এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.14.***.*** | ১৫ নভেম্বর ২০২৪ ০৬:২৫533257
  • বহু জিনিস ফ্রী হয়ে গেলে খুব মুশকিল হয়। একেই ইউটিউবে গল্প গোল্ডমাইন, টাইমস অফ পুরাণ, সেরা গল্প, অমুক অডিও তমুক অডিও হাজারে হাজারে। তার উপরে আছে পুরোনো সিনেমা টিনেমা নাটক ফাটক ইত্যাদি। এত সব জিনিস পুরো ফ্রী হয়ে গিয়ে লোকে পড়েছে সমুদ্রে, কী দেখবে কী শুনবে। সময় খেয়ে নিচ্ছে ওসব, সাইটে বা অন্যত্র সেভাবে লেখা পড়ে কজন বা?
  • r2h | 208.127.***.*** | ১৫ নভেম্বর ২০২৪ ০৬:২৫533256
    • &/  | ১৫ নভেম্বর ২০২৪ ০৬:১৯
    • সোশাল মিডিয়াতে লেখাগুলো দিয়ে অনেকে গুঁতো দ্যান, অমুক জায়্গায় লেখা দিয়েছি, ও হরিকাকা, ও ভুলো, ও রাজু, ও শৈলমাসি ও হৈমীমাসি সেখানে গিয়ে কমেন্ট করে আসুন।
     
    এটা নিয়ে আমার দুটি জিনিস আছে। এক তো আমি জানি না সত্যিই ওঁরা এমন করেন কিনা। আমি এমন অনেক লেখককে জানি যাঁদের আদৌ কোন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টই নেই। হতেই পারে পাঠকরা প্রচার করেন। আবার গুরুচণ্ডা৯র নিজের একাধিক প্রচার মেকানিজম ও প্ল্যাটফর্ম আছে, তাতে বিপুল সদস্য আছেন - সেসব জায়গা থেকে হতে পারে।
    দ্বিতীয়ত, ক্লোজড কমিউনিটি তো গুরুর লক্ষ্য না - যত বিভিন্ন জায়গার পাঠক গুরুর লেখা পড়েন ততই ভালো, তা সে যে সূত্রেই প্রচার হোক।
  • r2h | 208.127.***.*** | ১৫ নভেম্বর ২০২৪ ০৬:২১533255
    • &/ | ১৫ নভেম্বর ২০২৪ ০৬:১৫
    • ...আজেবাজে লেখাতেও রেগুলারদের কিন্তু কেউ গিয়ে বলেন নি, এই কী হচ্ছে এগুলো? 
     
    এইটা আমি কখনো বলি না, সচেতনভাবে। কত লোক জেনে বুঝে স্প্যাম করে ট্রোল করে, হেটস্পিচ দেয় - তাদের থামাতে পারলে ভালো হত, পারা যায় না। খামোখা কেউ অপছন্দের কবিতা লিখলে থামাতে যাবো কেন? হয়তো ক'বছর পর ভালো লিখবেন। হয়তো নতুন ধারার লেখায় কী চলছে জানেন না।
    আর আমি নিজেই যেখানে লিখে চলছি, যেসব লেখা নিয়ে নিজেরই তেমন ভরসা নেই, তো শুধু শুধু অন্যকে আর কী হচ্ছে বলে কী হবে!

    তবে একেকটা কবিতার জন্য একেকটা পাতা না খুললে ব্যাপারটা সুবিধাজনক হয়, এটা কবিরা বোঝেন না, তা নিয়ে একটু মনোবেদনা আছে।
  • &/ | 151.14.***.*** | ১৫ নভেম্বর ২০২৪ ০৬:১৯533254
  • সোশাল মিডিয়াতে লেখাগুলো দিয়ে অনেকে গুঁতো দ্যান, অমুক জায়্গায় লেখা দিয়েছি, ও হরিকাকা, ও ভুলো, ও রাজু, ও শৈলমাসি ও হৈমীমাসি সেখানে গিয়ে কমেন্ট করে আসুন।
  • r2h | 208.127.***.*** | ১৫ নভেম্বর ২০২৪ ০৬:১৬533253
  • ওহ আচ্ছা... ঐভাবে ভাবিনি।

    আমার নিজের অবশ্য, অচেনা লোকের রেসপন্স বেশি আনবায়াসড হওয়ার সম্ভাবনা - এমন মনে হয়।
    এই ভাবনা থেকে ইনফ্যাক্ট আমার নানান নিক নেওয়ার শুরু।

    আবার ভেবে দেখলাম, যাঁদের নাম বললাম, তাদের লেখায় গুরুর চেনা নামের রেসপন্সই দেখি।
    অবশ্য এটা ভুল হতে পারে, লক্ষ্য করবো তো, মনে থাকলে।
  • &/ | 151.14.***.*** | ১৫ নভেম্বর ২০২৪ ০৬:১৫533252
  • যেমন অদ্ভুত সব খেরো আসত, পাশে ব্র‌্যাকেটে কবিতা লিখে দেওয়া। ওসব আজেবাজে লেখাতেও রেগুলারদের কিন্তু কেউ গিয়ে বলেন নি, এই কী হচ্ছে এগুলো? বরং কিছু নিননিছা এসে কমেন্ট করেছে।
  • &/ | 151.14.***.*** | ১৫ নভেম্বর ২০২৪ ০৬:১১533251
  • অজানা অচেনা লোকের রেস্পন্স সেসবের বেশিরভাগই, হয়ত সোশাল মিডিয়া থেকে বা অন্য সোর্স থেকে। গুরুচন্ডালির রেগুলারদের রেস্পন্সের কী অবস্থা?
  • সনাতন ইত্যাদি | 208.127.***.*** | ১৫ নভেম্বর ২০২৪ ০৬:০১533250
  • এইটা একটা ব্যাপার অবশ্য।
    তবে এর মধ্যে আরো কতগুলি ব্যাপার আছে। ব্যাপার শব্দটা খুব কাজের, যেমন বিষয়। সে যাগ্গে। গুরুতে সাধারনত সুচিন্তিত মতামত পাওয়া যায়, একটা ফিল্টার আছেই। যাঁরা ফিডব্যাক দেন সাধারনত তাঁরা দেখে শুনে পড়ে রীতিমত চিন্তাভাবনা করে দেন।
    কেকের ফিডব্যাক তো খুবই, মানে, সেই যে ছবি বিষয়ে কেকের কমেন্টারি নিয়ে একটা পূর্ণাঙ্গ সংকলনের প্রস্তাব উঠেছিল, সেটা আবার রিভাইভ হলে ভালো হয়।
    সে যাই হোক, তো, এই জিনিসটার জন্য, অর্থপূর্ণ কিছু বলার না থাকলে অনেকে কিছু বলেন না। আমি নিজেই যেমন, অনেক সময়ই কোন লেখা হয়তো খুব ভালো লাগলো, কিন্তু কী বলবো বুঝি না বলে কিছু লিখি না।
    একদিকে ব্যাপারটা মন্দও না। আজকাল সোশ্যালমিডিয়াবাহিত একটা নৈর্ব্যক্তিক লাইক বা মন ছুঁয়ে যাওয়া, এতে ঠিক ঠিকঠাক রিইনফোর্সমেন্ট হয় না।

    এবার, ফিডব্যাক একেকজনের কাছে একেকরকম ভাবে কাজ করে। কেউ কেউ বিরূপ সমালোচনা শুনলে ডিফেন্সিভ হয়ে পড়েন, কেউ তাতে কী সারবত্তা আছে, তা থেকে কিছু নেওয়ার আছে কিনা - সেসব দেখেন। কাজু আসতো, লোকজনের সঙ্গে ঝগড়া টগড়া করে তারপর কী ভালো লিখতে শুরু করলো। গুরুতে একাধিক লেখক কবির চমৎকার উত্তরণ দেখেছি।
    আবার অনেকে ফিডব্যাক না পেলে লেখার উৎসাহ হারিয়ে ফেলেন, কারো কারো আবার তেমন কিছু আসে যায় না - ঐ নিস্পৃহমার্গ।

    প্রশংসার কথা আর আলাদা করে বললাম না, ওটা নিশ্চয় সবারই ভালোই লাগে।

    এইবার পাঠকেরও মুশকিল আছে। আমি যেমন পনেরো বছর ধরে একই রকম জিনিসপত্র লিখে চলেছি, প্রতিটা লেখায় কেউ এসে কিছু বলবে, এমনটা আশা করা নিতান্ত অন্যায়।
    আবার পাঠক কিছু বলছে না বা পড়ছে না বলে লিখবো না, তেমন ছোড়বান্দাও আমি না।

    এসব জিনিস অন্য অন্য ফোরামেও হয় হয়তো, প্রাচীন যুগের অর্কুট বা তারো আগে চ্যাটগ্রুপগুলির কথা বলেন অনেকে, আমি যেহেতু গুরু ছাড়া কখনো অনলাইনে কোথাও আড্ডা দিইনি তাই জানি না।

    তবে হ্যাঁ, একটা বড় কথা, এসবের একটা ডমিনো এফেক্ট আছে, কেউ কিছু বললো হয়তো, তাতে আরো দুজনের মনে হলো আমিও বলি। আবার একটা কমেন্ট এলো, তাতে টইঅটা উঠলো, তাতে দুটো লোক পড়লো। এসবও হয়।

    অ্যান্ডর, তা বটে, আমি একটু গুণে গেঁথে বুঝিয়া লইলাম আরকিঃ)

    ভাটে আসার সঙ্গে রেসপন্সের ব্যাপারটা ঠিক মেলাতে পারলাম না, চট করে মনে হল প্রচুর রেসপন্স আসে এমন লেখকদের মধ্যে প্রতিভাদি, ইন্দ্রাণীদি, হীরেনবাবু আছেন - ইন্দ্রাণীদি ভাটে খুবই কম আসেন, হীরেনবাবুও প্রায় আসেনই না, প্রতিভাদির ভাট বা অন্য যেকোন থ্রেডেই খুব কম ইনটারয়াকশন দেখেছি। অধুনা বিতনু চট্টোপাধ্যায়ের লেখাতেও ভালো রেসপন্স এসেছে। (আমি ভাটে না আসা লেখকদের কথা বললাম, যাঁরা আসেন তাঁরা তো আসেনই)
  • &/ | 151.14.***.*** | ১৫ নভেম্বর ২০২৪ ০৫:৫১533249
  • যেসব লেখকরা ভাটিয়া৯তে আসেন, তাঁরা তুলনামূলকভাবে তবু কিছুকিঞ্চিৎ রেস্পন্স পান তাঁদের লেখায়।
  • &/ | 151.14.***.*** | ১৫ নভেম্বর ২০২৪ ০৫:৩২533248
  • নিস্পৃহতার মার্গে থাকে। ঃ-) ভাবে ও ভালো ও মন্দ ও টনটনে ও গাবগুবে ও সরল ও জটিল---কীসেই বা কী আসে যায়?
  • kk | 172.58.***.*** | ১৫ নভেম্বর ২০২৪ ০৩:৫৮533247
  • না না, সবাই সহজে প্রশংসা করেনা। আমি ভয়েভয়ে আজ বলেই ফেলছি, গুরুতে টপ করে প্রশংসা করার ট্রেন্ডটা খুব একটা দেখিনা। কত ভালো লেখা চুপচাপ বয়ে যায়। কখনো কখনো আমার মনে হয় গুরু হচ্ছে খুব কড়া টীচার (অথবা কমল মিত্র টাইপ বাবার) এর মত। প্রশংসা করে লেখকদের মাথায় তুলতে চায়না। ভাবে বেশি লাই পেয়ে যাবে। কখনো মনে হয় গুরু এত বেশি জ্ঞানীগুণী যে নিষ্পৃহতার মার্গেই বেশির ভাগ সময়ে থাকে (ও ঐহিক ব্যাপারে কী বা যায়, কী বা আসে)। যাক গে কারণ যাই হোক, আমার মনে হয় ভালো জিনিষ লেখা, ভালো লেখা পড়া, আর যেমন লেগেছে সেটা বলা, সবেরই নিজস্ব গুরুত্ব আছে। সেই জন্য আমি কিছু টইতে, যেগুলো আমি বুঝতে পারি আর কী, ক্যাঁচোরম্যাচোর করে অনেক কিছু বলে দিয়ে আসি। লোকে বাচাল ভাবুক আর বোকা ভাবুক আর যাই ভাবুক।
  • &/ | 151.14.***.*** | ১৫ নভেম্বর ২০২৪ ০৩:৪০533246
  • কিন্তু বাংলাদেশ মুক্ত হবে কবে? মুক্তিযুদ্ধপন্থী মুক্তচিন্তক বাংলাদেশিরা যাঁরা অনেকেই প্রবাসে আছেন, মনে করছেন বাংলাদেশ আবার পরাধীন হয়েছে।
  • &/ | 151.14.***.*** | ১৫ নভেম্বর ২০২৪ ০৩:২৩533245
  • আরে সনাতন, লোকজন নিত্যই আপনার কাব্যের প্রশংসা করেন। সেই রাধিকা সিরিজের সময় মনে নেই? তাছাড়া এমনি অন্য কবিতারও।
  • &/ | 151.14.***.*** | ১৫ নভেম্বর ২০২৪ ০৩:২১533244
  • ভবভূতি!!!! ভবভূতিকে তাঁর প্রিয়জনেরা কী ডাকনামে ডাকতেন জানেন? " ভূ তি ই ই ই ই ই , গেলি কোথায় রে?" ঃ-)
  • সনাতন | 208.127.***.*** | ১৫ নভেম্বর ২০২৪ ০৩:১৩533243
  • অরণ্যদাকে থ্যাংকিউ।

    কিন্তু ব্যাপারটা কী হচ্ছে বুঝতে পারছি না। সবাই দল বেঁধে প্রশংসা করছে কেন? মানে করতেই পারে, আমার তো বরবরই বিশ্বাস আমি শাপভ্রষ্ট ভবভূতি, প্রশংসা করলে তো খুবই ভালো, কিন্তু কথা হলো তাহলে এতদিন কী কিছুই হচ্ছিল না, হঠাৎ একটা ভালো লাগার মত লেখা হয়ে গেল? 
    নাকি সবাই সুযোগের অপেক্ষায় ছিল, কেকে দরোজা খুলে দেওয়ায় সবাই বকেয়া প্রশংসা করে দিচ্ছে?

    সে যাই হোক, ও কিছু না, আপনারা হাত খুলে প্রশংসা করুন।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১৫ নভেম্বর ২০২৪ ০৩:০৭533242
  • ডিসি, কেকে, অ্যান্ডর, অনেক ধন্যবাদ। প্রবলভাবে চেষ্টা করছি ভালো হয়ে ওঠার‌। হয়ে যাব ঠিক। laugh
     
    অপু একবার কিছু একটা খোঁজ করে ছিলে, সাড়া দেওয়া হয়নি। ভাটে তোমার বকবক চলছে দেখে মনে হচ্ছে এখন বিন্দাস আছো। এমনই থাকো। নতুন কাজে যোগ দিয়েছ, তার জন্য অভিনন্দন।
     
    পাপাঙ্গুলের সাথে অনেকদিন কথা হয়নি। বেড়ানোর পোস্ট দিয়েছ, পড়ব এবার। ভালো আছ নিশচয়ই।
     
    উৎসাহ দিয়েছ যারা তাদের জনাই, কাল ফিরছি ক‍্যালিডো নিয়ে।
  • aranya | 2601:84:4600:5410:7d1e:3a59:71a4:***:*** | ১৫ নভেম্বর ২০২৪ ০২:৪৭533241
  • ঠিকই বলেছেন, @সে 
  • . | ১৫ নভেম্বর ২০২৪ ০১:৫৩533240
  • aranya | 2601:84:4600:5410:1930:4dfa:7038:***:*** | ১৫ নভেম্বর ২০২৪ ০০:৪৯
     
    ধর্ম নিরপেক্ষতা তো বহুকাল ধরেই নেই। যা নেই, তা খামোখা লেখা থাকলে মুছে ফেলাই তো ঠিক।
  • . | ১৫ নভেম্বর ২০২৪ ০১:৫০533239
  • ঐ মূর্তি একটি জঘন্য প্রাণী 
  • রমিত চট্টোপাধ্যায় | ১৫ নভেম্বর ২০২৪ ০১:০৭533238
  • এরও 1776 চাই। আহা রোববার করে গাধাগুলোকে ছুটি দিতে লাগে, মূর্তির বুকে শেলের মতো বেঁধে।
  • Mamun Abdullah | ১৫ নভেম্বর ২০২৪ ০০:৫৯533236
  • বাহ এখানে ফারুকী কে নিয়ে কথা হচ্ছে , ফারুকীর সিনেমা সিনেমা হতে হতেও হয়ে ওঠে না , সম্ভবত উনার ব্যক্তিগত ইলেকটুচুয়াল পাকামোর কারণে ..
  • রমিত চট্টোপাধ্যায় | ১৫ নভেম্বর ২০২৪ ০০:৫৭533235
  • বিকিনি নেই কিন্তু দারুন দারুন বন্দুকবাজ আছে, চট করে দেখে ফেলুন, দ্যা জেন্টলমেন। গাই রিচির সিনেমা। বিফলে মূল্য ফেরত।
  • r2h | 208.127.***.*** | ১৫ নভেম্বর ২০২৪ ০০:৫১533234
  • রড্রিগেজের সিনেমা যেন কোনগুলি - দেখতে গিয়ে কয়েকটা চেনা সিনেমা পড়লো - ডেসপারেডো কলকাতায় লাইট হাউস না নিউ এম্পায়ারে যেন দেখেছিলাম, মনে পড়লো!

    মুস্তাফা সরোয়ারের সিনেমা টেলিভিশন নেটফ্লিক্সে ছিল। চমৎকার সিনেমা।
    পিঁপড়াবিদ্যারও বেশ নাম শুনেছিলাম, দেখিনি।
  • aranya | 2601:84:4600:5410:1930:4dfa:7038:***:*** | ১৫ নভেম্বর ২০২৪ ০০:৪৯533233
  • আচ্ছা। আর একটা খবর এখুনি দেখলাম আবাপ-তে - মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের সংবিধানে আর ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দের প্রয়োজন নেই। বৃহস্পতিবার মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশ হাই কোর্টে পঞ্চদশ সংবিধান সংশোধনী বাতিলের জন্য সওয়াল করে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করে দিয়েছে
     
    বাংলাস্তান হওয়ার দিকে দ্রুত গতিতে এগোচ্ছে 
  • পাপাঙ্গুল | 103.87.***.*** | ১৫ নভেম্বর ২০২৪ ০০:৪৬533232
  • কিংবদন্তি কিছু লিখলে বোঝা যাবে 
  • পাপাঙ্গুল | 103.87.***.*** | ১৫ নভেম্বর ২০২৪ ০০:৪৩533231
  • ডুব বলে সিনেমাটা দেখেছিলাম। সিনেমায় রাজনীতি কিছু ছিল না। তবে উনি মনে হয় প্রথম থেকেই ছাত্রদের পক্ষে লিখছিলেন। 
  • . | ১৫ নভেম্বর ২০২৪ ০০:৪১533230
  • দুনিয়াটা একটা ভয়ঙ্কর সেল্ফ ডেসট্রাকশানের দিকে ত্বরিত হচ্ছে। খুনোখুনি টোটালি স্টপ হওয়া উচিত।
    তবে আশার কথা শকুনের শাপে গরু মরে না। গুরু নিকের মন্তব‍্যকারী ঘুরে ফিরে কেবল হিংসাত্মক কথা বলে থাকেন। পাত্তা দিই না।
  • aranya | 2601:84:4600:5410:1930:4dfa:7038:***:*** | ১৫ নভেম্বর ২০২৪ ০০:৩৯533229
  • ফারুকী কেমন লোক? 
  • পাপাঙ্গুল | 103.87.***.*** | ১৫ নভেম্বর ২০২৪ ০০:৩৮533228
  • মুস্তাফা সারোয়ার ফারুকীকে নাকি সংস্কৃতি উপদেষ্টা করা হয়েছে 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত