এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PRABIRJIT SARKAR | ২৯ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৯534670
  • সূর্যে কি কোন স্পট দেখা দিয়েছে বেশি করে বা সৌর ঝড়? এই সময় দুর্ঘটনা বাড়ে। তড়িৎ চুম্বকীয় ঢেউ থেকে। যুদ্ধের আবহাওয়ায় ও বাড়তে পারে। অনেক কালে কোরিয়ার একটা প্লেন সোভিয়েত রাশিয়া গুলি করে নামিয়েছিল। এখন তো মিসাইল ড্রোন বেড়েছে।
  • . | ২৯ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৬534669
  • কদিন আগে প্লেন ক্র‍্যাশ হলো দাগিস্তানের গ্রোজনির কাছে, আজ সাউথ কোরিয়াতে ফের প্লেন ক্র‍্যাশ।
  • Guruchandali | ২৯ ডিসেম্বর ২০২৪ ১৬:০৪534668
  • PRABIRJIT SARKAR | ২৯ ডিসেম্বর ২০২৪ ১১:২৩534667
  • হিন্দু মেজরিটি সীমান্ত এলাকায় ভোটাভুটি হয়েছিল। তাতে 'ছোট লোক'রা পাকিস্তানে যোগ দিতে চেয়েছিল। পরে এসব এলাকায় এথনিক ক্লিনসিং করার জন্য গণহত্যা করেছিল। তাতে 'ছোট লোক' রা বাদ যায় নি। ধর্মীয় বিভাজনে মদত না দিয়ে উচিত ছিল বিপ্লবের পথে তাদের অবস্থার পরিবর্তন করা।
  • পাপাঙ্গুল | 103.87.***.*** | ২৯ ডিসেম্বর ২০২৪ ১১:০৪534666
  • @কালনিমে ,  আম্বেদকরের নিজের লেখা বইটা পড়তে পারেন -
  • ভারত ভাগ | 2607:fb90:e3b1:7f70:59ba:3cbb:fc97:***:*** | ২৯ ডিসেম্বর ২০২৪ ০৮:৫৬534665
    • PRABIRJIT SARKAR | ২৯ ডিসেম্বর ২০২৪ ০৮:৩৯
    • ...তথাকথিত 'ছোটলোকজন' গণভোটে ভারত ভাগ সমর্থন করেছিলেন।...
     
    তাই? গণভোট হয়েছিল? 
     
     
  • PRABIRJIT SARKAR | ২৯ ডিসেম্বর ২০২৪ ০৮:৩৯534664
  • কালনিমে এখানে যে ইস্যু নিয়ে আলোচনার সূত্রপাত করেছেন সেই পরিপ্রেক্ষিতে পাপঙ্গুলের খেরোর খাতায় জীবন মন্ডল নিযে আলোচনা দেখা যেতে পারে। ওখানে আমি যে মন্তব্য করেছিলাম সেটা তুলে ধরছি: যোগেশ বাবু উচ্চ বর্ণের হিন্দুর চেয়ে মুসলিম সঙ্গ শ্রেয় মনে করেছিলেন। পাকিস্তানের মন্ত্রী ও হয়েছিলেন। ভেবেছিলেন ওরা নিচের তলার হিন্দুদের আপন করে নেবে। ওরা দেশ ভাগের পর ওপারে রয়ে গেছিল। পরে যখন মোহ ভঙ্গ হয় এপারে আসতে থাকে। ঠাঁই হয় দন্ডকারণ্যে বা আন্দামান। মরিচ ঝাঁপির গণ হত্যা ও ফেস করতে হয়। এখন বিজেপির ক্যা রাজনীতির বলি।
    আরো যা বলতে চাই:
    তথাকথিত 'ছোটলোকজন' গণভোটে ভারত ভাগ সমর্থন করেছিলেন। আম্বেদকর কে সংবিধান রচনায় ঢুকিয়েছেন যার থেকে সারা জীবনের বাঁশ কোটা এসেছে।উনি ৫০ বছরের জন্য এস সি এস টি কোটা করার প্রস্তাব করেছিলেন। কত যুগ ধরে এটা চলবে কেউ জানে না। এর কোন সংস্কার করাতে কারুর সাহস হবে না। আমি কোটার বিরোধী নই। দেশের সামগ্রিক স্বার্থে বেশ কিছু সংস্কার দরকার মনে করি। পরে এই নিয়ে আলোচনা করা যাবে।
  • . | ২৯ ডিসেম্বর ২০২৪ ০৩:৩০534663
  • উপস্থিত ভদ্রমহোদয় এবং মহিলাগন,
    এখানে মাঝেমধ্যেই নিজস্ব পডকাস্টের লিংক পেস্ট করে থাকি। আপনাদের জ্ঞাতার্থে জানাই, যে কারোকেই জোর জবরদস্তি করে সেসব পডকাস্ট দেখানো/শোনানোর নিকৃষ্ট বাসনা আমার নেই, ছিলও না কখনো। কারণ সব জিনিস সবার জন‍্য নয়, সর্বসাধারণের জন‍্য তৈরি করা হয় নি ঐ সব পডকাস্ট। আর্খাইভের কারণেই এসব করা। মেয়েমানুষের কথা ডকুমেন্ট করে রাখা দরকার এবং বিশেষভাবে দরকার। এ সমস্ত থেকে যাবে আমার মৃত্যুর পরেও যতদিন ইউটিউব রেখে দিতে চায় ততদিন। এই কাপালিক বই হয়ে বের হতে পারত ২০১৮/২০১৯ সালেই, বিনাখরচে। তবে সে সময়ে লেখাটি আমি বেশ জনপ্রিয় এক প্রকাশককে দেবার পরেও ফিরিয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম এটা ইংরিজিতে অনুবাদ করিয়ে সরাসরি ইংরেজিতেই প্রকাশ করবো। তা সে বিরাট ঘটনা, বা হ‍্যাজ। নানান পণ্ডিতে লেখাটি নিয়ে বিশাল চেষ্টা চরিত্র করলেন। একজন গোটা দুয়েক চ‍্যাপ্টারের পরেই রণে ভঙ্গ দিলেন, কেও আবার ঘুরিয়েই চলেছেন কিন্তু হার স্বীকারে অনিচ্ছুক। 
    যাইহোক, যেহেতু কাপালিক কোনও বানানো গল্প/উপন‍্যাস নয়, যেহেতু এতে কাল্পনিক সফিসটিকেশন বা ব‍্যালেন্সিং বা পোলিটিক‍্যাল কারেক্টনেসের কাছাকাছি দিয়েও যাবার দরকার হয় নি, মিথ‍্যে ফিলার দেবারও প্রয়োজন হয় নি  তাই এটা নীট ঝাঁজালো মাল। জোর করে গেলানোর দায় পড়ে নি আমার। এতটা নীচে নামার মত দুর্ভাগ্য আমার এখনো হয়নি। দরকার কিছুটা ছিল এই কৈফিয়ৎ দেবার।
    আবারো রেকর্ডিং করব, আবারও পোস্ট করব লিংক।
    বেশ করব।
  • | 2409:40e0:105a:5288:8000::***:*** | ২৯ ডিসেম্বর ২০২৪ ০১:৩০534662
  • তিনি আমার ছায়া
     __ তারাপদ রায়

    আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখি।
    চুল আঁচড়াই, দাড়ি কামাই,
    কখনও নিজেকে ভালো করে দেখি,
    ফিসফিস করে নিজেকে জিজ্ঞাসা করি,
    ‘কেমন আছ, তারাপদ?’
    কখনও কখনও নিজেকে বলি,
    ‘ছেষট্টি বছর বয়েস হলো,
    যদি আর অর্ধেক জীবন বাঁচো,
    শতায়ু হবে।’
    নিজের রসিকতায় নিজেই হাসি,
    নিজে অর্থাৎ আমি নিজে এবং আয়নার নিজে।

    এইরকমভাবে একদিন,
    কথা নেই, বার্তা নেই, আয়নার নিজে
    কি কৌশলে আয়নার থেকে বেরিয়ে আসে।
    আমি তাকে বোঝাই, ’এ হয়না, এ হতে পারে না।’
    সে আমাকে বোঝায়, ’এ হয়না, এ হতে পারে না।’

    আয়নার সামনে এইরকম কথা কাটাকাটি হতে হতে
    হঠাৎ সে আমাকে এক ধাক্কায়
    আয়নার মধ্যে ঢুকিয়ে দেয়।
    তারপর থেকে আমি আয়নার ভিতরে।
    আর যার সঙ্গে আপনাদের কথাবার্তা, চলাফেরা,
    সে তারাপদবাবু কেউ নন,
    তিনি আমার ছায়া।
  • | 2409:40e0:105a:5288:8000::***:*** | ২৯ ডিসেম্বর ২০২৪ ০১:২৮534661
  • "একবার শচীনকত্তা রেগে গিয়ে তাঁর সুপুত্রকে বলেছিলেন--'তর গান কুত্তায়ও শোনবে না!' সিনিয়র বর্মন সাহেবের দোষ ছিল না। তিনি যেখানে 'সইয়া বেইমান', ' অব তো হ্যায় তুমসে' ইত্যাদি মেলোডিয়াস গান একের পর এক সৃষ্টি করে চলেছেন, সেখানে ছোটে মিঁয়া একখানা গিটার বাজিয়ে--'হি--ই হাঃ, হি--ই হাঃ, পারাপ্পারাপ্পারাপ্পারা, তারাত্তুরু পারাপ্পারা' করে গলা ফাটিয়ে চলেছে। একে গান বলে! বাড়িতে কাক-চিল বসার উপায় নেই পারাপ্পারার চোটে! অগত্যা চটে গিয়ে বলেই ফেললেন--'তর গান কুত্তায়ও শোনবে না'।

    এরপর একটু একটু করে সুপুত্র বেশ কয়েকটা ছবিতে গানে সুর করে ফেলেছেন। এবং অল্প অল্প নামও করেছেন। কিন্তু বড়ে মিঁয়া পাত্তাই দেন না।" আরাধনা"র সময় বড়ে মিঁয়া অসুস্থ হয়ে পড়ার দরুণ ছোটে মিঁয়া সামাল দিলেন। তাও সিনিয়ার বর্মনের নাক সিঁটকানি যায় না।

    ইতিমধ্যে একদিন ভূপেন হাজারিকা শচীন দেব বর্মনকে নিয়ে নেপালে বেড়াতে গিয়েছেন। কিন্তু সেখানে গিয়ে বিপত্তি! কোন হোটেল ফাঁকা নেই! বেচারি দু'জনের কপালে একটা সিঙ্গল রুমও জুটছে না। সালটা সম্ভবত ১৯৭১। বাইরে বীভৎস ঠান্ডা। শেষপর্যন্ত দুই বুড়ো কি বাইরেই বসে থাকবেন? শীতের কামড়ে বুড়ো হাড় ঠকঠকাতে শুরু করেছে। উপায়ান্তর না দেখে শেষমেষ ভূপেন হাজারিকা মরিয়া হয়ে বলেই ফেললেন--"ওকে একটা ঘর দিতে পারো না তোমরা? জানো উনি কত বড় সুরকার? ওর নাম শচীন দেব বর্মন।"

    কিন্তু ব্রহ্মাস্ত্রটা বৃথাই গেল! হোটেলের ম্যানেজার পাত্তাই দিলেন না, উলটে দরজা দেখিয়ে দিলেন। হতাশ হয়ে যখন ভূপেন হাজারিকা ফিরে আসছেন, তখন শচীনকত্তা ফিসফিসিয়ে বললেন--'আমার নাম কইলে হইব না। পঞ্চমের নাম কও'।

    ভূপেন হাজারিকা অবাক। এরা শচীন দেব বর্মনকে চেনে না, পঞ্চমকে চিনবে? ঢোঁক গিলে বেচারি আমতা আমতা করছিলেন, বড়ে মিঁয়া অভয় দিলেন--'আহা, কও না। কইয়াই দেখো'।অগত্যা ব্যাক টু প্যাভিলিয়ন।

    এবার ভূপেন হাজারিকা বললেন--"আপনি জানেন উনি কে?"
    ম্যানেজার বললেন--"হ্যাঁ...হ্যাঁ। শুনেছি"।
    ভূপেন হাজারিকা - "উনি রাহুল দেব বর্মনের বাবা'।
    এবার ম্যানেজার বিশ্বরূপদর্শন করাল--"রাহুল দেব বর্মন। মানে আর ডি? মানে কাঞ্চী রে কাঞ্চীরে?" (সে বছরই 'হরে রামা হরে কৃষ্ণা' রিলিজ করেছিল।)
    ভূপেন হাজারিকা সোৎসাহে বললেন - "হ্যাঁ। উনি সেই কাঞ্চী রে কাঞ্চীরে'রই বাবা"।

    বলাই বাহুল্য, শচীন দেব বর্মনের কপালে এরপর সিঙ্গলরুম নয়--ভি আই পি স্যুট জুটেছিল। তাও বিনামূল্যে! সেদিন এক সুরকার হেরে গিয়েছিল, কিন্তু এক বাবার জয় হয়েছিল।
     
     
    সংগৃহীত 
  • | 2409:40e0:105a:5288:8000::***:*** | ২৯ ডিসেম্বর ২০২৪ ০০:৫৪534660
  •  পারবেন।
     
    ওপরে "যেমন খুশী" রেডিও বাটনে ক্লিক করুন।ব্যাস
  • পাগলা গণেশ | ২৮ ডিসেম্বর ২০২৪ ২৩:৩২534659
  • আচ্ছা,আমি কি ইংরেজিতে লিখলে এখানে পোষ্ট করতে পারব?
  • সত্যেন্দু সান্যাল | 2401:4900:1c1a:af:c9c2:9bda:18dc:***:*** | ২৮ ডিসেম্বর ২০২৪ ২০:৪৮534658
  • আম্বেডকর বিষয়ক এই লিখনটি অবশ্যই সুপাঠ্য 
     কালনিমে | 103.244.***.*** | ২৮ ডিসেম্বর ২০২৪ ২০:১৭
    তবে এর সঙ্গে লেখক যদি ঐ দলিত নেতা যোগেন্দ্র নাথ মণ্ডল (পাকিস্তানের প্রথম আইন মন্ত্রী) কেন শেষ পর্য্যন্ত নিজের "দ্যাশ" বরিশাল ছেড়ে ভারতে পলায়ন করেন জানালে বর্ন হিন্দু নিপীড়ন ছাড়া মুসলিম মৌলবাদ ও যে স্বাস্থ্যের পক্ষে হানিকারক সেই ছবিটি পরিস্কার হ'তো। এছাড়া,গান্ধি-বাবা যে অনশন করে আরো আগে আম্বেডকর-কে ব্ল্যাকমেল করেছিলেন সেই কথা ও স্মর্ত্তব্য।
    বিভাজিত ভারতে জনগোষ্ঠী বিনিময় বিষয়ে আম্বেডকরের মতামত বিষয়ে লেখক মন্তব্য করেননি দেখছি।
  • . | ২৮ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৭534656
  • সাধারণত বড়ো ট্র‍্যানজাকশনে otp আসে ফোনে।
    এই চোরগুলো সেটাও বাইপাস করেছে।
  • . | ২৮ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৪534655
  • এখানে পুলিশ আসে বাড়িতে চেঁচামিচি হলে বা রাস্তায় অ‍্যাক্সিডেন্ট হলে। খুন হলেও আসে।
    নইলে পুলিশকে জানালে পুলিস বুঝবেই না।
    আমার এই পুরো জিনিসটা হলো টেলিফোনে কথা বলে।
    কোনও লিখিত প্রমাণ নেই। চিঠি যখন আসবে, তখন জানা যাবে পরবর্তী পদক্ষেপ।
    এদেশে পুলিশ কখনও সখনও দরকারি জায়গায় টহল দেয় টেয়। বাকি টাইমে কী করে জানি না। অদৃশ‍্য টাইপের গোষ্ঠী। হয়ত ফাঁড়ির কাছ দিয়ে যাচ্ছি, দেখলাম দুই পুলিশে রাস্তা পার হচ্ছে গল্প করতে করতে। এই কোয়ার্টার শতাব্দী মত বাসকালে একবারই পুলিশ ডেকেছিলাম একটা চুরির পরে। তো সে পুলিশ যুগল পরের দিন এলো। ছবি তুলল। কত মূল্যের জিনিস চুরি গেছে জানতে চাইলো। পরে একদিন তাদের লিখে জানানো হয়েছিল কাছাকাছি মূল্য। তারা সার্টিফাই করে দিল। সেটা ইনশিওরেন্স কে পাঠিয়ে দেওয়া হলো। ব‍্যাস।
    তবে পুলিশের পেজোমিও আছে। সেসব পরে বলা যাবে। 
    তবে এক্ষেত্রে ইনশিওরেন্স এ ব‍্যাপারে সম্ভবত অ‍্যাপ্লিকেবল না।
     
  • . | ২৮ ডিসেম্বর ২০২৪ ১৯:২২534654
  • অপরাধী সম্ভবত ঐ কার্ড দিয়ে ফ্লাইটের টিকিট কেটেছে। বুকিং ডট কমের মাধ্যমে। এটা আমার আন্দাজ যদিও। কারণ হোটেলের খরচ অত হয় না। একটা chunk এ অতটা টাকা ফ্লাইটের টিকিটের ক্ষেত্রেই সম্ভব। 
  • | ২৮ ডিসেম্বর ২০২৪ ১৯:২১534653
  • হ্যাঁ ভারতে পুলিশে অভিযোগের কপি লাগে ট্র‍্যানজাকশান ক্যান্সেল করাতে। আপনার না লাগলে তো খুবই ভাল। 
     
    আজকাল এত বিচিত্র উপায়ে ফ্রড হচ্ছে, প্রতিদিনই নতুন নতুন উপায় বেরোচ্ছে। 
  • . | ২৮ ডিসেম্বর ২০২৪ ১৯:১৯534652
  • আমাদের তো জিডি হয় না। এখানে পুলিশ অন‍্য সিস্টেমে চলে ভারতবর্ষের মতো না।
  • পাপাঙ্গুল | 103.87.***.*** | ২৮ ডিসেম্বর ২০২৪ ১৯:১৫534651
  • *পুলিশ থেকে ফোন করে বলল
  • পাপাঙ্গুল | 103.87.***.*** | ২৮ ডিসেম্বর ২০২৪ ১৯:১৪534650
  • পুলিশ কিছু করার জন্য না। ট্রানজাকশন ডিসপিউট করার জন্য সাইবার থানায় করা জিডির কপি চায় অনেক সময়। তারপর তিনদিন বাদে ফোন করে বলল আপনার স্টেটমেন্ট এসে গেছে ? তাহলে কেসটা ক্লোজ করে দিচ্ছি :D
  • PRABIRJIT SARKAR | ২৮ ডিসেম্বর ২০২৪ ১৯:০৮534649
  • যেহেতু বুকিং ডট কম এ হয়েছে অপরাধী ধরা পড়বে হে হোটেলে উঠেছে সেখানে পুলিশ যাবে। ক্রেডিট কার্ডে এরকম হলে জানানোর পর আর দায় নেই। তার আগের দায় মানে ওই দু লাখ গচ্চা যেতে পারে। ভারতে কার্ড আন্তর্জাতিক লেনদেন ব্লক রাখা যায় বা লিমিট সেট করে রাখা যায়। ইঙল্যান্ডে ও কোন দেশে যাব জানিয়ে রাখা যায়।কোন সাসপিশাস লেনদেন ওরা অনেকবার ব্লক করেছে। ফোন করে চালু করেছি। কার্ড ক্লোন হামেশাই হয়। অজানা বা অনামা সাইটে বা দোকানে কার্ড না ব্যবহার করা ভাল।
  • . | ২৮ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৬534648
  • পুলিশ কিছু করতে পারবে না জাপানে চুরি হলে সুইজারল্যান্ডের পুলিশ কিছু করবে না।
  • . | ২৮ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৬534647
  • আজ সকালে ঘুম থেকে উঠেই ফোনে অ‍্যালার্ট পেলাম যে সকাল আটটা পঞ্চাশে আড়াইলাখেরও বেশি জাপানি ইয়েন খরচ হয়েছে আমার ক্রেডিট কার্ড থেকে।
    তখন দশটা সাড়ে দশটা মতন বাজে এখানে।
    সঙ্গে সঙ্গেই ক্রেডিট কার্ডের কলসেন্টারে ফোন করে সব জানিয়েছি। ওরা কার্ড ব্লক করে দিল এবং বলল যে ঐ ট্র‍্যানজাকশন  নিয়ে বাড়িতে চিঠি পাঠিয়ে দেবে।
  • . | ২৮ ডিসেম্বর ২০২৪ ১৮:৪১534646
  • ওরা বলল যে আপনি যেটা করলেন ঠিকমতো করেছেন আপনাকে আর কিছু করতে হবে না
  • . | ২৮ ডিসেম্বর ২০২৪ ১৮:৪০534645
  • পুলিশে তো ফোন করি নি
  • | ২৮ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৪534644
  • সর্বনাশ।  
    ব্লক করেছেন, পুলিশ রিপোর্টও করেছেন নিশ্চ্যই। সেক্ষেত্রে ট্র‍্যানজাকশান ক্যান্সেল হবে।  আপনাকে বিল মেটাতে হবে না। 
  • পাপাঙ্গুল | 103.87.***.*** | ২৮ ডিসেম্বর ২০২৪ ১৮:৩১534643
  • ক্রেডিট কার্ডের টাকা আপনি ফেরত পাবেন কি করে? আপনি ব্লক করালে ওই ট্রানজাকশান ওরা ক্যানসেল করে দেয়। স্টেটমেন্টে কাটাকুটি হয়ে যাবার কথা। 
  • . | ২৮ ডিসেম্বর ২০২৪ ১৮:১৬534642
  • আমার ক্রেডিট কার্ড কপি হয়ে গিয়েছে এবং প্রায় দুলাখ ইন্ডিয়ান রুপিজের ইকুইভ‍্যালেন্টের ট্র‍্যানজাকশান করেছে চোর। বুকিংডটকম থেকে এই খরচ সে করেছে।
    কার্ড ব্লক করালাম সঙ্গে সঙ্গে। কিন্তু এই ছুটির বাজারে তার বেশি কিছুই করতে পারলাম না। কার্ডের কলসেন্টার বলল যে কার্ড কপি হয়ে গেছে।
    নতুন বছরের আগে ঐ ট্র‍্যানজাকশনের টাকা কীভাবে ফেরত পাব বা আদৌ পাবো কিনা সে ব্যাপারে কী কী ব্যবস্থা নেওয়া হবে সেরকম ব‍্যবস্থা নেই।
    খুবই চিন্তায় আছি।
  • | 2409:40e0:105a:5288:8000::***:*** | ২৮ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৫534641
  • টিসিএস  সবসময় এয়ার ইন্ডিয়া  টিকিট দিত সুযোগ  থাকলে। তাই সুযোগ থাকলেই  ইকোনমি ক্লাস কে টিসিএস এর জনতার জন্য   ওরা বিজনেস ক্লাস এ কনভার্ট করে দিতো। বহুবার   এই অভিজ্ঞতা হয়েছে। ফ্যামিলি  সমেত ইকোনমি থেকে বিজনেস ক্লাস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত