea:5f58:***:*** | ১৩ মার্চ ২০২৫ ১১:৩১536210
  • অফ কোর্স। গো + এষণা = গবেষণা। বাই ডিফল্ট সব গবেষণাতেই গরু থাকে। এগারোটা তিনকে বললুম। 
  • কেলেহাঁড়িতে মুখ ঢাকা ট্রোল (২) | 2401:4900:3bfd:fb22:ba5f:1666:3f0f:***:*** | ১৩ মার্চ ২০২৫ ১১:০৩536209
  • গবেষণায় গরু আছে? নইলে পয়সা নেই। শুদু হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা আস্ফালন আছে।
  • PRABIRJIT SARKAR | ১৩ মার্চ ২০২৫ ১১:০২536208
  • বাটা ভারতে নানা জায়গায় উৎপাদন করে। বিদেশ থেকে আমদানি করে বিক্রি করে না। এই কারণে এক সময়ে নুংগী বাটানগর সমৃদ্ধি লাভ করেছিল।
  • একক | ১৩ মার্চ ২০২৫ ১০:৫০536207
  • যে গাড়ি চার্জ দিতে তিরিশ মিনিট লাগে তা দিয়ে ভারতের পরিবহন চলতে পারে না। গাড়ি বিক্কিড়ি বাড়লে চার্জিং স্টেশন বাড়বে ঠিকই কিন্তু মূল টেকনোলজিতে বিশাল উন্নতি দরকার।  সুপার ক্যাপাসিটর নিয়ে গবেষণা বহুদিন একজায়গায় থেমে। ব্যাটারি পালটে নতুন স্লট বসিয়ে দেওয়া নিয়ে মাঝে কথা চলছিলো,  কিন্তু সেটাও দামসই হয়নি। প্রি চার্জড জেল আনতে পারে কেও??  তেলের মতই ট্যাংক ফীল করে দেওয়া হবে কিন্তু কাজ করবে ব্যাটারির মত???  
     
    ইন্ডিয়া কোথায় এসব গবেষণায় পয়সা ঢালবে তানয় হাতে গোনা উচ্চ-মধ্যবিত্ত সেকেন্ডারি ভেহিকল হিসেবে ইলেক্ট্রিক এসিউভি শো অফ করবে সেই নিয়ে মাতামাতি করচে। 
  • কেলেহাঁড়িতে মুখ ঢাকা ট্রোল (২) | 2401:4900:3bfd:fb22:ba5f:1666:3f0f:***:*** | ১৩ মার্চ ২০২৫ ১০:০৮536206
  • বাটা ভারতীয় কোম্পানি নয় কিন্তু।
  • &/ | 107.77.***.*** | ১৩ মার্চ ২০২৫ ০৯:৩২536205
  • আবাপ লিখেছে  মরাঠা 
  • :|: | 2607:fb90:bda7:259b:9531:3cea:5f58:***:*** | ১৩ মার্চ ২০২৫ ০৯:০৯536204
  • এখন দেড়শো কোটি মানুষের ডেটা বিক্কিরি করে দিতে পারে কি? এরা তো পুরো ইনফরমেশনের ব্যবসায় ঢুকে গেলো! 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত