- kk | ৩০ নভেম্বর ২০২৪ ২২:৩২
- "গুরু নিক" বা "গুরু নিকধারী" এইসব বলে
এই বিষয়ে,
- :|: | ৩০ নভেম্বর ২০২৪ ২২:৪৭
- প্রবাবলি গুরুচন্ডালীর ডাকনাম গুরু বলে কনফিউশন এড়াবার জন্য... চণ্ডাল নাম নিলে এই সমস্যা হতোনা।
আমারও তাই মনে হয়। গুরুচণ্ডা৯ প্রতিষ্ঠানকে গুরু বলে উল্লেখ করা হয়, তাই এখানে গুরু- নিকটা প্রতিষ্ঠানের রিপ্রেজেন্টেটিভ বলে ভ্রম হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে বলে মনে হয়।
এই বিষয়ে, গুরু-র ভাষা, লব্জ - ইত্যাদি একটু মিসলিডিং। আম্রিকি, ইস্রায়েল, আরো কী কী যেন চোখে পড়েছে নানান সময়, ঐরকম উচ্চারন, বানান ইত্যাদির কিছু স্থানিক ব্যাপার আছে। এঁকে অনেকেই একসময় বাংলাদেশ থেকে তানিম টাইপ কেউ ভাবতেন।
এই জিনিসটা ইচ্ছাকৃত কিনা জানি না। যদি হয়, তাহলে সেটা একটু ক্ষতিকর বলে মনে হয়। এমনিতেই চারদিকে নানা অশান্তি। আর এমনিতেও, কজের সঙ্গে একাত্মতা আর মিমিক করা, দুটো আলাদা জিনিস।
আবার হতেই পারে এটা আদৌ সেরকম কিছু না, নিতান্তই আমার যারে দেখতে নারি তার চলন বাঁকাঃ) সেরকম হলে মার্জনাপ্রার্থী।
অয়নেশের পোস্ট ভালো লাগছিল, যুক্তিপূর্ণ, ইনফর্মড, সুচিন্তিত, ইত্যাদি। আমি আবার ঠিক পোস্ট পড়ে কোনটা কে তত বুঝতে পারি না। অয়নেশই আধুনিকতার খোঁজে জেনে মনে হলো, ও, তাহলে তো এক্স্পেকটেডই।
অন্য সব ধর্ম এগিয়ে গেছে, উদার হয়ে গেছে - এইগুলি খুবই মজার।
স্ট্যাম্পড ফ্রম দ্য বিগিনিং বলে একটা সিরিজ দেখছিলাম। তাতে প্রথম এপিসোডের নাম হোয়াট ইজ রং উইথ ব্ল্যাক পিপল?
তো, ঐটা একটা গুরুতর প্রশ্ন, হোয়াট ইজ রং।
বইটা পড়ার ধৈর্য নেই, সিরিজটাই দেখবো।