এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • MP | 2401:4900:707c:60e3:11aa:b786:ca21:***:*** | ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪২535572
  • গাজার মানুষকে আশে পাশের আরব দেশগুলোতে পাঠানোর বিরুদ্ধে একটা বড় যুক্তি হলো যে আশে পাশের দেশগুলোর অর্থনীতি খুবই খারাপ অবস্থায় l মিশর জর্ডন লেবানন সিরিয়া প্রত্যেকটা দেশেই অর্থনীতির খুবই খারাপ হাল l এখন কুড়ি পঁচিশ লাখ লোককে ভরণ পোষণের ক্ষমতা নেই কারুরই l লেবানন সিরিয়া এসব দেশগুলো তো রীতিমত গৃহযুদ্ধ বিদ্ধস্ত l আর যে  ট্রাম্প সাহেব নিজের দেশেই সরকারী কর্মী ছাঁটাই করছে ব্যাপকহারে সে কোন দুঃখে গাজার প্যালেস্টিনিয়ানদের ভরণপোষণ করবে ? আমি নিজে মনে করি যে , ইস্রাঈল গাজা ওয়েস্ট ব্যাংক জেরুসালেম নিয়ে post-apartheid দক্ষিণ আফ্রিকার মতো একটা ফেডারেল সেক্যুলার রাষ্ট্র হোক যেখানে আরব ইহুদী আশেখেনাজি মুসলমান খ্রিষ্টান সবারই সমান অধিকার থাকবে l এটা ছাড়া আর কোনো সমাধানই নেই সে সদানন্দ ধূমেরা যাই বলুন না কেন l 
  • MP | 2401:4900:707c:60e3:11aa:b786:ca21:***:*** | ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪১535571
  • @রঞ্জন , গাজা স্ট্রিপে প্যালেস্টিনিয়ানেরা সংখ্যাগুরু l গত সত্তর বছর ধরেই এই ব্যাপার l 
  • MP | 2401:4900:707c:60e3:11aa:b786:ca21:***:*** | ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৯535570
  • গাজাতে এখনো প্রায় কুড়ি লক্ষ প্যালেস্টিনিয়ান আছে l জেনোসাইডের ফলে অবশ্য ৬০ হাজার থেকে ছয় লাখ প্যালেস্টিনিয়ান মারা গেছেন বলে আশঙ্কা l ছয় লাখের সংখ্যা ল্যানসেট রিপোর্ট এবং ট্রাম্পের কথার সূত্র থেকে এসেছে l ইসরাইল গাজা এবং ওয়েস্টব্যাংক নিয়ে জনসংখ্যার বিন্যাস নিয়ে নানা বক্তব্য আছে l এই তিনটি ভূখণ্ডকে একসঙ্গে ধরলে ইহুদী প্যালেস্টিনিয়ান সংখ্যা প্রায় সমান সমান তবে ২০২৩ সালের আগে কিছু ইসরাইলী বিষেশজ্ঞের মতে প্যালেস্টিনিয়ানেরা কিছুটা হলেও এগিয়ে থাকবে l হয়তো সেজন্যই এই জেনোসাইডের আয়োজন l তবে এই সংখ্যাতে আমরা জর্ডন সিরিয়া লেবানন বা মিশরের প্যালেস্টিনিয়ানদের সংখ্যা ধরছিনা ওদের ধরলে প্যালেস্টিনিয়ানদের সংখ্যা আরো বাড়বে l 
  • দীপ | 2402:3a80:196b:9b5f:678:5634:1232:***:*** | ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৮535569
  • প্রতুল মুখোপাধ্যায় প্রয়াত।
    শিল্পীকে সশ্রদ্ধ প্রণাম!
  • PRABIRJIT SARKAR | ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:২৬535568
  • দুই পাকিস্তানে দেশের মধ্যে সংখ্যালঘু হিন্দু কিন্তু অনেক জেলায় সংখ্যাগুরু হিন্দু মেরে ওদের সংখ্যা লঘু বানানো হয়েছে। মালদা মুশিদাবাদে সেই মার দিয়ে মুসলিমদের সংখ্যা লঘু বানানো হয়নি। ভারতে তখন সেকুলার ব্যাপারটা ছিল। হয়তো স্ট্র্যাটেজিক কারণে। নইলে অনেক এলাকা ভারতের মধ্যে পাকিস্তান হত। দুটোর জায়গায় অনেক পাকিস্তান হত। গাজায় তো প্রায় জন শূন্য অবস্থা। গাজা যুক্ত ইসরাইল মনে হয় এখন ইহুদি মেজরিটি। ইসরাইল হবার পর বা তার আগে থেকেই ইহুদীরা দলে দলে আসতে থাকে।
  • Ranjan Roy | ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৩৮535567
  • আমার একটা প্রশ্ন,  মানে জানতে চাইছি আর কি:
    লিংকে দেয়া সমস্ত উদাহরণে, ভারত পাকিস্তান সমেত, ট্রান্সফার হয়েছে সংখ্যালঘু জনগোষ্ঠীর--স্বেচ্ছায় বা বলপ্রয়োগে।
     
    কিন্ত গাজা স্ট্রিপে প্যালেস্তিনীয়রা কি সংখ্যালঘু?
    নইলে এই তুলনা নিরর্থক। 
     
    আমি জানি না, জানতে চাই। 
  • PRABIRJIT SARKAR | ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:১৭535564
  • সদানন্দ ওয়াল স্ট্রিট জার্নালে লিখেছেন: President Trump’s idea that the U.S. will take over the Gaza Strip and relocate two million Palestinians has elicited outrage and derision. But even if the idea never comes to fruition, it has this virtue: It puts a spotlight on the world’s double standard toward Israel.
    Many population transfers have taken place over the past century. In the 1920s, Greece and Turkey agreed to a forced population swap: Greek Orthodox Christians in Turkey moved to Greece, while Muslims in Greece moved to Turkey. After World War II, millions of Indians and Pakistanis were forced to find new homes, as were ethnic Germans from Czechoslovakia and the Soviet Union. In the 1970s, Uganda expelled Indians. Only in the Palestinian case has the refugee question festered endlessly.
  • সদানন্দ ধূমের একটা লেখা | 165.225.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০০:২১535563
  • লেখাটা যে কাগজে বেরিয়েছে (ওখানেই উনার নিয়মিত কলাম বেরোয়), সেই প্রভাবশালী কাগজের মালিকপক্ষ জায়নবাদী। তবে সে লেখার নীচে রাশি রাশি, বস্তুতপক্ষে আমি যে কটায় চোখ বুলাবার সময় পেয়েছি তার প্রায় সবাই, লেখাটার বিরোধিতা করেছেন, জায়নবাদীরা শুদ্ধ- বিশেষ করে ভারত- পাকিস্তান ভাগের সঙ্গে এর তুলনা করার জন্যে।  
  • পথিকে ধাঁধিতে | 2600:6c5a:15f0:1f40:4828:1544:9612:***:*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৫535562
    • ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২১
    • ... চুপ করুন। আপনার কোন পোস্টে আর আমি নেই। যতই প্রভোক করুন।
  • PRABIRJIT SARKAR | ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৭535561
  • এখনো বৃহৎ সাম্রাজ্যবাদীরা বিশ্ব নিয়ন্ত্রণ করে। আগেরবার ট্রাম্প জেরুজালেম কে ইসরাইলের রাজধানী ঘোষণা করে ওদের দূতাবাস ওখানে নিয়ে গেছিল। এবার গাজায় হোটেল বানাবে।ওখানকার বাসিন্দারা আসে পাশের দেশে আশ্রয় নেবে উনি সেটাই চান। খুব সিরিয়াসলি চাইলে কারুর কিছু করার আছে? এখানে ওখানে সুইসাইড বোম্বিং বা এলোপাথারি ছুরি মারা জাতীয় সন্ত্রাস দিয়ে বিশেষ কিছু কি হবে? গ্রিনল্যান্ড দখল করতে চাইলে এর চেয়ে বেশি বাধা আসবে।
  • PRABIRJIT SARKAR | ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৮535560
  • ট্রাম্পের আগের প্রেসিডেন্ট বাইডেনের আমলে সি আই এ আর পাক আই এস আই পুরো ব্যাপারটার মাস্টার মাইন্ড। এখন হয়তো হাত গুটিয়ে নিয়েছে।
  • সিবিআই | 208.127.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১২535559
  • "দরজা, জানলা এমনকি আলমারি, বাদ গেল না কিছুই! ত্রিপুরায় সিবিআই অফিস ফাঁকা করে দিল চোরেরা"
    https://www.anandabazar.com/india/theft-at-cbi-office-in-tripura-dgtl/cid/1581854

    কী কান্ড।
  • MP | 2401:4900:7086:8bd0:837e:6fc0:c5a5:***:*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৬535558
  • @প্রবীরজিৎ , ট্রাম্প একেবারেই মিথ্যা কথা বলছে l CIA ভূমিকা ২০২৪ অগস্টের বিপ্লবের পিছনে আছেই l নাহলে এসব হতোইনা l তবে বাংলাদেশ নিয়ে ট্রাম্পের হাত তুলে দেওয়াটা ভারতের পক্ষে ভালো খবর নয় l কাশ্মীর মনিপুর নিয়েই হাল খারাপ এখন বাংলাদেশ নিয়ে কিছু করবার ক্ষমতা কৈ ? 
  • Prabirjit Sarkar | 2401:4900:8828:d112:8c6f:a788:4ae9:***:*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৫535557
  • আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্প জানিয়েছেন, বাংলাদেশের বিষয়টি তিনি মোদীর উপরেই ছাড়ছেন। ওই দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে আমেরিকার কোনও গুপ্ত ভূমিকা নেই বলেও দাবি করেছেন তিনি।
  • MP | 2409:4060:215:8651:d05f:9874:3a1a:***:*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৪535556
  • প্যালেস্টাইনের উপরে জায়নবাদী জেনোসাইড আর বর্তমানে ট্রাম্পের গাজাকে একটা রিভিয়েরা বানানোর পরিকল্পনার উপরে আজকে অন্তর্যালে ভারতীয় ভূ রাজনীতি বিশেষজ্ঞ সদানন্দ ধূমের একটা লেখা পড়লাম l এই লেখক আগেও এধরণের বিষয়ের উপরে অনেক লেখা লিখেছেন সেই লেখা পড়ে তাকে জায়নবাদীদের প্রোপাগান্ডিস্ট বলেই মনে হয় l এই লেখার মূল বিষয়টা হচ্ছে যে দক্ষিণ এশিয়া দেশভাগ ইউরোপে আফ্রিকা সবজায়গাতেই এধরণের পপুলেশন ট্রান্সফার হয়েছে কাজেই গাজাতেও এটাই একমাত্র সমাধান l গুরুতে প্রবীরজিৎ আমাকেও এবিষয়ে  একই কথাই বলেছেন অন্যভাবে l ধূমে মূলত গাজার মানুষকে বলছেন , তোমরা যুদ্ধে হেরে গেছো কাজেই তোমাদের এখন আর অধিকার নেই তোমাদের নিজের জমির উপরে l তোমরা দুর্বল কাজেই এপৃথিবীতে তোমাদের অধিকার নেই , ইস্রাঈল আম্রিকা যেহেতু সবল তাই তাদের অধিকার আছে তোমাদের জমি নিয়ে যা খুশী করবার l  এখন ঘটনা হচ্ছে যে প্যালেস্টাইনের মানুষের তাদের নিজের জমিতে নিজের ইচ্ছামত বেঁচে থাকবার অধিকার জায়নবাদ তার সামরিক শক্তির জোরে গত একশো বছর ধরেই অস্বীকার করছে l এটাই প্যালেস্টাইনের মানুষের লড়াই গত একশো বছর ধরে l জায়নবাদ বলে যাচ্ছে , তোরা মানুষ নয় , তোরা যুদ্ধ্ হেরে গেছিস , তোদের কোন অধিকার নেই l প্যালেস্টাইনের মানুষ গত একশো বছর ধরেই জায়নবাদের চোখে চোখ রেখে বলছে , "না আমরা হারিনি , হারবোনা , তোমাদের অস্ত্রের থেকেও আমাদের অধিকারের জোর বেশী l" অর্থাৎ একদল মনে করে অস্ত্রের জোরে তারা দাবিয়ে রাখছে আর একদল সমান অধিকার দাবি করে শুধুমাত্র তারা মানুষ বলে l  ট্রাম্প কি পারবে এই জেদকে হারাতে ? দেখা যাক l তবে ধূমের মত লোক কোন দলে বোঝাই গেলো l 
  • PRABIRJIT SARKAR | ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:২২535555
  • ঠিকই মানুষ বদলায় রাজনীতি ও বদলায়। এক সময় কমিউনিস্ট আর এস এস এক যোগে নেতাজির নিন্দা করত। তোজোর কুকুর বলত। বঙ্গে ক্ষমতায় এসে সিপিএম ভুল স্বীকার করেছিল। বিজেপি ও দেখছি শ্যামা পোকার সার্টিফিকেট নেতাজির থেকে জোগাড় করছে।
  • . | ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৪২535554
  • @অরণ‍্য
    আমার চুক্তি নেহাতই রিটার্ন টিকিটের তারিখ।
    এতটাই ওভারহাইপড এই দেশ যেখানে এসেছি অন‍্য পর্যটকদের কথা শুনে এবং মেনে।
     
    অন‍্য প্রসঙ্গে, বাংলাদেশের মধ‍্যে মৌলবাদের চাষ এতটাই দীর্ঘ সময় ধরে হয়ে চলেছে যে তা এখন কল্পনা করা কঠিন। মডারেট এবং রীতিমতো উচ্চ শিক্ষিত তরুণদের মধ‍্যেও সে সময়ে দেখেছি ধর্মের নামে কীভাবে ঘৃণার বীজ তাদের মনে প্রোথিত হয়েছে। তারা নিজেরাই হয়তো জানতো না যে এরকম হয়ে যাচ্ছে তারা। আবার এও দেখেছি সর্বসমক্ষে মুখে উদারতার কথা, একটু আড়াল হলেই মনের ভেতর থেকে বেরিয়ে আসে চাপা ঘৃণা।
     
    দেশভাগ (১ এবং ২, অর্থাৎ ১৯৪৭ এবং ১৯৭১) এর ফলে দেশটা দুবার বিদ্ধস্ত তছনছ হয়েছে। তার প্রভাব তো সমাজ ও অর্থনীতিতে পড়েছে,  সঙ্গে ব‍্যাপক জনসংখ্যা, ভারী ও মাঝারি শিল্পের অভাব। সমস্যার সমাধান হয় নি, সেই সুযোগে শিকড় বিস্তার করেছে মৌলবাদ। শাসকরা তো ডাকাতি করেইছে।
  • দীপ | 2402:3a80:196f:d519:878:5634:1232:***:*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ০০:২৫535553
  • ১৯৪৬ এর সময় মুসলিম লীগের নেতা সুরাবর্দী, মুসলিম লীগ তাঁর দ্বারাই নিয়ন্ত্রিত। মুজিব তখন অনেক তরুণ, দলে সবেমাত্র যোগ দিয়েছেন, প্রথম সারির নেতাও নন। সেক্ষেত্রে মুজিব কতোটা দায়ী হতে পারেন?
     
    সুরাবর্দী অবশ্যই এর জন্য দায়ী।  মুজিব কতোটা দায়ী না পড়ে বলতে পারবো না।
    বর্তমান বাংলাদেশ সরকার মুজিব ও তাঁর পরিবার নিয়ে একের পর এক মিথ্যাচার করছে। সেক্ষেত্রে সুনির্দিষ্ট প্রমাণ না পেয়ে একতরফা সিদ্ধান্ত নেওয়া উচিৎ নয়।
     
     এ বিষয়ে আরো অনেক পড়াশোনা করতে হবে।
  • aranya | 2601:84:4600:5410:9440:a34f:5710:***:*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ০০:১৩535552
  • চুক্তি ভাঙা না গেলে সমস্যা বটে, @সে 
    বহু বছর আগে সাতশ পাহাড়ের দেশ সারেন্ডায় ঘুরতে গিয়ে এক দমবন্ধ অবস্থায় পড়েছিলাম। যে রিসর্টে ছিলাম, পরে বুঝলাম তার মালিক নিজেই পোচার। সেখানে অন্য কোন জন বসতি নেই, রিসর্ট ছেড়ে যেতে হলেও ঐ লোকটির সম্মতি লাগবে, তার গাড়ী ব্যবহার করতে হবে, সে এক কেলো   
  • . | ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৮535551
  • এখানে ভ‍্যালেন্টাইন্স ডে শুরু হয়ে গেছে। তবে যে ধারণা নিয়ে এখানে এসেছিলাম, সবই বিগত কয়েকটা দিনে ভেঙে চুরমার হয়ে গেছে।
    চুক্তি মতো আরও থাকতে হবে, তাই থাকব।
    তারপরে অন‍্য আর একটা দেশে যাব বেড়াতে। হয়তো সেখানে এখানের চেয়ে ভালো। এখানে শুধুই মন্দ অভিজ্ঞতা হচ্ছে। ভালো লাগছে না।
    আর ঘন্টা তিনেক পরে ভোরের আজানের শব্দ শোনা যাবে।  এতটা দমবন্ধ আগে কোনও ভ্রমণে অনুভব করি নি।
  • . | ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৯535550
  • আরজিকর এখন প্রতিবাদ হয়েই থাকবে। বাকিটা ফেইড আউট হয়ে যাবে।
     
    আজ অন‍্য একটা জিনিস অনুভব করলাম, যাকে বলে উপলব্ধি করলাম। একটা জায়গায় এসেছি ছুটিতে। না এলেও চলত। নেহাত অনেক কিছু জড়িত, তাই বাধ‍্য হয়ে আসা। এখানে এসে পর পর কিছু ঘটনাবলীর মধ্যে দিয়ে গিয়ে বুঝলাম যে, শুধু যে চুড়ান্তভাবে ধর্মের প্রতি আনুগত্য মানুষকে পিছিয়ে রাখে, তাই ই নয়, ধর্ম ছাড়াও আরও কিছু ফ‍্যাক্টর আছে, "পিছিয়ে পড়া টুকুই" বেচে খাবার একটা শর্টকাট রুট। 
    এইটে আমাকে ভাবাচ্ছে। এটা আগে ভেবে দেখি নি।
  • . | ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৯535549
  • ঠিক কথা।
    মানুষ বদলায়।
     
    একটু পরবর্তীতে যা ঘটছিল বাংলাদেশের মধ‍্যে, আশি এবং নব্বইয়ের দশক জুড়ে লাগাতার মৌলবাদের চাষ। তখন বাইরে থেকে টের পাওয়া যায় নি। সেসময়ের টার্ম ছিল পেট্রোডলার, সেই অর্থ দিয়ে হুহা তৈরি হয়েছিল এসবের আখড়া। বেশি ডিটেলস এ যাব না, কন্ট্রোভার্সি কম পড়ে নি। কিন্তু আমি বেশ কাছ থেকেই দেখেছি সেসব। 
    গত অগস্টে যা হয়েছে, তা বেশ দেরি করে হয়েছে বলে আমার ধারণা। অনেক আগেই হতো, হতে পারতো আরও দশ পনেরো বছর আগেই। এত লেট করে হলো কেন সেটাই বিষ্ময়কর। 
  • aranya | 2601:84:4600:5410:9440:a34f:5710:***:*** | ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০১535548
  • বইমেলায় শেষদিন আরজিকর নিয়ে প্রতিবাদ হয়েছে দেখলাম। ভাল 
  • aranya | 2601:84:4600:5410:9440:a34f:5710:***:*** | ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৬535547
  • মানুষ তো বদলায়। পরবর্তী কালে মুজিবের কোন সাম্প্রদায়িক ভূমিকার কথা জানা যায় না। স্বাধীন বাংলাদেশের সংবিধান ও ধর্মনিরপেক্ষ ছিল 
  • . | ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩১535546
  • হ‍্যাঁ গ্রেট ক‍্যালকাটা কিলিং এর সঙ্গে ওঁর ভূমিকার ব‍্যাপারটা সত‍্য।
    এ খবর অনেক আগেই প্রকাশ হয়েছিল।
    তা সত্ত্বেও এপারের লোকজন ওঁকে সমর্থন করেছিল মুক্তিযুদ্ধে। কারণ সহজেই অনুমেয়।
  • রমিত চট্টোপাধ্যায় | ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০১535545
  • দ্রি বহুদিন আগামীর অবয়ব পোস্ট করছেন না, কি যে হবে ভবিষ্যতে জানতেও পারছি না। কানাঘুষো শুনলাম 2032 সালে নাকি একটা গ্রহাণু ঠিকরে এসে লাগবে পৃথিবীতে। ভারতের গায়ে পড়ার হাই চান্স। মিসাইল টিসাইল ছুঁড়ে সেটাকে সাইজ করা যাবে কিনা বিজ্ঞানীরা ভাবছে। আছড়ে পড়ার সম্ভাবনা 1 in 42।
  • রমিত চট্টোপাধ্যায় | ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৮535544
  • এলেবেলে জনাবের বহুদিন দেখা নেই, দু একবার ভাটপাড়া দিয়ে ঘুরে যান। 
  • PRABIRJIT SARKAR | ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫০535543
  • গ্রেট ক্যালকাটা কিলিং এ মুজিবরের ভূমিকা জানা গেল। ধানমন্ডিতে লুটপাট করে ওর গোপন চিঠি পত্র ডায়েরি এসব নাকি লুটেরাদের হাতে পৌঁছেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত