এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গুরু নিকের বড় লেখা | 149.88.***.*** | ১৬ নভেম্বর ২০২৪ ০০:০০533317
  • এমন কথা ছিল? কী নিয়ে?
  • টিকিট ব্ল‍্যাক | 149.88.***.*** | ১৫ নভেম্বর ২০২৪ ২৩:৫৭533316
  • সে কোন যুগের কথা মনে করালেন। এখনও হয় কি?
  • r2h | 208.127.***.*** | ১৫ নভেম্বর ২০২৪ ২৩:৪৬533315
  • আমি আবার পড়ার ব্যাপারে অচেনা নাম দেখলে আগে পড়ার চেষ্টা করি।

    কাল বলছিলাম, নিজের যৎসামান্য লেখাপত্রেও ঐ কারনেই নানান নিক ইত্যাদি, যদি আদৌ কোন ফিডব্যাক আসে তবে তা যেন আনবায়াসড হয়; যদিও এই চিন্তা ঠিক না, লোকে চিনতে পারলেই বায়াসড ফিডব্যাক দেবে - এমন মনে করার কোন কারন নেই, এ মূলত ভরসা বা আত্মবিশ্বাসের অভাবজনিত।
    বরং মাঝেমাঝে এও মনে হয় যে ধারাবাহিকতা রেখে লিখলে কেমন হত। একক একবার বলেছিল এই কবিতাগুলি স্কুলে টুলেও গেল না, গায়ে ধুলো মেখে রাস্তায় গুলি খেলে বেড়াচ্ছে।
    তা হচ্ছে ঠিকই। কিন্তু এতদিনে গুলি খেলা ছেড়ে সিনেমা হলে টিকিট ব্ল্যাক করা শুরু করে দিয়েছে, আর সামলানোর উপায় নেই।
  • r2h | 208.127.***.*** | ১৫ নভেম্বর ২০২৪ ২৩:৪০533314
  • হুঁ, একেবারেই হেটস্পিচ।
  • aranya | 2601:84:4600:5410:810a:aec1:aeba:***:*** | ১৫ নভেম্বর ২০২৪ ২৩:২৪533313
  • 'আম্রিকার গুরুর বন্ধুদের বলি আপনাদের দেশে গৃহযুদ্ধ বাধলো তাতে ক্ষতি কি ?' - গুরু আবার এই মুক্তো ছড়িয়েছেন, দেখলাম 
     
    ক্ষতি এই যে তাতে আমেরিকায় কিছু মানুষ মারা যায়। আপনি খোলাখুলি আমেরিকায় মানুষের মৃত্যু চাইছেন - এটা হেট স্পীচ 
     
    'আম্রিকাতে যুদ্ধ হলে যদি প্যালেস্টাইনে মানুষ কিছু কম মরে তো তাই সই' - এই মুক্তোটিও গুরু উবাচ। এ এক অদ্ভুত যুক্তি , যার কোন ভিত্তি নেই
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১৫ নভেম্বর ২০২৪ ২৩:২৪533312
  • বোঝা গেল। আর সেই সাথে নিজের একটি অপদার্থতা উদ্ভুত ঢালের কথা ভেবে একই সাথে লজ্জিত হলাম এবং ফাঁকিবাজি হাসিটাও হেসে নিলাম - আমি প্রায় কখনোই কোন নোটিফিকেশন নজর করিনা। তার মানে গ্রাহক হওয়ার উদ্দেশ্যটারই চোদ্দটা বাজিয়ে রেখেছি। ছ্যাঃ ধিক্‌ আমায়।  
  • dc | 45.119.***.*** | ১৫ নভেম্বর ২০২৪ ২৩:১৫533311
  • আমিও নোটিফিকেশানের ভয়ে অনেক কিছু করিনা। কিন্তু যাদের লেখা ভালো লাগে, যেমন অমিতাভদা, সেগুলো প্রথম চান্সেই পড়ে ফেলি। 
  • r2h | 208.127.***.*** | ১৫ নভেম্বর ২০২৪ ২৩:০৬533310
  • নোটিফিকেশন বিষয়ে কেকের সঙ্গে একমত। এমনকি যারা লগিন না করে লেখে তাদের এমনিতেও। তবে লগিনবিহীন আজকাল খুব কমই।
  • kk | 172.58.***.*** | ১৫ নভেম্বর ২০২৪ ২২:৫৭533309
  • দুত্তোর, 'নিজের' লেখা নয়, 'নিজে' হবে ওটা।
  • kk | 172.58.***.*** | ১৫ নভেম্বর ২০২৪ ২২:৫৪533308
  • গ্রাহক হওয়া দিয়ে হয়তো লেখা ভালো লাগার পরিমান সব সময় বোঝায় না অমিতাভদা। আমি নিজে কোনোদিন কারুর গ্রাহক হইনি। অথ্চ অনেকের লেখাই (আপনি ইনক্লুডেড) আমার অত্যন্ত ভালো লাগে। আমি মোটের ওপর মনোযোগী পাঠক। কিন্তু গ্রাহক হতে কেমন একটা বাধা আসে। আসলে আমি নোটিফিকেশন পেতে ভালোবাসিনা। মনে হয় সেটা অন্যের ওপর নির্ভরশীল হয়ে যাওয়ার দিকে ঠেলে দেয়। নিজের লেখা খুঁজে, দেখে,পড়ার অভ্যেস কমে যাবে। হয়তো খুবই ভুলভাল আইডিয়া। কিন্তু ঐ আর কী! কত রকম লোক হয় এই দুনিয়ায়!
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১৫ নভেম্বর ২০২৪ ২২:৪৭533307
  • কিছু মন্তব্য পিছিয়ে দেখলাম, লেখায় রেসপন্স নিয়ে কথা হচ্ছিল। আমার রেস্পন্স পেতে ভালো লাগে। এমনকি আমারই  অন্য লেখার তুলনায় অনেক কম রেসপন্স পেলে মন খারাপও হয়। কি আর করা যাবে, আমি এই রকমই। এও নজর করেছি যে আমি যাদের লেখা ভালোবাসি, লেখায় রেস্পন্স করি, তাদের অনেকেই আমার লেখায় প্রায় কখনোই কোন রেস্পন্স করেননা বা খুব কম করেন। কি আর করা যাবে তারাও ঐ রকমই (মানে আমার লেখা তারা পড়তে ভালোবাসেননা এই সম্ভাবনাকে যদ্দুর পারি ঠেলে সরিয়ে রাখি। laugh
     
    কিন্তু এই সংক্রান্ত একটি ব্যাপারে আমার একটি ধন্দ আছে। গ্রাহক হওয়া। আমি যাদের লেখা পড়তে ভালোবাসি বেশির ভাগ ক্ষেত্রে অর্থাৎ কাজটা করতে ভুলে না গেলে আমি তাদের লেখার গ্রাহক হয়েছি। আমার মত কম পড়ূয়ার পক্ষে লম্বা লিস্ট, ৩০ জনের নাম জুড়েছি এখনও পর্যন্ত। কিন্তু আমার লেখার দু'জন ছাড়া কোন গ্রাহক নেই। তাদের একজন আমার পুরনো বন্ধু, আমায় এখানে খুঁজে পেয়েই গ্রাহক হয়ে গিয়েছেন। অন্যজন নিজে এখানে লেখেন, আমিও তার লেখার গ্রাহক। বাস্‌, চার বছরের বেশি হয়ে গেল, অনিয়মিত হলেও লিখেছি কিছু এখানে, ভালো ভালো উৎসাহ দেওয়া মন্তব্যও পেয়েছি, কিন্তু কেউ আর আজ পর্যন্ত আমার লেখার গ্রাহক হননি। গল্পটা কি? smiley
  • r2h | 208.127.***.*** | ১৫ নভেম্বর ২০২৪ ২১:৫৯533306
  • গুরুকে, আবারও, ঘরের কাছ বা তৃতীয় বিশ্ব নিয়ে উদ্বেগ থাকলে বাংলাদেশের ধর্মীয় মৌলবাদের দিকে পতনকে আমেরিকা বা নেদারল্যান্ডস দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করতেন না। প্রথম বিশ্ব ভোগে গেলে আপনার কী, ঘরের কাছে তৃতীয় বিশ্বের দেশে সংখ্যালঘুর বেদনা নিয়ে আপনার দরদ কোথায়?

    আর যে খবরটা যাঁচাইযোগ্য সূত্র সহ লোকজনকে কোট করে মেজর সংবাদমাধ্যমগুলিতে অলরেডি প্রকাশিত হয়েছে, তার সঠিকত্বের জন্য কিংবদন্তী বা বিপ্লবদার অপেক্ষা না করলেও চলে। সিদ্ধান্ত বা ক্রিয়া পিছিয়ে দেওয়ার অনেকরকম পদ্ধতি আছে, কিন্তু এইটা একেবারে জমলো না।

    তো, এইসব লক্ষ্যভ্রষ্ট গোলা খরচ না করে ঐ বড় লেখাটায় মন দিন। লিখতে লিখতে হয়তো নিজের ভাবনার ফ্যালাসিগুলি চোখে পড়বে।
  • PRABIRJIT SARKAR | ১৫ নভেম্বর ২০২৪ ২১:০৬533305
  • এবিপি ও খবর দিয়েছে: ট্রাম্প জিততেই আমেরিকায় কৃষ্ণাঙ্গদের কাছে বর্ণবিদ্বেষী মেসেজ, ‘দাসত্ব’ ফেরানোর ‘হুঁশিয়ারি’! চড়ছে প্রতিবাদ
  • PRABIRJIT SARKAR | ১৫ নভেম্বর ২০২৪ ২০:৫৮533303
  • ট্রামপ টুপি পরে রেসিস্টরা দাপানো শুরু করেছে। আফ্র এমেরিকান দের চিঠি পাঠাচ্ছে তোমাদের আবার তুলা চাষে লাগানো হবে।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১৫ নভেম্বর ২০২৪ ২০:৪৯533302
  • পাপাঙ্গুল | 103.24.***.*** | ১৫ নভেম্বর ২০২৪ ১৫:১৫
    তুমি ত নিয়েইছিলে, কিন্তু আমি তখন প্রায় শীতঘুমে sad
    এইবার ফিরে এসে তাই তোমায় ডাকাকি শুরু করে দিলাম। ভালো থাকো খুব, মানে যতটা পারা যায় heart
  • dc | 2402:e280:2141:1e8:c43f:771f:9a30:***:*** | ১৫ নভেম্বর ২০২৪ ২০:২২533301
  • কেকে laugh 
     
    (তবে আমার মনে হয় কিছু মেন্টাল হেল্থ সং্ক্রান্ত ব্যাপার আছে, তাই আমি আর এ নিয়ে কমেন্ট করিনি) । 
     
    র২্হ, চেন্নাইতেও ওরকম অনেক অনেক বেকারি আছে! আর এই সব বেকারির চিকেন পাফ, বাটার বিস্কুট, পাউরুটি ইত্যাদি অনেক কিছু আমারও খুব প্রিয়! ইন ফ্যাক্ট বেঙ্গালুরু আর চেন্নাইতে নানান প্রাইস পয়েন্টের বেকারি আছে, কিছু লোকাল বেকারি, কিছু আরেকটু দামী, কিছু খুব স্পেশালাইজড। আমার এই সব রকমের বেকারিই ভালো লাগে। পাড়ার বেকারিতে লোফ আর বাটার বিস্কুট খেতেও ভালো লাগে, আবার ওল্ড ম্যাড্রাস বেকারিতে ব্রিওস আর বিস্কোট্টি খেতেও ভালো লাগে। ব্রেড বেসড আর চিজ বেসড সব কিছু আমার খুব ফেভারিট খাবার। 
  • রমিত চট্টোপাধ্যায় | ১৫ নভেম্বর ২০২৪ ২০:১২533299
  • Syandi, কোথায় যেন শুনছিইলাম ট্রাম্প বলেছে আমেরিকাকে আবার 1776 এ ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। গুরুর পাতাতেই পড়ছিলাম। তখন তো দাস ব্যবসা চালু ছিল, তাই বললাম সেই সোনার দিন নারানদারও চাই, ছুটি, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, মি টাইম এসব আবার কি, গতর নাড়াও, চাক্কি ঠেলো, এটাই ওনার প্রিন্সিপাল।
  • kk | 172.58.***.*** | ১৫ নভেম্বর ২০২৪ ২০:১০533298
  • গুরু আর কৌতূহলীর কথপোকথন আমি খুব এঞ্জয় করলাম। অ্যালফ্রেড হিচককের তৈরী একটি বিখ্যাত সিনেমায় মা ও ছেলের কনভো মনে পড়ে গেলো।
  • r2h | 208.127.***.*** | ১৫ নভেম্বর ২০২৪ ২০:০৯533297
  • বেশ বেশ, পরের বার ঐ চত্বরে গেলে যোগাযোগ হবে 'খনঃ)

    লুরুর পাড়ায় পাড়ায় বেকারি আর হট চিপস ব্যাপারটা আমার বেশ লাগে, সদ্য তৈরি পাউরুটি কেক কুকি আর গরম কাপি। চেন্নাইতে থাকিনি সেরকমভাবে, আসা যাওয়া করেছি শুধু, তবে কিছুটা ওরকমই বোধয়, যদ্দুর মনে পড়ে!
  • dc | 2402:e280:2141:1e8:c43f:771f:9a30:***:*** | ১৫ নভেম্বর ২০২৪ ১৯:৫০533296
  • r2h এর সাথে কখনো দেখা হলে আমি ওনাকে কেক খাওয়াবো :-)
  • r2h | 208.127.***.*** | ১৫ নভেম্বর ২০২৪ ১৯:৪৬533295
  • জায়নিস্টের আক্ষরিক সংজ্ঞায়, ইজরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা ও অস্তিত্ব বিষয়ে সমর্থন ভাবলে সারা পৃথিবীতে অনেক কিছুই ঘাঁটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর রাজনৈতিক মানচিত্রে যা হয়েছে তাকে ঢেলে সাজাতে গেলে পাৎলুন ঢিলে হয়ে যাবে, অথবা র‌্যাডক্লিফ সাহেবের মত তাড়াতাড়ি লাইন টেনে পালাতে হবে। জায়নিজমের বিপরীত কী? ইজরায়েল তুলে দেওয়া? এটা কি প্রসন্ন গুরুমশাইয়ের টোল, যে তুলে দিলেই উঠে যাবে? লোকজন যাবে কোথায়? নিজেরা মিটিয়ে নেবে তারও জো নেই, এদিকে আমেরিকা একে ওস্কাচ্ছে তো অন্যদিকে গুরুচণ্ডা৯র গুরু তাকে ওস্কাচ্ছে। তো, মারদাঙ্গা, গৃহযুদ্ধ বাঁধানো, বোমাবাজির বদলে, মানবজাতিকে বাঁচিয়ে রাখার বাস্তবোচিত চিন্তাভাবনার লাইন হল - কী করে মানুষ পাশাপাশি থাকতে পারে।

    তবে এর মধ্যে যদি টাকাকড়ি উঠে গিয়ে সব ক্রিপ্টো চলে আসে আর সীমান্ত টীমান্ত উঠে গিয়ে ওয়ান ওয়ার্ল্ড হয়ে যায়, আর এলন্দা পৃথিবীর রাজা হয়ে বসে, আর গোটা চার পাঁচ এআই ইঞ্জিন পেয়াদা হয়ে বসে, তাহলে তো হয়েই গেল।
  • dc | 2402:e280:2141:1e8:c43f:771f:9a30:***:*** | ১৫ নভেম্বর ২০২৪ ১৯:৪৫533294
  • একে যদি পোয়েটিক জাস্টিস না বলে, তো কাকে বলে? laugh
     
  • syandi | 2402:e280:3d81:135:3499:ae5d:dc55:***:*** | ১৫ নভেম্বর ২০২৪ ১৯:২৯533293
  • @১৫ নভেম্বর ২০২৪ ০১:০৭ ,
    1776 এর মানে বুঝিনি। গেসও করতে পারছিনা বুদ্ধিআ এতটাই কম।
  • r2h | 208.127.***.*** | ১৫ নভেম্বর ২০২৪ ১৯:২৫533292
  • গুরু, আপনি যা, তাকে প্র‌্যাগমেটিক বা রিয়ালিস্ট কোনটাই বলে না, নিতান্তই বাইগট্রি বলে। বাংলায় আপদাও বলা যেতে পারে।

    ঘরের কাছ বা তৃতীয় বিশ্ব নিয়ে আপনার চিন্তা থাকলে বাংলাদেশের লোককে প্যালেস্টাইনে ক্যানন ফডার বানিয়ে বীরত্ব প্রমানের কথা মাথায় আসতো না, বা একাত্তরের ন্যায় বিচার বড়দাদের কাছে আনুগত্য প্রমান করে ভিক্ষা পাওয়ার বিষয় - এমন বানী দিতেন না।
    কয়েকটি জায়নবাদী ধনকুবের পরিবার আমেরিকার ভাগ্য নিয়ন্ত্রন করে - এটা আপনার ধারনা, ও তর্কসাপেক্ষ। ধারনা সত্যি মিথ্যে যাই হোক, এই ধারনার ভিত্তিতে কোন জনগোষ্ঠীর মৃত্যুকামনা করা (গৃহযুদ্ধ, অস্ত্র প্রয়োগ ইত্যাদি)-কে রিয়ালিজম বলে না।

    তো, এসব ঠিকই আছে। আপনি আপনার ডিস্টোপিক দুনিয়া ও বানী নিয়ে থাকুন। আনন্দের কথা, ভুবনের ভার, শত বাধা সত্ত্বেও, মানবতাবাদীদের হাতেই, না হলে কবেই সব উড়ে পুড়ে ফৌত হয়ে যেত।
    এসব পড়তে বিরক্ত লাগে, এই আরকি।

    বিটিডাব্লিউ, আপনার একটা বড়/ পূর্ণাঙ্গ লেখা শুরু করার কথা ছিল না?
  • রমিত চট্টোপাধ্যায় | ১৫ নভেম্বর ২০২৪ ১৯:২০533290
  • Guru | 2409:4060:ebc:a00f:bc79:4eff:cbcb:***:*** | ১৫ নভেম্বর ২০২৪ ১৫:৪২533286
     
    এখান থেকে যা বুঝলাম, ভারতে যদি ধর্মনিরপেক্ষতাকে গুলি মেরে হিন্দু রাষ্ট্র ঘোষণার উদ্যোগ করা হয় এবং আমি তার বিরোধীতা করি আমি তাহলে হিন্দুফোবিক হিসেবে প্রতিভাত হব ?
  • PRABIRJIT SARKAR | ১৫ নভেম্বর ২০২৪ ১৮:০৯533289
  • বাংলাদেশ বহুদিন ধরেই মুসলিম রাষ্ট্র। শেখ হাসিনার সময়ে একটু রাখ ঢাক ছিল। এখন সেটা থাকছে না। যারা এতে চিন্তিত নয় তারা ভারতকে হিন্দু রাষ্ট্র বলে ঘোষনা করলে হৈ চৈ লাগাবে। আমি চাই না  ভারত সেরকম ঘোষণা করুক কাজে বা আইনে। বাংলাদেশ ধর্ম নিয়ে বেশি বাড়লে ভারত মৌন ব্রত না নিয়ে চাপ সৃষ্টি করুক।
  • পাপাঙ্গুল | 103.24.***.*** | ১৫ নভেম্বর ২০২৪ ১৮:০৪533288
  • স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে বৈদ্যবাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্যামল মাইতি বাড়িতে কার্তিক ফেলে যান এলাকার কয়েক জন। মূর্তির সঙ্গে একটি চিঠি রাখা ছিল। তাতে লেখা, ‘‘বাবা শ্যামল, অনেক কষ্টে নিজের বাড়ির ঠিকানা খুঁজে পেলাম পার্টি অফিসের কাকু-কাকিমাদের সহযোগিতায়। আমি মেদিনীপুরে ঘোরাঘুরি করছিলাম। সেখানে আমার সঙ্গে দেখা হয়...’’ এর পর কয়েক জনের নাম লেখা হয়েছে কাউন্সিলরের প্যাডে। শ্যামলের উদ্দেশে বলা হয়েছে তাঁদের টাকাপয়সা দিতে। শেষের দিকে লেখা, ‘ইতি কার্তিক’ এবং প্যাডের পিছনে লেখা, ‘সব কিছুর উদ্যোগে পৌষালী আন্টি, পুরসভা অনুমোদিত’, সঙ্গে তৃণমূল কাউন্সিলরের নামাঙ্কিত স্ট্যাম্প।
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত