এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2402:e280:2141:1e8:a53d:7d26:b962:***:*** | ১৬ জানুয়ারি ২০২৫ ২০:২৪535091
  • কলকাতার মেট্রোতে বোধায় কুড়ি বছর আগে লাস্ট চেপেছি। যাদবপুর থেকে অটো করে টালিগঞ্জ যেতাম, তারপর মেট্রো করে ভবানিপুর অবধি। আমার হবু বৌ আসতো উল্টোদিকে ক্যামাক স্ট্রিট থেকে। টিবেটান ডিলাইটে মোমো আর চুমো খেয়ে ফিরে আসতাম।  
  • PRABIRJIT SARKAR | ১৬ জানুয়ারি ২০২৫ ১৮:৪৮535090
  • অল্প কিছুদিন বর্ধমানে ডেলি প্যাসেঞ্জার ছিলাম। দিনে চার চার আট ঘন্টা করে সময় যেত। যেই ভেবেছি কলকাতা ছেড়ে ওখানে থাকব কলকাতা ডেকে নিয়েছে।
  • PRABIRJIT SARKAR | ১৬ জানুয়ারি ২০২৫ ১৮:৪৩535089
  • কলকাতার বাসের মত অসভ্য বাস কোথাও নেই। স্টপে থামে না। যদি একজন দুজন ওঠার বা নামার থাকে। স্টেট বাস ও এরকমই। তার স্বরে গালি না দিলে চলার আনন্দে চলতে থাকে। এখন তো বাস রাস্তায় দেখা যায় না। শরীর দেয় না। তাই বাসে উঠি না। ট্যাক্সি ওলা উবার ভরসা করি না। এক সঙ্গে অনেক কাজ নিয়ে বেরোই। এসি গাড়ি ভাড়া করি। আট ঘন্টায় দেড় হাজার। কেমব্রিজ বেশ কয়েকবার থেকে মনে হয় এখানে শেষ জীবন কাটাতে পারলে ভাল হত। মাঠ ঘাট ছোট নদী। কলেজগুলো ওই নদীর দুপারে। হেঁটে চলে বেরালে ভালই লাগে। একটু দূরে যেতে হলে ডাবল ডেকার বাস। ফাঁকাই থাকে। গরম কাল অসহ্য। ছোট্ট শহরে গুচ্ছের টুরিস্ট।
  • . | ১৬ জানুয়ারি ২০২৫ ১৮:৪১535088
  • প্রত‍্যেক দিন যাতায়াতের জন্য এই দুই দুই চারঘন্টা নষ্ট এবং পথশ্রম। বিশাল ক্ষতি।
  • PRABIRJIT SARKAR | ১৬ জানুয়ারি ২০২৫ ১৮:২৬535087
  • আমি যখন বোসপুকুর থেকে বিটি রোড যেতাম তদ্দিনে মেট্রো টালিগঞ্জ দমদম হয়ে গেছে। অনেক কসরত করে যেতাম। প্রথমে পুরো একাধিক বাসে করে যেতাম। বসে গেলেও গা হাত পা ব্যাথা হত। কিছুদিন বালিগঞ্জ থেকে ট্রেন ধরে শেয়াল দা চেঞ্জ করে দমদম। কখনো কালিঘাট অব্দি বাসে গিয়ে মেট্রো দমদম বা শ্যাম বাজার। এরপর আবার বাস। ভাল এক্সারসাইজ হত। বাসা বদল করবার কথা ভাবছিলাম। তখন হঠাৎ যাদবপুরে চাকরি পেলাম। দুটো অটো করে যাতায়াত করতাম। তখন অটো চলত কাঁটা তেলে। গলায় বিষ জমল। ডাক্তার ক্যানসার কিনা সন্দেহ করতে লাগল। শেষে যাদবপুরে বাসা নিলাম। গলা সেরে গেল। হেঁটে বা রিকশায় যাতায়াত করতাম।
  • বোরিং হ্যাজ | 2405:8100:8000:5ca1::4a4:***:*** | ১৬ জানুয়ারি ২০২৫ ১৮:২০535086
  • ডিএলএফ-১ থেকে চিংড়িঘাটা, ৬.৭কিমি, আইন মেনে গাড়ি চালালে গড়ে এক ঘন্টা।
    তারপর সোনারপুর অবধি ১৬ কিমি, একইভাবে চালালে ৪৫ মিনিট থেকে এক ঘন্টা।

    রোজের হিসেব।
  • কলকাতা | 2401:4900:7084:d09f:9c92:70e5:9fa7:***:*** | ১৬ জানুয়ারি ২০২৫ ১৭:৪০535085
  • মেট্রো...
     
    বারো বছর বাকি রিটায়ার করতে। আশা করি তার মধ্যে হয়ে যাবে।
     
    যে অঞ্চলে একটাই মাত্র থ্রুফেয়ার, সেখানে এরকম আনপ্ল্যানড (সয়েল টেস্টিং, জমির হিসেব ছাড়াই) মেট্রো কন্সট্রাকশন কীভাবে অ্যাপ্রুভ হয়েছিল (তাও অ্যাফকন্সের মত একটা ছোট কোম্পানি পেয়েছিল) সে গবেষণার বিষয়।
  • বোরিং হ্যাজ | 45.249.***.*** | ১৬ জানুয়ারি ২০২৫ ১৭:৩১535084
  • কলকাতার কথাগুলো ঠিকই। কলকাতা আরো আশেপাশে বেড়েছে, অফিসগুলো নিউটাউন এলাকায় সরে এসেছে। সোনারপুর, রাজপুর, বারুইপুর, ওদিকে হাওড়া, এমনকী চন্দননগর, শ্রীরামপুর থেকে লোকজন আইটি সেক্টরে আসে। সবাইকে এক্সট্রীম কেস বলে দুচ্ছাই করলে তো হবে না। 
  • . | ১৬ জানুয়ারি ২০২৫ ১৭:২৪535083
  • কিছুটা পথ মেট্রো করে গেলে কি সুবিধা হয়? যানজট থেকে রেহাই পেতে ইস্ট ওয়েস্ট মেট্রো ঐ দিকটায় চালু হয়েছে বলে শুনেছি, তবে ফ্রিকোয়েন্সি কম মনে হয়। ট্রেন এবং মেট্রোর পরিষেবা শহরের যেসব দিকে রয়েছে সেখানে হয়তো কিছুটা স্বস্তি, তবে পাবলিক বাস কমে গেলে তো সমস্যা হবেই। অটো, শাটল ট‍্যাক্সি, টোটো, এগুলো একটা বড়ো শহরের পরিবহন ব্যবস্থার ভার নিতে পারে না।
  • কলকাতা | 2401:4900:7084:d09f:9c92:70e5:9fa7:***:*** | ১৬ জানুয়ারি ২০২৫ ১৭:১৬535082
  • পাব্লিক ট্রান্সপোর্ট ব্যাপারটা অলমোস্ট উঠে যাওয়ার মুখে। অল্প কিছু বাস আছে টিঁকে আছে, সবেরই হালত বেশ খারাপ। তাছাড়া উঠতে গেলে কুস্তি জানতে হয়। এই স্পেসটা নিয়েছে শাটল, তাও সেটা একটা ছোট অংশকে সার্ভ করে। বাসস্টপগুলোতে দাঁড়ালে বুঝতে পারবেন।
  • PRABIRJIT SARKAR | ১৬ জানুয়ারি ২০২৫ ১৭:১০535081
  • আমি মেট্রোর আগের যুগে  বাঁশদ্রোনি থেকে সিথি (কাটাকল) যেতাম এম এ ক্লাস করতে। সরকারি বাসে। দু ঘন্টা লাগত যেতে। সকাল সাড়ে আট রওনা হতাম। হাতে আধ ঘন্টা রাখতাম যাতে ক্লাস মিস না হয়। চাকরি জীবনে অনেক কাল এই জার্নি করতাম বোস পুকুর থেকে কাঁটাকল।
  • কলকাতা | 2401:4900:7084:d09f:9c92:70e5:9fa7:***:*** | ১৬ জানুয়ারি ২০২৫ ১৭:০৭535080
  • @রমিতবাবু - আপনি শেষ কবে এই রুটে গেছেন বা কীসে গেছেন জানি না। অনেক লোকের মত আমি নিত্যদিনের ভুক্তভোগী। শাটলে যাতায়াত করি। টাটা মেডিকেল থেকে ডিএলএফ ছেড়েই দিলাম (ধরে নিন নস্যি), তারপর টেকনোপলিস। চিংড়িঘাটার জ্যাম আজকাল শুরু হচ্ছে নিক্কো পার্ক থেকে। চিংড়িঘাটা মোড় রোজকার আতঙ্ক। শাটল মাঝেমাঝে ঘুরিয়ে খালের ওপারে নিয়ে যায়। সেও একই অবস্থা। ব্রডওয়েতেও সাতটা নাগাদ এসে দেখবেন।
     
    তারপর মেট্রোপলিটান। কোনোমতে ব্রীজে ওঠার পর কিছু না কিছু কারণে বাকিটুকুতেও লেগেই থাকে।
  • রমিত চট্টোপাধ্যায় | ১৬ জানুয়ারি ২০২৫ ১৬:০৬535079
  • নিউটাউন থেকে বেহালা একটা এক্সট্রিম কেস। এতো প্রায় দুখানা জেলা পেরিয়ে যাওয়া। চিংড়ি ঘাটা অফিস টাইমে এতটাও জ্যাম থাকেনা। কিছুটা থাকে, সেটা ক্লিয়ারও হয়ে যায়, মোট কথা গাড়ি মুভিং থাকে। স্টেডিয়াম এর সামনে, বিল্ডিং মোড় এইসব জায়গায় কিছুটা জ্যাম থাকে। 
  • পাপাঙ্গুল | 182.69.***.*** | ১৬ জানুয়ারি ২০২৫ ১৫:৪৮535078
  • হ্যাঁ মানে টিয়ার ২ শহরদের কথা বলছিলাম 
  • dc | 2402:e280:2141:1e8:c8eb:536:a15a:***:*** | ১৬ জানুয়ারি ২০২৫ ১৪:২৬535077
  • নিরিবিলি অবসর জীবনের জন্য আমার মতে মাইসোরের থেকেও ভালো অপশান কোয়েম্বাতুর। ছোট্ট শহর, কিন্তু হাইলি ডেভেলপড, সবরকম দোকান আছে, ভালো ভালো রেস্টুরেন্টও আছে। রাস্তাঘাট ভালো, কনস্ট্রাকশান সেরকম নেই। শহরের এক দিক দিয়ে একটা বাইপাস এলিভেটেড হাইওয়ে বানানো হচ্ছে বটে, তবে সেটা বোধায় এবছর খুলে দেবে, তারপর যাতায়াতও আরও সুবিধের হয়ে যাবে। হোটেলের মধ্যে আছে তাজ ভিভান্টা, আর জেনিস রেসিডেন্সি নামে একটা খুব সুন্দর হোটেল আছে। আশেপাশে প্রচুর ঘুরতে যাওয়ার জায়গা, ওয়েদারও খুব সুন্দর। 
     
    ম্যাঙ্গালোরে অবশ্য একদুবার গেছি, খুব বেশী জানিনা। ম্যাঙ্গালোর, বেকাল, কোচি, অ্যালেপ্পি, ত্রিবান্দ্রম, সবকটাই খুব সুন্দর। 
  • পাপাঙ্গুল | 182.69.***.*** | ১৬ জানুয়ারি ২০২৫ ১৩:৪৩535076
  • অফিস টাইমে টেকনোপলিস থেকে চিংড়িঘাটা পুরো আস্তে চলে ,  এটা সত্যি। অর্ধেক লেন বন্ধ থাকে। 
     
    অবসর জীবন কাটাতে মাইসুরু বা মেঙ্গালুরু অনেক ভাল। নিজেরা কন্নড় না হলে ব্যাঙ্গালোর শুধুই ​​​​​​​ওয়ার্কিং ​​​​​​​প্রফেশনালদের ​​​​​​​জায়গা। 
  • কলকাতা | 2401:4900:731c:659a::42c:***:*** | ১৬ জানুয়ারি ২০২৫ ১২:৪৭535075
  • আপনারা সাতদিন নিউটাউন থেকে বেহালা যাতায়াত করুন অফিস টাইমে। আমাদের অনেকের জীবন কেটে গেল চিংড়িঘাটা আর বেলেঘাটায় দাঁড়িয়ে।
  • dc | 2402:e280:2141:1e8:c8eb:536:a15a:***:*** | ১৬ জানুয়ারি ২০২৫ ১২:৩৬535074
  • ব্যাঙ্গালোরের কাবন পার্কের দিকটা এখনও সুন্দর আছে। তবে আমি পনেরো বছর মতো রেগুলার যাতায়াত করছি, এতো বছর ধরে ইনফাইনাইট সিরিজে কনস্ট্রাকশান চলছে তো চলছেই। একটার পর একটা মেগামল আর মেগা হাউসিং কমপ্লেক্স হয়ে চলেছে। 
  • PRABIRJIT SARKAR | ১৬ জানুয়ারি ২০২৫ ১২:৩৪535073
  • সেটাই। আমি ও অবসর জীবন ওখানে কাটাবো ভেবে ট্রায়াল দিতে গেছিলাম। আই এস আই তে চাকরি করার কথা ভাবছিলাম। পরিচিত একজন দুই মেয়ের বিয়ে দিয়ে ওখানে চলে গেছেন। দেখানকার ফ্ল্যাট বেচে ওখানে ফ্ল্যাট কিনেছেন।
  • পাপাঙ্গুল | 182.69.***.*** | ১৬ জানুয়ারি ২০২৫ ১২:২৪535072
  • @ডিসি :D :D
     
    চল্লিশ বছর আগে সত্যি সুন্দর শহর ছিল। অবসর নেবার পর ষাটোর্দ্ধরা বাকি জীবন কাটাতে যেতেন। 
  • PRABIRJIT SARKAR | ১৬ জানুয়ারি ২০২৫ ১২:১১535071
  • আমিই সেই বিনা কাজে গেছিলাম। শুনেছিলাম সুন্দর সহর অনেক লেক। পুজোয় কলকাতার থিম পুজোর ভিড় এড়াতে গিয়ে এক মাস ছিলাম। প্রথমে ছিলাম সেই শহরের কেন্দ্রে লেকের কাছে। পরে এয়ারপোর্টের কাছে। বিগ বাস্কেট আর ফ্রেস টু হোম থেকে বাজার করতাম।
  • dc | 2402:e280:2141:1e8:c8eb:536:a15a:***:*** | ১৬ জানুয়ারি ২০২৫ ১২:১১535070
  • ওইজন্যই তো বলে "পিক বেঙ্গালুরু" laugh
  • পাপাঙ্গুল | 182.69.***.*** | ১৬ জানুয়ারি ২০২৫ ১১:৫৬535069
  • কাজ না থাকলে ওখানে কারুর ঘুরতে যাবার কথা না 
  • PRABIRJIT SARKAR | ১৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৬535068
  • আমার ও মনে হয় কলকাতাকে বেঙ্গালুরুর উপরে রাখা ঠিক হয়নি। এয়ারপোর্ট থেকে শহরে আসা কলকাতায় দ্রুততর। ওখানকার অনেক গুরুত্বপূর্ণ মোড় ভগবানের নামে ছেড়ে দেওয়া। রাস্তা পারাপার করার কোন সিস্টেম নেই অনেক ব্যস্ত রাস্তায়। ওলা উবার কলকাতার চেয়েও বদ। ফুড হোম ডেলিভারি ও খুব খারাপ। রেস্টুরেন্টে আলাদা করে খাবার বানায় হোম ডেলিভারীর কমিশন তোলার জন্য। খুব দরকার না হলে আর যাব না।
  • পাপাঙ্গুল | 182.69.***.*** | ১৬ জানুয়ারি ২০২৫ ১১:০৪535067
  • বেঙ্গালুরুতে ট্রাফিক পুলিশ সাদা রঙের টুপি মাথায় দাঁড়িয়ে থাকে। 
  • dc | 2402:e280:2141:1e8:c8eb:536:a15a:***:*** | ১৬ জানুয়ারি ২০২৫ ১০:৪৩535066
  • বেঙ্গালুরুতে তো ট্রাফিক পুলিশই নেই, তাহলে তুলনা হবে কি করে? cheeky
     
    কয়েকমাস আগে গেছি, সারজাপুরা হয়ে হোয়াইটফিল্ডের দিকে যাচ্ছি। মাঝখানে অনেকটা সরু রাস্তা, দুপাশে বাজার, দোকান ইত্যাদি, রাস্তায় পিচ খুব একটা নেই, পুরোটাই ধুলো আর এবড়োখেবড়ো। এক লেনের রাস্তা। দুদিক থেকে গাড়ি, বাইক, সাইকেল, টেম্পো, মানুষজন, ভারি ভারি সিমেন্ট মিক্সার লরি, বিরাট বড়ো ট্রাক চলছে, মোটামুটি এক সেন্টিমিটার গ্যাপ। একটা জায়গায় দেখলাম দুদিকের ট্রাফিক পুরো মিশে গেছে, আপ আর ডাউনের আলাদা কোন লেন নেই। আমি প্রথমে রাস্তার মাঝখানে ছিলাম কারন ডান আর বাঁ দুদিক থেকেই বাইক আসে আর যায়, তাদের জায়গা ছাড়তে হয়। তারপর সরতে সরতে একসময়ে দেখি রাস্তার একেবারে ডানদিকে চলে গেছি, অর্থাত উল্টোদিকের লেনের ফুটপাথ ঘেঁষে চলছি (ফুটপাথ নেই, তবে থাকলে ফুটপাথের ওপর উঠে পড়তাম)। এই অবস্থায় একটা মোড়ে দেখি একজন ট্রাফিক পুলিশ, তিনি দুয়েকটা গাড়ি থামিয়ে আমাকে আবার আপ লাইনে ঢুকিয়ে দিলেন।  
  • রমিত চট্টোপাধ্যায় | ১৬ জানুয়ারি ২০২৫ ১০:২৩535065
  • কলকাতার ট্রাফিক লুরুর থেকে অনেক অনেক বেটার। পুলিশ রা অনেক এফিশিয়েন্ট, খুব ভিড়ের টাইমেও গাড়ি একেবারে থমকে কখনো যায়না। 
  • dc | 2402:e280:2141:1e8:c8eb:536:a15a:***:*** | ১৬ জানুয়ারি ২০২৫ ০৭:৪৯535063
  • ইউপিতে যে কি একটা ঢপের চপ চলছে, তার আর কোন শেষ নেই :-(
  • PRABIRJIT SARKAR | ১৬ জানুয়ারি ২০২৫ ০৭:১৯535062
  • @এম পি ট্রাম্প এসে কী করে ভেবে এই যুদ্ধ বিরতি। বাইডেন ক্রেডিট নিয়ে নিল। নিরীহ বন্দিরা মুক্তি পাক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত